নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) মাটির ঘর, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রাম থেকে তোলা ছবি।
(৩) ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আল হারাম এর একটা মিনার, পাশেই 'মক্কা রয়েল হোটেল ক্লক টাওয়ার', যা সৌদি আরবের মক্কার সরকারের মালিকানাধীন একটি কমপ্লেক্স ভবন। এই টাওয়ারটি রাজা আব্দুল আজিজ এনডাওমেন্ট প্রকল্পের একটি অংশ। ভবনটি কয়েকটি বিশ্ব রেকর্ড ধারণ করে আছে; যেমন- বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার এবং বিশ্বের বৃহত্তম ঘড়ি মুখ। কমপ্লেক্সটি হোটেল টাওয়ার তাইওয়ানের তাইপে ১০১ টপকিয়ে ২০১২ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন হয়ে ওঠে এবং বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবনের মর্যাদা লাভ করেছে, শুধুমাত্র দুবাই এর বুর্জ খলিফা এবং সাংহাই এর সাংহাই টাওয়ার ছাড়া। বিল্ডিং কমপ্লেক্সটি হল বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আল হারামের একেবারেই গা ঘেষে দাঁড়ানো।
(৪) মেঘনা নদীর পারে, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দি গ্রাম থেকে তোলা ছবি।
(৫) দাতরাঙ্গা ফুল, নরসিংদী জেলার শিবপুর থানার সোনাইমুড়ি পাহাড় থেকে তোলা ছবি।
(৬) ঢাকা বই মেলা, ২০১৬ সালের বই মেলা থেকে তোলা ছবি।
(৭) দয়াল বাবা গনিশাহ এর মাজার, কালাইনগর-গ্রামের গনি শাহ (রঃ)। অলৌকিকভাবে শাহান শাহের দরশন এবং বেলায়ত প্রাপ্ত হয়ে গৃহ ত্যাগি হন তিনি। কখনো নদীতে নৌকায়,কখনো ডাঙায় বহু বিচিত্র সাধনে রেয়াজতে গনি শাহ এক সময় হয়ে উঠেন শাহান শাহের প্রিয় একজন। শাহান শাহের আচার আচরন তার ধাতস্ত হয়।তিনি হয়ে যান মজ্জুব একজন।জিবনের শেষাংশ তার কাটে নবিনগর থানাস্ত থোল্লাকান্দি গ্রামে। ওফাৎ প্রাপ্তির পর সেখানেই তার মাজার হয়েছে। অগনিত ভক্তের আগমনে প্রতি বৎসরই তার ওরশ উদযাপিত হয়।
(৮) ভড়া বর্ষায় বিছানাকান্দি, বিছানাকান্দি হল একটা পাথরের বিছানা, যার উপর দিয়ে মেঘালয় রাজ্য থেকে ধেয়ে আসা স্বচ্ছ শীতল জলের তলদেশে পাথরের পাশাপাশি নিজের শরীরের লোমও দেখা যাবে স্পষ্ট। আর অন্য দিয়ে ক্ষণে ক্ষণে বাতাসে ভেসে আসা মেঘগুলো সামনের পাহাড়গুলোকে ঢেকে দিচ্ছে, কখনো বা হুট করে বৃষ্টি নেমে এসে ভিজিয়ে দিচ্ছে সব কিছু। এখানে প্রকৃতির এ যেন এক মজার খেলা।
(৯) একটি গ্রাম্য মেলা, বিরাব, কাঞ্চন, রূপগঞ্জ থেকে তোলা ছবি।
(১০) সাজেক যাওয়ার পথ, প্রায় দুই হাজার ফুট পাহাড়ের ওপর ঝকমকে প্রশস্ত পথ। শহরের আদলে তৈরি ফুটপাত একেবারে পরিচ্ছন্ন ও পরিপাটি। পথের পাশে পাহাড়িদের বাড়িঘর নান্দনিকভাবে সাজানো। খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথের ছবি এটা।
(১১) মাছ ধরা, এই ছবিটা তুলেছি নরসিংদীর মেঘনা নদী থেকে।
(১২) চমৎকার এই ঘুঘুর ছবিটা তুলেছি দুলালপুর, শিবপুর, নরসিংদী থেকে।
(১৩) আদিবাসি নারী, বগা লেক থেকে তোলা ছবি, যেই বগালেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি লেক। (উচ্চতা প্রায় ২,৪০০ ফুট)।
(১৪) ল্যাংটার মাজারে একজন ফকিরের সাথে আমি, প্রতি বছর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলীতে ১৭ থেকে ২১ চৈত্র এখানে ওরস হয়।
(১৫) রত্ন পাথর, যা নিমিষেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়, ল্যাংটার মাজার থেকে তোলা ছবি।
(১৬) কৃষক জমিতে কীটনাশক ছিটাচ্ছে, কুমিল্লার রাজাপুর থেকে তোলা ছবি।
(১৭) চিংড়ি ঝর্ণা, বান্দরবানের বগালেক থেকে কেউকারাডাং যাওয়ার পথেই দেখা মিলবে এই ঝর্ণার, শুনা যায় এক সময় নাকি এই ঝর্ণায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেতো, তাই নাম হয়েছে চিংড়ি ঝর্ণা।
(১৮) ছোট্ট ফড়িং, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(১৯) প্রাণীটির নাম আলপাকা, এই ছবিটা গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে তুলেছি।
(২০) কৃষ্ণচুড়া, এটা শিবপুর, নরসিংদী থেকে তোলা হয়েছে।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সহ শুভেচ্ছা জানবেন দাদা
২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
ভিটামিন সি বলেছেন: দাদু, তোমাল ছবি এত্তুগুলা ভালো হইতে।
আর কৃষ্ণচুড়া, ওফ, আমার প্রিয় ফুলগুলির একটি।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৬
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, ধন্যবাদ সি দাদু
৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫
অগ্নি সারথি বলেছেন: অসাধারন তুলেছেন ভাই। কোন ক্যামেরা?
