নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পবিত্র ওমরা হজ্জ, মক্কা পর্ব (ফটোব্লগ)

১৬ ই মে, ২০১৫ সকাল ৯:৩৯


হজ্জ করার চিন্তাটা মাথায় ছিলো বেশ কিছুদিন ধরেই, কিন্তু কি করে যেনো মাথায় এলো ওমরা হজ্জটা করে আল্লাহর ঘরটা আগে ভালোভাবে চিনে নেই। আমি যখন যেখানে যাওয়ার ব্যাপারে চিন্তা করি সেটা কোননা কোনভাবে বাস্তবায়িত হয়েই যায়। ইতিমধ্যে বড় ছেলের এসএসসি শেষ হয়ে গিয়েছে, একটা মওকা পাওয়া গেলো। স্বস্ত্রীক উড়ে গেলাম সোনার মক্কা-মদিনায়। ওমরা হজ্জ করার আগে পরে যথেষ্ট সময়ও পেয়েছিলাম, আর সেই সুযোগে মক্কা মদিনার কিছু ছবিও তুলেছি, সেটা নিয়ঐ আমার আজকের পোষ্ট.....


(২) পবিত্র কাবা ঘর তাওয়াফ করছেন হাজীগণ।


(৩) পবিত্র কাবা ঘর তাওয়াফ করার জন্য অস্থায়ীভাবে বানানো দোতালা ও তৃতীয় তলা পথ।


(৪) মসজিদ আল-হারাম এর ভেতরের ছবি।


(৫) হজ কিংবা ওমরা হজ, যেটাই করা হোকনা কেনো সাফা মারওয়া পাহাড়ে সাতবার দৌড়ানো বাধ্যতামূলক। এখন আর সেই পাহাড় নাই, পাহাড়ের কিছু নিশানা রয়েছে যা বিল্ডিং এর ভেতরে। আর দৌড়ানোর পথটাও এইন এসি লাগানো বিল্ডিং এর ভেতরেই। এটা সাফা পাহাড়ের কিয়দাংশ এবং গ্লাস দ্বারা আবৃত।


(৬) এটা মারওয়া পাহাড়ের কিয়দাংশ, এটাও বিল্ডিং এর ভেতরেই, তবে এর ওপর দাড়িয়ে এবাদত করা যা। কোন এক ধরণের স্বচ্ছ আঠালো প্রলেপ দিয়ে একে ঢেকে দেওয়া হয়েছে।


(৭) সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দৌড়ানোর পথ, এখানে চলতে কোনই কষ্ট এখন আর হয়না, কারণ এসি করা বিল্ডিং হওয়াতে খুব আরামেই এই কাজটা করা যায়। দৌড়ানো বলা হলেও এই পথে মূলত অল্প একটু দৌড়ানো লাগে বাকিটা হেটেই পার হতে হয়।


(৮) মক্কার পথে পথে প্রচুর জালালী কবুতর, যা দেখে পুণ্যার্থীরা মুগ্ধ হয়, আর ওদেরকে খাবার খাওয়ানোটাও সবাই বেশ মজার সাথেই করে।


(৯) যেকানে কবুতর সেখানেই কবুতরের খাদ্য বিক্রেতারাও অবস্থান করে।


(১০) মসজিদে হারামের প্রধান গেইট।


(১১) মসজিদে হারামের পাশেই সুউচ্ছ ১২০ তলা জমজম টাওয়ার।


(১২) এহরামের কাপড় পড়া অবস্থায় আমিও আমার দুই সঙ্গী, আয়েশা মসজিদের সামনে।


(১৩) পবিত্র হাজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য হাজিদের অক্লান্ত চেষ্টা।


(১৪) অবসরে বেড়িয়ে ছিলাম মক্কা ঘুরে দেখতে তখন তোলা মক্কার রাজপথের একটা ছবি।


(১৫) ছাওর পর্বত, মক্কা থেকে মদিনা হিজরত করার সময় মাহানবী (সঃ) হযরত আবুবকর (রঃ) কে সাথে নিয়ে এই পাহাড়ের উপরে একটি গুহায় তিন রাত্র লুকিয়ে ছিলেন ইহা পবিত্র কাবা ঘর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এর উচ্চতা ৪৫৮ মিটার।


(১৬) exhibition of the two holy mosques architecture. (দুই পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনী)..........এটা দেখলে সত্যিই ইসলামের অনেক প্রাচীন ইতিহাস ঐতিহ্য দেখা হয়ে যায়।


(১৭) মহানবী সা: -এর সাথে বিবি খাদিজা’র রা: বিবাহের পর থেকে তিনি কোন কোন সময়ে পরিবারসহ, বেশীরভাগ সময়ে একাকী হেরা পর্বতের গুহায় গিয়ে প্রার্থনা করা এবং ধ্যানমগ্ন হওয়া মহানবী সা: -এর পবিত্র অভ্যাসে পরিণত হয়েছিল। মিনার প্রায় কাছাকাছি এবং কাবা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই হেরাপর্বত (এটি জাবালে নূর বা জ্যোতির পাহাড় নামেও খ্যাত) ।


