নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ক্যাসপারের জন্য ভালোবাসাঃ রাকিব কিশোর
চার বছরের ছোট্ট এই বাবুর নাম ক্যাসপার। পুরো নাম মোহাম্মদ সাদমান ক্যাসপার। তার পাহাড়ে ঘোরাঘুরি পাগল বাবা তাকে খুব আদর করে ‘ভূত’ নামে ডাকে। এই ভূতের বাবা চট্টগ্রামের ট্রেকিং–ভক্তদের মধ্যে জনপ্রিয় নাম, কালপুরুষ অপু, পুরো নাম তোফাজ্জল হোসেন।
চার বছরের এই ছোট্ট ভূতটা গত ১৯ আগস্ট ভর্তি হয়েছিল হাসপাতালে। পেটে তাজা রক্ত এসে জমা হচ্ছিল তার, সেই রক্ত বের হয়ে যাচ্ছিল পায়খানার সঙ্গে। দিশেহারা মা-বাবা তাকে ভর্তি করালেন চট্টগ্রামের রয়্যাল হাসপাতালে।
পরীক্ষা-নিরীক্ষা করা হলো, সিদ্ধান্ত হলো অস্ত্রোপচার করে পেটে জমা রক্ত বের করে ফেলতে হবে। কিন্তু পুরো পেট ওয়াশ করার পরও কীভাবে রক্ত বেরোচ্ছে, সেটার কোনো আলামত পাওয়া গেল না। অথচ রক্ত এসে জমা হচ্ছে।
শুরু হলো আতঙ্কের দিন, রোগই যদি ধরতে না পারা যায়, তাহলে তার চিকিৎসা হবে কীভাবে! চট্টগ্রামের চিকিৎসকেরা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যেতে বললেন। ২৬ আগস্ট রাজধানীর পথে রওনা দেয় ছোট্ট ‘ভূত’। রাতে এসে ভর্তি হয় সেন্ট্রাল হাসপাতালে, পরদিন সকালে বিএসএমএমইউতে।
ততক্ষণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে ক্যাসপার, খবর হয়েছে ছোট্ট ভূত অসুস্থ।
ক্যাসপারহাসপাতালের বাইরে রক্ত দেওয়ার জন্য জড়ো হলো প্রায় শ দুয়েক মানুষ, যার কাছে যা ছিল, তা-ই পাঠিয়ে দেওয়া শুরু হতে লাগল তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে। ঘোরাঘুরি-পাগল বাবার কল্যাণে এই চার বছর বয়সেই বাবুটা সিলেট, সীতাকুণ্ডের পাহাড় পাড়ি দিয়ে ফেলেছে, কক্সবাজারের সাগরের পানি যেমন ধরেছে, তেমনি করে ছুঁয়ে দেখেছে বান্দরবানের মেঘও। সেই বাবুকে ছুঁয়ে দেখতে চেয়েছিল অগণিত মানুষ।
একজন ফোন দিয়ে বলছেন, ‘ভাইয়া, আমি তো বেকার, তাই ক্যাসপারের চিকিৎসায় টাকা দিতে পারছি না। তবে আমার গায়ে রক্ত আছে ভাইয়া, ও পজিটিভ রক্ত, কতগুলা লাগবে একবার খালি বলেন।’
অন্য একজন বললেন, ‘ভাইয়া, আমি গত সপ্তাহে টিউশনির টাকা জমিয়ে গিটার কিনেছি। বিশ্বাস করেন, একদম নতুন এখনো। যেদিন ক্যাসপারের রোগটা জানতে পারব, সেদিন বিক্রি করে তার বাবার হাতে টাকা দিয়ে আসব।’
কিছুতেই তার রক্তপাত বন্ধ হচ্ছিল না, অনবরত রক্তপাত ভয় পাইয়ে দিল ডাক্তারদেরও। শেষমেশ আট সদস্যের এক চিকিৎসক দল তার আগের অপারেশনের জায়গাতেই আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিল। সেদিন রাতে অপারেশনের পরে আমাদের ছোট্ট ‘ভূত’ কথা বলেছে, নিজের নাম বলেছে, মা-বাবার নাম বলেছে। আমরা খুব খুশি, ভোররাতে ডাক্তাররাসহ সবাই মিলে খুশিতে কোলাকুলি করলো। পুরো দুনিয়াকে যে যার প্রোফাইল থেকে পোস্ট দিয়ে জানিয়ে দিলাম যে আমাদের ক্যাসপার সুস্থ আছে।
