নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

জাদিপাই-পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯


পাহাড়ি গ্রামগুলো বরাবরই খুব চমৎকার, পাহাড়ের ভাজে ভাজে অপরূপ সবুজ, আর সেই সবুজের ফাঁকে ফাঁকে পাহাড়িদের ছোট ছোট কুড়ে এবং তাহাদের পরিশ্রমী ও অকৃত্রিম জীবন আমাকে খুব টানে, তাইতো সুযুগ পেলেই আমি ছুটতে চাই পাহাড়ের পাণে। আজ আপনাদের নিয়ে যাবো তেমনি একটি পাহাড়ি গ্রামে যার নাম জাদিপাই পাড়া।

বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চুড়া কেওকারাডাং পর্বত থেকে পূর্ব দিকের ঢাল বেয়ে ১০/১৫ মিনিটের পথ বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া, যার উচ্চতা ৩০৬৫ ফুট। পাসিং পাড়ার পুর্বদিকের শেষ মাথায় গিয়ে উকি দিলেই নিচের দিকে দেখা যায় চারিদিকে পাহাড় আর সবুজ বন বেষ্টিত ছবির মতো লম্বা এক টুকরো অসমতল ভুমি, এটাই হলো বম অধ্যুষিত জনপদ জাদিপাই পাড়া। এই পাড়া থেকে আরো নিচের দিকে এগিয়ে গেলে পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা জাদিপাই। এতো সময় স্বল্পতা ছিলো যে, এখানকার গ্রাম বাসীদের সাথে ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগও পাইনি, ভবিষ্যতে হয়তো সেটা হয়ে যাবে।


(২/৩) বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম পাসিং পাড়া থেকে জাদিপাইকে দেখায় এমন।



(৪) পাসিং পাড়া থেকে জাদিপাইয়ের পথটা অত্যন্ত খাড়া ভাবে নেমে গেছে, জাদিপাইয়ের দিকে হেটে না নেমে আসলে দৌড়ে নামতে হয়, আর সেই পথ যদি পিচ্ছিল হয় তাহলে তো কোন কথাই নেই।


(৫) পাহাড়িদের প্রত্যেকটা পাড়ারই একটা সীমারেখা আছে, যেমন এই গেইট পার হলেই জাদিপাই পাড়া শুরু, যদিও লোকালয় এখান থেকে আরো বেশ কিছুটা দূরে। আর বাম পাশের পথটা চলে গেছে বাকলাই পাড়ার দিকে।


(৬) জাদিপাইয়ে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য বুনো ফুলেরা ছিলো প্রস্তুত।


(৭) ঐ তো জাদিপাইয়ের মূল গ্রামে প্রবেশ করলাম বলে।


(৮/৯) জাদিপাই পাড়াটা মূলত একটা লম্বা হালকা উচু নিচু প্রায় সমতল ভুমি, তার মাঝখানে দাড়িয়ে দুই দিকে ক্যামেরা তাক করে তোলা দুইটি ছবি।



(১০) ছোট্ট শিশুরা আমাদের দলটিকে অবাক চোখে দেখছিলো।


(১১) আরো দুরে একদল শিশু কিছু নিয়ে খেলছিলো।


(১২) এটা ওদের প্রার্থনা গৃহ।


(১৩/১৪) পৃথিবীর সকল মায়ের ভালোবাসা একই রকম, জাদিপাইয়েও তার ব্যতিক্রম নয়।



(১৫/১৬) জাদিপাইের পুর্ব দিকের ঢাল বেয়ে নেমে গেলে বেশ কিছুটা সমতল ভূমি পাওয়া যাবে, সেই সমতল পেড়িয়ে আরো কিছু বিপদজনক খাড়া ঢাল বেয়ে এগিয়ে গেলেই পাওয়া যায় বাংলাদেশের সেরা রূপসী জাদিপাই ঝর্ণা



(১৭) ঝর্ণার পাশ থেকে জাদিপাই পাড়াকে এমন দেখায়।


(১৮) জাদিপাই পাড়া হতে এক সময় আমরা ফিরতি পথ ধরি.......


