নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sabuj SB

ফোনেটিক

Sabuj SB › বিস্তারিত পোস্টঃ

১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৭

মা
,
,
লেখা :: (মা কে নিয়ে বলেছি,
এখানে নাম দেওয়ার প্রয়োজন নেই)
,
,
,
মা শব্দটি উচ্চারণ করতে সবারই ঠোঁট
একবার হলেও কাপবে। কারণ এত মধুর এত
দামী শব্দ এছাড়া আর নেই। মা
শব্দটিতে এতটাই মাধুর্য বিদ্যমান যে
অনেক বড় বড় লেখক রাও মাকে নিয়ে
লিখতে গিয়ে হিমশিম খেয়ে
গেছেন। মা কে নিয়ে লিখতে গেলে
যতই লিখি মনে হয় কিছু যেন কম পড়ে
গেছে। সত্যিই লিখতে বারবার
হাতের কলমটা কাপতেছে।
,
,
মা হচ্ছেন সেই মানুষটি যিনি দশ মাস
দশ দিন ধরে নিজের সন্তান কে গর্ভে
ধারণ
করেন। শত কষ্ট শত আঘাত সব নিজে সহ্য
করেন। তবু তার সন্তানকে তার
ছিটেফোটাও অনুভব করতে দেন না।
সন্তান কে জন্ম দেওয়ার পরও মা যা
সন্তানের জন্য করেন তা অতুলনীয়।
নিজে না খেয়ে মা সন্তান কে
খাওয়ায়। নিজে ছেড়া কাপর পরে
সন্তানের হাতে নতুন কাপর তুলে দেন।
,
,
,
,
মা তাকেই বলে যে পৃথিবীর এক প্রান্ত
থেকে ডাকলে তার সন্তান অন্য
প্রান্তে বসেও তার সেই ডাক টের
পান। মা সেই মানুষটি যিনি শত কষ্ট
হওয়া সত্যেও তার সন্তানকে আগলে
রাখেন।
,
,
,
সেই ছোট থেকেই দেখে আসছি মা
সবসময় কত্তটা ভালোবেসেছেন। মাকে
যদি এক মুহূর্ত না দেখি তাহলে কেন
যেন খুব খারাপ লাগে। সারাক্ষণ
মাকে ডেকে ডেকে পাগল করে তুলি।
মা এর কোন তুলনা নেই আমার কাছে।
মাঝেমাঝে মা বিভিন্ন কারনে খুব
রাগ করেন। তবে সেটা মায়ের
ক্ষনিকের রাগ। কিছুক্ষন পরেই সব ভুলে
আবার কাছে টেনে নেন।
,
একবার মনে আছে, আমার হাত
কেটেছিল সাইকেল এক্সিডেন্ট এ।
হাতে ছয়টার মত সেলাই লেগেছিল।
মাকে দেখেছি আমি যতটা না কষ্ট
করেছি তার থেকে মা বেশি কষ্ট
পেয়েছিলেন। মা যা পেরেছেন সব
করেছেন আমার জন্য।।। সত্যি আর পারছি
না লিখতে। চোখ থেকে জল পরতেছে।
কন্ঠ ভার হয়ে আসছে। আপনারা দয়া
করে আমার জন্য এতটুকু প্রার্থনা কইরেন
যেন আমি আমার মাকে সারাজীবন
আগলে রাখতে পারি।
,
,
মা ছোটবেলা থেকেই নিজের
সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেন।
তিনি নিজের সবটুকু মায়া, মমতা,
ভালোবাসা দিয়ে নিজের সন্তান
কে বড় করে তোলেন। আর সেই সন্তান
যখন বড় হয়ে নিজের মা কে ভুলে যায়
তখন সেই মা এর ভিক্ষা করা ছাড়া
কোন পথ ই খোলা থাকে না। যখন সারা
জীবন কষ্ট একজন সন্তানের পিছে
ঢেলে শেষ জীবনে ভিক্ষা করে
বাঁচেন সেই মায়ের কষ্ট তিনি ছাড়া
আর কে বুঝেন?
,
তাই সবাইকে একটা অনুরোধ করি কেউ
নিজের মাকে কষ্ট দিয়েন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.