(১৮) রহমতের পাহাড়। আরাফাত ময়দানের মাঝে মাথা উচু করে দাঁড়িয়ে আছে মুসলমানদের " রহমতের পাহাড়" । বেহেস্ত থেকে বিতারিত হওয়ার পর আদি পিতা হযরত আদম এবং এবং মা হাওয়া'র মিলনস্থলএটা। এই রহমতের পাহাড়ে দাঁড়িয়েই আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন ।


(১৯) মিনায় শয়তানের তিনটি প্রতীকি স্তম্ভ হাজিদের এখানে পাথর নিক্ষেপ করতে হয়।


(২০) হাজিদের থাকার জন্য মিনাতে রয়েছে হাজার হাজার তাবু।


(২১) মিনাতে দুইজন সৌদী প্রবাসির সাথে আমি ও আমার এক সঙ্গী।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:১২

যান্ত্রিক বলেছেন: খুব ভালো লাগলো আপনার ছবিগুলো।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ++++++++

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই

২| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:৩৪

মোঃমোজাম হক বলেছেন: ওমরা হজ্জ্ব মোবাররক ইয়া হাজ্বি :)

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: সালাম জানবেন ভাই

৩| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মুসলিম ধর্মালম্বীদের আরাধ্য পূণ্য ভূমিতে হজ্বব্রত পালনের জন্য
আপনাকে অসংখ্য ধন্যবা। পবিত্র স্থানের নান্দনিক ছবিগুলো শেয়ার
করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, আপনার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা

৪| ১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১০

তৌফিক মাসুদ বলেছেন: আপনি সৈভাগ্যভান। এর বেশি কিছু বললাম না।

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে যাইতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়, ধন্যবাদ আপনাকে

৫| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:৫৯

আহসানের ব্লগ বলেছেন: কনগ্রেচুলেশন :)

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৬| ১৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

ছবিগুলো দেখে খুব ভালো লাগলো ।

আপনার হজ্জ্ব করার মনোবাসনা পূর্ণ হোক... তখন সেই ছবিও দেখতে পাবো আশা করি ।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ২:১৭

আবদুর রব শরীফ বলেছেন: অনেক কিছু নতুন করে দেখলাম, ধন্যবাদ ভাইয়া ৷

১৭ ই মে, ২০১৫ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই পাবেন, শুভেচ্ছা আপনাকে

৮| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৪০

সুফিয়া বলেছেন: খুব ভাল একটা ছবি পোস্ট। দেখে মনটা কেমন করে উঠল। ২০১২ সনে হজ্ব পালন করতে গিয়ে দেখে এসেছি এই জায়গাগুলো। আবার যেতে মন চাইছে।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

২২ শে মে, ২০১৫ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু,

৯| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:২০

পাজল্‌ড ডক বলেছেন: যারা ওখানে একবার যায় তারা কান যেন বারবার ওখানে যেতে চায়!!

ছবি ব্লগ সুন্দর হইছে :)

২২ শে মে, ২০১৫ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

১০| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

তাহসিন মামা বলেছেন: খুব ভালো লাগলো। আল্লাহ্‌ কবুল করুন।

২২ শে মে, ২০১৫ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

১১| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আল্লাহ্‌তায়ালা আপনার ওমরাহ্‌ হজ্ব কবুল করুন এবং মূল ফরজ হজ্ব ব্রত পালন করার সৌভাগ্য দান করুন।

২২ শে মে, ২০১৫ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

১২| ২২ শে মে, ২০১৫ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

১৩| ২২ শে মে, ২০১৫ রাত ১১:১১

লিখেছেন বলেছেন: ভিসা পাইলেন কিভাবে? কত আগে গেসিলেন ?

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ওমরার ভিসা যারা করে সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমেই পেয়েছি ভিসা।

১৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:৩৪

আরজু পনি বলেছেন:
৫ আর ৬ নং মন্তব্য স্কিপ করে বাকীগুলোর জবাব দিয়েছেন কী কারণে জানিনা।
যেহেতু জবাব না পাওয়াদের দলে আমিও একজন তাই ভাবছি ঠিক কী কারণে আপনি জবাব না দিতে পারেন ।
হয়তো আমাকে (নিক আরজুপনি) কে পছন্দ করেননা তাই হয়তো জবাব দিতে ইচ্ছে হয়নি ।

আমার কখনো ওমরা করার সুযোগ হলে আর যদি ফটো ব্লগ দিই...তবে যারা মন্তব্য করবে তাদের সবারই মন্তব্যের জবাব দেবার চেষ্টা করবো ইনশাহআল্লাহ ।
শুভেচ্ছা রইল।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত আমি, জেনেশুনে এমনটা করার কথা নয়। এটা ভুলক্রমে হয়েগেছে

১৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২১

রাজীব বলেছেন: খুবই ভালো লাগলো।
সুযোগ পেলে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই যাবেন, শুভ কামনা

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

ইমরান আশফাক বলেছেন: আমিও এই বৎসরেই হজ্ব পালন করলাম। আর আপনার ফটোগুলি দেখে মনে হচ্ছিলো আমি যেন এখনও সেখানেই অবস্হান করছি।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন হাজী সাহেব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.