(১৯/২০) ইচ্ছে আছে কোন এক চাঁদনী রাতে জাদিপাইয়ে রাত কাটাবো, হয়তো তখন মনে হবে চাঁদের আলোয় ডুবে আছে কোন একটা পুকুর, আর সেই পুকুরের তলদেশে থেকে আমি পৃথিবীর রূপসূধা পান করছি। তিন দিক পাহাড় বেষ্টিত থাকায় জাদিপাই পাড়াকে অনেকটা পুকুরের মতোই মনে হয়, তাই এমনটি আমার ইচ্ছে। জানিনা সেই ইচ্ছে কোন দিন পূরণ হবে কিনা!!


বিঃ দ্রঃ এটা মূলত একটা ছবি ব্লগ


মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

প্রামানিক বলেছেন: সারাদিন বইসা থাইকা সন্ধার সময় দারুণ দারুণ ছবি দিয়া পুষ্ট দিছেন। দেখতে দেখতে ক্ষিদা লাইগা গেছে। তাড়াতাড়ি সিঙ্গারা দেন, চা পরে দিয়েন।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ফাষ্ট হইছেন, চা খাওয়ান :D

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:


আমার ইচ্ছে এই রকম একটা গ্রামে একটা বর্ষা কাটানোর। বৃষ্টির সৌন্দর্য উপভোগ করা। সেই সাথে সবুজের সমারোহে অবগাহন করা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমরা বিকেল বেলা জাদিপাই পার হয়ে কেউকারাডাং এ রাত্রী যাপন করেছিলাম, সে রাতে এতো ঝড় বৃষ্টি হয়েছিলো যে, সারাটি রাত আতংকে কাটিয়েছিলাম, ধন্যবাদ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ভ্রমণ কাহিনীর সাথে আরো চমৎকার ছবিতে মন জুড়িয়ে গেছে ভাই! অনেক ভাল লাগলো.....!!


বিঃদ্রঃ- আপনার প্রকাশিত ১৩/১৪ নং ছবিটা শো করছে না! 'This photo is no longer available' লেখা আসছে! কিছু একটা করেন? সম্ভাবত ফটোর স্পেসটা অনেক বড় হয়ে গেছে!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: এই ছবিটা নিয়ে বেশ কয়েকবার কাজ করলাম, বুঝতে পারছিনা সমস্যাটা কোথায় :(

ছবির স্পেস সবই একই রকম, তারপরেও ওটাকে আরো ছোট করে দিলাম, তাও আসছে না B:-)

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সাহসী সন্তান বলেছেন: স্যরি, ওটা ১৩/১৪ নয় হবে ১৫/১৬! প্রথম স্টেপে দেখায় ভুল করে ফেলেছি!

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: :-B

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সাহসী সন্তান বলেছেন: আপনি একটা কাজ করতে পারেন, যদি সরাসরি ছবি আপলোড করলে কোন সমস্যা হয় তাহলে প্রথমে অন্য কোন সাইটে (ফেবু/টুইটার) অথবা অন্যকোন মাধ্যমে প্রথমে আপলোড দিয়ে পরে সেখান থেকে ডাউনলোড করে তারপর আবার এখানে আপলোড করেন! অনেক সময় ছবির স্পেস ছোট হওয়া সত্ত্বেও MB বেশি থাকায় এমন সমস্যা হয়! তবে অন্য সাইট থেকে ডাউনলোড করলে সেটা ঠিক হয়ে যায়! তাছাড়া ছবিটা কনভার্টও করে দেখতে পারেন!


চমৎকার ছবি ব্লগ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানবেন!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ছোট্ট একটা সমস্যা ছিলো, এখন সমাধান করে ফেলেছি

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: সিঙ্গারা না পাইতেই উল্টা চা দাবি করলেন কি মতে?

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: চায়ের সাথে সিঙ্গারা দিবেন সে তো আমি জানিই, তাইতো সিঙ্গারার কথাটা বলিনি :-B

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ!

