নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু কাঠমুন্ডু - (ফটোব্লগ)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮


দেশের ভেতর টুকটাক ভ্রমণ করি প্রায়ই, তবে বিদেশে ভ্রমণ করার সাধ থাকলেও সাধ্য কম। তাছাড়া দেশটাকে ভালোভাবে না দেখে বিদেশে ছুটে যাওয়াটা আমি শ্রেয়ও মনে করিনা। আমাদের দেশে এতো এতো সুন্দর জায়গা রয়েছে যে, এগুলো না দেখেই ব্যয়বহুল বিদেশে ছুটে যাওয়াটা আমি বোকামী বলেই মনে করি। আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা কয়েকদিন পর পর বিদেশ ভ্রমণ করে, তাদের দেখাদেখি আমারও ইতিমধ্যে কয়েকটি দেশে যাওয়া হয়ে গেছে। আর ঘুরাফেরার সাথে সাথে ছবি তোলার নেশাটাও আমার একটা বড়ো নেশা, যে নেশার কারণে এখন আমার ষ্টকে আছে লক্ষাধিক ছবির এক বিশাল ভান্ডার। আজ সেই ভান্ডার থেকে ঢাকা টু নেপাল ভ্রমণের কয়েকটি ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।


(২) কাঠমুন্ডুতে আমাদেরকে নিয়ে যাবে যে বিমানটি।


(৩) জীবনের প্রথম নেপাল যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়ার পর দেখলাম বিমান মেরামত করছে, যার জন্য আমাদের দেরী হলো ৪ ঘন্টা।


(৪) মেরামতি শেষ, এবার গ্লাসটা মুছে না নিয়ে পাইলট অন্য বিমানকে কিভাবে সাইট দেবে? =p~


(৫) এবার বিমান রানওয়ে ধরে ছুটে চলছে, জানালার ধারে বসতে পারায় আমার ক্যামেরাও ছুটে চলছে ক্লিক বাজীতে।


(৬) বিমান আস্তে আস্তে উপরে উঠছে আর ঢাকা শহর ক্রমান্বয়ে ছোট হচ্ছে।


(৭/৮) কোনটা যে কোন এলাকার ছবি তা উপরে থেকে বুঝা বড় দায়।



(৯) নীচের পৃথবী ক্রমান্বয়ে ঝাপসা হচ্ছে।


(১০/১১) এক সময় আমরা পুরোপুরি চলে গেলাম মেঘের দেশে।



(১২) দূরে মেঘের ভেতর কোন একটা বরফ ঢাকা পর্বত চূড়া দেখা যাচ্ছে।


(১৩) ফিতের মতো আঁকাবাকা নাম না জানা কোন নদী সুর্যের আলোয় চিকচিক করছে।


(১৪) সব শুধু বাইরের ছবি না তুলে ভেতরের স্মৃতিও তো কিছু রাখতে হয়।


(১৫) নেপালের দিকে বিমানটা মনে হয় নামতে শুরু করেছে।


(১৬) পাহাড়ের উপত্যকায় কিছু বাড়িঘর আর ক্ষেতখামার দেখা যাচ্ছে।


(১৭/১৮) নীচের ছবি দেখে বুঝা যায় আমরা শহুরে এলাকায় প্রবেশ করেছি।



(১৯) ত্রিভূবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার পর তোলা পাশের ছবি, সুন্দর এমন পাহাড় বেষ্টিত এই এয়ারপোর্ট।


(২০) বিমানের পাশেই সিড়ি এসে লাগলো, আকাশের নীড় ছেড়ে কাঠমুন্ডুর মাটিতে নেমে এলাম এই সুড়ঙ্গ পথে।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সাথে আমিও আছি =p~
তয় এয়ারপোর্টে নামিয়েই ছেড়ে দিলেন ?
আপনার ভ্রমণেরও সঙ্গী হতে চাই , ঝট পট লিখে ফেলুন ভ্রমন কাহিনী ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: একলা ছেড়ে দিবোনা ভাই, সাথে গাইড থাকবে, আপনি আনন্দে সব দেখে বেড়াবেন :D

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

কাবিল বলেছেন: অসাধারন। আপনার ক্যামেরায় বিমান ভ্রমন করলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: আপনার সাথে আমরাও ঘুরে আসলাম। !:#P

সুন্দর। প্লাস দিলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস দিলাম =p~

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: বিমান উড়ছে ওই আকাশে, আপনি রইলেম বিমানের মধ্যে, তাইলে ছবি তুললো ক্যডায় :|

