নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
পানখাইয়া পাড়া থেকে বেড়িয়ে আপার পেরাছড়া গ্রামের দিকে যাওয়ার রাস্তাটাকে বলে নিউজিল্যান্ড সড়ক। সড়কের দুইপাশে সবুজ ক্ষেত খামার, এটাই খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি। সবুজ শস্যক্ষেত আর তার পিছনের পাহাড়ের মিতালি এক অসাধারণ নান্দনিক সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে। এরূপ দৃশের কারণে স্থানীয় মানুষজন একে নিউজিল্যান্ড নাম দিয়েছে। এক্ষেত্রে বলা যায় পানখাইয়া পাড়া আর পেরাছড়ার কিছু অংশ নিয়েই নিউজিল্যান্ড গঠিত। তবে আলাদাভাবে কোন গ্রামের নাম নিউজিল্যান্ড আছে কিনা আমার জানা নাই। যেন অস্ট্রেলিয়া মহাদেশের এক টুকরো নিউজিল্যান্ড ঠাই নিয়েছে খাগড়াছড়িতে।
এখানকার প্রকৃতিতে গাঢ় সবুজ পাহাড়, কলকলে বয়ে যাওয়া নদী, দূরে ঝিরঝির শব্দের ঝর্ণা, ওপরে নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘ, বর্ষায় বৃষ্টির রিমঝিম শব্দ, রাতের আকাশে চন্দ্র-তারা ও দিনের আলোয় লাল সূর্য মিলেমিশে একাকার। খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে সর্পিল এঁকেবেঁকে বয়ে যাওয়া চেঙ্গী নদীর লালচে ঘোলা পানি কর্ণফুলী নদীর সাথে মিলেমিশে একাকার। মাঝে মাঝে নৃতাত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, জুমঘর, কোথাও সবুজের চাদরে মোড়ানো জুম চাষের ক্ষেত- যা ভিন্নমাত্রা এনে দিয়েছে।
লোক মুখে শোনা যায়, অনেক অনেক বছর আগে এক পাহাড়ি ভদ্রলোক এই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় বলেছিলেন, নিউজিল্যান্ডের মতো বাতাস সেই থেকে নাকি এলাকার নাম হয়ে গেছে নিউজিল্যান্ড পাড়া। তো আসুন আমার ক্যামেরায় দেখা হয়ে যাক বাংলার নিউজিল্যান্ডকে।
(২) খুব স্বল্প সময়ের জন্য বৈসাবি দেখতে গিয়েছিলাম খাগড়াছড়িতে। ( এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুক, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরনও করা হয়েছে এই তিনটি উৎসবের এর প্রথম অক্ষর গুলো নিয়ে। বৈ শব্দটি ত্রিপুরাদের বৈসু থেকে, সা শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হলো বৈসাবি )।
(৩/৪) শেষ বিকালে মারমাদের সাংগ্রাই উৎসবের শেষ অংক দেখেই আমরা পানখাইয়া পাড়া থেকে নিউজিল্যান্ড সড়ক ধরে পেরাছড়া গ্রামের দিকে গিয়েছিলাম।
(৫) নিউজিল্যান্ড সড়কটা শুরুতেই ভাঙ্গাচোড়া হলেও এলাকাটা দেখে আমরা সত্যিই মুগ্ধ হলাম।
(৬/৭) কোথাও সবুজ ধানক্ষেত, আবার কিছু এলাকা একেবারেই ন্যাড়া, দূরে কিছু বাড়ি ঘর আরো দূরে দাড়িয়ে আছে সবুজ উঁচু পাহাড়। শেষ বিকেলের ঝিরিঝিরি বাতাস সারাদিনের বৈসাবী দেখার ক্লান্তিকে নিমেষেই উড়িয়ে নিয়ে গেলো কোথায় কে জানে?
