![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমু
কখনও কি হিমু হতে পারব?
যানিনা পারব কিনা?
কিন্তু কিভাবে হব?
আমার তো রুপা নেই | যে আমার জন্য কোন এক জোসনা রাতে হলুদ শাড়ী পরে অপেক্ষা করবে আমার জন্য | ব্যালকোনিতে অপেক্ষা করবে আমার জন্য আর নীরবে চোখের জল ফেলবে, জানবে না কেউ | নেই রমিজ চাচার ভাতের দোকান, যেখানে আমার থাকা খাওয়া ফ্রি | নেই কোন করিম যে ডাবল পাতির চা বানায় | নেই কোন ভক্ত বাদলের মত যে আমায় গুরু বানাবে | মাজেদা খালার মত কোন খালাও নেই যে শত রাগ শত বকার পরও পেট পুরে খাওয়াবে |
আমার বাবা কোন মহাপুরুষ বানানোর কারিগর ও নয় |
তবু কিছু তো আছে !
আছে নিশ্চুপ নিঃসঙ্গ রাত্রী,
আছে মাতাল জোসনা,
কদমে ঝুম বৃষ্টি আর,
ঠাটানো মধ্য দুপুর,
আছে মেঘ অকাশ
পানে তাকালেই
দেখতে পাবো।
আর আছে কালো পিচের পথ,
আছে অপূর্ণতায় পূর্ণ জীবন
তবে হিমু হতে দোষ কি ?
২| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৬
Sabuj SB বলেছেন: তা অবশ্য ঠিক ই বলেছেন
৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:০৬
Sabuj SB বলেছেন: তা অবশ্য ঠিক ই বলেছেন
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:১৬
অমানুষ ১ বলেছেন: ভাইরে হিমু হইতে হয় না। automatically এর প্রভাব শুরু হয়ে যায়।