![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাগুলো চলে যায়, ভেসে যায় জলে।
কত লেখা চলে গেলে উড়ে গেল চলে।
মনের লেখা যায় না চলে, যায় না চলে উড়ে।
কি লেখা ছিল মনে ভালোবাসি বলে।
মুচাতো যায়না বলে লেখা গুলা দিলে।
আলেখাগুলো চলে যায়, ভেসে যায় জলে।
ভালোবাসার লেখা গুলো মনের পৃষ্ঠা ভারে।
মনের মাঝে লিখতে লিখতে রক্ত হয়ে যায় কালি।
লেখা আমার শেষ হয়না মনের পৃষ্ঠা খালি।
ভালোবাসার লেখাগুলি হয়ে যায় বলি।
লেখা গুলি চলে যায় ভেসে যায় জলে।
কত লেখা চলে গেল মনের কোটা খালী।
আজকের লেখা গুলি ছিল বড় দুখী।
লেখাগুলো চলে যায়, ভেসে যায় জলে।
©somewhere in net ltd.