(৮) নিউজিল্যান্ড সড়ক ধরে ছুটা যাওয়া স্থানীয় কিছু যানবাহন।
(৯) পাহাড়ের কোল ঘেষে দাড়িয়ে থাকা বাড়ি ঘর গুলো দেখতে সত্যিই অন্য রকম।
(১০) নিউজিল্যান্ডের বুলবুলিদের দেখতে অনেকটা বাঙালী বুলবুলিদের মতোই মনে হয়
(১১) এটা নিউজিল্যান্ডের একটা মেটো পথ।
(১২) হাটতে হাটতে আমরা নিউজিল্যান্ডের অপর পাড়ের গ্রাম আপার পেরাছড়ায় চলে এলাম।
(১৩) এই নিউজিল্যান্ড সড়কেই দেখা হয়েছিলো একজন বোকা মানুষের সাথে, যিনি সব সময়ই কিছু বলতে চান।
(১৪) পেড়াছরা গ্রামে ঢুকেই দেখা হয়েছিলো এই চাকমা পরিবারের সাথে ওদের আতিথেয়তার কথা জীবনেও ভুলব না, আদিবাসিদের আতিথেয়তা নিয়ে সব সময়ই আমার ধরণা অতি উঁচু, কিন্তু ওরা যেনো সেসবকেও ছাড়িয়ে গিয়েছিলো।
(১৫/১৬) ওদের সাথে আমাদের টিমের দেখা হতেই ওরা আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে গেলো, এবং এতো প্রকার খাবার দাবার দিলো যাতে আমরা সত্যিই অভিভূত। এর মধ্যে সব চেয়ে বড় পাওয়া ছিলো ওদের বিজু উৎসবের অন্যতম আকর্ষণ ৩৬ রকমের পদ দিয়ে তৈরি পাজন।
(১৭/১৮) এতো খাবার দাবারের পর ঐ বাড়ির এমন ফলগুলোর দিকে আমাদের আর তাকানোর দরকার পড়েনি।
(১৯/২০) এক সময় সূর্য্যি মামা তার শেষ গন্তব্যে চলে যায়, আমরাও সেদিনের মতো নিউজিল্যান্ডে ভ্রমণ বাংলাদেশের আমরা কয়েকজন শেষ ছবিটা তুলে আস্তে আস্তে বিদাই হই।
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
২| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩
শায়মা বলেছেন: তুমি এত ঘুরে বেড়াও কেমনে ভাইয়া! কারনটা কি?
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে তাই
৩| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১০
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
সুন্দর পোষ্ট । রংয়ের সব ছবি । কিন্তু "নিউজিল্যান্ড" শব্দটি ব্যবহার করলেও "সবুজ" রং এর আধিক্য তেমন করে ধরা পরেনি । আরো সবুজের ছবি দিলে মনে হয় শিরোনামের প্রতি সুবিচার হতো ।
আগামীতে সবুজের মেলা চাই ।
শুভেচ্ছান্তে ।
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আসলে যেই সময়টাতে আমরা ওখানে গিয়েছিলাম, তখন সবুজ ছিলো খুবই কম, বর্ষাকালের ছবি হয়তো অন্য রকম থাকবে, ধন্যবাদ
৪| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলো
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন গাজী
৫| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭
রাজীব বলেছেন:
(১৩) এই নিউজিল্যান্ড সড়কেই দেখা হয়েছিলো একজন বোকা মানুষের সাথে, যিনি সব সময়ই কিছু বলতে চান।
ইনিই কি সেই বোকা মানুষ যিনি প্রতিমাসে ভ্রমন সংকলন প্রকাশ করেন?
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, এই সেই লোক, যে নিজের ছবি প্রকাশ না করে সবাইকে বোকা বানিয়ে রাখতে চায়
৬| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩
ঘুড়তে থাকা চিল বলেছেন: আমার ও একি প্রশ্ন,ইনিই কী সেই বোকা মানুষ??
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: চেহারা দেইখাও বুজেন্নাই? ইনিই সেই বোকা পাবলিক, ওনার ছবি প্রকাশ করাতে আমার উপর আবার না চটে যান, সেই সংকায় আছি, বোকারা কখন কি করে তা তো আর বলা যায় না
৭| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
তুষার কাব্য বলেছেন: বাহ ! খাগড়াছড়ির গল্প শুনতে ভালই লাগে ! আপনি সমতলের গল্প করলেন আর আমি পাহাড়ের গল্প করলাম
শুভ হোক সময় ।
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো ভালো লেখনির হাত আমার নাই, শুভেচ্ছা আপনাকে
৮| ০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭
সুমন কর বলেছেন: চমৎকার ছবি পোস্টে বাংলার নিউজিল্যান্ডকে দেখতে পেলাম। বোনাস একটা মনে হয় পেয়েছি !!
আমার বন্ধু, বোকা মানুষের ছবি !!!
২য় প্লাস।
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি বোকা মানুষের বন্ধু? তাহলে আপনিও নিশ্চয়ই বোকা
৯| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
ঘুড়তে থাকা চিল বলেছেন: আরও একটিবার দেখে নিলাম বোকা ভাইকে ৷
০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: মানুষ হিসাবে তার মতো চমৎকার বন্ধু ভাবাপন্ন এই বোকা ভাই
১০| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: এইবার মনে হইতেছে হাত পাকছে। চমৎকার ছবি। ধন্যবাদ না দিয়া যামু কই - -- তাই অসংখ্য ধন্যবাদ।
আপনে ইদানিং কৃপণ হইছেন ক্যান, আপনার ঘরে দেড় লাখ ছবি, আপনি ছবি নিয়মিত পুষ্ট করেন না ক্যান?
