নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু সিলেট..(ছাতিয়াইন, স্টেশন নং-৩২)

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯


ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।

আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য

স্টেশনের অবস্থানঃ এটা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত একটা স্টেশন।


(২) নোয়াপাড়া স্টেশন পার হয়ে আমরা ক্রমান্বয়ে এগিয়ে চললাম সিলেটের দিকে।


(৩) রেল লাইনের এমন আঁকিবুকি যেনো আমার হৃদয়েও দাগ কেটেই চলে।


(৪) অন্য একটা রাস্তায় তখন দুরন্ত গতিতে ছুটে চলছে গাড়িগুলো।


(৫) সামনে দীর্ঘ পথ, শুধু জানি দিতে হবে পারি।


(৬) ঔষধি গাছ মটকিলার কাঁচাপাকা ফল। পাকা ফলগুলো কিন্তি খেতে বেশ মিষ্টি লাগে।


(৭) সামনের পথটা বেশ সুন্দর, দুইপাশে শিমুল গাছগুলোতে ফুল ফুটে আছে, আর ফুলের মধু খেতে সেখানে চলছে পাখিদের কলতান।


(৮) ফুলের মাঝে বসা চিতা শালিক দু,টোকে বেশ রোমান্টিক মনে হচ্ছে।


(৯) বুলবুলিটা আপন মনে বসে মধু আহরণ করছে।


(১০) রেল লাইনের পাশের ফেরিওয়ালা।


(১১) রেল লাইনের পাশে ফিটে থাকা চমৎকার এই ফুলটার নাম জানিনা।


(১২) একটি কাকতাড়ুয়া।


(১৩/১৪) শুকনো মৌসুম বলে চা বাগানে পানি দেয়া হচ্ছে, আর সেই পানিতে ফুটে উঠেছে রঙ ধনু।



(১৫) রেল ওয়ের কলোনী দেখা যাচ্ছে রাস্তার পাশে।


(১৬) এক সময় এসে পৌছলাম পরবর্তি স্টেশন ছাতিয়াইনে, ইহা একটা পরিতয়ক্ত স্টেশন। পাশের চা বাগানের শ্রমিকদের বসবাস এই স্টেশনের আশেপাশে।


(১৭) ছাতিয়াইন স্টেশনে ছোট্ট একটা দোকানে বসে আছে স্থানীয় মানুষেরা।


(১৮) দোকান থেকে একটা চকলেট কিনে দিতেই মহাখুশি এই শিশুটি।


(১৯) আর ক্যামেরা থেকে ছানাদের আগলানোর চেষ্টায় মা মুরগী =p~

আগের পর্বঃ ঢাকা টু সিলেট..(ঢাকা টু সিলেট..(নোয়াপাড়া, স্টেশন নং-৩১)

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

নুর ইসলাম রফিক বলেছেন: সিলেট যাত্রায় আপনাকে স্বাগতম।আপনি জোরে আমায় ডাক দিলেই আমি শুনে চলে আসতি পারি।
আপনার হাকের অপক্ষেয় রইলাম।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: সিলেটের কোন যায়গায় গিয়ে হাক দিবো ভাই, ঠিকানাটা বলে দিয়েন

২| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: যোগ দিতে চাই

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়ে যাবে, সাধারণত উৎসাহ দেখানোটা সহজ, কিন্তু রেল লাইনে হাটাটা বেশ কষ্টের।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: প্রাণ ভইরা ছবি দেখলাম। রেল লাইনে ভয় পাইলে কইয়েন, আমি ট্রেনে চইড়া দৌড়াইয়া আসুম।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: সেটা তো জানিই, আপনি থাকতে আমার কোনও ভরসা নাই :-B

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনার এই সিরিজের পোস্ট পেলাম। আমার তো মনে হয় সিলেট আর বেশি দূর না। ম্যাক্সিমাম ৩/৪ সাপ্তাহ লাগতে পারে।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হয় তো তাই, দেখা যাক আর কতোদিনে পারি, ধন্যবাদ ভাই

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

এরিক ফ্লেমিং বলেছেন: হাটার ধরন যদি বিরামহীন হতো, মানে সারাদিন হাটা রাতে বিশ্রাম ভোরে আবার হাটা.....
বাড়ি ফিরে আসার বিষয়টা না থাকলে আরো এডভেন্চার হতো....

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সে ক্ষেত্রে আমি তো পেটের নিকট দায়বদ্ধ, তাছাড়া বড় জোর দুই দিন হাটা যাবে তারপর সমস্যা হতে পারে।

৬| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: খুব সুন্দর আর বর্ননা ।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমার প্রাণের ভ্রমণ বাংলাদেশ

৭| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

সুফিয়া বলেছেন: ছবিগুলো খুব ভাল লেগেছে।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ সব ছবি ! বর্ণনাও চমৎকার !

