নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

কেবল কারে চড়ে মনকামনায়.....

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২



হিমালয় কন্যা নেপাল চমৎকার একটি দেশ। সবুজ মেঘে ঢাকা পাহাড় আর খড়স্রোতা পাহাড়ি নদী ও প্রকৃতি যাদের ভাল লাগে তাদের এ দেশ ভাল লাগবেই । পর্যটকরা এখানে এসে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, কবিরা পাবেন কবিতার রসদ, আর সাধারণ মানুষদেরও এখানকার সবুজ দেখে চোখের জ্যোতি বাড়বে এটা নিঃসন্দেহেই বলা যায়। অন্য দিকে এ্যডভেঞ্চার প্রিয় পর্বতারোহীদের জন্য তো মাউন্ট এভারেস্ট আছেই। আর এই সবুজ নেপালের গোর্খা জেলায় পাহাড়ের উপর অবস্থিত কয়েক শত বছরের প্রাচিন মনকামনা মন্দির। নামেই তো বুঝতে পারছেন মনের ইচ্ছে পূরণ হওয়ার মন্দির। আর ইচ্ছে পুরণের জন্য হাজার হাজার ভক্ত পর্যটক ঐ মন্দিরে সর্বদাই ভীর করে। আগে পাহাড় ট্রাক করে পুণ্যার্থীদের ওখানে যাওয়া ছিলো খুবই কষ্টসাধ্য, পরে সেখানে স্থাপন করা হয় কেবল কার.....চলুন কেবল কারে চড়ে আমরা দেকে আসি নেপালের মনকামনা মন্দিরটি।



(২) কাঠমুন্ডু থেকে পোখারা যাওয়ার পথে কেবল কারে মনোকামনায় ঢোকার প্রধান ফটক।





(৩)প্রধান ফটক দিয়া বেশ কিছুটা নিচে নেমে আসলে কেবল কারে ঢোকার প্রধান চত্বরে চলে আসা যায়।





(৪) এখান থেকেই কেবল কারে চড়তে হবে।





(৫) যাত্রা হলো শুরু।





(৬) নিচের পাহাড়ের ঢালে বাড়িঘরের ছাদ





(৭) নিচ দিয়ে বয়ে চলা খড়স্রোতা ত্রিশূলী নদী।





(৮/৯) ত্রিশূলী নদীর পাড় ধরে ফিতের মতো ছুটে চলা কাঠমুন্ডু-পোখারা হাইওয়ে।







(১০/১১) উপর থেকে জনপদ আর পাহাড়গুলো যেমন স্বপ্নীল দেখায়।







(১২/১৩) ওপারে পৌছে আবার কিছুটা পথ হেটে মনোকামনায় পৌছার আগে পথে পথে পুণ্যার্থিদের জন্য পুজা সামগ্রীর পশরা সাজিয়ে বসে আছে দোকানীরা।







(১৪) অবশেষে আমরা পৌছলাম মনোকামনায়।





(১৫) ক্ষণে ক্ষণে মনোকামনার এই শতবর্ষী ঘন্টাগুলো বেজে উঠছিলো।







(১৬) অন্যপাশের ঘন্টাগুলোকে পুজারীদের মনোকামনা সুতার জন্য চেনাই দুষ্কর হয়ে পড়েছে।





(১৭) একজন সাধুবাবা কবুতরদের সেবা করছিলো।





(১৮) মনোকামনায় শুধু ছবির পোজই নয়, আমি কিছু মনোকামনা সেখানে করেছিলাম।





(১৯) মনোকামনার পেছনের অংশে দাড়িয়ে তোলা একটি ছবি।





(২০/২১) ফেরার পথে এই দোকানগুলো থেকে কিছু স্যুভেনির নিয়ে আসতে ভুল করিনি।







(২২) মনোকামনা থেকে ফেরার পথে কেবল কারে চড়ার বিশাল লাইন পড়ে যায়।





(২৩/২৪) এ পথেই আবার ফিরে চলা।







(২৫) ওই তো আমাদের কেবল কার থেকে নেমে যাওয়ার শেষ ঠিকানা।





(২৬) ফিরে আসার আগে যে পথে মনোকামনা মন্দিরে গিয়েছিলাম সে পথের শেষ ক্লিক।



সেখানে গিয়ে করা আমার মনের কামনা পুরণ হয়নি, তাতে কি? প্রকৃতির কোলে পাহাড়ের উপর দাড়িয়ে থাকা শতবর্ষী এই মনোকামনা মন্দিরের আমি প্রেমে পড়ে গেছি এ কথা বলতে পারি নির্ধিদায়........

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: মন পাগল করা সব ছবি ++++++++++

সেখানে গিয়ে করা আমার মনের কামনা পুরণ হয়নি, তাতে কি? প্রকৃতির কোলে পাহাড়ের উপর দাড়িয়ে থাকা শতবর্ষী এই মনোকামনা মন্দিরের আমি প্রেমে পড়ে গেছি এ কথা বলতে পারি নির্ধিদায়........

