নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নারিকেল জিঞ্জিরা ভ্রমণ (দুই পর্বের প্রথম পর্ব)

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৬


নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ক্ষুদে প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নামে ডাকা হতো। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরীপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিষ্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে, দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ করে।তো আসুন ঘুরে আসি নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন্স দ্বীপ থেকে।

(২) আগে টেকনাফের কিছু আগেই একটা স্থান থেকে জাহাজ ছাড়লেও এখন সেন্টমার্টিনের জাহাজে চড়ার জন্য টেকনাফ শহর পাড়ি দিয়ে শাহপরীর দ্বিপে যেতে হয়। এটা শাহপরীর দ্বীপের লম্বা জেটির প্রথমাংশ।


(৩) জেটির শেষ মাথায় সেন্টমার্টিন যাওয়ার বিভিন্ন নামের ৬/৭টা জাহাজ দাড়িয়ে আছে।


(৪/৫) জেটির দুইপাশে অনেক অনেক জেলে নৌকা বাধা, ভাটার সময় এখানকার সব পানি নেমে যায় নাফ নদীতে। তখন নৌকাগুলো শুকনোর মাঝেই থাকে।



(৬) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই সবগুলো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়।


(৭/৮) নাফ নদীর পাড়ে দূরে দাড়িয়ে থাকা পাহাড়, কোনটা বাংলাদেশে আর কোনটা মায়ানমারে কে জানে?



(৯) কোষ্ট গার্ডদের সতর্ক প্রহরা।


(১০) একটা জেলে নৌকা ঘিরে গাংচিলদের খেলা।


(১১) মাছ ধরায় ব্যস্ত কিছু জেলে।


(১২) জাহাজের পেছনের জানালা দিয়ে তোলা একটা ছবি।


(১৩) নাফ নতীর ঐ পাড়ে কাটাতার ঘেরা মায়ানমার সিমান্ত।


(১৪) নীল সাগরে ছুটে চলা জেলে নৌকা, কথিত আছে জেলেদের স্বর্গ এই সেন্ট মার্টিন্‌স দ্বীপ।


(১৫) ওই তো আমাদের কাক্ষিত নারিকেল জিঙ্জিরা বা সেন্ট মার্টিন্‌স দ্বীপ।


(১৬) এক সময় জেটিতে ভীড়ল আমাদের জাহাজ।


(১৭) এক সময় এমন সুন্দর দ্বীপের দিকে পা বাড়ালাম, দ্বীপের এমন সুন্দর দেখে সত্যিই আমরা অভিভুত হয়ে গেলাম।


(১৮) ব্লু-মেরিন হোটেলেই আমাদের বুকিং দেওয়া ছিলো, তাই ঝটপট ওখানে চলে গেলাম।


(১৯/২০) ব্লু-মেরিন হোটেলে তিনটা পার্ট আছে, একটা হলো তিনতলা বিল্ডি (১৮ নং ছবি), দ্বিতীয়টা টিনসেড বিল্ডিং, তৃতীয়টা হলো তাবু। আপনার পছন্দ মতো যে কোনটা বেছে নিতে পারেন। আমরা থেকেছিলাম দ্বিতীয়টায়।



পরবর্তি পর্বে সমাপ্ত।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১০

ঝড়ো হাওয়া বলেছেন: আপনার ছবিসহ ঘোরাফেরার পোষ্ট বরাবরই সুন্দর হয়।
খরচের হিসাব সঙ্গে দিয়েন, আমাদের একটা আইডিয়া হবে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা থেকে গিয়ে সেন্টমার্টিনে দুইদিন থাকলে এক জনের মোটামুটি হাজার পাঁচেক টাকা লাগবে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমতকার ছবি।সাথে বর্ণনাআরেকটু বেশী হলে খুশি হব ভাই :) চমৎকার পোস্ট,অপেক্ষায় রইলাম পরের পর্বের।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সামনে চেষ্টা করবো চেয়ারম্যান সাব, আসলে আমি ভালো লিখতে পারি না :(

৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা +++++

ব্লু-মেরিন হোটেল এর খরচ , রুমের ছবি আর খাবার দাবারের বিস্তারিত কি একটু জানাবেন ভ্রাতা ?

