নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সাজেক ভ্যালি বলতে রুইলুই ও কংলাক এই দুইটি আদিবাসি গ্রামকেই বুঝায়। মূলত সাজেক রাঙামাটি জেলার একেবারে উত্তরে বাঘাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন। রাঙামাটি জেলায় হলেও সাজেক যেতে হয় খাগড়াছড়ি থেকে। আর রাঙামাটি থেকে সাজেক যেতে হলে কাপ্তাই লেক পাড়ি দিয়া খাগড়াছড়ি জেলা হয়েই ওখানে যেতে হয়। সাজেকের উচ্চতা ১৫০০ ফুটের মতো। এই গ্রাম দুটিতে লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে। আদিবাসিদের জীবন যাত্রা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে রুইলুই পাড়াটা সত্যিই অনন্য। কংলাক পাড়া ছাড়া বাকী তিন দিকের পাহাড়গুলো সাজেক থেকে নিচু হওয়ায় ঐ দিককার পাহাড় চুড়া এবং সেখানকার আদিবাসিদের বাড়ি-ঘর গুলো ছবির মতো সুন্দর দেখায়। সাজেক ভ্যালিতে দাড়িয়ে মেঘে ঢাকা নিচের পাহাড় চুড়া গুলোর দিকে তাকালে মনে হবে যেন এক স্বপ্নের জগৎ। সেই সাথে দূরের মিজোরামের পাহাড় ও যেন আপনাকে হাতছানি দিবে ওখানে ছুটে যেতে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাটাই এ্যডভেঞ্চারে ভরপুর। রাস্তার বাঁকে বাঁকে আদিবাসি কুড়েগুলো দেখলে সত্যিই মন জুড়ায়। কখনো রাস্তা এতোটাই খাড়া উঠে গেছে বা নেমে গেছে যে বুকে সত্যিই কাঁপন ধরায়। তবে একটা ভালো ব্যাপার হলো পুরো রাস্তাই মসৃণ পিচঢালা।
(২/৩) সাজেক যাওয়ার পথ, আর সেই পথের ধারে আদিবাসিদের বাড়িঘর।
(৪) ওখানে যাওয়ার পথে দেখবেন আদিবাসি শিশুরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে....ওদের জন্যও শুভেচ্ছা স্বরূপ কিছু চকলেট সাথে নিতে ভুলবেন না যেনো।
(৫) রাস্তা খুব প্রশস্ত নয়, দুইটা চান্দের গাড়ি মোটামুটি ক্রস করতে পারে।
(৬/৭) সবুজ গাছগাছালির ভেতর দিয়ে এমন সুন্দর রাস্তায় চলতে নেই কোন ক্লান্তি।
(৮) সাজেক রিসোর্ট :রুইলুই পাড়ার একেবারে কেন্দ্রে অবস্থিত আর্মি পরিচালিত এই রিসোর্ট।
(৯/১০) রিসোর্ট রূনময়:এটি রুইলুই পাড়ার শেষ প্রান্তে অবস্থিত বাংলাদেশ আর্মি পরিচালিত একটি রিসোর্ট।
(১১/১২) রুইলুই পাড়ার লাল সবুজ আদিবাসি কুড়েগুলো দেখতে কিন্তু বেশ লাগে।
(১৩) যদিও সেনা বাহিনীর শৈল শিখড়ে আমাদের থাকার জন্য নির্ধারিত রুম ছিলো তবু আমরা হেলিপ্যাডে তাবু টানিয়ে কয়েকজন ঘুমিয়ে ছিলাম বা বলা বলে পুর্ণিমার চাঁদের সাথে লুকোচুরি খেলছিলাম।
(১৪) দু'দিন আগেই পূর্ণিমা ছিলো, আদো ক্ষয়ে যাওয়া চাঁদটা আমাদের সাথে সারা রাত্রি মেঘের আড়ালে লুকোচুরি করেই কাটিয়ে দিলো।
(১৫) ভোরে উঠেই আদিবাসি তরুণীরা নিচের কোথাও থেকে পানি নিয়ে আসছে।
(১৬/১৭) কেউবা কুড়ের দরজা খুলেই আড়মোড়া ভেঙে মোটা বাঁশের পাইপে তামাক খায়ে সারা দিন কাজ করার শক্তি যুগিয়ে নিচ্ছে।
(১৮) রুইলুই পাড়ার স্টোন গার্ডেন।
(১৯) ফিরে আসার আগে খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম কংলাক পাড়া, এটা কংলাক পাড়ার একটা ঘরের ছবি।
কংলাক পাড়ার উঁচু পাহাড়ে দাড়িয়ে তোলা রুইলুই পাড়ার ছবি।
২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: নেন জামাল ভাই, প্রথম হওয়ায় আপনাকে চা দিলাম।
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০২
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি। বাংলার রূপের শেষ নেই।
২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, আমাদের দেশের রূপের কোন শেষ নেই।
৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
তাহাই দেখিলাম আপনার ক্যামেরার চোখ দিয়া।
খুব ভালো লাগল ছবি। কেমন আছেন কামাল ভাই?
২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন?
