![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সকাল ৭টায় যদি বাংলাদেশে মাছ ধরেন তো সাড়ে ৭টায় বাজার করেন ভারতে। রান্না হয় বাংলাদেশে, কিন্তু খেতে বসেন ভারতের মাটিতে। এমন এক অদ্ভুত বাড়ির বাসিন্দা রেজাউল মণ্ডল। বাংলাদেশ ও ভারতের স্বাধীনতার এত বছর পর এসেও রেজাউল রয়ে গেছেন উভয় দেশেরই বাসিন্দা।
রেজাউলকে পেতে হলে বাংলাদেশ দিয়ে আপনাকে যেতে হবে যশোর জেলার গদাধরপুর এলাকায়। আর ভারত দিয়ে রেজাউলের ঠিকানা উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রাম। অবশ্য দুই দেশের সীমান্তরক্ষীদের কাছে ৬৫ বছরের রেজাউল ও তার পরিবার পরিচিত ৩৯/১১ পিলারের বাসিন্দা হিসেবে।
রেজাউল জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বাড়ির উঠোনের মাঝ-বরাবর চলে গেছে দুই দেশের রেখা। ফলে বসতবাড়িও দেশ ভাগের মতো ভাগ হয়ে অর্ধেক পড়ে থাকে ভারতে, অর্ধেক বাংলাদেশে। অবশ্য কাঁটাতারের বেড়া বসেনি। তবে দিনরাত চলে বিএসএফ আর বিজিবির নজরদারি।
এক সময়ের ধনী ও সম্ভ্রান্ত রেজাউল মণ্ডলের পরিবারকে দেশ ভাগের সময় অনেক সম্পত্তি হারাতে হয়েছে। এখন সম্বল বলতে সীমান্তবর্তী ১৬ বিঘা জমি। যার ৭ বিঘা বাংলাদেশে আর ৯ বিঘা ভারতে। চাষের জমিরও অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। আগে চাষের পর দুই দেশের অনুমতি নিয়ে সাড়ে ১০ মণ ধান ভারতে নিতে পারতেন। সীমান্তরক্ষীদের অনুমতির সেই কাগজপত্র আজও সযত্নে রেখেছেন তিনি। কিন্তু এখনকার নিয়মে বাংলাদেশের ফসল বাংলাদেশের বাজারেই বিক্রি করতে হয়।
রেজাউল জানান, বাংলাদেশের নয় নং স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে নিয়মিত ট্যাক্স জমা দিতে হয় তাকে। একইসঙ্গে ট্যাক্স দিতে হয় ভারতেও।
জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রামে প্রায় ৬০টি ঘর আছে। সব বাড়িই সীমান্তের পিলার ঘেঁষা। কিন্তু অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে এমন বাড়ির বাসিন্দা কেবল রেজাউল মণ্ডলের পরিবার। রেজাউল মণ্ডল মেয়েদের বিয়ে দিয়েছেন যশোরে। এক ছেলে হাফিজুর কাজ করেন কলকাতা পুলিশে। সূত্র: বাংলা ট্রিবিউন
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছেও কিন্তু বিষয়টা মজারই মনে হচ্ছে
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ তো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, একেবারে ফাটিফাটা
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত!!!
বিস্ময়কর!
এ নিয়েতো ফাটাফাটি ডকুমেন্টারী হতে পারে। বিষয়টি অবহিত করায় অনেক ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমারও খুব ইচ্ছে ওনার বাড়িটা একবার ভিজিট করা, ধন্যবাদ
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
অগ্নি সারথি বলেছেন: বেশ!
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
আমি মিন্টু বলেছেন: দারুন তথ্য ভালো ভাই ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: তথ্যটা যাচাই করার জন্য আমি অবশ্য একবার ওখানে যেতে চাই
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
তার মানে বাংলাদেশে পান খেয়ে চিপটি ফেলা যায় ভারতে !
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কথা হাচা
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
সাহসী সন্তান বলেছেন: কাকা যেখানে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা কোন দেশের মধ্যে সেইটা জাতি জানতে চায়?
তবে আসলেই একটা বিস্ময়কর ব্যাপার স্যাপার! বেশ ইন্টারেস্টিংও বটে!
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কাকার পায়ের নিচে একটা সিমেন্টের স্লাব দেখা যাচ্ছে, হতে পারে ওটা সিমান্ত পিলারই একটা, জাতিকে তো আমি কিছুই জানাতে পারবোনা, আমিতো শুধুই কপিপেষ্ট মারছি
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
জুন বলেছেন: মানুষের তৈরী এসব সীমানা মানুষকেই কত দুর্দশায় ফেলে দেয়। ভদ্রলোকের জন্য খারাপ ই লাগছে।
আপনাকে ধন্যবাদ সাদা মনের মানুষ শেয়ারের জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আমার কিন্তু মনে হচ্ছে ওনার জীবন যাপনটা বেশ এ্যডভেঞ্চারপূর্ণ, দূর্দশাগ্রস্থ মনে হচ্ছেনা, বাকীটা ওনিই ভালো জানেন
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
কলোনী থেকে মুক্ত হওয়ার আসল স্বাদ পেয়েছেন উনার পরিবার।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই কি তাই!
