নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বারাক ওবামার সংক্ষিপ্ত পরিচিতি

৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪১

ডেমোক্রেটিক দলীয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ১৯৬১ সালের ৪ আগষ্ট মার্কিন দ্বীপ হাওয়াইটের রাজধানী হনলুলুতে জন্ম গ্রহণ করেন । তিনি আফ্রিকান বংশোদ্ভুদ এক কৃষাঙ্গ । তার পিতা ছিলেন মুসলমান । ওবামার শৈশবের একটা অংশ কেটেছে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় । কেনিয়ান বাবা হোসেন ওবামা সিনিয়র ও মাতা এন ডানহামের গর্ভে বারাক ওবামার জন্ম । পরে হার্ভার্ডে উচ্চ শিক্ষার জন্য যাওয়া বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় মা ডানহামের । এরপর ওবামার মা বিয়ে করেন এক ইন্দোনেশীয়কে ।



বারাক ওবামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড স্কুল থেকে স্নাতক পাশ করেন । রাজনীতিতে আসার আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মী হিসাবে বেশ সুনাম অর্জন করেন । ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইলিয়নের সিনেটর ছিলেন তিনি । ২০০৪ সালে আবার ওবামা ঐ রাজ্যের সিনেটর নির্বাচিত হন ৭০ শতাংশের বেশী ভোট পেয়ে ।



১৯৮৮ সালে মিশেল রবিনসনের সাথে পরিচয় হয় ওবামার । হার্ভার্ডে কয়েক বছর তারা একসঙ্গে কাজ করেন । ১৯৯২ সালে ওবামা মিশেলকে বিয়ে করেন । বর্তমানে তাদের দুই কন্যা রয়েছে । নির্বাচিত হলে তিনিই হবেন আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ।































মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১০

আসিফ বলেছেন: হুমম... ভাল। সারা পেলিনরে নিয়া এইবার একটা পোস্ট দেন

৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

সারাহ পেলিন কে নিয়ে দিতে হবে , ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য ।

২| ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৭

বিহঙ্গ বলেছেন: ওবামার তিনটি বিখ্যাত বই
১। ড্রিমস ফ্রম মাই ফাদার,
২।চেন্জ উই ক্যান বিলিভ ইন,
৩। বারাক ওবামা ইন হিজ ওয়ন ওয়ার্ডস।

পোস্টের জন্য ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

ধন্যবাদ

৩| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০৪

অরণ্য আনাম বলেছেন: অভিনন্দন জানাই আপনাকে বারাক ওবামা-কে নিয়ে লেখার জন্য। তিনি এখন আমার FLIKCR এর বন্ধু।

http://www.flickr.com/people/seventeen7photo

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, তাহলে তাহার সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেল !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.