![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
আপেল কাশ্মীর উপত্যকার অন্যতম অর্থকরী ফল। কাশ্মীরের নিচু পাহাড়গুলোর ভাঁজে ভাঁজে রোদ-ছায়ার খেলা লাল সবুজ আপেলের মিতালি দেখতে সত্যিই মনোরম। কাশ্মীরি ভাষায় আপেলকে বলা হয় ‘চুঁওট’। শীতল আবহাওয়ায় এর ফলন হয় বলে একে বলা হয় টেম্পরেচার ফ্রুটস । আগস্টের শুরুতেই দু’একটা গাছে আপেল পাকা শরু হয় । আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত গাছ পাকা তাজা আপেল কেনা যায় কাশ্মীরের বাজারগুলোতে। কাশ্মীরের বাজারে আপেলর দাম প্রতি কেজি ১০-২০ রুপি । শ্রীনগর থেকে জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে ৬০ কিলোমিটার দক্ষিণে দুটি জেলার নাম অনন্তনাগ (স্থানীয়রা বলে ইসলামাবাদ) আর কুলগাঁও। এই দুই জেলায়ই উৎপন্ন হয় সবচেয়ে বেশি এবং উন্নত জাতের আপেল। পাহাড়ি এলাকার পথগুলোতে ভয়ঙ্কর সব বাঁকে পথ চলা কষ্টকর হলেও আশে পাশের সৌন্দর্য দেখে আপনি বলে উঠবেন এই পথ যদি না শেষ হয়……
তবে কাশ্মীর সম্পর্কে যতটুকু জেনেছি তাতে বুঝে গেছি কমপক্ষে তিনবার কাশ্মীর না গেলে কাশ্মীরকে পূর্ণরূপে দেখা সম্ভব নয়। প্রথমটা হলো আগস্ট থেকে নভেম্বর মাস, যখন শীতের প্রকোপ খুবই কম থাকে আর গাছে গাছে থাকে পাকা লালরঙা আপেল। দ্বিতীয়টা হলো ডিসেম্বর জানুয়ারী, যখন ওখানে তুষার ঝরে। তৃতীয়টা হলো এপ্রিল যখন সবগুলো পাহাড়ের মাথায় থাকবে বরফের সাদা টুপি আর আনন্দে হাসবে টিউলিপরা। একটা পূরণ হয়েছে, বাকী দুটোর অপেক্ষায় আছি।
এবার আসুন আমার কাশ্মীর ভ্রমণে তোলা কিছু আপেলের ছবি দেখি।
(২) আপেল গাছগুলো বড় হতে অনেক সময় নেয়, তাছাড়া ওরা আপেল গাছ জাতে খুব উঁচু না হয় বরঞ্চ চারিদিকে ছড়িয়ে পড়ে ডাল কেটে সেই ব্যবস্থা করে দেয়।
(৩/৪) গাছের নিচে বসে উপরের দিকে তাকালে গাছগুলোকে এমন দেখায়।
(৫/৬) সবুজ সাদা কিংবা লাল সব রকম আপেলই বাগান গুলোতে রয়েছে।
(৭/৮) আপেলের ভারে যাতে ডাল ভেঙে না যায় যে জন্য গাছগুলোতে অনেক খুটি লাগানো থাকে।
(৯) সকালের সোনা রোদে চকচক করছে আপেলগুলো।
(১০) গাছ থেকে আপেল সংগ্রহ করছে এক কাশ্মীরি নারী।
(১১/১২) রপ্তানীর জন্য তৈরী হচ্ছে আপেল।
(১৩/১৪) হরেক রকম আপেল, কোনটা গোলাকার কোনটা চ্যাপ্টা।
(১৫/১৬) কিছু কিছু গাছে এতো বেশী আপেল হয়েছে যে, ভাবতে সত্যিই বিশ্ময় লাগে।
(১৭) সব শেষে সাদা মনে আমার আপেল বাগানে দাঁড়িয়ে থাকা একটা ছবি
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই তাই, নিজ হাতে আপেল পেরে খাওয়া নিষেধ ছিলো বাগানগুলোতে, তবে ওরা নিজেরাই আমাদেরকে পেরে খাইয়েছে।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
জুন বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে সাদা মন। মনে পড়ে গেল কুলু মানালী ভ্রমনের সময় আপেলের ভারে নুয়ে পড়া গাছগুলোর সেই সৌন্দর্য্যের কথা ।
+
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দশ জনের টিমের ৬ জন কাশ্মীর থেকে বাংলাদেশে ফেরৎ আসি, বাকী ৪ জন চলে গেছে সিমলা মানালীতে ওরা হয়তো আরো কিছু দেখে আসবে। আর আমাদের টিম লিডার ছিলো সামুর 'বোকা মানুষ বলতে চায়'
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
শরাফত বলেছেন: খাইছিলেন কয়টা?
