নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জে কদম রসুল দরগাহ অবস্থিত। কদম রসুল বলতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পা অর্থাৎ পায়ের ছাপ কে বোঝায়। অনেক দিন যাবো যাবো করে শেষে কিছুদিন আগে ওখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিলো।
ইতিহাসঃ ষোল শতকের শেষদিকে মাসুম খাঁ কাবুলি নামে একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন। ইনি ঈসা খাঁর বন্ধু ছিলেন। তিনি ১৫৮০ খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট থেকে বহু অর্থের বিনিময়ে এই মহা মূল্যবান পাথরটি কিনে নেন। এবং এ স্থানে এটি প্রতিষ্ঠা করেন। সুবাদার ইসলাম খান, শাহজাহান সহ আরো অনেক আমির-ওমরা এ স্থান দর্শন করেন। সুলতান শুজা এই দরগার জন্য ৮০ বিঘা জমি দান করেন। সে সময় এখানে কীরকম ইমারত ছিল তা জানা যায় না। এর পরে ঈসা খাঁর প্রপৌত্র দেওয়ান মনয়ার খান এখানে একটি ইমারত তৈরি করেন। কিন্তু সেই ইমারতও কালের গর্ভে বিলিন হয়ে যায়। এর অনেক পরে তৎকালীন ঢাকায় বসবাসকারী কুমিল্লা জেলার টোরা পরগনার জমিদার গোলাম নবী ১৭৭৭ খ্রিস্টাব্দে নতুন করে একটি দরগাহ নির্মাণ করেন এবং তাতে পবিত্র পাথরটি স্থাপন করেন। তখন ১ গম্বুজ বিশিষ্ট একটি ইমারত ছিল। এর পরে গোলাম নবীর তৃতীয় পুত্র গোলাম মোহাম্মাদ ১৮১৪ খ্রিস্টাব্দে পশ্চিমদিকের দোতলা তোরণটি নির্মাণ করেন।
(২) দরগাহের সুউচ্চ প্রবেশ পথটা কিন্তু বেশ দৃষ্টিনন্দন।
(৩) লম্বা ধাপগুলো বেয়ে উপরে উঠার পর বাঁম পাশে মসজিদ এবং ডান পাশে দরগার কবরগুলো ও রসূল (সঃ) এর পায়ের ছাপ অংকিত সেই মহা মূল্যবান পাথর খানা রাখার ঘর।
(৪) প্রধান গেইটের ধাপগুলো উপরে দাড়ানো বিল্ডিংটার পেছনের অংশ এটা।
(৫/৬) এখানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির মাজার রয়েছে।
(৭) বিশাল একটা কাঠ গোলাপ গাছের নিচে ারো অনেকগুলো কবরের অবস্থান, জানিনা সেগুলো কার। সবই সবুজ কাপড়ে ঢাকা।
(৮) পুরো গাছ খুঁজে আমার ক্যামেরা এই একটা কাঠ গোলাপের সন্ধানই পেয়েছিলো।
(৯) সারা বছরই এখানে পূণ্যার্থীদের আনাগোনা কম বেশী থাকে।
(১০) এই ঘরটায়ই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর কদম মোবারক এর চিহ্ন সম্বলিত পাথরখানা একটি ধাতব পাত্রে গোলাপ জলে ডোবানো অবস্থায় সংরক্ষিত আছে।
(১১) দর্শনার্থীর ভেতরে ঢোকার অনুমতি নাই, তবে কেউ দেখতে চাইলে খাদেম নিজেই পাথরখানা বের করে মানুষকে দেখিয়ে দেয়।
(১২) এখানে পাথরটা গোসল করানো হয়।
(১৩) কাঠ গোলাপের ডালে এমন লাল হলুদ সুতা বেঁধে মনের কামনা পূরণ করার চেষ্টা করতে পারেন যে কেউ, আমিও
(১৪) ভাবছেন এই সূতা পাবেন কোথায়? খুব কাছেই এসব সব সময় পাওয়া যায়।
(১৫) মেইন গেইটের সিড়ির সব চেয়ে উপড়ের ধাপে দাঁড়িয়ে বাহির দিকের তোলা একটা ছবি।
(১৬/১৭) কদম রসুল দরগা থেকে বের হয়ে চলে আসার সময় হাতের বামে পড়বে হযরত সৈয়দ হাফেজ মোঃ হানিফ চিস্তি পাঞ্জাবী (রঃ) এর দরগা।
তথ্যঃ উইকিপিডিয়া
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৮
সাদা মনের মানুষ বলেছেন: অধিকাংশ মাজার বা দরগা গুলোতে যা হয় তা আমাদের ইসলাম ধর্মের সাথে কোন ভাবেই মিলে না, তবু সেগুলো হচ্ছেই
২| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৬
সোজা সাপটা বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য, । সুতা বাঁধা সহ সকল বিষয়ই ধর্ম নিয়ে ব্যবসার সামিল। কারন আমার জানামতে ইসলামে কোথাও কবর পূজা মাজার পুজা কিংবা পা পূজার কোনো অপশন নাই। হ্যা একেবারেই হিন্দু ধর্মের থেকে নেয়া; ইসলামে এইভাবে মানত করার বা মনোবাসনা পূর্ন করার কোন নিয়ম নেই, বরং নিষেধ আছে।ইনশাল্লাহ্ মানুষ একদিন তার ভুল বুঝবে
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার এসব দেখতে বা করতে বেশ মজা লাগে, অন্তরে বিশ্বাস নাই বিন্দু মাত্র
৩| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ইতিহাস নির্ভর কদম রসুল দরগা সম্পর্কে অনেক তথ্য জানা গেল । পোস্টে ধন্যবাদ ।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন
৪| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪২
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার বর্ননা। আমার বাড়ী থেকে ৪/৫ মাইল দূরে কদম রসুল দরগা।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আমার পোষ্টখানা মায়ের কাছে মামার বাড়ির গল্পের মতো হয়ে গেলো
