নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা হচ্ছে সবার থাকার ঘর.

মোঃ শরিফ ইসলাম শাদাফ

আমি একজন

মোঃ শরিফ ইসলাম শাদাফ › বিস্তারিত পোস্টঃ

বিজয়ী গান

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

বিজয়ী গান
মোঃ শরিফুল ইসলাম শাদাফ

১৬ তোমার জন্ম মাগো, হলো স্বাধীনতা
ওমা হলো স্বাধীনতা।

১৬ মাগো জন্ম হলো একটি পতাকা
ওমা একটি পতাকা।

সবুজে মাঝে লাল হলো মা তোমার পতাকা।
ওমা তোমার পতাকা।

১৪ তোমার শেষ হলো মা বুদ্ধি জীবির পাতা.
ও মা বুদ্ধি জীবির পাতা।

২১ তুমি ভাষা পেলে বাংলায় কথা বলা,
ও মা বাংলায় কথা বলা

সালাম,বরকত শহিদ হল বাংলায় কথা বলা ।
ওমা বাংলায় কথা বলা।

২৬ মা মৃত হল দেশে হাজার মাথা,
শুরু হল আমার স্বাধীনতা
ও মা আমার স্বাধীনতা।

১৪ তোমার শেষ হলো বুদ্ধি জিবির পাতা.
ও মা বুদ্ধি জিবির পাতা।

৭ তুমি পেয়েছিলে মা মুজিব নেতার ভাষণ,

ও মা মুজিব নেতার ভাষণ।

তোমার বুকে শুয়ে আছে,মুজিব নামের শাসক।

ওমা মুজিব নামের শাসক।

১১ টি সেক্টর হলো আমার স্বাধীনতা,
ওমা আমার স্বাধীনতা।

১৬ তোমার জন্ম মাগো, হলো স্বাধীনতা
ওমা হলো স্বাধীনতা।

১৪ তোমার শেষ হলো বুদ্ধি জিবির পাতা.
ও মা বুদ্ধি জিবির পাতা।

৯ মাস পরে পেলাম মাগো বিজয় নামের পাতা।
ওমা বিজয় নামের পাতা।

৩০ লক্ষ শহিদকে মা আমরা স্বরন করি মাগো আমরা স্বরন করি।

১৬ নামের দিন টি কে আজ বিজয় বলে ডাকি,
ওমা বিজয় বলে ডাকি।
শহিদ হলো মাগো যারা জীবন রেখে বাজি।
,
ওমা বিজয় বলে ডাকি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.