![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বান্দরবানের গহীন পাহাড়ি অরণ্যে কয়েকটি বাড়ি নিয়ে সুনশান ছোট্ট একটি গ্রাম সাজাই ভ্যালি। তিন দিকে খাড়া পাহাড় আর অন্য দিকটাতে পাথুরে খাল রেমাক্রি। পুব দিকের পাহাড়টায় একটা স্বর্পিল আঁকাবাঁকা পথ উঠে গেছে মেঘে ঢাকা আরো একটা ছোট্ট গ্রামে, যেন স্বর্গের পথ। আর দক্ষিণে ছোট্ট কয়েকটি ঝর্ণার পানি কলকলিয়ে ছুটে চলেছে রেমাক্রির পাথুরে পথ বেয়ে নাইক্ষংমুখ হয়ে স্বর্গিয় জলধারা আমিয়াখুমের দিকে। পশ্চিম দিকের ঢাল বেয়ে সামান্য একটু নামলেই আরো একটা পাহাড়ি গ্রাম আর পাহাড়ের নির্মোহ সহজ সরল মানুষগুলো, সব মিলিয়ে একে স্বর্গ বললে একটু কমই বলা হয়। সাজাই ভ্যালী থেকে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকাহাফং এর দূরত্ব ৫/৬ ঘন্টার পথ আর বাংলাদেশের সব চেয়ে সুন্দর ঝর্ণা আমিয়া খুমের দূরত্ব ঘন্টা তিনেকের। ক্যামেরার ব্যাটারি সাশ্রয় করতে গিয়ে ছবি খুবই কম উঠিয়েছি, তাই এখন দুঃখ হচ্ছে খুব। এবার দেখে নেয়া যাক সাজাই ভ্যলিকে।
(২) নেফিউ পাড়া থেকে সাজাই ভ্যালির দিকে যেতে কিছুটা পথ বেশ দূর্গম।
(৩/৪) কোথাও বা এমন সুড়ঙ্গের মতো ঝিরি পথ পাড়ি দিতে হয় সাজাই ভ্যালির দিকে গেলে।
(৫) সেই পথে যদি আবার এমন ভয়ঙ্কর দর্শন গয়াল ওত পেতে থাকে তাহলে কেমন ভয় লাগে তা এখন আর বলে বুজাতে পারবোনা।
(৬) আর এমন সোনা রঙা নাম না জানা সাপ দেখে তো ইচ্ছে হচ্ছিলো উল্টো দিকে ছুটে পালাই।
(৭/৮) সব প্রতিকুলতা পার হয়ে একটা খাড়া ঢাল বেয়ে কিছুটা উঠতেই দেখা মিলল তিন দিক পাহাড় ঘেরা একটা চমৎকার সমতল ভুমির এক পাশে কয়েকটা আদিবাসী কুড়ে, এটাই হলো আমাদের পরবর্তি গন্তব্য সাজাই ভ্যালি।
(৯/১০) সাজাই ভ্যালির চমৎকার মনের মানুষগুলো ইতিউতি আমাদের দেখে এগিয়ে এসেছিলো স্বাগত জানাইতে।
(১১/১২) ক্লান্ত আমরা যে যেখানে পারি বসে একটু জিড়িয়ে নিলাম।
(১৩) শিশুরা খেলছিলো আপন মনে।
(১৪) একজন আবার পাইপ টানছিলো।
(১৫) সবচেয়ে চমৎকৃত হয়েছিলাম ওনার পাইপটা দেখে।
(১৬/১৭) উঁচু পাহাড়গুলো থেকে এমন ছোট ছোট কিছু ঝর্ণা নেমে আসছিলো পাথুরে খাল রেমাক্রিতে, আর রেমাক্রি খাল সেই পানি পৌছে দিচ্ছিলো নাইক্ষংমুখ, আমিয়া খুম, নাফাখুম হয়ে সাঙ্গু নদীতে।
(১৮) সাজাই ভ্যালিতে এক রাত আমরা থেকেছিলাম এই ঘরটিতে।
(১৯) সাজাই ভ্যালির পূর্ব পাশের উঁচু পাহাড়টিতেও এখানের মতো কয়েকটি বাড়ি নিয়েই একটা গ্রাম।
(২০) আর পশ্চিম পাশের গ্রামটা বেশ জনবহুল এবং পুরোনো, এখন একটি গ্রামের নামও মনে পড়ছে না, কখনো মনে পড়লে নামগুলো এড করে দিবো।
সাজাই ভ্যালিতে কাটানো একটি রাতের কথা মনে হলে এখনো আমি রোমাঞ্চিত হই। নির্জন পাহাড়ের কোলে ছোট্ট একটা কুড়েতে শীতে কাপাকাপি করে থাকা, পাশের পাথুরে খালে সারা রাত ধরে পাথরের সাথে ঝর্ণা হতে মিলিত পানির কানাকানি, কখনো বা খাল পাড় হয়ে কোন বন্য প্রাণির চলে যাওয়ার সপ সপ শব্দ, সত্যিই এর তুলনা হয়না...........ইচ্ছে হয় আবার ছুটে যাই ঐ পাহাড়ি এ্যডভেঞ্চারে।
বিঃ দ্রঃ পুর্ব পশ্চিম দিক নিয়ে আমার কিছুটা সংশয় রয়েছে, আবার কখনো যাওয়া হলে সঠিক ভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো।
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: খোলা মনে কথা বলায় ধন্যবাদ
২| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
প্রামানিক বলেছেন: সেকেন্ড হইছি চা বিস্কুট দেন।
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ২ নম্বর হইয়া চা চাওয়াটাও অপরাধ, জানেন্না?
