![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
নিসর্গ ভরা নেপালের পোখারা শহরে অবস্থিত ফেওয়া লেক। ফেওয়া লেক পানি সরবরাহ পায় পাশে দাড়িয়ে থাকা অন্নপূর্না রেঞ্জ, ফিশটেইলসহ অন্যন্য সুউচ্চ পাহাড়গুলো থেকে। সেই ফেওয়া লেক যখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় তখন কিছু পানি উপচে পড়ে একটা নালার মতো অংশ দিয়ে। ফেওয়ার উপচে পড়া দুধ সাদা পানি যেখানে এসে তীব্র গতিতে নিচে পড়ে একটা গুহায় হারিয়ে যায় সেই জায়গাটাকেই বলে ডেভিস ফল। নেপালি ভাষায় একে ডাকা হয় 'পাতালে চাংগো', মানে 'নরকের প্রপাত'। এক সময় এটি 'দেবীর প্রপাত' নামেও প্রচলিত ছিল। মাতা ভগবতী দেবীর একটা মন্দিরও আছে এখানে।
ডেভিস ফল নিয়ে একটা গল্প প্রচলিত আছে "১৯৬১ সালের ৩১ জুলাই দুপুরবেলা মিসেস ডেভিস নামক এক সুইস তরুণী তার স্বামীর সঙ্গে এই জলপ্রপাতের একটু উপরের অংশে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যান। প্রপাতের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। অনেক কষ্টে এই মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল। সেই থেকে ডেভিস সাহেবের স্ত্রীর স্মরণে এর নাম রাখা হয়েছে "ডেভিস ফল"। কিংবা গল্পটি এমন "১৯৯৬ সালে সুইজারল্যান্ডের প্রেমিক-প্রেমিকা এই জলপ্রপাতে বেড়াতে এসেছিলো। নির্জন স্থানে তারা ঘনিষ্ট হয়েছিলো। পবিত্র স্থানকে অপবিত্র করার জন্য জলপ্রপাতের গভীর জলের নিচে পড়ে যায় ডেভিস নামের প্রেমিকা। তাকে আর পাওয়া যায়নি। সেই থেকে এর নাম ডেভিস ফল"।
একাহিনী শুনে অনেকেই বলাবলি করছিলো- এটা বানানো গল্প। পা পিছলে পড়ে গিয়েছিলো মেয়েটি। ওরা পর্যটকদের আকৃষ্ট করতে গল্প ফেঁদেছে। তো কাহিনী যাই হোক আসুন আমরা "ডেভিস ফল" থেকে ঘুরে আসি।
(২) তো আসুন ঢুকে পড়ি ডেভিস ফলের গেইটের ভেতর।
(৩) গেইট দিয়া ঢুকেই ডান পাশে এমন চুনা পাথরের তৈরী এভারেষ্টের ডামি।
(৪) আর একটু এগিয়ে গেলেই সেই কাঙ্খিত ঝর্ণা।
(৫/৬) প্রচন্ড গর্জন করে দুগ্ধ সাদা পানিগুলো একটা গুহায় পড়ে হারিয়ে যাচ্ছে অজানা কোন স্থানে।
(৭) পানিটা গুহায় পড়ার পর দ্বিতীয় ধাপটাও দেখা যায়, তারপর পানিগুলোকে আর দেখা যায়না, গুহা থেকে থেকে শন শন বাতাস আমাদের জন্য ফিরিয়ে আনে কিছু কাব্যিক শব্দ আর একরাশ কন কনে ঠান্ডা জলকনা।
(৮) উড়ে আসা জলকনায় ক্ষণে ক্ষণেই ফুটে উঠে এমন রঙধনু।
(৯) পাশেই দেখতে পাওয়া যায় এমন খয়েরি রঙের ফুলদের আগমন বার্তা।
(১০) তিনি কোন নেপালী পুজারী নন, তিনি আমার ভ্রমণ সঙ্গী। নেপালী টুপি পড়ে পুজারীর ভাব ধরে ছবিটাই তুলেছেন শুধু।
(১১/১২) মনোকামনা পুরণের জন্য পানির নিচে থাকা দেবীর মুর্তির কাছে কয়েন ফেলছে অনেকে, কয়েন না থাকলেও চিন্তা নাই, পাশেই এক মহিলাকে দেখলাম ১০ রুপীর বদলে ৯ রুপীর কয়েন দিচ্ছে।
(১৩/১৪) একটা খাচা আকৃতির ছোট্ট ঘরে রয়েছে বুদ্ধ বগবানের মুর্তি।
(১৫) ডেভিস ফলের লোক কাহিনীটা যেখানে লিপিবদ্ধ আছে।
(১৬) এটা পোখারার বিখ্যাত ফেওয়া লেক, যেখান থেকে ডেভিস ফলের পানি সরবরাহ হচ্ছে নিরন্তর।
(১৭) এটা অন্নপূর্না রেঞ্জের বরফ ঢাকা কোন একটা পাহাড়, যা থেকে ফেওয়া লেক পানি পাচ্ছে সর্বদা।
(১৮/১৯) যে কোন জায়গায় গেলে স্যুভেনিরের দোকানগুলোতে আমি সব সময় ঢু মেরে কিছুনা কিছু নিয়ে আসি, বলা তো যায় না আর কখনো যাওয়া হবে কিনা।,
(২০) সব শেষে আমি যে ডেভিস ফলে পা হড়কাইনি তার একটা প্রমাণ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
সাদা মনের মানুষ বলেছেন: পেট খারাপ করবে, তারপর আবার ডাক্তারের ভিজিট চাইবেন, সুতরাং কিছুতেই আজকে ডাল পুড়ি পাবেন্না
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
প্রামানিক বলেছেন: আপনার চোখ দিয়ে পোখরা দেখা হলো। ধন্যবাদ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
সাদা মনের মানুষ বলেছেন: অন্যের চোখ দিয়া দেখলে চা খাওয়ান লাগে জানেন্না?
