![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) অঢেল নারকেল আছে বলে বলে এই জায়গার নাম নারকেল জিঞ্জিরা, নারকেল গাছের সাথে পাল্লা দিয়ে সামনে দাড়িয়ে থাকা গাছগুলো নাম কেয়া। সমানে সমান কেয়া থেকে ও কেনো যে কেয়া জিঞ্জিরা নাম হলোনা বুঝলাম না
(৩) দল কলস বা দন্ড কলসের ফুলের ছবিটা তুলেছি নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে, ছোট বেলা এই ফুলের মধু খেতাম প্রচুর,এখনো সামনে পেলে এই ফুলগুলো থেকে মধু খেতে ছাড়িনা।
(৪) শিলখালি বিচ থেকে মাছ ধরছে জেলেরা।
(৫) সবুজ ধান ক্ষেতের মাঝখানে আঁকাবাঁকা মেটো আইল হাড়িয়ে গেছে দুরের গ্রামের দিকে, ছবিটা নরসিংদী সদরের বর্দ গ্রাম থেকে তোলা।
(৬) সাগরে যখন ভাটা থাকে ইনানীর সাগর তীরবর্তী মানুষগুলো এভাবেই তাদের গন্তব্যে ছুটে চলে।
(৭) খেয়া পার হয়ে ডাঙ্গার দিকে ফিরে আসার ছবিটা তুলেছি নরসিংদীর রায়পুরা থেকে।
(৮) নৌকা থেকে ইট নামিয়ে আনার ছবিটাও রায়পুরা থেকেই তোলা।
(৯) এটা তো পুরান ঢাকার আহসান মঞ্জিল তা সবাই চিনেন।
(১০) গাছে বসে মাছ খাচ্ছে বক, ছবিটা শিবপুরের নোয়াদিয়া গ্রাম থেকে তোলা।
(১১) উপরের পাহাড় থেকে বরফগলা পানি নেমে আসছে, ছবিটা কাশ্মীরের চন্দনওয়ারী থেকে তোলা।
(১২) ২০১১ সালের ১৫ জানুয়ারি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদী জেলার বেলাব উপজেলার ২ জন ওসি ও ৮ কনস্টেবলসহ ১০ জন পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। তাদের স্মরণে নরসিংদী জেলা পুলিশ তথা পুলিশ সুপার ড. খঃ মহিদ উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলাধীন ঘাসিরদিয়া নামকস্থানে নির্মাণ করেছে এক দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
(১৩) দূরে মাছ ধরছে তার সঙ্গী, পাতিলে কিছু মাছ নিয়ে তৃপ্ত মনে দাঁড়িয়ে আছে বালিকা, রটেশ্বর নরসিংদী থেকে তোলা ছবি।
(১৪) নাম না জানা ছোট্ট পাখি, এটা সলিমগঞ্জ নবী নগরের এমপি টিলা এলাকা থেকে তোলা।
(১৫) মেঘ পাহাড়ের এই ছবিটা কেওকারাডাং এর উপর দাঁড়িয়ে তুলেছি।
(১৬) সুন্দরবনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি এটা।
(১৭) মটকিলা গাছের ফল, গ্রাম এলাকায় এই গাছের ডাল দিয়ে দাঁত মাজে, পাকা ফল খেতে মিষ্ট হয়।
(১৮) টুনির বাসায় তিনটে ডিম, এটা আমার বাড়ির জামরুল গাছ থেকে তোলা।
(১৯) ঈসাখাঁ দূর্গ দেখতে গিয়েছিলাম এগার সিন্দুতে, কিন্তু ওখানে ছোট একটা টিলার উপর এই চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া গেলোনা।
(২০) পাহাড় বুকে আগলে ধরে রাখা এই গ্রামটির নাম ঝাদিপাই পাড়া, এটা বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত।
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু, ভালো থাকুন, সব সময়
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
সুলতানা রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর। একাকী বক, পাহাড়ের উপরে কিছু বাড়ি, পাখির বাসায় তিনটি ডিম …সবগুলো ছবির আলাদা অর্থ আছে।
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই আপু, ধন্যবাদ জানবেন
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: দল কলস ফুল থেকে আমিও মধু খেতাম । এখনো ফেলে ছাড়ি না !!! মনে পড়ে গেল শৈশব, কিশোর ।
ছবিগুলো জীবন্ত অনুভূতি দিচ্ছে । মন হরণের জন্য যথেষ্ট !!