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
পুলহ বলেছেন: "পুব দিকের পাহাড়টায় একটা স্বর্পিল আঁকাবাঁকা পথ উঠে গেছে মেঘে ঢাকা আরো একটা ছোট্ট গ্রামে, যেন স্বর্গের পথ। "
অসাধারণ পোস্ট। নাফাখুম পর্যন্ত যাওয়া হয়েছে, সুযোগ পেলেই এ দিকটাও ঘুরে আসবো !
লেখককে ধন্যবাদ
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
সাদা মনের মানুষ বলেছেন: নাফাখুম গিয়ে থাকলে খুব কাছাকাছিই গিয়েছেন আপনি, ওখান থেকে ভালোভাবে হাটতে পারলে একদিনের পথ সাজাই ভ্যালি, ধন্যবাদ
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
প্রামানিক বলেছেন: ৫নং ছবি দেইখা ডরাইছি।
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ডরাইলে এখনো বইসা আছেন ক্যান, দৌড় লাগান
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
সুদীপ কুমার বলেছেন: কী চমৎকার। আমিও চা বিস্কুট চাই।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন:
৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
rajia বলেছেন: ভয়ংকর এবং সুন্দর। ভয়ংকর সুন্দর।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওখানে যাওয়া কষ্টকর এবং আনন্দ দায়ক......শুভেচ্ছা
৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: নির্জন পাহাড়ের কোলে ছোট্ট একটা কুড়েতে শীতে কাপাকাপি করে থাকা, পাশের পাথুরে খালে সারা রাত ধরে পাথরের সাথে ঝর্ণা হতে মিলিত পানির কানাকানি, কখনো বা খাল পাড় হয়ে কোন বন্য প্রাণির চলে যাওয়ার সপ সপ শব্দ, সত্যিই এর তুলনা হয়না.
সাদা ভাইয়ের ছবি তো সবসময় কথা বলে। কিন্তু আজ ছবির সাথে কথাগুলো বেশ ভালো লাগলো।
ভালো আছেন, ভাইজান? কতদিন কথা বলি না !
শুভ কামনা থাকলো আপনার জন্য।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি ভালো লিখতে জানিনা, তবু কিছুটা আপনাদের মতো চেষ্টা তো করি
বাবলা ভাই, অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে, কেমন আছেন আপনি?
৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয় কামাল ভাই।
ছবি দেখে আর সুন্দর কথামালায় চমৎকার পোষ্ট।
ভালো লাগা রেখে গেলাম।
আশা করি কুশলে আছেন।
আমি আছি দৌরের উপর। থিতু হয়ে অনেক কথা হবে। দোয়া রাখিয়েন।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
সাদা মনের মানুষ বলেছেন: এতো দৌড়ান কেন ভাই, আমরা তো আপনাকে দৌড়াইয়া ধরতে পারিনা।
৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আরজু পনি বলেছেন:
বান্দরবানেতো গেছি বেশ কয়েকবছর আগে কিন্তু এখানে যাওয়া হয়নি ।
আপনার কপালকে হিংসে করছিলাম ।
আর ছবি গুলো তুলেন যেমন সুন্দর করে উপস্থাপনও করেন তেমন অসাধারণ করে ।
আর সাপের ছবি দেখে এখনও গা শিরশির করছে
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ফাটা কপালকে হিংসে করে নিজের কপালটা আর শেষ করবেন্না যেনো, ধন্যবাদ
১০| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
ধমনী বলেছেন: ভালো লাগলো।
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
১১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: চমৎকার !! ছবি আর বর্ণনা। যাওয়া হয়নি...