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ঘরের খবর পরে জানল কেম্নে??
১১| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি বর্ণনায় চমৎকার ভ্রমন পোস্ট ।
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন লিটন ভাই
১২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: দারুন লাগল বাংলার নিউজিল্যান্ড!!
সাদা মন ভাইয়ের লেখায় বোকা মানুষ ভাইকে দেখে ভাল লাগল!!
দু'জনকেই সালাম ও শুভেচ্ছা!!
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: দু;জন আমরা একই পথের পথিক তো, তাই মাঝে মাঝে মাঝে দেখা হয়ে যায়, ধন্যবাদ আপু
১৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: আমি একদিন বিজু উৎসব দেখেছি রাঙামাটির মাটিতে বসে!
এক চাকমা ইঞ্জিনিয়ার -এর বাসায় দাওয়াত ছিল, বিজু উৎসবে যোগ দেবার জন্য!
আমরা খাগড়াছড়ি থেকে গিয়েছিলাম!!
দুপুরে খেলাম, রাঙামাটি ঘুরে দেখলাম।
এক সময়ে দেখতে পেলাম বিজুর আনন্দে রাঙামাটির বাঙালি বাজার পুড়ছে!!!
সে সময়ে শান্তি বাহিনীর খুব প্রভাব ছিল সারা পার্বত্য চট্টগ্রাম জুরে!!!
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: এমন অতি উৎসাহি সব জায়গায়ই আছে, যেটা কখনো কাম্য নয়, তবে পাহাড়িরা মানুষ হিসাবে আমাদের চাইতে ভালো এটা আমি হলফ করে বলতে পারি।
১৪| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫২
প্রামানিক বলেছেন: আমারে একটু বোকা মানুষটারে দেখাইয়া দেন তো। আমি এখনও চিনবার পারি নাই।
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ওনি একজন ঘুরুঞ্চি মানুষ, যদিও ওজন ২০০ পাউন্ডের কম নয়, তবে সদালাপী এবং মজার মানুষ
১৫| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বৈচিত্রময় প্রিয় স্বদেশভুমি
চির অহংকারের
আমার প্রিয় চট্টগ্রাম
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সত্যিই আমার দেশ আমার অহংকার
১৬| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা লইজ্জা কালা হইয়া গেছেগা
১৭| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিউজিল্যান্ড পাড়াটা আমার মোটেও আহামরি কিছু মনে হয় নাই, তার উপর আপনাদের সেই নাস্তা মিস করছিলাম। তবে পথে আমরাও আপ্যায়িত হয়েছিলাম।
আর কার না কার ছবি দিয়ে নাম দিছেন বোকা মানুষ, মজা লন
পোস্ট একটুও ভালো লাগে নাই, আপনি এত্তগুলান পচা, হুহ, খেলুম না।
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: পাজন খেতে না পারার যন্ত্রনা লুকটা এখনো ভুলেনি
১৮| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
খাগড়াছড়ি কি এখন শান্ত?
০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি যতদুর যানি এখন শান্তই আছে
১৯| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
প্রামানিক বলেছেন:
এতক্ষণে বুঝলাম এই চালাক লুকটাই তাইলে বোকা মানুষ।
এতক্ষণে বুঝলাম এই চালাক লুকটাই তাইলে বোকা মানুষ।
০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এই তো বুইঝা ফেলেছেন
২০| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬
জুন বলেছেন: আপনার চোখে দেখা হলো দেশের মাঝে ভিন্ন আরেক দেশ । সুন্দর ছবি ।
+
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে, দেশের ভেতর এমন আরো কতো কি লুকিয়ে আছে, আমরা তার কতটা জানি?
২১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: নতুন ছবি কই?
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার পিসিতে আছে
২২| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩২
ভিটামিন সি বলেছেন: বাংলাদেশে যে একটা নিউজিল্যান্ড আছে তা আগে জানতাম না। মিস্টার ঘুরুঞ্চি (শব্দটা আপনার পোষ্ট থেকে ধার নেয়া) কামাল ভাই (উপযুক্ত সম্মান সহকারে) এর পোষ্ট পড়ে জানলাম। আমার দেশের এই সৌন্দর্যের কাছে আর কি কিছুর তুলনা আছে?
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এমন দেশটা কোথাও খুঁজে পাবে নাকি তুমি...........
শুভেচ্ছা অনেক
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
না মানুষী জমিন বলেছেন: জায়গাটা সত্যি অনেক সুন্দর। অনেকদিন আগে একবার গিয়েছিলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৬
শায়মা বলেছেন: সবুজ দেখে মন জুড়ালো!