নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
নাইক্ষংমুখ। যাহারা বান্দরবানের পাহাড়-পর্বত ট্র্যাক করে অভ্যস্থ তারা খুব ভালো করেই জানেন, এটাকে স্বর্গ বললেও কম বলা হবে। আমাদের রুট ছিলো সাজাই ভ্যালি থেকে সাত ভাই খুম, নাইক্ষংমুখ হয়ে আমিয়াখুম। খুব ভোরে সাজাই ভ্যালী থেকে রওয়ানা হয়ে পাহাড়ি দূর্গমতাকে অতিক্রম করে সাতভাই খুম পার হয়ে নাইক্ষংমুখ এসে পৌছি।
আমিয়াখুমের স্বর্গীয় জলপ্রপাত দেখতে হলে নাইক্ষংমুখ থেকে পতিত জলপ্রপাতের ভয়ঙ্কর শীতল জলে ভেলা ভাসানো ছাড়া উপায় নাই। কারণ দুই পাশেই আকাশ ছোয়া খাড়া পাথুরে পাহাড়, তার উপর মেঘের আনাগোনায় সেগুলো ভিজে ভয়ঙ্কর রকম পিচ্ছিল হয়ে আছে।
আমাদের গাইড বাঁশের ভেলা নিয়ে হাজির হলে আমরা দুজন করে পার হয়ে যাচ্ছিলাম, আমি যখন ভেলায় থাকবো সেই দৃশ্য ধারণ করার জন্য আমার সখের ক্যামেরাটা আমাদের মধ্যে সব চেয়ে শক্তপোক্ত সাহাদাত ভাইকে দায়িত্ব দিয়েছিলাম।
তো আমাদের ভেলা যখন সেই খড়স্রোতা পানি দিয়ে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা ঝপাৎ শব্দ, পিছনে তাকিয়ে সাহাদাৎ ভাইকে আর দেখতে পেলাম না।
নোটঃ ১ম ছবিটা নাইক্ষংমুখের, ২য় ছবিটা সাত ভাই খুমের, ৩য় ছবিটা নাইক্ষংমুখ থেকে ভেলায় চড়ে যখন যাচ্ছিলাম, পিচ্ছিল পাথর থেকে নাইক্ষংমুখের খড়স্রোতা শীতল জলে পড়ে যাওয়ার আগে এই ছবিটা সাহাদাৎ ভাইয়েরই তোলা। পরে মৃত ক্যামেরার ম্যামোরি কার্ড থেকে সংগ্রহ করেছিলাম, ৪র্থ ছবিটা আমিয়াখুমের।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সত্যিই আমাদের দেশে এমন আরো অনেক সৌন্দর্য্য লুকিয়ে আছে দেশের আনাকে কানাচে, ধন্যবাদ আপনাকে
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: বান্দরবানকে আমার স্বর্গই মনে হয়!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, ধন্যবাদ শায়মা
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, সাদা মনের মানুষ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
অনিক বলেছেন: আরজু পনির পোস্টে আপনার মন্তব্য নেই। ডিলিট হয়ে গেছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওখানে আমার মন্তব্যটা ছিলো নিম্নরূপ
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭
লেডি বার্ড বলেছেন: একটু বেশীই সুন্দর ফটো গুলা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার জায়গা, তাই ছবিগু একটু বেশীই সুন্দর
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
প্রামানিক বলেছেন: বাদাইম্যা ভাই নতুন পুষ্ট কই?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: অবসর হলেই নতুন পোষ্ট দিবো
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
ভিটামিন সি বলেছেন: ওই মিয়া আপনার পুষ্টাইতে এতো দেরী লাগে কেনে? ওহ ভালো কথা, কয়েকদিন যাবৎ শিমুল ফুল দেখার খুব ইচ্ছে করতেছে। শিমুল ফুল নিয়ে একটা পোষ্ট দেন। আমি সিংগাপুরের কয়েকটা গার্ডেনে খোঁজ দ্যা সার্চ নিছি। কোথাও শিমুলের গাছ নাই। ১৯ তারিখে বের হবো আবার শিমুল ফুল খুঁজতে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও একদিন বের হবো শিমুলের খোঁজে
৮| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:৪৫
বেসিক আলী বলেছেন: এত্ত সুন্দর!!!
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অনেক সুন্দর
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ !!
মুগ্ধ আমি -------এত সুন্দর আমাদেরই দেশ !!!