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মুন

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রাজিয়া সুলতানা বলেছেন: উফ্! কি সুন্দর সুন্দর ছবি! আমাদের দেশ আসলেই অনেক সুন্দর। যাওয়ার পথ টা কি অনেক কষ্টের । যেতে চাই একবার। :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: জাদিপাইয়ে যেতে হলে আপনাকে যেতে হবে বান্দরবান থেকে রুমায়, ওখান থেকে চান্দের গাড়িতে করে বগা লেকের কাছাকাছি যাওয়া যায়। তারপর কঠিন খাড়া পথ বেয়ে আপনাকে উঠতে হবে বগা লেকে। বগালেকে রাত কাটানোর পরের দিন আবার হাটা শুরু করতে হবে চিংড়ি ঝর্ণা-দার্জিলিং পাড়া-কেওকাড়াডাং-পাসিং পাড়া হয়ে জাদিপাই পাড়া। ভালো ট্রেকার হলেও একদিনে জাদিপাই পাড়া থেকে আবার বগালেকে ফিরে আসা কঠিন.......মোটামুটি দুইদিন পাহাড় ট্র‌াক করতে পারলে জাদিপাই পাড়ায় যাওয়া সম্ভব। আগে থেকে পাহাড় ট্রাক করার অভিজ্ঞতা থাকলে পথ খুব কষ্টের না, ধন্যবাদ।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সাহসী সন্তান বলেছেন: প্রামানিক ভাই আর আপনি দোস্ত বলে চা/সিঙ্গাড়া খাবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো? একদমই না! আমাগোরেও ভাগ দিতে হইবো, নইলে আমাগো বাড়ির সামনে দিয়ে গেলে খপর কইরা ছাড়ুম কইলাম!



কে খাওয়া দিবেন, জলদি কইরা কন?

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে বলি, প্রামানিক লুকটা বেশী বালানা, খালি খাই খাই করে =p~

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




অনাড়ম্বর ঘরবাড়ী , কিন্তু শান্তি মনে হয় চিরকাল সাড়ম্বরে বিরাজিত এইসব গাঁয়ে ।
প্রথম ছবিটি দেখে মনে হলো আপনার মতোই একদিন চাঁদনী রাতে ...........................।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: অনাড়ম্বর ঘরবাড়ী , কিন্তু শান্তি মনে হয় চিরকাল সাড়ম্বরে বিরাজিত এইসব গাঁয়ে........সতয় কথা বলেছেন ভাই, আমাদের শহুরে জীবনের কালিমা ওদের নাগাল থেকে বহুদূর

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: অসাধারন একটি টুরিস্ট জোন কিন্তু ট্যুরিজমে তেমন নিরাপদ আশ্রয় নেই। এর পরেও ঢাকার ছেলেপিলেরা সাহস করে যায় এবং পত্রিকায় লেখে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তায় বিঘ্নতা ঘটছে না হলে যেতাম একদফা। রাঙ্গামাটি গেছি। তবে এদের পুবদিকে চীনের উপজাতি এবং একই ধারা , খাদ্যাভ্যাস, জীবনযাপন দেখেছি। অসাধারন আমরা যারা সমতটে থাকি তাদের জন্য।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার জানামতে বান্দরবানের এসব এলাকায় নিরাপত্তা জনিত কোন সমস্যা নাই, তাছাড়া পর্যটকদেরকে সাধারণত কেউ ঘাটায় না, শুভেচ্ছা জানবেন ভাই

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

ফারুক১ বলেছেন: এরা বৌদ্ধ ধর্মাবলম্বী। ব্যাপক ভাবে খৃস্টান হয়ে গেছে বিদেশী এনজিওর মাধ্যমে। ছবির ঐ প্রার্থনা ঘরটি একটি চার্চ। ধন্যবাদ খুব সুন্দর ছবি গুলো প্রকাশ করার জন্য। আমাদের দেশ সত্যিই অনেক সুন্দর। একে ধরে রাখার দ্বায়িত্ব সম্পর্কেও আমরা সচেতন হব। তাহলেই আমরা আমাদের মত করে দেশটা গড়ে নিতে পারব।

+++++

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ের আদিবাসীদের ধর্ম নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই, ওরা প্রকৃতির মানুষ প্রকৃতির মতোই সহজ সরল, তাই ওদের আমি ভালোবাসি, ধন্যবাদ ফারুক ভাই।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

ৈতয়ব খান বলেছেন: সুন্দর; খুব সুন্দর!
পাহাড়ি গাঁয়ের মতো পাহাড়ি মন
অজান্তেই আমাকে টানে যে কখন
জীবন ভর
সুন্দর; খুব সুন্দর!

