![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
,এক ফোটা চোখের জলের মর্ম তুমি কি
বুঝবে? যেখানে তুমি কোনদিন
চোখের জল ফেলইনি।
,
একমুঠো ভালোবাসার কথা তুমি
কীভাবে জানবে? যেখানে তুমি
কাউকে ভালোই বাসোনি।
,
চোখের নিচে কীভাবে কালি পরে
তা তোমার জানার কথাও নয়। কারণ
তোমার তো নির্ঘুম রাত কাটাতে হয়
নি।
,
ভেজা বালিস এর গল্প তুমি কীভাবে
জানবে? কোন রাতে তো তুমি কাদোই
নি।
,
,
,
সত্যিই ছলনার আমি কিছু বুঝি না। কারণ
আমি ছলনা করি নি।
,
আমি ধোকা সম্পর্কে জানি না। কারণ
ধোকা তো আমি দেই নি।
,
,
আমি শুধু ভালোবাসতে জানি।
তোমার মত ছেড়ে চলে যেতে জানি
না। আমি তোমাকে আগলে রাখতে
পারি, ছাড়তে পারি না। তোমার নাম
মনের খাতায় লিখতে পারি কিন্তু তা
মুছতে পারি না।
Sabuj SB (স্বপ্ন চোর)
©somewhere in net ltd.