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো আপেল দেখার পর খাওয়ার ইচ্ছেটা সত্যিই কমে যায়, ধন্যবাদ শরাফত ভাই
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
প্রামানিক বলেছেন: হে হে অবশেষে আপনার কাশ্মীরের আপেল পাইলাম। তবে ছবি দিতে দেরি করলেন কেন জবাব দেন?
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫
সাদা মনের মানুষ বলেছেন: দশ দিন সফরের পর যা অগোছালো হয়েছে তা গুছগাছ করা আর কিছু পারিবারিক সমস্যার কারণে দেরী কিছুটা হয়েই গেলো, তা আপনি কেমন আছেন?
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর পোষ্ট। সম্ভব হলে কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে আরো পোষ্ট করুন।
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ অবশ্যই দিবো, এতো অপরূপ সৌন্দর্য্য সবাইকে না দেখালে মনটা খুত খুত তো করবেই।
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮
ভিটামিন সি বলেছেন: আপেলসহ আপেল গাছ তো দেখি মায়ের কোলে তার সন্তানের ছবির মতো সুন্দর। আহ কি যে ভাল্লাগছে!! ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আমার বাড়ির বড়ই গাছের মতো। যদি আমার গাছের বড়ই সাইজে এর তিনভাগের একভাগ। কিন্তু চেহারা ছবির মিল আছে দারুন।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: বড়ইকে আপেল মনে করে অবশ্য দুধের সাধ ঘোলে মিটাতে পারেন
৭| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০
গেম চেঞ্জার বলেছেন: আমি হইলে আপেল গাছ থেকে আপেল খেতাম আর নিউটন কাক্কুর কথা মনে করে হাসতাম
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালো কথা মনে করেছেন, নিউটন কাকুর কথা তো আমার মনেই ছিলোনা
৮| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: দারুন দারুন আপেল বাগান বাগান দেখবার সৌভাগ্য হলো!!!
অনেক ধন্যবাদ কামাল ভাই!!
দেশের মাটিতে পা রেখেছেন, না কাশ্মীরদেশে বসে কাশ্মীরী আপেল খেয়ে চলেছেন!!!!
কাশ্মীর -এর অপার সৌন্দর্যরূপ -এর ছবি দেখতে চাই!!
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ছবি আরো অনেক আছে আপু, আপেল তো একা খাচ্ছিনা, আপনাদের জন্যও তো তাই পোষ্টে কিছু দিলাম
৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
মানবী বলেছেন: খুব সুন্দর ছবি!
আমার পাশের বাসার আপেল গাছে এমন ঝাঁক ধরে আপেল হয়েছে এবছর, যার অধিকাংশ এসে পড়েছে আমার বাসায়।
কেউ খায়না, আপেলগুলো মাটিতে ঝরে পরে পঁচে যায়!
আপেল বাগানের ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি কেউ আপেল খায়না কেনো!!!
১০| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
প্রামানিক বলেছেন: ভাল আছি আপনার ছবির জন্য প্রত্যেক দিন ঢু মারতে ছিলাম। ধন্যবাদ
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আসলে আমি এখনো যথেষ্ট ব্যস্ত, তাই আপনার পোষ্টে ঢু মারা হচ্ছে না
১১| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আপেলের উপর চমৎকার পোস্ট । কাশ্মিরী টাটকা আপেল বোধ হয় অনেক বেশি সুস্বাদু । ছবিগুলো বেশ দেখাচ্ছে । সুন্দর +
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, খুবই রসালো আর মিষ্টি
১২| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫
সুমন কর বলেছেন: ‘চুঁওট’ দেখে খেতে ইচ্ছে করছে...........