অমিও অনেক ঘুরেছি অমন---------
যাযাবরের পথচলা; কেউ বলে ভ্রমণ
আসলে আমদের একই রকম অন্তর
সুন্দর; খুব সুন্দর!

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তৈয়ব ভাই, ভালো থাকুন, সব সময়

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

মুদ্‌দাকির বলেছেন: অনেক সুন্দর !!! তবে আমার স্মৃতি তে আরো সুন্দর

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: বাস্তব দেখা আর ক্যামেরার ছবিতে বিস্তর ফারাক থাকবে এ আর অস্বাভাবিক কি ভাই?

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

আনোয়ার ভাই বলেছেন: সুন্দর সব ছবির মাঝেই কত না আনন্দ । ধন্যবাদ ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আনোয়ার ভাই

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: ইচ্ছে আছে কোন এক চাঁদনী রাতে জাদিপাইয়ে রাত কাটাবো, হয়তো তখন মনে হবে চাঁদের আলোয় ডুবে আছে কোন একটা পুকুর, আর সেই পুকুরের তলদেশে থেকে আমি পৃথিবীর রূপসূধা পান করছি। তিন দিক পাহাড় বেষ্টিত থাকায় জাদিপাই পাড়াকে অনেকটা পুকুরের মতোই মনে হয়, তাই এমনটি আমার ইচ্ছে। -- আপনার ইচ্ছে পূরণ হোক।

জীবন্ত সব ছবি।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভ কামনা আপনার জন্য

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: খুব সুন্দর। জাদিপাইয়ে জোত্স্না না জানি কত সুন্দর !

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ে জোৎস্না আসে অস্বাভাবিক সৌন্দর্য্য নিয়ে, গাছের পাতার ফাঁক চুইয়ে চুইয়ে সেই মায়াবী আলো যখন আদিবাসীদের কুড়েতে এসে জমা হয় তখন সবই মনে অপার্থিব, কয়েকবারই পাহাড়ে এমন সুন্দর দেখার সৌভাগ্য আমার হয়েছিলো, তবে জাদিপাইয়ে এখনো হয়নি, ধন্যবাদ।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ছবি ব্লগ বেশ ভাল লেগেছে ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

সারাফাত রাজ বলেছেন: বান্দরবানের আদিবাসীরা যেন স্বর্গ থেকে ছিটকে আসা কতগুলো দেব শিশু। এরা এতো সহজ সরল যে এদের পাশে দাঁড়ালে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। মনে হয় পাকিস্তানি জানোয়াররা আমাদের সাথে যেমন আচরণ করতো আমরাও একই আচরণ ওদের সাথে করছি না!

আমার জীবনের সেরা রাতটা কাটিয়েছি কেওক্রাডাং পাহাড়ের চূড়ায়। শুনেছি সেটা নাকি এখন আর্মি দখল করে নিয়েছে। হায় আফসোস!

জাদিপাই ঝরণার আগের ২০মিনিট পথ সবচাইতে রোমাঞ্চকর। ঝরণাটাই এমন যে একেবারে কোলের কাছে পৌছানোর আগ পর্যন্ত বোঝাই যায় না যে কি চমক অপেক্ষা করছে। আমার কাছে দেখা এখনো পর্যন্ত সবচাইতে সুন্দর জলপ্রপাত জাদিপাই, যদিও আমার বন্ধুরা বলে যে ওদের কাছে ডাবল পাস বেশি ভালো লেগেছে।

আমি যখন জাদিপাই ঝরণায় গিয়েছি তখন সেখানে একটা বিশাল বড় গাছ উপড়ে পড়ে ছিল, আমরা কতক্ষণ সেটার উপর লাফালাফি করেছিলাম। আচ্ছা গাছটা কি এখনো আছে?

