![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছেলেটি
পর্ব - ৫
লেখা :: Sabuj SB (স্বপ্ন চোর )
না মাহিনের দিনগুলো আর আগের মত কাটতেছে না | কেমন যেন নিশ্চুপ থাকে সারাক্ষণ মাহিন | আর কি বা করবে সে? যে মেয়েটিকে ও সবচেয়ে কাছের বন্ধু ভাবত আজ সেই মেয়েকে ও কিভাবে নিজের ভালোবাসার কথা বলবে? আর অর্পি ই বা কিভাবে নেবে কথাগুলো? এই ভেবেই গিনগুলো কাটছে মাহিনের |
কিন্তু মাহিনের মা? মাহিনের মা কয়েকদিন ধরেই মাহিনকে নতুন করে আবিষ্কার করতেছে | তার ছেলেটি যেন কেমন বদলে যাচ্ছে আগের চেয়ে | আগের সেই চঞ্চল স্বভাব টাও যেন নেই | তিনি লক্ষ করতেছেন কয়েকদিন ধরে মাহিন মনমরা হয়ে বসে থাকে | মাহিনের মায়ের মাথায় আরও একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে মাহিন তো তাকেই সবচেয়ে ভাল বন্ধু ভাবে | আর কিছু হলে তো তার কাছেই আগে বলে | তাহলে এখন কেন বলতেছে না?
ওদিকে মাহিন নিজেকে ঠিক রাখতে পারতেছে না | বুকের বাম কোন টা কেন যেন খুব খালি খালি লাগতেছে | বড় ধরনের শূন্যতা অনুভব করতছে মাহিন | সিগারেট এর পরিমান টাও বেরে যাচ্ছে মাহিনের | মাহিন জানে এত খাওয়া ঠিক না | তবে বন্ধুদের তথ্যমতে সিগারেট ও টেনশন দূর হয় | তাই মাহিন ও..........
সেদিন তো মায়ের চোখেও ধরা পরে যায় মাহিন | মাত্র সিগারেট টেনে বাসায় এসেছে মাহিন |
ওর মা কিছিল একটা আন্দাজ করতে পেরেছে | মা জিজ্ঞেস করে,কিরে মাহিন তোর শরীর থেকে কিসের গন্ধক বের হচ্ছে রে?
মাহিন কিছুটা আতঙ্কিত হয়ে , কই কিছু নাতো মা |
মাহিন সত্যি করে বল তো, তুই সিগারেট খাস না তো?
কিযে বল না মা! আমি সিগারেট খাই না |
তাহলে ভাল | আচ্ছা মাহিন তোর কদিন ধরে কি হয়েছে বলতো? ঠিক মতো খাওয়া - দাওয়া করিস না | মনমরা হয়ে বসে থাকিস? কী হয়েছে রে তোর?
কিছু না মা | আমি যাচ্ছি |
এই বলেই মাহিন চলে গেল |
কিন্তু মায়ের মন ছেলের জন্য অতর্কিতেই কেঁদে উঠছে | ছেলের কি হইছে তাও ঠিক মত জানেন না | আর মাহিন নিজে থেকেও কিছু বলছে না |
মাহিন নিজেকে আর সামলাতে পারছে না | কিভাবে অর্পির সামনে উপস্থাপন করবে তাও ভেবে উঠতে পারছে না | এই ভাবতে ভাবতে অর্পিকে ফোন করেই বসে মাহিন |
মাহিনঃ হ্যালো, অর্পি?
অর্পিঃ হ্যাঁ মাহিন বলো?
মাহিনঃ কি করো?
অর্পিঃ কিছুনা | বসে আছি |
কি যেন বলতে গিয়ে মাহিনের মুখ থেকে বের হয়ে গেল....
মাহিনঃ জানো আমি না একটা মেয়েকে ভালোবাসি |
অর্পিঃ কি? সত্যি? কে সেই মেয়ে মাহিন?
[ অর্পি আনন্দের স্বরে মাহিন কে জিজ্ঞেস করতেছে | কারণ অর্পি জানে মাহিন খুব ভাল ছেলে | আর সে যে মেয়েকে ভালোবাসে নিশ্চই সে মেয়ে খুব ভালই হবে | ]
মাহিনঃ আছে একজন |
অর্পিঃ আচ্ছা কবে পরিচয় করিয়ে দিবা আমার সাথে?
মাহিনঃ দিব | সময় আসুক |
অর্পিঃ সে নিশ্চই অনেক সুন্দরী তাই না ?
মাহিনঃ তোমার মত |
অর্পিঃ ধ্যাত ! আমি কি সুন্দর নাকি? আমি তো পচা দেখতে |
মাহিনঃ এহহহ, কে বলেছে তুমি পচা? তুমি খুব সুন্দর দেখতে |
অর্পিঃ সে নিশ্চই আমার চেয়েও অনেক সুন্দর দেখতে | আচ্ছা কোথায় থাকে সে?
মাহিনঃ আমার মনের মাঝে |
অর্পিঃ বাহহ মাহিন তুমি তো বেশ রোমান্টিক কথা বলতে শিখেছ| আচ্ছা শোন আমি একটু ব্যস্ত | পরে কথা হবে |
এই বলেই অর্পি ফোনটা রেখে দিল |
না আজও মাহিনের বলা হলো না | না বলা কথাগুলো শুধু মনের মাঝে ঘুরপাক খাচ্ছে বারবার |
কয়েকদিন ধরেই মাহিনের পড়াশোনা হচ্ছে না | সামনেই দ্বিতীয় সাময়িক পরৗক্ষা | এই ভেবে মাহিন বই নিয়ে বসে | কিন্তু না কিছুই পড়ার হচ্ছে না | বই বন্ধ করে শুয়ে পড়ে মাহিন |
আর মনের মাঝে অর্পিকে নিয়ে নাড়াচাড়া করতে থাকে.....................
চলবে..
©somewhere in net ltd.