ভালো থাকবেন :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ব্লু মেরিনের খরচটার কথা ঠিক মনে নেই, তবে আনবার মনে হয় ১২০০ থেকে ২০০০টাকায় দুইজনের রূম পাওয়া যায় সিজনে, অফ সিজনে তো সবই অর্ধেক......আর বিভিন্ন কটেজগুলিতে কিন্তু আপনি আরো অনেক কম খরচেই থাকার সুবিধা পাবেন, তাছাড়া কটেজগুলোতে নিজে রান্না করে খাওয়ার মতো সুযোগও আছে।

ওখানে আপনার থাকা খাওয়ার প্রয়োজনে আমাদের ভ্রমণ বাংলাদেশের সেক্রেটারি মনা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপগ্রেট তথ্য পাবেন বলে আমি আশা রাখি। ০১৭১১২৭৭২৫০

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইটা কিছু হইল? শুরু করে একটু ভাব আসতেই শেষ করে দিলেন, নেশাটা জমতে দিলেন না.... কাইন্দালাইম কিন্তু ;)

ওয়েটিং......।।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, ভালো থাকুন, সব সময়।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভ্রমন দৃশ্যপট । :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কালি শেষ না হলে হয়তো আর একটু লিখতেন ;)

৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

আবু শাকিল বলেছেন: ছবি এবং বর্ণনা ভাল লাগল ।

পোষ্টে ++ ।

চেয়ারম্যান স্যার বলেছেন -

বর্ণনা আরেকটু বেশী হলে খুশি হব ভাই :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: শাকিল ভাই, চ্যায়ারম্যান সাবের কথা রাখতে ভবিষ্যতে ামি সচেষ্ট থাকবো :-B

৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি অার চমৎকার একটি পোস্ট।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত

৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৬

পাজল্‌ড ডক বলেছেন: ''(১২) জাহাজের পেছনের জানালা দিয়ে তোলা একটা ছবি''------সেই রকম হইছে

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন

৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

আহসানের ব্লগ বলেছেন: বাহ হোটেল ভাড়া কত ???? ???? ???? :D B-) :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

সাদা মনের মানুষ বলেছেন: মনে নাই :(

১০| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

আমি ইহতিব বলেছেন: আমি যখন গিয়েছিলাম তখন টেকনাফের আগে এক জায়গা থেকে উঠতে হত, অনেক সময় লাগতো সেন্টমার্টিনস যেতে যেতে। এখন কেমন সময় লাগে ভাইয়া?

আমি এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশী ভালো লেগেছে সেন্টমার্টিন্‌স। লাস্ট টাইম জুন মাসে কক্সবাজার গিয়ে চলে আসতে হয়েছিলো, সেন্টমার্টিন্‌স যাওয়া হয়নি বলে খুব খারাপ লেগেছিলো।

দারুন সব ছবি ওখানে আবার যাওয়ার ইচ্ছা আরো বাড়িয়ে দিলো।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

১১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কামাল ভাই বরাবরের মতন দারুন একটি পোস্ট।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই, শ্রদ্ধা জানবেন।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১

ভিটামিন সি বলেছেন: বাংলা মা তোর ব্যাকুল করা দেহের ছবি হৃদয় আমার দেয় ভরিয়ে।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: বাংলা মা তোর ব্যাকুল করা দেহের ছবি হৃদয় আমার দেয় ভরিয়ে......শুভেচ্ছা

১৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০

তুষার কাব্য বলেছেন: বাহ...দারুন দেশী ভাই...আমার সবচেয়ে ভাল লাগে অল্প টাকায় ইচ্ছে মত ডাবের পানি খাওয়া যায় ওখানে...আমি যতবার গেছি সারাদিন রাত সুধু ডাবের পানি... B-)

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১০

এমএম মিন্টু বলেছেন: ++++++++পিলাচ ও পঞ্চম লাইক

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

মুহিব বলেছেন: পরেরবার গেলে প্রাসাদ প‌্যারাডাইজে থাইকেন। অত ভাল হোটেল না হলেও ঐটা আমার লীজ নেয়া বলেই থাইকেন।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

ইমরান আশফাক বলেছেন: অপেক্ষায় থাকলাম ২য় পর্বের জন্যে, আগামি মাসের মধ্যে ওখানে সস্ত্রীক যাওয়ার ইচ্ছা। আমি থাকি খুলনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.