+।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, প্রথমে দেখলে সবারই ইচ্ছে করে, শুভেচ্ছা জুানবেন দাদা
১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপেল খামু
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: সাথে করে আনিনি, বাজার থেকে কিনেই আপনাকে খেতে হবে
১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
আবু আবদুর রহমান বলেছেন: ইয়া আল্লাহ সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য । সুবহান আল্লাহ , তুমি কত সুন্দর ! তোমার সৃষ্টি যদি এতো সুন্দর হয় । তোমার গোলামিকে মেনে নিলাম । ধন্যবাদ এতো সুন্দর ছবি শেয়ার করার জন্য ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আবদুর রহমান ভাই, ভালো থাকুন, সব সময়
১৫| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯
মামুন রশিদ বলেছেন: ঠিক বলেছেন, কাশ্মিরের সৌন্দর্য্য পুরোপুরি উপভোগ করতে হলে অন্তত তিনবার যাওয়া দরকার ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে আছে আরো দুইবার কমপক্ষে যাওয়ার, জানিনা সুযোগ পাবো কিনা, ধন্যবাদ মামুন ভাই
১৬| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১
প্রলয়শিখা বলেছেন: আমার স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীরে যাওয়ার প্রবল ইচ্ছা আরও প্রবল করে দিলেন।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আমারও প্রবল ইচ্ছেটা অনেক দিন থেকে, শেষ পর্যন্ত যাওয়া হয়েছে বলে আল্লাহর দরবারে শুকরিয়া
১৭| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২
শাহাদাত হোসেন বলেছেন: আপেল দেখে জিব্বায় জল এসে গেলো ।
২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: খাওয়ার চেয়ে দেকেই আমি বেশী তৃপ্তি পেয়েছি, ধন্যবাদ
১৮| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
আদম_ বলেছেন: জান্নাতের ফলগাছগুলোর কথা মনে হলো। অনেক ধন্যবাদ। এগুলো তো আপনার আগের ক্যামেরার ছবি বলে মনে হচ্ছে না।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ধরেছেন ভাই, ক্যামেরা পরিবর্তন হয়েছে, তবে আমার মনের মতো হয়নি, আবারো পরিবর্তন করতে হবে, কেমন আছেন ভাই?
১৯| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
বিদগ্ধ বলেছেন:
আপেল খাইতাম!
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান খাইতেন?
২০| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭
দাড়ঁ কাক বলেছেন: ব্যাপক। গাছে ধরে থাকা ফলের মধ্যে নিঃসন্দেহে আপেল সবচেয়ে আকর্ষনীয়। দুর্দান্ত লাগলো। বাগানে ঢুকতে দেয় আশা করি। একবার যেতে হবে।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কোন বাগানে ফ্রিতে আবার কোন বাগানে দশ রুপী এন্ট্রি ফি লাগে
২১| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮
পাজল্ড ডক বলেছেন: দেখেই চোখ জুড়ায়ে যায়
কাশ্মীর পোস্ট কবে আসছে?
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: খুব তাড়াতাড়ী চেষ্টা করবো দিতে, ধন্যবাদ ভাই
২২| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
সাহসী সন্তান বলেছেন: অসাধারন ছবি ভাই সাদা মনের মানুষ! শুভ কামনা!
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা নিরন্তর
২৩| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
গুল্টু বলেছেন:
পাকা আপেল পাইনি, কাঁচা দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, পাহেলগাও যাওয়ার পথে আপেল বাগান পেয়েছিলাম।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: প্যাহেলগাও এতো বেশী আপেল বাগান যে সত্যিই অবাক হতে হয়, তবে এমন সবুজ কালারের আপেল আমি ওখানে দেখিনি
২৪| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পোস্টে আপেলের ছবি দেখে খুবই ভালো লাগছিল। সত্যি সৌন্দর্য দেখে আমার মন বলছে এই পথ যদি না শেষ হয়…… ।
ধন্যবাদ। ভালো তাকবেন নিরন্তর।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: স্বল্প সময় নিয়ে কাশ্মীর দেখাটা সত্যিই কঠিন, ভবিষ্যতে আরো বেশী সময় নিয়ে দেকার চেষ্টা করবো, তখন হয়তো পথ শেষ হলেও আক্ষেো থাকবেনা
২৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
সজিব হাওলাদার বলেছেন: চমৎকার ছবি।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সজিব ভাই, ভালো থাকুন, সব সময়
২৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পরশু আমিও যাচ্ছি আপেল কিনতে, আপাতত সপুর।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরে যাচ্ছেন নাকি ভাই?
২৭| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পরশু আমিও যাচ্ছি আপেল কিনতে, আপাতত সপুর।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আমার জন্য এক কেজী নিয়েন
২৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
সাদা মনের মানুষের তোলা, রং-বেরং এর আপেলের ছবি ................. ওয়াও ---------------------
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: সাদা আপেল না পেলে আমি কি করবো বলুন
২৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
চ্যাং বলেছেন: ফাটাফাটি সব কর্মকান্ড!! আমিও গেছিলাম........। তয় আপেল বাগান দেখা হয় না অনেক দিন...............।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: এসময়টাতে চলে গেলেই আবার দেখতে পারেন, ধন্যবাদ
৩০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার সব ছবি । খুব লোভ লাগছে আপেলগুলো দেখে !!
