![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পথে কি করে চলি বল একসাথে,
যে পথের নেই কোন সীমানা।
এই পথে কি করে চিনি বল ভালোবাসারে।
কি করে চলব আমি একলা হেঁটে
হাটতে হাটতে পথ যায় দূরে চলে,
তুমি নাই বলে।
আঁকাবাঁকা পথ ধরে চলে যাই বহু দূরে,
যে পথের নেই কোন সীমানা।
পাইনা খুজে বলো আমি তোমারে,
ওরে ভালোবাসা রে।
পথ যে বেঁকে গেল তোমার সাথে,
ওরে ভালোবাসা রে।
এই পথে কী করে চিনবো,
আমি ভালোবাসারে।
যে পথে তুমি হাঁটছো দূরে,
পাইনা আমি তোমায় খুঁজে।
তুমি চলে গেছো পথ যে ভুলে ,
আজ হলো সব এলোমেলো।
সবকিছু ভুলে যাই কান্না বেদনায়,
তুমি পথ ভুলে যাও,
আমি তো ভুলি নাই।
ভালোবাসি বলে।
©somewhere in net ltd.