কিন্তু ছেলেটা আবার অসুস্থ হয়ে গেল পরদিন দুপুর থেকেই। এবারে সমস্যাটা পেটে না, শনাক্ত করা হলো তার ফুসফুসে। সে শ্বাস নিতে পারছে না। আইসিইউ সাপোর্টের জন্য রাতে তাকে স্থানান্তর করা হলো রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে। সেখানে রাত দুইটা থেকে ক্যাসপারের অবস্থার চরম অবনতি হলো। তাকে ভেন্টিলেশন দেওয়া হলো, পুরো রাত চলল লাইফ সাপোর্টে। পরের ৩৬ ঘণ্টা ক্যাসপার কাঁদিয়ে বেড়াল তার মা-বাবা ও শুভাকাঙ্ক্ষী সবাইকে।
২৯ আগস্ট বিকেলে তাকে শক দেওয়া হলো তার মস্তিষ্ক কাজ করছে কি না, তা দেখার জন্য। ক্যাসপার সাড়া দিল। তার মস্তিষ্ক কাজ করছে, কিন্তু থমকে গেছে শরীর। ক্যাসপার অপারেশনে যাওয়ার আগে বাবার কাছে আইসক্রিম খেতে চেয়েছিল। যারাই তাকে দেখতে গিয়েছিল, সবার কাছে চকলেট খেতে চেয়েছিল। হাসপাতালে রোগীদের জন্য নিয়ে আসা খাবার দেখে হাউমাউ করে কেঁদে বারবার বলছিল, ‘আমাকে একটু ভাত দাও মা, আমি কত দিন ভাত খাই না, ডাল দিয়ে হলেও একটু ভাত দাও আমাকে মা।’ কিন্তু তার তো মুখে কোনো খাবার খাওয়া নিষেধ। ডাক্তাররা বলে দিয়েছিলেন, যেকোনো ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন কেবল অলৌকিক কিছু ঘটলেই ক্যাসপার ফেরত আসতে পারে।
বাবার সঙ্গে ক্যাসপারক্যাসপারের জীবনে অলৌকিক কিছু ঘটেনি। ৩০ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে চলে গেল ক্যাসপার—চিরতরে। হাসপাতালের চিকিৎসক, নার্স, অপারেশন থিয়েটার, আইসিইউ, অ্যাম্বুলেন্স, লাইফ সাপোর্ট, তার বাবার সব বন্ধুবান্ধব, ভাইবোন আর সারা দেশের অনেক মানুষ, সবাই মিলেও তাকে বাঁচাতে পারলাম না।
যে ছেলেটা এই ধূসর শহরে বাঁচার জন্য এসেছিল, সে এখন চোখ বুজেছে জন্মস্থান রাউজানের মাটিতে। ৩১ আগস্ট সকালে তার দাফন হয়েছে।
জানিস ক্যাসপার, তোকে এক নজর দেখার জন্য আট মাসের গর্ভবতী মা চলে এসেছেন হাসপাতালে, হুইলচেয়ারে বসে থাকা এক বৃদ্ধ এসে থরথর করে কাঁপতে কাঁপতে খুঁজেছে তোকে, সুদূর ইংল্যান্ড থেকে চলে এসেছেন অচেনা-অজানা তোকে মন থেকে ভালোবাসা মানুষটা।
তুই চলে যাওয়ার পরদিন তোর বাবা বললেন, ‘আমার পোলাটারে ১১ দিন পানি খাইতে দিতে পারি নাই, আমার ক্যাসপার আমার থেকে পানি চাইসে, আমি তার মুখে পানি দিতে পারি নাই, আমি ক্যামনে পানি খামুরে কিশোর, আমি ক্যামনে পানি খামু...।’
আমাদের ক্যাসপার এই বয়েসই জেনে এসেছে, সত্য মানে বাংলাদেশ। বাবাকে সে খুব আবদার নিয়ে বলত, ‘বাবা, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না...তুমি আমার সাথে সব সময় বাংলাদেশি কথা বলবা। ঠিক আছে!’
