![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্যা
Sabuj SB (স্বপ্ন চোর)
হয়তো তুমি অসীম রূপবতী নও
কিন্তু তুমি অনন্যা।
হয়ত তোমার মাথা ভরা কেশ নেই
কিন্তু না, তাও তুমি অনন্যা।।
,
,
নাও হতে পারো তুমি হিমুর রূপা
কিন্তু তুমি অনন্যা।
এই পৃথিবীতে তুমি সবার মত নও
তাও তুমি অনন্যা।।
,
,
তুমি নাহয় একটু স্বপ্নই ভেঙেছো
তাতে কি?
তোমার কোন দোষ নেই
অনন্যা তুমিই ।।
,
,
তুমি জানো,
কেন তুমি অনন্যা?
,
,
তোমার আছে মায়াভরা
দুটি আঁখি।
আছে তোমার
বাকা ঠোঁটের হাসি।।
,
,
আছে তোমার একরাশ
মেঘকালো চুল।
আরো আছে তোমার
নাকেতে নাকফুল।।
,
,
তাইতো তোমায় বারংবার বলি
তুমি অনন্যা, তুমি মহীয়সী।।
©somewhere in net ltd.