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
লেখোয়াড়. বলেছেন:
ও মাই গড!!
এ কোথায় নিয়ে গেলেন!!
অসাম, সুপার্ব!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
সাদা মনের মানুষ বলেছেন: অনেক শুভেচ্ছা লেখোয়ার ভাই
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
লেখোয়াড়. বলেছেন:
আমি লেখোয়ার না!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত লেখোয়াড় ভাই
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
রসূলপুরের আসমানী বলেছেন: চমৎকার ঘুরে এলাম আপনার সাথে।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
কল্লোল পথিক বলেছেন: আপনার চোখ দিয়ে পোখরা দেখলাম ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক ভাই, সাথে থাকার জন্য।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি যে ডেভিস ফলে পা হড়কাননি এইজন্য হাফ ছেড়ে বাঁচলাম। নইলে এমন পোষ্ট দেখার সৌভাগ্য হতো না।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্য ভাইটামিনে ভড়পুর........ভালোলাগা জানিয়ে গেলাম
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
নেক্সাস বলেছেন: আপনি আর জুনাপা মিলে কি শুরু করছেন শুনি। আমরা যেতে পারিনা বলে খালি লোভ দেখান তাইনা। তবে আপনাদের চোখ দিয়ে অনেক কিছু দেকেহ আসি। এমন সুন্দর দেশ দেখে নিজের দেশকে সুন্দর করে তোলার প্রেরণা জাগুক সবার মনে।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: জুনাপার ধারে কাছেও আমি নাই, তবে ভ্রমণ আর ছবি তোলাটা আমার রক্তে মিশে গেছে, সব সময় ক্যামেরা রেডি না থাকলে আমার পেটের ভাত হজম হয়না, জুনাপার আমিও একজন ভক্ত মানুষ। শুভেচ্ছা জানবেন ভাই
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
অপর্ণা মম্ময় বলেছেন: ডেভিস ফল ছবির চেয়ে সামনাসামনি অনেক সুন্দর নিশ্চয়ই। ১৬ আর ১৭ নাম্বার ছবি দুইটা বেশি সুন্দর
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ছবিতে তো একটা এলাকার কিয়দাংশই উঠে আসে, বাস্তবতা সব সময়ই এর চেয়ে অনেক গুণ বেশী হয়, ধন্যবাদ ভাই।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২
গেম চেঞ্জার বলেছেন: আরো বেশি ছবি দিতে পারতেন ভাই। তবে যা-ও দিয়েছেন সেটাই বা কম কি-সে। ডেভিস ফল'এর কাহিনী পড়ে টেনশন হচ্ছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি সাধারণত একটা পোষ্টে ২০টির বেশী ছবি দেইনা, ধন্যবাদ ভাই।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
কেউ নেই বলে নয় বলেছেন: ছবিগুলো সুন্দর। দেখতে ভালোলাগছিলো। শুরুর দিকের বর্ননাও। +
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কেউ নেই বলে ভাই
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ছবি, সাথে শুরুর বর্ণনা। আপনি যেন পা না হড়কান, সে জন্য নেপাল সরকার রেলিং দিয়েছিল, আমার নির্দেশে
লাইক উইথ +++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনি জনতার অনেক উপকার হকরলেন ভাই, এই জন্য আপনার সাথে আমি একটা ফিরি ট্যুর করতে চাই
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
হা ...... হা..........হা.........সাদা মনের মানুষ তো, কালো মনের মানুষ হলে এমন রংধনু ছড়ানো নির্জন স্থানে কাউকে নিয়ে ঘনিষ্ট হতেনই। আর পবিত্র স্থানকে অপবিত্র করার জন্য জলপ্রপাতের গভীর জলে পা হড়কে পড়তে হতোই ।
সেরকম লম্ফঝম্ফ করেনি বলেই এ যাত্রা টিকে গেলেন । নইলে সামু ব্লগ আপনার স্মৃতির স্মরনে একদিন বন্ধ ঘোষনা করতো ...