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অদ্ভুত জীবন । অবাক হইলাম খুব ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিও খবরটা পড়ে কম অবাক হইনি
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯
গোধুলী রঙ বলেছেন: বাহ দারুন, এমনটা খালি ইউরোপে আছে জানতাম, বাংলাদেশেও আছে এই প্রথম জানলাম।
আসলেই চাচার জীবনটা খুব অদ্ভুত।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় এটা বেশ এনজয় করার মতো জীবন
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫
তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে।
ধন্যবাদ সহ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: তবে তথ্য যদি কোন কারণে সঠিক না হয় তাহলে কিন্তু আমি দায়ী না তুষার ভাই
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
আনোয়ার ভাই বলেছেন: এ সমস্যার সমাধান ভিসামুক্ত পৃথিবী । দারুন পোস্ট । লেখককে ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ভিসামুক্ত পৃথিবী হলে কতোইনা ভালো হতো!
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
ভিটামিন সি বলেছেন: দারুন তো! বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করার মতো। আমার জানামতে নাগাল্যান্ডে ইন্ডিয়া ও মিয়ানমারের সীমান্তে এমন কিছু বাড়ি আছে। যারা খায় ইন্য়িাতে আর ঘুমায় মিয়ানমারে।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: নতুন আরো একটা জানলেন, কেমন আছেন ভাই?
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: আমার কেন জানী ঈর্ষা হচ্ছে।
দু দেশেই উনার এবং উনার সন্তানের কর্মসংস্থান।
বলা যায় অনেক সুখি মানুষের গল্প এটা।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: এমনটাও ভাবা যায় আবার উল্টোটাও
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
কাবিল বলেছেন: চমৎকার শেয়ার। ভাল লাগলো।
আহ--- আমার বাড়ি যদি এমন হতো!
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: হলোনা তো এখন আর কি রা, শুধুই আফসোস
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
রেজাউল মন্ডল এর মতো আরও অনেক পরিবার আছে যারা এভাবে দুই দেশের বাসিন্দা হয়ে বসবাস করছেন।
পোষ্টে ভাল লাগা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: এটা আমার কাছে মনে হয় এ্যডভেঞ্চারার জীবন, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
টোকাই রাজা বলেছেন: উনার বাথরুমটা কোন দেশে জানতে মন চায়, ভারতে হলে ভাল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ধমনী বলেছেন: ভালো তো! ভিসার জটিলতা নাই।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ইন্ডিয়ান ভিসা নেওয়া এখন বেশ কষ্টের এবং খরচ বহুল
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: দুই দেশের নাগরিক। দুই দেশেই অবাধ বিচারণ।
এটার প্রতিকূলতা হয়তো কিছু আছে। কিন্তু, যে কোন দেশে যে কোন সময় তার যেতে কোন বাধাই নেই। নেই কোন আইনভঙ্গের শঙ্কাও।
পোষ্টটা চমৎকার শেয়ারের। +
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: দুই দেশের নাগরিক। দুই দেশেই অবাধ বিচারণ, আমার ক্ষেত্রে এমনটি হলে আমি খুশিই হতাম
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: টোকাই রাজা বলেছেন: উনার বাথরুমটা কোন দেশে জানতে মন চায়, ভারতে হলে ভাল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: কেন, ওখানে জৈব গ্যাস দরকার বলে?
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
কালীদাস বলেছেন: ইউরোপিয়ান ইউনিয়নে এই টাইপের কেস মেলা। বাংলাদেশ-ইন্ডিয়ার মাঝে আছে দেখে অবাক হলাম
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এমন আরো কতো কি আমাদের অজানা রয়ে গেছে, শুভেচ্ছা জানবেন দাদা
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
ফুয়াদ আল আবীর বলেছেন: উনার বাথরুমটা কোথায়??
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
সাদা মনের মানুষ বলেছেন: এটা জানার আগ্রহটা আমারও আছে, আহেন দুইজনে গলাগলি ধইরা গিয়া দেইখ্খা আহি
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৩
তানজির খান বলেছেন: খুব ভাল খবর জানলাম। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ রইল ভাই
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তানজির ভাই, আপনার ব্লগ ঘুরে এলাম
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যিই অদ্ভুত। বাংলাদেশেও যে এমনটা আছে আগে জানা ছিলোনা। শুভেচ্ছা রইলো।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও জানতাম না, তবে খবরটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা সত্যিই অদ্ভুদ
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
রাবার বলেছেন: আর বাথ্রুমডা
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
সাদা মনের মানুষ বলেছেন: বাথ্রুমডা নিয়া সম্যায় আছি, আমরা কেউই জানিনা সেটা কোথায়
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
মুদ্দাকির বলেছেন: খুব সম্ভবত ব্যাপারটা উনি ইঞ্জয় করছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: বিরম্বনা বোধ করাটাও অস্বাভাবিক কিছুনা
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
তানজির খান বলেছেন: রিপ্লাই দেবার জন্য ধন্যবাদ ভাই। শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও আন্তরিক শুভ কামনা
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
কিরমানী লিটন বলেছেন: চমৎকার হৃদয় ছুঁয়ে যাওয়ার লিখনি- অনেক শুভকামনা ...।
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: এই দেশেতে খায় দায়
ওই দেশেতে থাকে
দুই দেশেরই নাগরিকত্ব
দিছেন সরকার তাকে।
ধন্যবাদ কামাল ভাই।
০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড শেয়ার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।
০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আন্তর্জাতিক বাড়ি। হাঃ হাঃ
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
সারাফাত রাজ বলেছেন: কি ভয়ঙ্কর ব্যাপার। উনি মারা গেলে মাটি হবে কোথায়?
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: বিষয়টা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
কল্লোল পথিক বলেছেন: কি মজা দু দেশের নাগরিক।