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে কোন একদিন হয়তো যাওয়া হবে, ধন্যবাদ
১২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ চমৎকার! ভাল লাগলো।
সাপটা তো বেশ কিউট লাগতেছে। কামড়ায়-টামড়ায় নাকি?
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সাপটা নিয়ে আমার একটা দুঃখ আছে, আমাদের গাইডকে সাপটা দেখানোর পর ওনি মারতে উদ্যত হলে আমি নিষেধ করি, পরে নাকি চলে আসার পর ঠিকই ওটাকে মেরে ফেলেছে
১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
আরজু পনি বলেছেন:
হাহা রক্তিম দিগন্তের মন্তব্য পড়ে হাসি আটকাতে পারলাম না ...
আমি যেখানে পুরো পোস্টে আবার চোখ বুলালেও সাপের ছবিটা ইগনোর করার চেষ্টা করলাম সেখানে সাপটা উনার কাছে কিউট !
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে.........লুকটার সাহস আছে বলতে হবে
১৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর ছবি পোস্ট।
সাপ দেখে গা শিরশির করে উঠলো।
ভদ্রলোকের পাইপ টা অসাধারণ, সুন্দর!
২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: চলার পথে সাপ দেকা যে কতো ভয়ঙ্কর তা তখনই বুঝা যায় যখন দেখি, হুমম পাইপটা সত্যিই চমৎকার
১৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
সাহসী সন্তান বলেছেন: চমৎকার চমৎকার সব ছবি দেখলাম ভাই ধলা মনের মানুষ! শুভ কামনা জানবেন.......!!
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনার মতো সাহসী হইতাম্চাই, রেসিপিটা দিবেন কি ভাই
১৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Nice post. Thanks
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাই
১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
এস কাজী বলেছেন: সুন্দর ছবিগুলো।
ভাল লাগল ।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাজী ভাই শ্রদ্ধা জানবেন
১৮| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সাপটা কিন্তু আসলেই কিউট ! ধরে নিয়ে আসলেই পারতেন...
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে একবার চেষ্টা করবো
১৯| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
নীলসাধু বলেছেন: কপালে ছিল কামাল ভাই! তাই দৌড় প্র্যাকটিস!!
ভালুবাসা রইল।
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও ভালোবাসা
২০| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হলে এখনো আমি রোমাঞ্চিত হই। নির্জন পাহাড়ের কোলে ছোট্ট একটা কুড়েতে শীতে কাপাকাপি করে থাকা, পাশের পাথুরে খালে সারা রাত ধরে পাথরের সাথে ঝর্ণা হতে মিলিত পানির কানাকানি, কখনো বা খাল পাড় হয়ে কোন বন্য প্রাণির চলে যাওয়ার সপ সপ শব্দ, সত্যিই এর তুলনা হয়না.........
.....ইচ্ছে হয় আবার ছুটে যাই ঐ পাহাড়ি এ্যডভেঞ্চারে।
একবারে লোভী করে তোলে বর্ণানাগুলো! জীবনের কি দারুন প্রাণখোলা রুপ সেখানে। মুক্ত প্রকৃতিতে মানুষের মনও মুক্ত হয়।
+++++++++++++++++++++
২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: মুক্ত প্রকৃতিতে মানুষের মনও মুক্ত হয়। ...........ঠিক বলেছেন ভাই, তাই তো ইচ্ছে করে বার বার ঐ সুন্দরে হারিয়ে যাই
২১| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।সাজাই ভ্যালীর নিয়ে ছবি আর কবিতায় অনবদ্য পোস্ট ।+
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: কবিতাও আছে নাকি আনোয়ার ভাই?
