![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) এই নদী আর নৌকাগুলোর ছবিটা নিঝুম দ্বীপ থেকে তোলা।
(৩) সাদা ঝুমকো ফুলে কালো প্রজাপতির ছবিটা তুলেছি রাবান গ্রাম থেকে, নরসিংদীর পলাশ থানায় এই গ্রাম অবস্থিত।
(৪) মাছ ধরার এই ছবিটা তুলেছি নারায়ণগঞ্জের গোপালদী থেকে।
(৫) কুয়াশা ভেজা এই লাল ফুলগুলো পাহাড়ি ফুল, পাহাড় ছাড়া অন্য কোথাও আমি এসব দেখিনি, এই ছবিটা তুলেছি বগালেক থেকে কেউকারাডং যাওয়ার পথে।
(৬) চৌচির, এই ছবিটা তুলেছি নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে।
(৭) ছোট্ট এই পাখিটার নাম তিলা মুনিয়া, ছবিটা তুলেছি আমার বাড়ির সামনে থেকে।
(৮) মেঘের নদী, এই ছবিটাও বগালেক থেকে কেউকারাডাং যাওয়ার পথে তোলা।
(৯) এই ফুলগুলোর ছবিটা সাতক্ষীরা মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে তোলা।
(১০) এক জোড়া ভাত শালিক, জাহাঙ্গীর নগরের চৌরঙ্গির মোড় থেকে তোলা ছবি।
(১১) অর্ধ উলঙ্গ জাহাঙ্গীর পাগলা ও পেছনে তার ভক্তবৃন্দ, ছবিটা সোনার গাঁয়ের লাঙ্গলবন্দ থেকে তোলা।
(১২) পিচ্ছিল পাথুরে পানিপথের ছবিটা রাজকান্দি বন থেকে তোলা, হামহাম ঝর্ণায় যাওয়ার পথে।
(১৩) সাইন্স সিটি কোলকাতা, ভারত থেকে তোলা ছবি।
(১৪) খেয়া পারাপার, এই ছবিটা আড়াই হাজার থানার খাক্কান্দা গ্রাম থেকে তোলা।
(১৫) কু ঝিকঝিক, লাউয়াছড়া বনের ভেতর দিয়া সিলেটের পথে ছুটে চলা ট্রেন।
(১৬) পাইখং পাড়া, রোয়াংছড়ি বান্দরবানের ছবি।
(১৭) শৈশব, শিশুদের পানিতে লাফিয়ে পড়ার ছবিটা নরসিংদী সদর থানার বালুসাইর গ্রাম থেকে তোলা।
(১৮) ব্যঙের ছাতা, ঝালর বিশিষ্ট ব্যঙের ছাতার ছবিটা নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা।
(১৯) পাহাড়ি, রোনিন পাড়া বাং্দরবান থেকে তোলা ছবি।
(২০) ছাতা, মসজিদে নববীর সামনে রোদ বৃষ্টি থেকে মুসল্লীদের বাঁচানোর জন্য বানানো ছাতা, এগুলো বন্ধ করে রাখার সময় মসজিদের মিনারের মতো দেখা যায় অনেকটা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই, উৎসাহিত হলাম
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: আপনার এ সিরিজটি বেশ উপভোগ করি......বাংলার দারুণ রূপ দেখা যায়....
১ম প্লাস।
আপনার দেয়া ছবিগুলোর সাইজ কত?
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আমার ছবির সাইজ ৬" বাই ৮"
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
আপনার মতো আমারও ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি । এসব ছবি দেখলে ইচ্ছেগুলো আরও প্রবল হয় ।
কিন্তু হয়ে ওঠেনা কঠিন বাস্তবের কারনে ।
চলুক সিরিজটি ।
শুভেচ্ছান্তে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এতো এতো শুভ কামনার পর এই সিরিজ না চলার কোন কারণ নাই, ধন্যবাদ আহমেদ ভাই
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৪
লালপরী বলেছেন: আপনি খুব সুন্দর ছবি তুলেন
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরী, আমার লাল নীল সব পরীই ভালো লাগে
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
রিকি বলেছেন: চলুক সিরিজটি---অনেক জায়গা এভাবেই বেড়ানো হয়ে যায়--ছবি দেখতে দেখতে !!! ++++
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রিকি, আপনাকেও প্লাস
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা অসাধারণ । খুভ ভাল লাগলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: অনেক শুভ কামনা আপনাকে
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
কাবিল বলেছেন: দারুন সব ছবির সমাহার, ভাল লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা সতত..........
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
এস কাজী বলেছেন: বাহ আপনের কারনে ঘরে বইসা অনেক কিছু দেখে ফেলতছি। ধন্যবাদ
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই আপনি ভালো একটা কাজ করতাছেন, টাইতো আপনি কাজী
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
জুন বলেছেন: অনেক আগে এই ঢাকা শহরে বসেই বাড়ীর সামনের খোলা মাঠে বাবুইদের বাসা বুনতে দেখেছি । আজ মনে হয় স্বপ্ন। অনেক ভালোলাগলো আপনার চোখে চির পরিচিত দৃশ্যগুলো দেখে ।
+
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: স্বপ্ন হলো সত্যি, ইটের পর ইট
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
সাহসী সন্তান বলেছেন: দারুন সব ছবি! দেখতে অসাধারন লাগছে! পোস্টে প্লাস!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস দিয়া গেলাম
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
ভিটামিন সি বলেছেন: অতি সাধারণ ফুল-পাখির ছবিও আপনার হাতের ছোঁয়া লেগে অসাধারণ হয়ে যায়।
- এটি একটি ভিটামিন সি যুক্ত মন্তব্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা আপনাকে (এটা একটা মাল্টিভিটামিন যুক্ত প্রতি মন্তব্য)
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: খাকান্দার নাম শুনে একটা গল্প মনে পড়ে গেল। থাক আজ আর নাই বলি অন্যদিন বলবো। তবে চার নম্বর ছবি দেখে মনে হলো আমি আমার গ্রামের খালের পাড়ে বসে আছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন: গল্পটা শুনার অপেক্ষায় থাকলাম
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
ফরিদ আলম বলেছেন: কামাল ভাই
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা ফরিদ ভাই
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সিদ্ধার্থ. বলেছেন: সুন্দর
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
তৌফিক মাসুদ বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়লাম, দারুন লাগল ছবিগুলো দারুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই, কেমন আছেন?
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ।
ভালো আছেন নিশ্চয়ই?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় অবশ্যই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
কাবিল বলেছেন: ঈদ মোবারক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক।
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
পাজল্ড ডক বলেছেন: মেঘের নদী
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: মেঘগুলো কিন্তু সত্যিই ওখানে নদীর মতো দেখা যায় ভাই, ধন্যবাদ
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
সৌম্য বলেছেন: ৭ নাম্বারটা তিলা মুনিয়া (ইংরেজীঃ স্পটেড মুনিয়া)।
সিপ্পি আবার গেছিলেন নাকি কামাল ভাই?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই সিপ্পি যাইনি, অন্য ব্লগে সেই পুরোনো পোষ্টই দিয়ে যাচ্ছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন: পাখির নামটা এখনি আমি এড করে নিচ্ছি, ধন্যবাদ সৌম্য ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ছবি বর্ণনায় অসাধারণ সাজিয়েছেন , বড়ই ভাল লাগলো ।
(১৭) নং ছবিটা রীতিমত প্রদর্শনীতে যাওয়ার যোগ্যতা রাখে ।
ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই । কথাটা খুব পছন্দ হয়েছে ।