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, শ্রদ্ধা জানবেন

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি। দারুণ।

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কামরুন নাহার বীথি বলেছেন: এবারের লেখাটি ফুল আর পাখিতে সাজানো, অস্বাধারণ !!!
দুই শালিখের রোমান্টিক ঝগড়া আর চা বাগানের রংধনু চোখ জুরানো মন কাড়া।
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই !!
সিলেটে পৌছে ফোন দিয়েন, আপনার সাথে জাফলং দেখতে যাব :-B

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সিলেট পৌছে আপনাকে ফোন দিয়ে কি লাভ, আপনি তখন থাকবেন ঢাকায়

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার হেঁটে যেতে আরো দুই সপ্তাহ লাগবে, আমি এর মধ্যে পৌছে যাব।
আর আপনার হাঁটা পার্টির সাথে, আমার জন্য একটা পালকি রাখার কথা ছিল। :D
বেমালুম ভুলে গেলেন, না? :(

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: এখন তো কাধে নিয়ে চলার পালকী নাই আপু, সবই চার চাকাওয়ালা পালকী :D

১২| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

হামিদ আহসান বলেছেন: দারুন ছবি পোস্ট ....

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা হামিদ ভাই, কেমন আছেন আপনি?

১৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, দারুন সব ছবি। দেখতে ভালোলাগছিলো। :)

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নদী

১৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

মানস চোখ বলেছেন: সাথেই আছি 'সাদা ভাই' হাঁটতে থাকেন....... তবে সাবধানে হাইটেন শুভকামনা সব সময় .......!!!

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: সাবধানতা তো অবশ্যই অপরিহার্য্য, সাথে থাকার জন্য ধন্যবাদ

১৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ঘনঘন ছবি দেন তাইলে আসর আরো জমবো।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও তো এখন ছবির মাষ্টার, আপনি আমাকে প্রক্সি দিলেও তো পারেন।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

বোকামানুষ বলেছেন: অনেকদিন পর এই পোস্টটাতে আসলাম বরাবরের মতোই দারুন

আর রঙধনু যে আকাশ ছাড়া দেখা যায় জানা ছিল না B:-)

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ, আশা করছি ভালো আছেন।

১৭| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এই রেললাইন ধরে হাঁটা একটা এপিক ট্র্যাভেলিং, খুব হিংসে হয়। ছবিগুলো খুব সুন্দর, বিশেষ করে ফেরিওয়ালার ছবিটা দেখে মনে পড়ে গেল একসময় এই ঢাকা শহরে পড়ন্ত দুপুরে হাঁকডাক শোনা যেত এইসব ফেরিওয়ালার। বেশী শুনতে পেতাম, "লেইসফিতা লেইস..."

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হিংসের কি আছে ভাই, আসুন বেড়িয়ে পড়ি

১৮| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৪

বলেছেন: চোখ জুড়িয়ে যায়

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আমার দেশ

১৯| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪

প্রামানিক বলেছেন: ভয় নাই আমি আছি

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: সেটা তো আমি আগেই জানি, আপনি থাকতে আমার কোন ভরসা নাই =p~

২০| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অসীম সাহস আর ভ্রমনের নেশা থাকলে এমনটা সম্ভব! ভাবাতেই অবাক হই!

একসময় কত্ত ঘুরেছি! দায়হীন ছাত্র ঝীবন! কটি টাকা হলেই ধুম! বেরিয়ে পড়েছি। আর এখন!
সাপ্তাহিক ছুটি যায় চোখের পলকে! ভ্রমন বুঝি স্বপ্নেও হয়ে ওঠে না!

তাই আপনাদের ভ্রমন পোষ্টই সেই সূখ খুজে ফিরি!!!! অসীম সাহস আর ভ্রমনের কঠোর সাধনার জন্য স্যালুট!

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি বলি কি ভাই, ইচ্ছে থাকলে এখনো সময় বের করতে পারেন, ধন্যবাদ

২১| ১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ লাগল। কিন্তু আপনার হাটার ধরণেরটা বোধগম্য হল না। যেখানে হাটা শেষ, সেখান থেকে বাড়ী ফিরে আসছেন, পরের সপ্তাহে সেখান থেকে হাটা শুরু করবেন। তাহলে আপনার বাড়িটা কোথায়? রেল লাইনের কাছেই নাকি?? :|

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: না জহিরুল ভাই, আমার বাড়ি রেল লাইনের পাশে না। আমার বাড়ি নরসিংদীর মাধবদীতে, যখন পর্যায়ক্রমে হাটার পথের দুরত্ব বাড়তে থাকে তখন যাতায়াতটা একটু কষ্ট হয়, তবে অসম্ভব তো নয়, ধন্যবাদ।