২২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
রক্তিম দিগন্ত বলেছেন: সাপ মারার অপরাধে গাইডকে সাপের চামড়ার দড়িতে ঝুলানো হউক। ব্যাটা ফাজিল! প্রাকৃতিক জীব মাইরা ফালায়।
যাই হোক, মরা সাপটা পাওয়া যাবে নাকি ভাই? পনি আপুরে, এইটা গিফট করুম।
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: সাপটা মেরে ফেলার খবরে আমি খুবই কষ্ট পেয়েছিলাম, ওটা ও তো প্রকৃতিরই একটা অংশ
২৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগা , সামনে আরও এইরকম শেয়ারের অপেক্ষায় থাকলাম । এই জায়গা দেখলে খুব ভালো লাগে ।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
সাদা মনের মানুষ বলেছেন: অনেক দিন হলো পাহাড়ের গভীরে যাওয়া হচ্ছে না, যদি যাই তাহলে ছবি অবশ্যই পাবেন ভাই
২৪| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//সাজাই ভ্যালিতে কাটানো একটি রাতের কথা মনে হলে এখনো আমি রোমাঞ্চিত হই। নির্জন পাহাড়ের কোলে ছোট্ট একটা কুড়েতে শীতে কাপাকাপি করে থাকা, পাশের পাথুরে খালে সারা রাত ধরে পাথরের সাথে ঝর্ণা হতে মিলিত পানির কানাকানি, কখনো বা খাল পাড় হয়ে কোন বন্য প্রাণির চলে যাওয়ার সপ সপ শব্দ, সত্যিই এর তুলনা হয়না...........ইচ্ছে হয় আবার ছুটে যাই ঐ পাহাড়ি অ্যাডভেঞ্চারে।//
...আহারে! কাব্যিকতায় মুগ্ধ হলাম... কামাল ভাই!
আপনার ফটো নিয়ে কোনদিন প্রদর্শনী হোক!
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, কোন যদি ভালো ছবি তুলতে পারি তখন প্রদর্শনী করতে আমার আপত্তি থাকবেনা
২৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
সারাফাত রাজ বলেছেন: পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে বান্দরবান।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথাটা প্রায় সত্যি, বান্দরবান সত্যিই স্বর্গের মতো সুন্দর স্থান, ধন্যবাদ
২৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোষ্ট +++
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে আন্তরিক শুভেচ্ছা ভাইজান
২৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
সায়েম মুন বলেছেন: খুব সুন্দর একটা জায়গা। ছবি বর্ণনায় বেশ ভাল লাগলো।
সাজাই ভ্যালির ঠিকানাটা বলবেন।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
সাদা মনের মানুষ বলেছেন: সাজাই ভ্যালিটা সম্ভবত রুমা থানার ভেতর, তবে থানচি দিয়া গেলে কাছে হয়। গাইড নিয়ে গেলে ওরাই আপনাকে ঠিকানা মতো নিয়ে যাবে। রুমা থেকে তিন দিন আর থানচি থেকে গেলে দুই দিন লাগে।
২৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
প্রামানিক বলেছেন: আপনার কথামত দৌড় দিয়া খিদা লাগছে খাওন দেন।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
২৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইসব জায়গা দেখলে দুঃখ হয়, কেন যে ফিটনেস নাই। যদি কখনো হয়!!!
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি ভবিষ্যতে আপনার ফিটনেস বাড়বে
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
নীল আকাশ বলেছেন: নামটা কি সাজাই ভ্যালি না সাজেক ভ্যালি ? আমি তো দেখলাম সাজেক ভ্যালি । এক মাসে নাম চেন্জ করে ফেল্ল নাকি ? আর্মি রিসর্ট টার নাম ও তো সাজেক ভ্যালি। কোথায় ভুল হচ্ছে ?
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
সাদা মনের মানুষ বলেছেন: সাজেক যাওয়া হচ্ছে ডাল ভাতের ব্যাপার, ওটা রাঙামাটিতে অবস্থিত, তবে যেতে হয় খাগড়াছড়ি দিয়ে। আর সাজাই ভ্যালি হলো বান্দরবানের রুমা থানায়, ওখানে যেতে হলে রুমা থেকে তিন দিনের পাহাড়ি পথ হাটতে হয়, ধন্যবাদ নীল ভাই
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
সাদা মনের মানুষ বলেছেন: সাজেক নিয়াও আমার একটা পোষ্ট আছে, এখানে টোকা দিয়ে দেখতে পারেন মেঘের দেশ সাজেক-ফটোব্লগ
৩১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাপের ছবি আপনি উঠিয়েছেন ?
ভুই পাইছি !!!!
পাইপখান জব্বর এক্ষান জিনিষ !!!
৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য, দেখার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন অবিরত
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
খোলা মনের কথা বলেছেন: নতুন অভিজ্ঞতা হল সাজাই ভ্যালি সম্পর্কে। ধন্যবাদ