আমরা সবাই খুব করে চেয়েছিলাম, আমাদের ছোট্ট ভূতটা সুস্থ হয়ে উঠুক, ছোট্টবেলার মতন বড় হয়েও সে সবার সঙ্গে ‘বাংলাদেশি কথা’ বলুক।
কিন্তু আমাদের ছোট্ট ভূতটা অনেককে কাঁদানোর ক্ষমতা নিয়ে জন্মেছিল।
ভালো থাকিস ছোট্ট ‘ভূত’।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক তাই
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
জেকলেট বলেছেন: আল্লার কাছে দোয়া করি আমাদের ক্যাসপারকে যেন অনেক সুন্দর একটা জান্নাতে থাকার ব্যাবস্থা করে দেন। আর ক্যাসপারের মা-বাবাকে ধ্যর্য ধরার তওফিক দেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
সাদা মনের মানুষ বলেছেন: আমিন........
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
হালদার গৌতম বলেছেন: সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা, হে ঈশ্বর তুমি তোমার সৃষ্ট প্রতিটি শিশুর জীবন নিরাপদ আর নিস্কন্টক কর।
তুমি তো সবই পার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: হে ঈশ্বর তুমি তোমার সৃষ্ট প্রতিটি শিশুর জীবন নিরাপদ আর নিস্কন্টক কর। ........আমিও তাই বলি
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
গরল বলেছেন: ছোট ভূত সবাইকে বড় একটা নাড়া দিয়ে গেল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পৃথিবীর সবাইকে কাঁদিয়ে গেলেও সে যেনো যেকানেই থাকে ভালো থাকে সেই কামনা।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
রানা আমান বলেছেন: লেখাটা প্রথম আলোতে পড়ে চোখ ভিজে গিয়েছিলো কাল , এখানে আবার পড়লুম , ভেজা চোখেই প্রার্থণা করলুম , ক্যাসপার যেখানেই আছে , আল্লাহ তাকে ভালো রাখুন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ক্যাসপার যেখানেই আছে , আল্লাহ তাকে ভালো রাখুন.........এই প্রার্থনা আমাদের সবার
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
প্রামানিক বলেছেন: হৃদয় বিদারক কাহিনী। কষ্ট লাগল। ক্যাসপারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: এমন কষ্ট সহ্য করাটা সত্যিই কঠিন
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আশেকুল আরেফিন বলেছেন: হৃদয় বিদারক। অনেক সময় মনের ভাব ভাষায় প্রকাশ করা যায়না......... সেরকম একটা অনুভুতি হচ্ছে......
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক তাই, সব কষ্ট ভাষায় প্রকাশ করা যায়না
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: ক'দিন হলো সব যোগাযোগ মাধ্যমেই ক্যাসপার -এর মৃত্যুর খবর!!