২২| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবি ও ক্যাপশনের লেখা দুটাই ভালো লাগলো। বেশী ভালো লেগেছে পেছনের দেখার চোখ আর ভাবনা।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্য আমার পাগলামিকে উৎসাহিতই করে, ধন্যবাদ ভাই।

২৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাই না তো , বোন।

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত আপু, নামটা দেখে আমি কিছুটা সন্দিহান ছিলাম আগেই

২৪| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৮

রানা আমান বলেছেন: অপেক্ষায় ছিলুম অনেকদিন এই সিরিজে আপনার পরবর্তি লেখার া আর দীর্ঘ বিরতি চাইনা । ছবিগুলো খুব সুন্দর,বর্ণনাও চমৎকার , আপনার ছবি তোলার দক্ষতা প্রশংসনীয়। ধন্যবাদ কামাল ভাই ।

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাড আমান ভাই, আসলে সব সময় হাটাও হয়না, আবার হাটলেও অনেক সময় পোষ্ট দেওয়া হয়ে উঠেনা, চেষ্টা করবো নিয়মিত হতে।

২৫| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৯

ভিটামিন সি বলেছেন: এই পোষ্টের জন্য মনে হয় আমি আপনাকে রিকোয়েষ্ট করেছিলাম। আপনি মানুষটা খুব একটা ভালা না। ছবিগুলান তুললেন সেই শীতের শেষে তারপর কম্পিউটারে বন্দী করে রাখলেন। আর পোষ্টাইলেন সেই ভরা বর্ষার শেষে!!

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আসলে অনেক সময়ই পোষ্ট দেওয়া হয়না, কেনো হয়না ঠিক জানিও না, ধন্যবাদ ভাই

২৬| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

শরাফত বলেছেন: ভাই আপনার এই সিরিজের ভক্ত আমি অনেক আগ থেকেই, তখন আমার সামু আইডি ছিলো না, গুগলে সার্চ দিয়ে খুঁজে খুঁজে পড়তাম, আর ছবিগুলো দেখতাম।
আপনার কাছে কয়েকটা প্রশ্নঃ
১, আপনি একদিনে যে পর্যন্ত হেটে যান, তার পরদিনে কি ঠিক সে স্থান থেকেই শুরু করেন?
২, হাটা শুরুর স্থানটি যদি কোনো স্টেশন না হয় তবে কিভাবে সেখানে যান?
৩, সারাদিন হাটার পরে যেখানে যাত্রা বিরতি দেন সেখান থেকে কিভাবে আবার বাড়ি ফিরে আসেন?
৪, আপনি নির্দিস্ট স্থানে যাওয়ার জন্য বাস ব্যাবহার করেন নাকি ট্রেন?
৫, আবার ফিরে আসার জন্য কি ব্যাবহার করেন?

এতগুলো প্রশ্ন করার জন্য দুঃখিত কিন্তু কৌতূহল বলে কথা।

আপনার চোখে এবং আপনার পায়ে আমাদের এভাবে সমান্তারাল লাইন ধরে ভ্রমন করানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি একদিনে যে পর্যন্ত হেটে যান, তার পরদিনে কি ঠিক সে স্থান থেকেই শুরু করেন?
উঃ জ্বী ভাই, সেই স্থান থেকেই শুরু করি।

২, হাটা শুরুর স্থানটি যদি কোনো স্টেশন না হয় তবে কিভাবে সেখানে যান?
উঃ আমি হাটা শেষ করি কোন স্টেশনে গিয়ে, যদি একটু রাতও হয়ে যায় তবু একটা স্টেশনে না গিয়ে সেইদিনের হাটা শেষ করিনা। এবং পরে আবার ঐ স্টেশন থেকেই পরবর্তি হাটা শুরু করি।

৩, সারাদিন হাটার পরে যেখানে যাত্রা বিরতি দেন সেখান থেকে কিভাবে আবার বাড়ি ফিরে আসেন?
উঃ কখনো ট্রেনে, কখনো বাসে এবং কিছুটা পথ হেটে বা রিক্সায়ও আশা যাওয়া করা লাগে।
৪, আপনি নির্দিস্ট স্থানে যাওয়ার জন্য বাস ব্যাবহার করেন নাকি ট্রেন?

উঃ সময় ও সুযোগ মতো দু'টোই ব্যবহার করি।
৫, আবার ফিরে আসার জন্য কি ব্যাবহার করেন?
উঃ যখন যেখানে যেই বাহন প্রয়োজন হয় বা পাওয়া যায় ওটাই ব্যবহার করি।

............আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই

২৭| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ২,৩,৭,১৩ ও ১৯ সব চেয়ে ভালো লেগেছে।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন?

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মন কেমন করা সব ছবি আর বর্ণনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মোস্তফা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.