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: বিভিন্ন সময় আমি বিভিন্ন ক্যামেরা ব্যবহার করে থাকি, বর্তমানে canon-pc1817
৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার ছবি ব্লগ।
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন পথিক
৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
অপুর্ব সুন্দর ছবি।
তবে বর্ডারটা ছবির সৌন্দর্য কিছুটা কমিয়েছে
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: বর্ডারটা ছবির সৌন্দর্য কিছুটা কমিয়েছে ........হয়তো তাই, তবে আমার কাছে বর্ডার দিলে ভালোলাগে।
৬| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২১
সোজোন বাদিয়া বলেছেন: চমৎকার ছবি। সুন্দর সময় কাটল। ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
৭| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
জুন বলেছেন: অপুর্ব আমার দেশের ছবি
+
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন
৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হইছে ভাইয়া
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ছবি আপু
৯| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবি নং- ১৯ আলপাকা প্রাণীটি কী ভেড়া প্রজাতির? এই প্রাণীটি আমি আগে দেখেছি কী না মনে করতে পারছি না।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: দেখতে তো এমনই লাগে, কোন প্রজাতির সেটা জানতে হলে বিজ্ঞানী কোহিনুরকে দরকার
১০| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টে ৩ নং ছবিটি কী পোস্টের সাথে প্রাসঙ্গিক?
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টের শিরোনাম বনে বাদাড়ে হলেও মূলত ইহা একটা ফটোব্লগ, যা সব সময় বনে জঙ্গলে না থেকে শহর বন্দর বা ধর্মীয় পবিত্র স্থানগুলোতে ঢুকে পড়ে, সুতরাং আমি বলব প্রাসঙ্গিক।
১১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
প্রকৃতির সৌন্দর্যের সাথে যার প্রেম, তাকে .......
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: অনেক দন্যবাদ আহমেদ ভাই, আপনার দেওয়া উপহার অবনত চিত্তে গ্রহণ করলাম।
১২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ছবি তোলার হাত অসাধারণ!
বেশ লাগলো ছবিগুলো।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: সব সময় ভালো ছবি তোলার চেষ্টা করি, আর আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হই বরাবরই.......শুভেচ্ছা জানবেন মিরান ভাই
১৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১:১৮
পুলহ বলেছেন: আগেও বোধহয় বলেছিলাম, আবারো বলি- আপনার ছবিগুলো দেখে ইট পাথরের দালানে বসেই মাটির ঘ্রাণ পাই, বদ্ধ চারদেয়ালের মধ্যে থেকেও চোখে পড়ে স্বপ্নময়, উজ্জ্বল নীল আকাশ...
সাদা মনের মানুষ তার অপূর্ব সব পোস্টের মাধ্যমে আমাদের, পাঠকের সামনে এনে হাজির করেন প্রকৃতির দেখা না-দেখা রঙিন শত ঐশ্বর্য
শুভকামনা আপনার জন্য ভাই !
২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: এই মাটির ঘ্রাণটা আমার কাছে বড়ই প্রিয়.........আপনার এমন মন্তব্য বরাবরই আমাকে অনুপ্রাণিত করে
১৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১:৪১
বোকামানুষ বলেছেন: অনেকদিন পর আপনার সিরিজটা দেখলাম বরাবরের মতোই দারুণ
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা বোকা মানুষ
১৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮
প্রামানিক বলেছেন: আলপাকা নামের প্রাণী আগে কখনও দেখি নাই। আপনার ক্যামেরার গুণে আর আপনার কল্যানে দেখা হলো। ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তালপাকা দেখেছেন নিশ্চয়ই
১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১
এহসান সাবির বলেছেন: প্রিয় সিরিজ।
চলুক সাথে আছি।
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: চমতকার, সুন্দর।
+++