নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নাগিন লেক

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০


কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ হয়ে আমরা তাকে ভু-স্বর্গ কিংবা এশিয়ার সুইজারল্যান্ড ইত্যাদি বলে থাকি, কিন্তু কাশ্মীরে যাওয়ার পর দেখালাম ওখানকার প্রকৃতিই শুধু নয় ওখানকার মানুষগুলোর মনও অনেক সুন্দর, যা পর্যটকদের মনে সত্যিই দাগ কাটে। বাংলাদেশী ক্রিকেট টিম, বিশেষ করে সাকিব আল হাসান কাশ্মীরে এতো বেশী জনপ্রিয় তা দেখে সত্যিই অবাক হতে হয়।

নাগিন লেক। কাশ্মীর উপত্যকার অন্যতম সেরা, এই লেকটি বিখ্যাত ডাল লেকের অংশ। জাবারওয়ান পাহাড়ের ঢালে এটি অবস্থিত। রঙিন কাপড় ও ঝালর দিয়ে সাজানো ছোট ছোট কিছু নৌকা আছে এই লেকে, যাতে আরামদায়ক বসার আসন দেওয়া থাকে, সেই আসনে শুয়ে বসে লেকের সৌন্দর্য্য উপভোগ করা যায়। স্থানীয় ভাষায় এগুলোকে শিকারা বলে। নির্ঝঞ্জাট নিরিবিলি কোন হাউজ বোটে থাকতে হলে নাগিন লেকের বিকল্প নাই। মূল ডাল লেকে এতো বেশি মানুষ আর হাউজবোট রয়েছে যে ওখানে নিরিবিলি নাই বললেই চলে। নাগিন লেকে একদিন থাকার সৌভাগ্য হয়েছিলো আমার, আসুন আমার ক্যামেরায় চিনে নেই কাশ্মীরের বিখ্যাত নাগিন লেককে।

তবে কাশ্মীর সম্পর্কে যতটুকু জেনেছি তাতে বুঝে গেছি কমপক্ষে তিনবার কাশ্মীর না গেলে কাশ্মীরকে পূর্ণরূপে দেখা সম্ভব নয়। প্রথমটা হলো আগস্ট থেকে নভেম্বর মাস, যখন শীতের প্রকোপ খুবই কম থাকে আর গাছে গাছে থাকে পাকা লালরঙা আপেল। দ্বিতীয়টা হলো ডিসেম্বর জানুয়ারী, যখন ওখানে তুষার ঝরে। তৃতীয়টা হলো এপ্রিল যখন সবগুলো পাহাড়ের মাথায় থাকবে বরফের সাদা টুপি আর আনন্দে হাসবে টিউলিপরা।


(২) পুরো কাশ্মীর ঘুরে দেখানোর জন্য আমাদের ড্রাইভার সাহিল নাগিন লেকের যেই পাড়ে নামিয়ে দিয়েছে হাউজ বোটগুলো সব টার অপর পাড়ে, দূর থেকে দেখেই আমরা সেই বোটগুলোর প্রেমে পড়ে গেলাম।


(৩) অগত্যা শিকারায় চড়ে নাগিন লেকের স্বচ্চ শীতল জল পারি দিয়ে হাউজ বোটগুলোর কাছে যেতে হলো।


(৪) রাত্রিযাপন আর বসবাসের জন্য দামি আসবাব ও ঝাড়বাতি দিয়ে মনোমুগ্ধকরভাবে সাজানো হাউজ বোটের ভেতরের রাজকীয় পরিবেশ দেখে মুগ্ধ হলাম সবাই। এটা আমাদের হাউজ বোটের ড্রইং রূম।


(৫) আমিও আরো একজনের থাকার জন্য এই রূম বরাদ্দ হলো।


(৬) এমন ঝকঝকে তকতকে টয়লেট পাবো সত্যিই ভাবতে পারিনি।


(৭) জলের উপড়ে ঝুলে থাকা পেছনের বারান্দাটা দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়,


(৮) হাউজ বোটে উঠে একটু ফ্রেস হয়েই আমাদের দশ জনের টিম তিনটি শিকারা নিয়ে বেড়িয়ে পড়লাম শিকারা রাইডে নাগিন লেক দেখবো বলে।


(৯/১০) আরো চমৎকৃত হলাম আমাদের শিকারা চলা শুরু করার পরই একটার পর একটা ভাসমান দোকান আমাদের শিকারায় এসে তাদের পশার মেলে ধরছে, আর ওরা এতোটাই প্রফেশনাল যে, কিছুনা কিছু ঠিকই আমাদেরকে কিনতে হচ্ছে।



(১১) নাগিন লেকের শাপলা বনে বন ধরে একটা শিকারা এগিয়ে যাচ্ছে, দুরে দেখা যাচ্ছে আকবর ফোর্ট।


