![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লজ্জা তুমি করো মুসলিম,
লজ্জা তুমি করো
মুসলিম জাতি হয়ে আছি,
নামে আমি বড়,
মুসলিম জাতি মরছে সেথায়,
বলছে আমায় ধরো,
ফিলিস্তিনি জাতি তোমরা,
বাঁচার জন্য লড়ো।
ফিলিস্তিনি জাতি তোমরা,
শহীদ হয়ে মারো,
বাঁচতে হবে তোমায় বলি,
মৃত্যুর সাথে লড়ো,
মুসলিম জাতি হয়ে আছি,
নামে আমি বড়,
মুসলিম হয়ে বাঁচতে চাইলে,
লজ্জা তুমি করো,
লজ্জা তুমি করো মুসলিম,
লজ্জা তুমি করো,
মোঃ শরিফুল ইসলাম সাদাফ,
©somewhere in net ltd.