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: যত লোভই জাগুক, অনুমতি ছাড়া আবার খাইতে যাবেন না কিন্তু
৩১| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১১
প্রলয়শিখা বলেছেন: এক কাজ করেন ভাই। কাশ্মীরে যাওয়ার জন্য কিভাবে কি কি করতে হবে সেগুলা আরেকটা পোস্টে লিখেন।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: সেই পোষ্ট দিবে আমাদের প্রিয় বোকা মানুষ বলতে চায় ওরফে হাসান ভাই
৩২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: টেস্ট কেমন তাই বলুন দাদা,
আজকাল বাজারের আপেলে কোনো স্বাদই পাইনা,তার উপর ফর্মালিনের ফাঁপড়
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: বেশ রসালো এবং মিষ্টি
৩৩| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
কিরমানী লিটন বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর পোষ্ট। সম্ভব হলে কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে আরো পোষ্ট করুন।
সতত শুভকামনা আপনার প্রতি...
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই দিবো ভাই
৩৪| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮
ঢাকাবাসী বলেছেন: অপুর্ব পোস্ট। আপেলের বাগানের ছবি গুলো দারুণ সুন্দর। কাশ্মিরে আরো ফলের বাগান আছে গেছেন নিশ্চই। পোস্টের জন্য ধ:ন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: দৌড়ের উপরই ছিলাম বলা যায়, দুটি আপেল বাগানেই যাওয়ার সুযোগ হয়েছিলো মাত্র
৩৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
লালপরী বলেছেন: গাছতো মনে হয় আপেলের ভারে ভেংগে পরছে। অনেক সুন্দর ছবি ভাইয়া
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: কিছু কিছু গাছ সত্যিই ভেঙ্গে পড়ার উপক্রম
৩৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভারি চমৎকার লাগল আপেলের ছবিগুলি।আহ!গাছ থেকে একদম তাজা আপেল পেড়ে খেতে কি মজায় না লাগবে!!!কাশ্মীর আগেও আকর্ষন করত কিন্ত আপনার ছবিগুলো দেখে ঘুরে আসতে লোভ হচ্ছে।
চমৎকার ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা, ভাই
৩৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ! প্রকৃতির কি অকৃপন দান!
মাশাল্লাহ! যেন পাতায় পাতায় আপেল!
আমরা যেমন বড়ই কম খাই- তারাও মনে হয় আপেল কম খায়! বিয়ষটা কি এমন কিছু
সাদা মনে কাশ্মীরি আপেল খাইলেও মুনে হয় দুষের কিছূ নাই
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন, কুনুই দুষ নাই, শুভেচ্ছা জানবেন ভাই
৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
প্রামানিক বলেছেন: কাশ্মীরের আর ছবি কই?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: তিলে তিলে আসবে
৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
এস কাজী বলেছেন: ছবি গুলো দারুন হয়েছে।
ছবিতে আমার ২ মেগাপিক্সেলে তোলা কাঁচা আপেলের পিক। মানালি থেকে তুলেছিলাম। চামে একটু শেয়ার করলাম আপনার সাথে
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
সাদা মনের মানুষ বলেছেন: ভালো করেছেন শেয়ার মাইরা, কাশ্মীরি আপেলের সাথে মানালির আপেলও একটু চেখে দেখলাম
৪০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
এহসান সাবির বলেছেন: এই পোস্ট আমি খুঁজে পেয়েছিলাম আগেই। আমার এক বন্ধুকে দেখাতে চেয়েছিলাম। বাজি ধরে জিতে গেছি...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, বাজি জেতার জন্য অভিনন্দন
৪১| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫
গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: ভাই সম্ভব হলে বাজেট এবং কোথায় কিভাবে যেতে হবে পোষ্ট দিবেন আর খুব চমৎকার হয়েছে ধন্যবাদ
১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীর যাওয়ার চিন্তা ভাবনা আগামী বেশ কিছুদিন মাথায় আনা যাবে না......কাশ্মীর যেতে হলে মোটামোটি ৩৫ থেকে ৭০ হাজারের মতো খরচ হবে, সেক্ষেত্রে সময় লাগবে ৭ থেকে ১০ দিন।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ইচ্ছে করছে গাছ থেকে আপেল পেড়ে খাই!