৫| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
আলী আকবার লিটন বলেছেন: কাম কাজ না থাকলে টাইম পাস করার জন্য যাব একবার
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: জায়গাটা বেশ ঠান্ডা, গরমের সময়ে টাইপ পাস করার জন্য মন্দ না
৬| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্রমণ পোস্ট হিসেবে চমৎকার। তবে ধর্মীয় প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে এই স্থানটির গুরত্ব নিয়ে প্রশ্ন আছে পাশাপাশি এই সকল কর্মকান্ড নিয়েও বির্তক আছে। ধর্মপ্রাণ বাঙালি নিজেই ধর্ম ব্যবসার পুঁজি।
ছবি এবং বর্ণনার জন্য আপনাকে ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি ভ্রমণ পোষ্ট হিসাবেই মনে করি, ধর্মীয় ব্যপার স্যাপার গুলো সত্যিই খুব জটিল, আর তথ্য উইকিপিডিয়ার সৌজন্যে, ধন্যবাদ
৭| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট। পাথরকে আবার গোসলও দেয়? কি অদ্ভুত।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: দুনিয়ার অদ্ভুতের কি শেষ আছে ভাই?
৮| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর পরিবেশনা । বেশ ভাল লাগলো ।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা কালি শেষ
৯| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর ছবি।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা
১০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩
নতুন বলেছেন: ভ্রমণ পোস্ট হিসেবে চমৎকার।
কিন্তু ধমী`য় কায`কলাপ কুসংস্কার আছন্ন...
একটা পাথরের কাছে কিছু চাওয়া আর শিবলিঙ্গের কাছে চাওয়ার মধ্যে খুব একটা পাথ`ক্য নাই... দুইটাই পাথরের তৌরি...
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: একটা পাথরের কাছে কিছু চাওয়া আর শিবলিঙ্গের কাছে চাওয়ার মধ্যে খুব একটা পাথ`ক্য নাই... দুইটাই পাথরের তৌরি...
--------আমি অবশ্যই আপনার সাথে একমত
১১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি শুধু ফটোগ্রাফিতে মুগ্ধ হলাম। তবে এই দরগার ইতিহাস বা বিতর্কিত বিষয় নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত। অনেক ধন্যবাদ কামাল ভাই। ছবিগুলো আসলেই চমৎকার তুলেছেন।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: তবে এই দরগার ইতিহাস বা বিতর্কিত বিষয় নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই
.........এসব নিয়ে ামিও মাথা ঘামাইনা, শুভেচ্ছা জানবেন ভাই
১২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯
আজকের বাকের ভাই বলেছেন: আপাতত "একজন ভালো ফটোগ্রাফার" এর উপাধী নেন, পরে বাকীটা দেখা যাবে।
ধন্যবাদ
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি খুব, কিন্তু আমি যে খুব ভালো ফটোগ্রাফারের ধারে কাছেও নেই সেটা নিয়ে আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নাই
১৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গতমাসেই নারায়ণগঞ্জে ডে লং ট্রিপে ঘুরে এলাম কদম রসূল দরগাহ।
সুন্দর ছবি ব্লগে ভালো লাগা রইল। ভালো থাকুন সবসময়।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের ট্রিপগুলো শুক্রবারে হয় বলে আমি যেতে পারিনা
১৪| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৩
জাফরুল মবীন বলেছেন: চমৎকার প্রেজেন্টেশন!
ধন্যবাদ অাপনাকে।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
১৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৭
মিতক্ষরা বলেছেন: ভাল লাগল। সূতা বাধার বিষয়টি আদৌ ইসলাম অনুমোদিত কিনা সন্দেহ। কদম রাসুল এর সাথে মসজিদ থাকলে হয়তবা বেশী ভাল হত।
১৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ছবি্ ও সাথে বর্ণনা ভাল লাগল।+
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯
প্রামানিক বলেছেন: ভাই সাদা মনের মানুষ আমি কিন্তু ওই দরগায় আবার যামু। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৭
ফখরুল আমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য, যাবো ইনশাল্লাহ্। কিন্তু সুতা বাঁধার ব্যাপারটা বুঝলাম না, একেবারে হিন্দু ধর্মের থেকে নেয়া; যতদূর জানি ইসলামে এইভাবে মানত করার বা মনোবাসনা পূনর্ করার কোন নিয়ম নেই, বরং নিষেধ আছে।