৪| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০৭
হাউ মাউ কাউ বলেছেন: খুব ভালো লাগে এই ধরনের পোস্ট । বেশি বেশি এই রকম পোস্ট করবেন কেমন ।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আছে হাউ মাউ কাউ
৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: আর আমি???? দ্বিতীয়!!!!
অস্বাধারণ ছবি দেখতে হারিয়ে গিয়েছিলাম রাঙামাটির পাহাড়ে!!
সত্যিই তুলনাহীন!!!
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ২য় আর পঞ্চম একই কথা আপু
৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:২৬
উইশ বলেছেন: আরো ছবি দেখতে চাই........
০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আমি একলটা পোষ্টে ২০টার বেশী ছবি দেইনা, পোষ্ট লোড হয়ে যায়
৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় পাচ নাম্বারে চলে এলাম!!! ধুর ছাই!!!!
০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: কাইন্দেন না ভবিষ্যতে আবার প্রথম হইতে পারবেন
৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:১১
মুসাফির... বলেছেন: হায়রে .। এমন সুন্দর ছবি রে.। আপনাকে অনেক অনেক ধন্যবাদ.
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুসাফির, শুভেচ্ছা জানবেন।
৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:১৩
মুসাফির... বলেছেন: আচ্ছা ভাই.। এই সুন্দর তাঁবু গুলো কোথায় কিনতে পাওয়া যায়. আর দামই বা কত?
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভ্রমণ বাংলাদেশের সেক্রেটারী মনা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭১১-২৭৭২৫০
১০| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর ছবি ব্লগ। আমি যখন গিয়েছিলাম তখন এই কটেজগুলো তৈরি হয় নাই ইচ্ছে আছে সামনে আরেকবার যাবার, তবে বর্ষা শেষে এবং অবশ্যই পূর্ণিমায়, আপনাদের মত তাবুতে জোছনাবিলাস করতে
পোস্টে +++ শেষের ছবিটা অসাম, কংলাক পাড়া হতে রুইলুই পাড়ার ভিউটা।
ভালো থাকুন প্রিয় ব্লগার, অনেক অনেক শুভকামনা রইল।
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: সেই সময়ে যাইতে না পারার আফসুসটা থেকেই গেলো, ঐ সময় তো মনে হয় ছিলো নিরেট প্রকৃতি
১১| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:১৫
উর্বি বলেছেন: খুব সুন্দর
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন উর্বি
১২| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৭:৪৭
কাবিল বলেছেন: একটা ছবিও ভাল লাগেনি আমার
এটা কেহ বলতে পারবে না।
০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: আমারো
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৮
জুন বলেছেন: স্বপ্নের দেশ মনে হয় । ভালোলাগলো ছবিগুলো ।
+
০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই বলেছেন ভাই.....ইচ্ছে করে ওখানেই মেঘের সনে কাটিয়ে দেই বাকিটা বেলা।
১৪| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৭
প্রামানিক বলেছেন: এই ব্লগে আপনার নতুন পোষ্ট দেখিনা কেন? তাড়াতাড়ি পোষ্ট দেন। আর আমার পোষ্টে ঘুইরা আসেন।
২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: দিমু, আপনার পোষ্টেও যামু
১৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০
বোকামানুষ বলেছেন: কবে যে যামু
০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে তো অনেক আগেই গেছেন, আবার কান্দেন ক্যা??
১৬| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪
বোকামানুষ বলেছেন: রাঙামাটি গেছি সাজেক যাই নাই
আর যাদের সাথে গেছি তারা আরাম প্রিয় ভ্রমণকারী সো বুজতেই পারতেছেন কি রকম ঘুরছি
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: সাজেকটাও কিন্তু আরাম প্রিয় মানুষদেরই জন্য আপু, ওকানে সরাসরি গাড়ি দিয়ে যাওয়া যায়, ধন্যবাদ
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
মাদিহা মৌ বলেছেন: যাব
যাব
যাব
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আমারো আবার যাওয়ার ইচ্ছে
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
পথহারা মানব বলেছেন: ভাই আপনে কি আপনার পোস্টে যে প্রথম মন্তব্য করে তারে কোন প্রাইজ দেন না কি? যদি দেন, তাইলে এর পর থেকে আমারে একটু পোস্ট দেওয়ার আগে মিসড কল দিয়েন!
ভাই পোস্ট খানা সুন্দর তবে সবচেয়ে সুন্দর হইছে উপজাতি মেয়েদের হুক্কা টান! আহ! কি শান্তি! কতদিন সুখ টান দেওয়া হয় না!!
কামাল ভাই বান্দরবনে যদি পান আমার জন্য একখান নিয়া আইয়েন!! টাকা বিথী আপুর কাছ থেকে নিয়া নিয়েন ওনার কাছে আমার কিছু টাকা পাওনা আছে, সিলেট যাওয়ার সময় নিয়েছিল!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: বিথী আপুরে পামু কই, ওনি তো এখন ইন্ডিয়াদে উইড়া বেড়াইতাছে,,,,,,,,,,ওনারে কইয়া দেন ফরেন পান তামুক নিয়া আইবো নে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:৩৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমি প্রথম কামাল ভাই।
দেইখা ফালাইলাম সবগুলা।
দারুন সব ছবি।