নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নারিকেল জিঞ্জিরা ভ্রমণ (দুই পর্বের শেষ পর্ব)

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৮



নারিকেল জিঞ্জিরা বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ক্ষুদে প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নামে ডাকা হতো। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরীপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিষ্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে, দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ করে।তো আসুন ঘুরে আসি নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন্স দ্বীপ থেকে।



(২) জাহাজ ওখানে থেকে নামার পর প্রথম যাদের সাক্ষাৎ পাবেন তা হলো এই সুন্দর বাহনগুলো। ওখানের চলাচলের জন্য অন্য কোন বাহন নাই, হয় হাটবেন নয় এগুলোতে চড়বেন।





(৩/৪) ওখানকার কাকড়া শিশু আর মানব শিশু উভয়েরই চরিত্র এক :D







(৫/৬) স্থানীয় জেলেদের ব্যস্ততা বেশ চোখে পড়ে।







(৭) উত্তর পশ্চিম সৈকতটাই সম্ভবত পর্যটকদের জলকেলির জন্য সব চেয়ে ভালো জায়গা, এখানটায় প্রবালের সংখ্যা কম থাকায় আহত হওয়ার আশংকাটাও কম থাকে।





(৮/৯) জেলে পল্লীগুলোর এমন চিত্র সব সময়ই দেখতে পাবেন।







(১০) একটা দরিদ্র জেলে পরিবারের অন্দর মহল।





(১১) পশ্চিম পাশের সৈকতরা এমন ধারালো পাথরের আধিক্য থাকায় ওখান দিয়ে পানিতে নামাটা বিপদ জনক হতে পারে।





(১২/১৩) তবে পশ্চিমের কেয়া বাগানও তার সুন্দর ফলগুলো পর্যটকদের মন ভড়িয়ে দেয় নিমিষেই।







(১৪) কিছু সুন্দর প্রবাল এখানে বিক্রিও হতে দেখা যায়, যদিও এগুলো অবৈধ।





(১৫/১৬) হুমায়ুন আহমেদের বাড়ি। এটা দ্বীপটির পশ্চিম পার্শে।







(১৭) শুটকীর দোকান।





(১৮) সেন্টমার্টিনের গোঁধূলী বেলা।





(১৯) সেন্টমার্টিনে কোন বিদ্যুৎ না থাকায় হারিকেনই হলো রাতের আধাঁর দূর করার প্রধান উপায়, অবশ্য হোটেলগুলোতে সন্ধ্যা থেকে রাত বারটা পর্যন্ত জেনারেটর চালু রাখে।





(২০) পূর্ব বীচের একটা টং দোকানে বসে দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে কয়েকজন গাইটে শুরু করলো, পাশের বাড়ির জেলে বউ আর পর্যটকরা মুগ্ধ হয়ে তা শুনতে লাগলো।





(২১) কিছু পর্যটক আবার নাঁচ ও জুড়ে দিয়েছিলো।





(২২) যতো সুন্দর প্রকৃতিই হোক, এক সময় নীড়ে ফেরার তাগাদাটা ভালোই অনুভব হয়, তাই আবার ফিরে আসতে হয় আপনি জগতে.....তবে কিছু জায়গা আছে মনে চিরদিন দাগ কেটে রাখে, ইচ্ছে হয় সময় সুযোগ পেলে আরো একবার ঢু মারতে, সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা তেমনি একটি স্থান।





মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এর আগে গিয়েছি কয়েকবার, আবারো যাবো।

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ভ্রমণপিয়াসী মানুষ, আপনাকে দিয়ে সবই সম্ভব

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

আদম_ বলেছেন: মার্ভেলাস।

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা আদম ভাই

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১২

অপূর্ণ রায়হান বলেছেন: আরও একটি চমৎকার পোস্ট , পর্ব ভ্রাতা । ১ম ভালোলাগা +
কিছু বর্ণনা দেওয়াতে আরও বেশী ভালো লেগেছে ।

ভালো থাকবেন সবসময় :)

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রায়হান ভাই.....ভালো থাকুন, সব সময়

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

তুষার কাব্য বলেছেন: আমার যেটা সবচেয়ে ভালো লাগে ওখানে সেটা হলো সস্তায় প্রচুর ডাব খাইতে পারি... :D B-) রাশ মেলায় কেমন কাটল দেশী ভাই...

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, রাশ মেলায় ভালো এ্যডভেঞ্চার হয়েছিলো

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: অসাধারণ বর্ণনা এবং ছবির জন্য ধন্যবাদ!!

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর ছবি তুলছেন

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

রাফসান বড়ুয়া বলেছেন: আপনার কপালটাই ভালো জানেন !!!!! আমার ঘোরার যে কি শখ কি বলব..... যাওয়া হয়ে ওঠেনা।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

সকাল হাসান বলেছেন: সুন্দর

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

ভিটামিন সি বলেছেন: এই পোষ্ট দিতে এতো দেরী হলো কেন? জাতির কাছে খোলাশা করেন।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার পোস্ট +

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট । কোরাল তুলে এনে বিক্রি করার দৃশ্য দেখতে চাই না ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

হেডস্যার বলেছেন:
গত সপ্তাহে ঘুরে আসলাম।
দুঃখজনকভাবে সৌন্দর্য দিন দিন কমছে..... মানুষই দায়ী এজন্য।

++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম সব ছবি । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.