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন কেউকারাডাং এর চুড়ায় লালার যে রেষ্ট হাউজে থেকেছিলাম সেটা এখন আর্মীদের দখলে, অবশ্য ওরা আমাদের নিরাপত্তা বাড়ানোর জন্যই ওখানে অবস্থান নিয়েছে। আমি জাদিপাই ঝর্ণা ও দেখেছি ডাবল ফলস্ ও দেখেছি, দুটোই অসাধারণ! তবে আমি এগিয়ে রাখতে চাই জাদিপাইকেই, ধন্যবাদ রাজ ভাই।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

সারাফাত রাজ বলেছেন: জাদিপাই ঝরণার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটা ছিলো এর শরীরে জড়ানো রঙধনুর বর্ণচ্ছটা, আপনারা দেখেছিলেন কি?

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা যখন জাদিপাইয়ে যাই তখন আকাশ ছিলো মেঘাচ্ছন্ন, ঝড়ো বাতাস বইছিলো, কোন রোদ ছিলোনা বলে রংধনু দেখার কোন সুযোগও ছিলোনা।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১১

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার। বর্ণনায় আর ছবিতে।
ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার উল্টো দূরবীনে চোখ ঠেকাতে শিগগিরই আসছি :D

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৬

তামিম ইবনে আমান বলেছেন: কি মনে করে যেন সামুতে ঢুকলাম আর আপনার পোস্টটা পেলাম :D ১৩ তারিখ বান্দরবান যাচ্ছি। জাদিপাই যাওয়ার প্ল্যান আছে। দোয়া করবেন

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: জাদিপাই গেলে ওখানের বাচ্চাদের জন্য অবশ্যই পকেট ভরে চকলেট নিয়ে যাবেন, ওখানকার শিশুরা এটা খুব ভালোবাসে এবং আপনার কাছে চকলেটের আবদারও করবে, ধন্যবাদ শুভ ভ্রমণ

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার দেওয়া ভ্রমণের ছবিগুলো মাঝেমাঝে বড়ই অসহ্য লাগে, কারণ সবকিছু ছেড়ে বেরিয়ে পড়ার তীব্র আকাঙক্ষা সৃষ্টি হয়।


শুভেচ্ছা জানবেন.... সাদামন ভাই :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আহেন বেড়িয়ে পড়ি, তবে শর্ত প্রযোজ্য :D

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ এক প্রশান্তি এনে দেয় আপনার পোষ্ট করা ছবিগুলো!!!!
জীবনে স্বচক্ষে দেখা হবে কী না জানি না!!!

অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে স্বচ্খে দেখা সম্ভব আপু, তবে নতুন গেলে হয়তো কষ্টটা একটু বেশী হবে এই আর কি।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর সুন্দর ছবি। দেখলে মনে হয়ে ঘুরে আসি।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আশিক ভাই, কেমন আছেন আপনি?

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

মো: আশিকুজ্জামান বলেছেন: কামাল ভাই, ভাল আছি। আপনার জন্য শুভকামনা রইল।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের শুভ কামনাটা আমার খুব বেশী প্রয়োজন

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় সুযোগ হলো শর্ত দিয়া দাবাইয়া রাখতে পারবেন না.... আপনি থাকতে চিনতা কিসের! ;)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: না মইনুল ভাই, আমি থাকতে আপনার কোন ভরসা নাই

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর! সুন্দর!! সুন্দর!!! যাব কোন একদিন বর্ষাস্নাত দিনে, ভরা পূর্ণিমায়। পোস্টে +++ উইথ লাইক।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে সাথে নিয়েন হাসান ভাই

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

মাদিহা মৌ বলেছেন: ঝর্ণার ছবি এত কম ক্যান?

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: রূপসী ঝর্ণা জাদিপাই ......এখানে টোকা দিয়ে আরো কিছু ছবি পেতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.