ভালো থাকবেন খুব :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লাগল ভাই। ঘুরতে যাবার ইচ্ছে আছে সামনে। আপনার ছবি আর বর্ননা ঘুরতে যাবার এই ইচ্ছেটা আরো বাড়িয়ে দিল!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন: আর আমার ঘুরতে যাওয়ার ইচ্ছেটা সব সময় বেড়েই থাকে, ভালোবাসা জানবেন

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: আপনার ছবি গুলো সবসময় চমৎকার লাগে। বিশেষ করে সাইডে বর্ডার দেয়ার কারনে মূল ছবিটায় দারুণ একটা ফোকাস করা যায়। তাছাড়া আপনার ক্যমেরার হাতও বেশ ভাল।

নেপালের সৌন্দর্য আসলেই উপভোগ করার মতো। মনোকামনা গিয়ে জানিনা আপনার মনের বাসনা পূর্ন হয়েছে কিনা তবে যে মন পূর্ণ হয়ে গেছে সেটা বলতে পারি।

নিরন্তর শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১২

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ বলেছেন শ্রাবন ভাই, এটাই আমার মনের কথা

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

মামুন ইসলাম বলেছেন: ভালো লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

সুমন কর বলেছেন: চমৎকার বর্ণনা আর ছবি। সময় করে ঘুরতে যেতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, থাকবো নাকো বদ্ধ ঘরে......... :D

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

প্রামানিক বলেছেন: ছবি দেইখা তো পাগল হওয়ার অবস্থা!

সকাল বেলা একবার আইসা ঢু মাইরা গেলাম তখন তো আপনারে পাইলাম না। এই পোষ্ট আবার কুন সময় ছাড়লেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে দেখে পালিয়ে ছিলাম, যখন াপনি সরলেন অমনি পোষ্ট মাইরা দিলাম :D

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

রাজীব বলেছেন: কয়েকটি ইনফরমেশন যোগ করা যেতে পারে:
১। কাঠমন্ডু থেকে কত দুরে।
২। যাবার কি উপায়
৩। কেবলকারের ভাড়া কত ও কাঠমন্ডু থেকে মোট খরচ কত?
৪। সময় কেমন লাগে?

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: কাঠমুন্ডু থেকে পোখারায় যেতে মাঝপথেই জায়গাটা পড়বে, আমার মনে হয় আনুমানিক পঞ্চাশ কিলোমিটার হবে। আমি আসলে একটা পেকেজে গিয়েছি তো তাই সব কিছু ভালো বলতে পারছি না, ধন্যবাদ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভ্রমন কাহিনী এবং ছবিগুলো । ++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬

নাইমুল ইসলাম বলেছেন: যাওয়ার ইচ্ছার পরিমান বৃদ্ধি করার জন্য ধন্যবাদ :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

আমির হোসেন বলেছেন: মনকামনার মনোবাসনা জানতে চাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: গোপন কথা এখানে প্রকাশ করি কেম্নে?

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

আদম_ বলেছেন: খুব সুন্দর ছবি কামাল ভাই।
ডেইলি স্টার পত্রিকা আবারো ছবি-প্রতিযোগীতার সার্কুলার দিয়েছে। এবারের বিষয় "উইন্টার"। গত শুক্রবার ডেইলিস্টার পত্রিকার শেষ পাতায় পাবেন।
ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আদম ভাই, আমার ফটোগ্রাফির দৌড় আমি জানি, সুতরাং আপাতত এসব নিয়ে আমি ভাবছি না, শুভেচ্ছা জানবেন

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

আদম_ বলেছেন: হাহাহাহা
সাদামন গেলো তল, আদম_ বলে কতো জল।
আমার নিজেরই তো মাঝে মাঝে প্রতিযোগীতায় যাইতে মুন্চায়, খালি ক্যামেরাটা নাই বলে।
সে জন্যই কিনা গুরুজনেরা বলেছেন "বিজ্ঞ যেথা ভয় পায় অজ্ঞ সেথা আগে ধায়"।
আপনি একবার দিয়েই দেখুন না।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: দেখি

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: অসম্ভব সুন্দর একটি পোষ্টে
কমেন্টস করতে পেরে
ধন্য
অনেক বাললাগা কবি
অনেক ভালবাসা
নব বর্ষের এই প্রথম দিনে
শুভ কামনা

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

খেলাঘর বলেছেন:

"সবুজ মেঘে ঢাকা পাহাড় আর খড়স্রোতা পাহাড়ি নদী ও প্রকৃতি যাদের ভাল লাগে তাদের এ দেশ ভাল লাগবেই । "

-নেপালের মেঘ সবুজ?

ছবিগুলো সুন্দর!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন: মেঘ সবুজ না, ামি সবুজ বনকে বুঝাতে চেয়েছি, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.