খুব কষ্টের!! মেনে নেয়া যায় না!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: যেদিন শুনেছিলাম আমাদের ভূতটার সফল অপারেশন হয়েছে, খুবই আনন্দিত হয়েছিলাম, তারপর খুবই দ্রুত ঘটে গেলো বাকী ঘটনাগুলো.......খুবই কষ্ট পেলাম মনে।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
পাজল্ড ডক বলেছেন: হি ওয়াজ এন এন্জেল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই তো মনে বেশী কষ্ট পেয়েছি ভাই।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যি সত্যি হৃদয়টাকে একটা নাড়া দিয়ে গেল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: জানিনা এই ক্ষত কতোদিনে শুকাবে, বা আদৌ শুকাবে কিনা।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পরকালে ক্যাসপার ভালো থাকুক, জান্নাতের বাগিচায় ছুটে বেড়াক, যেমন করে ঘুরে বেড়াত এই মর্ত্যের মাঝে।
ধন্যবাদ সাদা মনের মানুষ, পোস্টটি দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও ফেসবুকে রাকিব কিশোরের লেখাটি আগেই পড়েছিলাম। জুলাই মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ করা হয়েছে এই ছোট্ট ভূতকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: পরকালে ক্যাসপার ভালো থাকুক, জান্নাতের বাগিচায় ছুটে বেড়াক, যেমন করে ঘুরে বেড়াত এই মর্ত্যের মাঝে.......এমনটিই আমরা চাই
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কাশিফ বলেছেন: চোখের পানি ধরে রাখা গেল না..।।।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: সবার একই অবস্থা ভাই, আমরা সব মেনে নিতে পারি, কিন্তু শিশুদের কষ্টগুলো মেনে নেওয়া সত্যিই কঠিন।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
স্নেহ - মায়া - মমতার স্মৃতি বড় নিষ্ঠুর । এমন ঝকঝকে একটি শিশুর বিয়োগান্তক কাহিনী নিয়ে লেখা আর পোষ্ট দেখতে চাইনে ।
নিষ্ঠুর ভাববেন না । বুকটা বারেবারে মোচড় দিয়ে ওঠে বলে , গলাটা আটকে আসে বলে এমনটা বলা ।
হে ঈশ্বর , প্রতি মূহুর্তের অকল্যান থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি, প্রতিটি শিশুর জন্যে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: এমন পোষ্ট দেখলে সত্যিই কষ্ট হয়, সিলেটে রাজন হত্যার পর বিভিন্ন গণমাধ্যমে যখন ওর ছবি প্রকাশ করেছিলো, তখন আমি অন্য দিকে চোখ ফিরিয়ে নিতাম, আমি তাকাতে পারতাম না.......সত্যিই এমন কষ্টগুলো সহ্যের অতীত।
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
হাসান মাহবুব বলেছেন: মেঘেদের দেশে ভালো থাকুক ক্যাসপার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ছোট্ট ভুত ভালো থাকুক, সব সময়
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
কিছু সময় মনে থাকে চিরকাল নিভৃতে ৷চোখের জলে বলার কিছুই রইল না ৷শুধু ভাল থেকো, ভালবাসা অনন্তকাল ৷
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: শুধু ভাল থেকো, ভালবাসা অনন্তকাল ৷
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
তারছেড়া লিমন বলেছেন: সত্য চরম নির্মম হলেও সত্য............ আর র্মত্যু হল চিরন্তন সত্য............. ক্যাসপাররা মরে না ভাই ওরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যায় নির্মম সত্য গুলোকে।। ভাল থাকিস ক্যাসপার আর অপেক্ষা করিস আমাদের জন্য।। আজ না হলেও কাল আরা আসছি তোর সানিধ্যে।।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিকই বলেছেন ভাই
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
প্রামানিক বলেছেন: নতুন পোষ্ট দেন না কেন?
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
ইসু বলেছেন: ভালো থাকিস ছোট্ট ‘ভূত’
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ভালো থাকিস
১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
ইসু বলেছেন: মেয়েকে ঘুমানোর কাজে ভুতের গল্প শোনাই.. . খুব কাজ হয়। কিন্ত এই ছোট্ট ভূতের গল্প আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কখনো ঘুমাতে গেলে ভূতটা মাথায় এসে ভর করে আবার কখনো ভূতকে দেখেই ঘুম ভেঙ্গে যায়। বড়ই মুছিবত। ভূতটাকে একটা অনুরো......সুযোগ পেলে আবার সেই বেশে এই দেশে ছোট্ট ভূত হয়েই ফেরত আয়।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি ভাই, এই গল্প সবার মনে দাগ কেটেছে, আমাদের ছোট্ট ভুতটা যেখানেই থাকুক, সুখে থাকুক
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০
বাবুল হোসাইন বলেছেন: কোন কোন সময় কান্না আর থামান যায় না।