ভাল লাগল আকাশের ছবিগুলো আর আকাশ থেকে তোলা ছবিগুলো!!!
এর পরে কি করলেন জানতে চাই!!! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বিমানের ছবিটা তুলেছি আমি নেপাল থেকে, আমাদের নামিয়ে দিয়ে ঘন্টা দুয়েকের মধ্যেই বিমানটা আকাশে উড়াল দিয়েছিলো, আর সেই সুযোগে আমিও সেটাকে ক্যামেরা বন্দি করে ফেলি। ধন্যবাদ আপু, এর পরের ঘটনা কিছুটা আগেই জানানো হয়েছিলো :-B

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

ভিটামিন সি বলেছেন: বিমান থেকে পাখির চোখে দেখা যে কোন ছবি দেখলেই মনে হয় সেই বিমানে আমিও ছিলাম। দৃশ্যগুলি কেনই যেন পরিচিত লাগে। যদিও আমার নেপাল যা্ওয়া হয়নি কোনদিন। প্রথম ছবিটা কিন্তু এই বিমান ভ্রমনের না, অন্য কোন বিমানের অথবা এই বিমানের অন্য ফ্লাইটের, তাইনা?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিটাও এই বিমানেরই। নেপালে আমাদের নামিয়ে দিয়ে ঘন্টা দুয়েকের মধ্যেই বিমানটা আকাশে উড়াল দিয়েছিলো, আর সেই সুযোগে আমিও সেটাকে ক্যামেরা বন্দি করে ফেলি, ধন্যবাদ ভাই

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

মাঘের নীল আকাশ বলেছেন: কত সালের কাহিনী ভাই...? ভূমিকম্পের আগে ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ভুমিকম্পের কয়েকদিন আগেই নেপাল গিয়েছিলাম, মার্চ ২০১৫ সালে

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১

আদম_ বলেছেন: প্রথম, ১২ ,
২য়, ১০/১১,
তয় ১৩
খুবই সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এমন মার্কিং থেকে সত্যিই আমি অনেক উৎসাহ পাই, কেমন আছেন ভাই?

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ ছবি তুলেছেন ভাই ৷

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমি আসলে কোন ফটোগ্রাফার নই, অনেক ছবি তুলি, ভালো ছবিগুলো থেকে কয়েকটা ব্লগে উপস্থাপন করি।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ছবি দেইখা মনে হইতেছে এখনই উড়াল মাইরা চইলা যাই। উড়াল দেয়া প্লেনের উপর থেকে তোলা ছবিরে খালি ছবি বললে ভুল হইবো পাকা হাতের ছবি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, সিমেন্ট দিয়া একেবারে পাকা কইরা বানানো হাত :-B

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

কেএসরথি বলেছেন: ছবিগুলো এমন কোন আহামরি না। অথচ কি সুন্দর হয়েছে! আপনি কি প্রফেসনালি ছবি তুলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, ফটোগ্রাফিতে আমার কোন প্রশিক্ষণ নাই, মনে আনন্দের জন্যই শুধু তোলা, ধন্যবাদ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




হা....হা....হা....
মেরামতি শেষ, এবার গ্লাসটা মুছে না নিয়ে পাইলট অন্য বিমানকে কিভাবে সাইট দেবে? =p~ =p~

ঢাকার শহরে যা জ্যাম .....


০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাছাড়া বিমানটাও বাংলাদেশী =p~

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

শামছুল ইসলাম বলেছেন: যে কোন পোষ্ট পড়ার সময় আমি ভাল লাগা অংশটুকু কপি করে নেই, তার পর মন্তব্যে এসে পেষ্ট করার আগে, আগের মন্তব্য গুলো পড়ে নেই। আজও তাই করে দেখি @ আহমেদ জী এস ভাই আগেই আমার কথা গুলে বলে ফেলেছেন!!!

মেরামতি শেষ, এবার গ্লাসটা মুছে না নিয়ে পাইলট অন্য বিমানকে কিভাবে সাইট দেবে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই গ্লাস মুছার দৃশ্যটা দেখে আমি চমৎকৃত হয়েছি শামছুল ভাই

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

এস কাজী বলেছেন: এহেরে, আকাশ থেকে ছবিগুলা বেশি ভাল লাগছে। মনে লয় আমি উড়তাছি :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাজী ভাই, শুভেচ্ছা জানবেন

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

রিকি বলেছেন: ছবিগুলো সুন্দর তুলেছেন। পোস্টে ভালো লাগা রইল। সামনের পর্ব আসছে কবে??? !:#P

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: কিছু আগেই এসে গেছে, কিছু ভবিষ্যতে আসবে, ধন্যবাদ রিকি

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল সব ছবি +++ এক্কেবারে সিমেন্ট দিয়া একেবারে পাকা কইরা বানানো হাত দিয়ে তোলা ছবিসব। ;)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক ......... আপনি ভাই ঠিক ধরতে পেরেছেন =p~

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: অন্য রকম সুন্দর ছবি গুলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মনা ভাই, আপনাদেরই শিষ্য আমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.