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে বলি জিএস ভাই, ভেতরটা কিন্তু খুব একটা সাদা না
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১
তামান্না তাবাসসুম বলেছেন: যেতে ইচ্ছা করছে
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর জায়গা, যেতে ইচ্ছে করবেই তো, শন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭
চৌধুরী ইপ্তি বলেছেন: সুন্দর লাগলো জায়গাটা।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: আসলেই সুন্দর, শুভেচ্ছা
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডেভিসের তাহলে এই কাহিনি!
নেপালি পুজারিকে দেখে মজা পেলাম...
আহ.... অবশেষে সাদামন ভাইরে দেখতে পাইলাম....
আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল?
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভাব্তাছি, কোথাও কি দেখা হয়েছিলো
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
মঞ্জু রানী সরকার বলেছেন: হ্যা, কাহিনী ঐটাই কথিত আছে। তবে এটি সুস্দর। এটা্ট আসল কথা
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
সাহসী সন্তান বলেছেন: চমৎকার ভ্রমণ কাহিনীর সাথে প্রত্যেকটা ছবিতো ওয়াও লাগতাছে! তবে আপনি যে পা হড়কাননি, সেটা জানতে পেরে সব থেকে বেশি ভাল লাগছে.....! হড়কাইলেইতো গো টু হাসপাতাল......!!
পোস্টে প্লাস (+) সহ ভাল লাগা জানিয়ে গেলাম! শুভ কামনা জানবেন!
২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো সাহসী সন্তান থাকতে আমার পা হড়কানোর কোন তো সুযোগই ছিলোনা ভাই, শুভেচ্ছা জানবেন
১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
জুন বলেছেন: জলপ্রপাতের ছবিগুলো খুবই ভালোলাগলো সাদা মনের মানুষ । তবে তার নামকরণের ইতিহাসটুকুও করুন ।
আরো ছবি দেখার প্রত্যাশায় ।
+
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নমকরণের ইতিহাসটা মনে হয় এমন না হলেই ভালো হতো, শুভেচ্ছা জানবেন আপু
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
কালীদাস বলেছেন: বলতে ঢুকেছিলাম যে ইতিহাসটা ভেতরে একটা বোর্ডে লেখা আছে, দেখি আপনি ছবিও দিয়ে দিয়েছেন। অনেককেই দেখেছিলাম রেলিং টপকে ছবি তুলছিল। জায়গাটা একেবারেই শহরের সেন্টারে।
সুন্দর পোস্ট
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়
২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
ধমনী বলেছেন: চমৎকার সব ছবি।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক ভাল লেগেছে আপনার এ পর্ব!
বর্ণনা আর ইতিহাস চমৎকার!!!!
ডেভিস ফল -এর পাশে সাদা মন ভাইকে দারুন মানিয়েছি!
কিন্তু এমন জায়গার সাথে সাথী না থাকলে কিন্ত গুনাহ হয়!!!
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন হয়তো সাথী নিয়েও ওখানে গিয়ে হাজির হবো, শুভেচ্ছা জানবেন আপু
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!
সব শেষে আমি যে ডেভিস ফলে পা হড়কাইনি তার একটা প্রমাণ
হা হা হা "সামমা" ফলস নামকরণের সুযোগ আর দিলেন কই ভয়ের চোটে যেমন রেলিং ধইরা ফটুক তুলছেন!
আল্লাহ আপনাকে সব স্থানে হেফাজত করুন। যাতে আমরা বেশি বেশী ভ্রমন কাহিনী পাই।
+++++
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, ওখানকার পানিটা নিচে পড়ে যেভাবে গর্জন করে পাতাল পথে হারিয়ে যায় ডর লাগাটাই স্বাভাবিক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫
আদম_ বলেছেন: ওরে আল্লারে!!
কেউ আমারে ওইখানে নিয়া মাইরালা
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
সাদা মনের মানুষ বলেছেন: এটা কি কন ভাই! তাহলে আমার ছবিতে মার্ক দিবে কে??
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
প্রামানিক বলেছেন: ১ম হইছি, বিকাল বেলা ডালপুরি দেন।