(১২) একটি ভাসমান ফুলের দোকান আমাদের শিকারার দিকে এগিয়ে আসছে।


(১৩/১৪) এক সময় আমরা নাগিন লেকের গ্রামীন অংশে চলে এলাম, এখান দিয়ে প্রচুর কাশ্মীরি লোকজন নৌকা নিয়ে যাতায়াত করে, অনেকে এই অংশটাকে গোল্ডেন লেকও বলে থাকে। এই অংশটার বিশেষত্ব হলো এখানে প্রচুর শাপলা ফুল ফুটে, আর শাপলা ফুলগুলো এতো সুগন্ধি সত্যিই অবাক হতে হয়।



(১৫/১৬) শাপলা ফুলের সুগন্ধে মুগ্ধ হয়ে আপুদের দলটা ফুল তুলে তাদের খোপায় গুজে দেওয়ার পর তিনজন হাসিতে চব্বিশ খানা।



(১৭/১৮) অনেককে দেখলাম শাপলা পাতা তুলে নিয়ে যাচ্ছে, এসব ওরা কি করবে কে জানে?



(১৯) কি পাখি নাম জানিনা, দেখতে কিছুটা ডাহুকের মতো।


(২০) এক সময় সন্ধ্যা নেমে এলো নাগিন লেকে, দূরে পাহাড়ের উপর আকবর ফোর্টে বাতি জ্বলে উঠলো আর ততোক্ষণে শীত ও বেশ ঝেকে বসেছে, আমরা শিকারা নিয়ে ছুটে চললাম হাউজ বোটের দিকে।


(২১) হাউজ বোটের ডাইনিংএ বসে শ্রীনগরের মোগল দরবার থেকে আনা কোছু মোগল আর কিছু কাশ্মীরি খাবার খেয়ে যখন তৃপ্তির ঢেকুর তুললাম তখন মুখ থেকে এমনিতেই বেড়িয়ে আসলো সত্যিই এটা স্বর্গ।


(২২) পরদিন ভোরে উঠেই দেখলাম লেকের পানি বগলাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, আর সেকি শীত! মোটা জ্যাকেটটা গায়ে চড়িয়ে নাস্তা করেই বের হওয়ার প্রস্তুতি নিলাম, সামনে একটা ব্যস্ত দিন, বৃষ্টিটা না হলেই কি ভালো হতো না?


(২৩) ড্রাইভার সাহিল আমাদের জন্য অপেক্ষা করছে, নাগিন লেকের অপর পাড়ে পৌছে তাই বৃষ্টিতেই শিকারা থেকে বের হয়ে ছুট লাগাইলাম আমাদের গাড়ির দিকে............

মন্তব্য ৬১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন:
নেন আপনার চা

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নাবিক সিনবাদ বলেছেন: অনেক সুন্দর লেকটি, ছবি এবং লেখা খুব ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নাবিক

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: প্রাণ ভরে ছবি দেখলেম। ছবি দেখেই মনে হলো আসলেই কাশ্মীর ভুস্বরগ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: চা খাইছেন্নি? নাকি আরো লাগবো?

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই, ভালো থাকুন, সব সময়

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ভ্রমণ গল্প । খুব ভাল লেগেছে ।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আসলে লিখার অভ্যাস কম বলে আমি ভালো লিখতে পারিনি, শুভেচ্ছা জানবেন

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

ধমনী বলেছেন: অসাধারণ দৃশ্য এবং সংক্ষিপ্ত বর্ণনা

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুগ্ধ হলাম !!!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:
একটু কফি খেয়ে যান :D

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই ভুস্বর্গ কাশ্মীর!!!!! তুলনা হয় না!!!!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ পোস্ট। আরো লিখতে পারতেন। মনে হলো হুট করে যেন শেষ হয়ে গেছে। :(

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: লিখার ক্ষমতা কম থাকলে যা হয় আরকি, ধন্যবাদ ভাই

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

এম আর উদ্দিন সরকার (হৃদয়) বলেছেন: সত্যিই ছবিগুলো দেখে খুব ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হৃদয় দিয়ে দেখলে এমনি হয় :D

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


নামটা জটিল নাগিন লেক !!!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মনে হয় লেকে দু'য়েকটি সাপ থাকলে ভালো হতো :-B

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:




এতো শাপলা ! চমৎকার পোষ্ট +

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: শাপলা ফুলের সুগন্ধিটা আমাদের মন কেড়ে নিয়েছিলো বেশী, ধন্যবাদ

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: অসাধারন সব ছবি।
আরো পোস্ট থেকে বিস্তারিত জানা যাবে।
কাশ্মির কিভাবে আসা যাওয়া করেছেন তার উপরও একটা পোস্ট দিবেন আশা করি।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: দেওয়ার চেষ্টা করবো আপু, ধন্যবাদ

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

ম.র.নি বলেছেন: ভালো পোস্ট,।তয় পোস্টা আরো ইনফর্ম্যাটিভ হতে পারতো।সাকিবের ইনফোটা দারুন।লেকের নাম 'নাগিন' লেক কেনো?১১ং ছবিটা 'অড' লাগছে।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আসলে অনেক তথ্যই আমাদের জানার সুযোগ হয়নি, ভাষার জটিলতাও সেখানে যথেষ্ট বিদ্যমান ছিলো.......দেখি ১১ নং ছবিটা রিপ্লেস করা যায় কিনা।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা পরিবর্তন করে দিলাম ভাই

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

গুল্টু বলেছেন: ডাল লেক , জুলাই ২০১৫

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ডাল লেকে শিকারা ভ্রমণের সময় পাইনি, তবে পাশে দাড়িয়ে অনেক ছবি তুলেছি

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

গুল্টু বলেছেন:

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম গুল্টু ভাই

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

সুমন কর বলেছেন: আহ ...সুন্দর সব ছবি...........

