নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বসন্তের ফুল - ফটোব্লগ

০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৯



সবাই বলে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত । আমি বলি বসন্তে ফুলেরা ফুটবেই.......... নীচে আমার তোলা কিছু বসন্তের ফুলের ছবি । অধিকাংশ ফুলের নামই আমি জানিনা । কারো নাম জানা থাকলে এড করে দিবেন ।



২ । পলাশ





৩ ।





৪ ।





৫ । বিলম্ব ফুল





৬ ।





৭ । মিষ্টি কুমড়া ফুল ।





৮ । ঘাস ফুল ।





৯ । ঘাস ফুল ।





১০ । বাইট ফুল ।





১১ । লাল লজ্জাবতী ফুল ।





১২ । ঘাস ফুল ।





১৩ ।





১৪ ।





১৫ । মোরগ ফুল ।





১৬ । ঘাস ফুল ।





১৭ ।





১৮ ।





১৯ । ঘাস ফুল ।





২০ । ঘাস ফুল ।





২১ । কলমী ফুল ।





২২ ।





২৩ ।





২৪ । ঘাস ফুল ।





২৫ । জামবুরা ফুল ।





২৬ । কামিনী ফুল ।





২৭ ।





২৮ ।





২৯ ।





৩০ ।





৩১ ।





৩২ ।





৩৩ ।





৩৪ । খেজুরের ফুল ।





৩৫ ।





৩৬ । বেগুন ফুল ।





৩৭ ।





৩৮ ।



মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:০৯

জাহিদুল হাসান বলেছেন: চমৎকার। হরেক রকমের ফুল। অনেক পরিশ্রম করছেন বুঝা যায়। অনেকগুলা র নামই জানি না তবে ২৮ নাম্বার টা জানতে ইচ্ছে করছে। প্লাস।

০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ২৮ নাম্বারটা আমাদের স্থানীয় একটা নাম আমি জানতাম সেটাও ভুলে গেছি । এর পাতাগুলো খেতে টক, ছোট বেলা খুবই খেতাম ।

জানেন তো আমি রেল লাইন ধরে হেটে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করেছি । এই সবগুলো ফুলের ছবিই আমি আখাউড়ার পর থেকে কুমিল্লার শশীদল ষ্টেশনের মাঝখান থেকে তুলেছি গত শনিবার দিন ।

২| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:০৯

ছেড়া পলিথিন বলেছেন: যত সুন্দর ছবি ব্লগ ই দেন না কেনো সিন্ডিকেটিং না করলে বেশি মানুষ কমেন্ট দিবে না
অসাধারণ হয়েছে ছবি গুলো,পোষ্টে +++++

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, মন্দ বলেন নি ।

৩| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:১১

ছেড়া পলিথিন বলেছেন: ২২ নাম্বার টার নাম কি?

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: নাম জানিনা :(

৪| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:২৪

মনির২৪৫ বলেছেন: Heavy! Heavy!! Heavy!!!Heavy!!!!

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংস্

৫| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৩২

শিশিরের শব্দ বলেছেন: ২৮ আর ৩০ এই ২টা বেশী ভালো লেগেছে :)
৩৫ নাম্বারটা মনেহয় ঝুমকো জবা :)

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ২৮ নংটা অতি ক্ষুদে ঘাসফুল, নাম জানিনা তবে এর পাতাগুলো টক টক লাগে তাই ছোট বেলা খুব খেতাম । ৩০ নংটাও পায়ের তলায় মাড়ানো ঘাসেরই ফুল নাম জানি না ।

আ৩৫ নংটা আমরা যেটাকে ঝুমকো ফুল বলি সেইটা না, এটা থেকে আমরা চুষে মধু খেতাম, আর নাম বলতাম মধু ফুল । এটা এমনই থাকে এর পাপড়ীগুলো আর প্রসারিত হয় না ।

৬| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৪

ডেভিড বলেছেন: ৩০ নম্বরটাও সম্ভবত ঘাসফুল। এদের অনেকগুলোই দেখি কিন্তু নাম জানিনা। ২৮ নম্বরটা আমাদের পাঠশালা আর চার্চে অনেক ছিল - নাম মনে করতে পারছিনা

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমি ও তাই বলি, ধন্যবাদ ।

৭| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ১১:১০

ছায়া বিথী বলেছেন: আপনি যাদের ঘাসফুল বলেছেন এদের বেশিরভাগই ঔষধি গাছগাছড়া। ২৮ নং- কে উত্তরবঙ্গে গ্রামাঞ্চলে ঢোলমোউন বলে। কালীপুজোর বিশেষ ছাতুতে যা অপরিহার্য। পেটের নানাবিধ পীড়ায়ও ব্যবহৃত হয় টক স্বাদের এই উদ্ভিদ।

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: সব গাছহাছড়াই কোন কোনভাবে আমাদের কাজে লাগে, আমরা জানিনা । ২৮ নংটার নাম না জানলেও ছোট বেলা টক স্বাধের কারনে এগুলো খুব খেতাম, ধন্যবাদ ।

৮| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে,,,,,,,,,,,,,,মনে এক ধরনের শান্তি পেলাম,,,

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুনে খুশি হলাম :)

৯| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: ++++++

০৭ ই মার্চ, ২০১২ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

১০| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৭

এমজেডআই বলেছেন: ১০। সাদা ভাট ফুল

১৮। ঝুনঝুনি

২২। জংলী বেগুন

২৩। ভেন্না

২৭। বন ওকড়া

২৮। আমরুল

৩০। কমেলিনা ডিফিউসা

৩১। বেগুনি হুড়হুড়ে

৩২। আকন্দ

৩৩। শিয়ালমুতি

৩৫। ঝুমকো জবা

৩৭। ল্যান্টানা

৩৮। চুকুর

০৯ ই মার্চ, ২০১২ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১| ০৯ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৯

এমজেডআই বলেছেন: ২৭ নম্বরটা আসলে ভুই ওকড়া, বন ওকড়া নয়।

১৫ ই মার্চ, ২০১২ সকাল ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মহামহোপাধ্যায় বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর। তবে লোড হতে বেশ সময় নেয়। পোস্টে ভাল লাগা রইল।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এখন আমি ২০ থেকে ২৫ টির বেশী ছবি এক পোষ্টে দেইনা, লোড হওয়ার সমস্যা হয় বলে, ধন্যবাদ ভাই।

১৩| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১:১০

পোয়েট ট্রি বলেছেন: ২৮ নম্বরে আছে আমঘাস। এটার পাতা রস করে সামান্য লবণযোগে খেলে বদহমজ থেকে রক্ষা পাওয়া যায়। অম্লনাশক এই উদ্ভিদ। এর ফুলের নাম ’আমরুল ফুল’ হতেই পারে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো খবর, বিষয়টা জানা ছিলো না, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.