শেয়ারে অনেক ধন্যবাদ বনে বাঁদাড়ে ।
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নারকেল জি।হিরা থেকে কাশ্মীর, সাগর থেকে জাদিপাই,,, বটেশ্বর থেকে কেওকারাডাং.. ওরি বপ্পস...
এক পোষ্টে কথা জায়গায় ঘোরালেন!! থ্যাংকু থ্যাংকু...
দারুন ফটো ভ্রমনে ধন্যবাদ।
সমানে সমান কেয়া থেকে ও কেনো যে কেয়া জিঞ্জিরা নাম হলোনা বুঝলাম না
কারণ কেয়া গাছ ছুডু, নারকেল গাছ যে বড় তাই সবখানেই খানেই সাইজ দেখে মুনে হয়
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ যুক্তি দিয়াছেন বিদ্রোহী ভাই, ছোটদের কদর বরাবরই কম থাকে, শুভেচ্ছা জানবেন।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
সুমন কর বলেছেন: পরিচিত ছবিগুলো আপনার হাতের ছোঁয়ায়--অসাধারণ হয়ে উঠে।
দারুণ !!!
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, শ্রদ্ধা জানবেন
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
মুদ্দাকির বলেছেন: অসাধারন , ঢাকায় থাকা পেইনফুল করে তুলেন আপনি!!
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শহুরে জীবনটা আমার কাছে সর্বদাই পেইনফুল মনে হয়, তবু বাস্তবতা মেনে না নিয়ে উপায় কি?
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
ধমনী বলেছেন: দারুণ সব ছবি।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য আন্তরিক শুভেচ্ছা
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ নং আর ১৪ নং ছবি দুইটা দারুণ তুলেছেন ভাই।
৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সাদা মনের মানুষ বলেছেন: অন্তত দুটো ছবি হলেও ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে, ধন্যবাদ কান্ডারি
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কামাল ভাই!
চমৎকার সব ছবি। কত কি দেখালেন - ভালো লাগা রইল।
৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
সাদা মনের মানুষ বলেছেন: বেঁচে থাকলে আরো দেখানোর ইচ্ছে আছে ভাই, দৌড়াদৌড়ি কিছুটা কমেছে কি ?
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
খোলা মনের কথা বলেছেন: অসাধারন ছবি গুলো
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: খোলা মনে বলেছেন তাই মেনে নিলাম
১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চোখজুড়ানো ছবি সব!!!
++++++++
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন: এতো পেলাশ রাখমু কোথায়?
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিশটা ছবিতে ভিন্ন বিশটা ভ্রমণ করিয়ে আনলেন, তবে চান্দানওয়ারি কেন নিয়ে গেলেন খেলুম না
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো খেলতে চাইনি, আপনিই তো আমাকে ওখানে নিয়ে খেলিয়ে আনলেন
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা আমি পুনরায় স্মৃতি মনে করিয়ে দেয়ার কথা বলছিলাম ভাইজান
নীচের পোস্টগুলোতে দাওয়াত রইল (আপনি যখন এই কমেন্ট দেখবেন, ততক্ষণে হয়ত ভারত ভ্রমণ নিয়ে তৃতীয় পর্বও পোস্ট করা হয়ে যাবে )
“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”
দাদাদের উঠোন পেড়িয়ে দিল্লী'র পথে (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)
যাত্রা শুরু'র আগের গল্প (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: দাওয়াত খাইয়া আইলাম, বেশ মজাদার খাবার
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
প্রামানিক বলেছেন: নানা রকম ছবি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: মুগ্ধ হইলে চা খাওয়ান
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ সংকলন এর আয়োজনে আপনার জন্য বিশেষ আয়োজন ছিল, কিন্তু আপনি গেলেনই না সেই দাওয়াতে
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: দাওয়াত খেয়ে এলাম
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন সব ছবি। ধন্যবাদ।