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা নিবেন সুমন ভাই

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন ছবি ব্লগ। খুবই ভালো লাগছিলো দেখতে আর পড়তে। কাশ্মীরীরা বাংলাদেশীদের কোন এক অজানা কারনে অনেক পছন্দ করে। কাশ্মীরেই শুধু নয়, ভারতের অন্য অংশেও কাশ্মীরীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি কেবল বাংলাদেশী হবার কারনেই।

ভালোলাগা রইলো। :)

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: সেই অজানা কারণের কিছুটা হতে পারে আমরা মুসলমান তাই, ধন্যবাদ

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অসাধারণ সব ছবি! মুগ্ধকর বর্ণনা!

কমপক্ষে তিনবার যেতে হবে! এজন্যই তো যাবার উৎসাহ পাই না...
তবে কাশ্মীরের লোকদের গুণের কথা শুনে যেতে ইচ্ছে হচ্ছে...

ধন্যবাদ, সাদামন ভাইয়া :)

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার খরচে আমাকে সাথে নিয়া যাইয়েন, আমি সাথে থেকে উৎসাহ যোগাবো ষোল আনা =p~

২০| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

অগ্নি সারথি বলেছেন: সুন্দর ছবি কিন্তু লেকের নাম নাগিন লেক কেন?

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: তথ্যটা জানার সুযোগ হয়নি ভাই, ধন্যবাদ

২১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: পানির উপরে থাকা নৌকার দৃশ্যগুলো বেশি ভাল।
জায়গাটাও সুন্দর বেশ।

কিন্তু নাম নাগিন লেক কেন? সাপ-টাপের কোন মিথ আছে নাকি এই নামের পিছনে?

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: সাপ-টাপের কোন মিথ আছে নাকি এই নামের পিছনে?.......আমিও তাই ভাব্তাছি :-B

২২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

নীলসাধু বলেছেন: গ্রেট। যেতে ইচ্ছে করছে এখনই।
অসাধারণ সব ছবি।

ধন্যবাদ কামাল ভাই!

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: সাধু ভাই কেমন আছেন?

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

রানা আমান বলেছেন: চমৎকার সব ছবি আর বর্ণনা।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, ভালো থাকুন, সব সময়

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০২

প্রামানিক বলেছেন: চা তো দেন নাই দিছেন তো চায়ের পাতা খামু কেমনে?

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: পাতা গালে দিয়া কতোক্ষণ চিপান, তারপর খিচ্চা দৌড় দিয়া পুকুরে ঝাপ দেন, ঝাপ দেওয়ার পর পানি খাইটে কিন্তু ভুলবেন্না =p~

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: কাশ্মীর ভ্রমণের আর ছবি কই?

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: খুজতাছি

২৬| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ। সুন্দর ছবি আর সুন্দর বর্ননার জন্য।

২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা

২৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

সারাফাত রাজ বলেছেন: আমিও কয়েকদিন আগে ঘুরে আসলাম। অসাধারণ জায়গা। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আবার যাই। ভ্রমণ কাহিনী কবে পাবো? আমিও কয়েকদিন আগে ঘুরে আসলাম। অসাধারণ জায়গা। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আবার যাই। ভ্রমণ কাহিনী কবে পাবো?

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: লেখার দিক দিয়ে আনাড়ি বলেই আমি ছবি পোষ্ট দিয়ে থাকি ভাই

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহা কি দেখাইলেন ভাইজান? মনটা যে উদাস উদাস লাগে। কবে যাব আহারে...

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ফিটনেস নাই, কিভাবে যাবেন =p~

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

আদম_ বলেছেন: ফুল ছিড়ে খুব ভুল করেছেন উনারা। আমি ভীষণ মাইন্ড খাইছি। ফুল গুলো খোপায় গোজার জন্য নয়।
ক্যামেরায় (পিকচার কোয়ালিটি) আগের সেই ফ্লেভারটা যেন একটু কম।
সিলেট অভিমুখে রেল লাইনে হাটার কি খবর.....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শাপলা ফুল তোলাতে আমি মনে করি মাইন্ড খাওয়ার কিছু নাই, ক্যামেরাটা আবারো চেঞ্জ করবো। রেল লাইনে অনেক দিন হাটা হচ্ছে না, তবে এই শীতেই শুরু করবো।

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬

মাদিহা মৌ বলেছেন: শাপলা ফুলে সুগন্ধ? :O শাপলা তো গন্ধহীন ফুল!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: না আপু, নাগিন লেকের এই শাপলা ফুলগুলো অসম্ভব রকম সুগন্ধীযুক্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.