নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নীল সমুদ্রের বুকে বাংলাদেশের সর্ব দক্ষিণ দ্বীপ সেন্টমার্টিন। সেন্টমার্টিনের সর্ব দক্ষিণ বিন্দু তথা বাংলাদেশের সর্ব দক্ষিণ বিন্দুর নামই ছেড়াদিয়া বা ছেড়া দ্বীপ নামে পরিচিত। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি: মিটার দক্ষিণে এ দ্বীপটির অবস্থান। ছেড়া দ্বীপের আয়তন তিন বর্গ কিলোমিটার। ২০০০ সালের শেষের দিকে এই দ্বীপটির সন্ধান পাওয়া যায়, ছেড়া দ্বীপ জোয়ারের সময় অনেকাংশে ডুবে যায়।
প্রচুর প্রবাল, পাথর, স্বচ্ছ পানিতে নানান জীব বৈচিত্র দেখতে হলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন থেকে ট্রলারে মাত্র ২০/২৫ মিনিট লাগবে ছেড়া দ্বীপ পৌঁছতে। ভাটার সময় সেন্ট মার্টিন থেকে হেটেও ছেড়া দ্বীপ যাওয়া যায়।
(২) সেন্টমার্টিন থেকে এমন সব ট্রলারে চড়েই যেতে হয় ছেড়াদ্বীপে, অবশ্য কিছু স্পীডবোটও ওখানে যাতায়াত করে।
(৩) ট্রলারে চড়ে ছেড়াদ্বীপে যাওয়ার সময় সেন্টমার্টিনের পুরো পূর্ব পাশটায় নজর বুলিয়ে নেওয়া যায়। সমুদ্রের নীল জলরাশির ভেতর নারকেল গাছ বেষ্টিত সেন্ট মার্টিনের এই রূপ দেখার জন্য বার বার এখানে আসতে ইচ্ছে করবে এটা নিশ্চিৎ।
(৪) ইদানিং সেন্টমার্টিনে সাইকেল ভাড়া পাওয়া যায়, অনেকে এ্যডভেঞ্চার করার জন্য ভাটার সময় ভাড়া সাইকেল নিয়ে ওখানে চলে যায়। সাইকেল নিয়ে যাওয়া একজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগলো, সে বলছে জীবন শেষ। আমাদের সাথের অনেকে হেটেও ছেড়া দ্বীপে গিয়েছে। আমি মনে করি এই বালিয়ারি ধরে সাইকেল চালিয়ে যাওয়ার চাইতে পাঁচ কিলোমিটার হাঁটা অনেক সহজ।
(৫) ট্রলার ছেড়াদ্বীপের পাশে ভেড়ানো যায় না, ওখানের ধারালো প্রবালে ট্রলার ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে প্রবল। তাই ট্রলার দ্বীপ থেকে বেশ কিছুটা দূরে নোঙ্গর ফেলে। তারপর ছোট ডিঙ্গি নৌকাগুলো দিয়ে ছেড়াদ্বীপে গিয়ে নামতে হয়। সামনেই দেখা যাচ্ছে পাথুরে ছেড়াদ্বীপের একটা অংশ যেখানে কেয়া পাতার ছাওনি দেওয়া দুটি ঘর।এখান দিয়েই ছেড়াদ্বীপে যাতায়াত করতে হয়।
(৬) ছেড়াদ্বীপে নেমে কেয়া বন আর বালির উপর বিছিয়ে থাকা লতানো গাছগুলোর বেগুনী ফুল দেখে ইচ্ছে করবে যে, একটা জীবন এখানেই কাটিয়ে দিলে মন্দ কি?
(৭/৮) কিছু বালু ছাড়া এই দ্বীপের পুরোটাই প্রবাল, সাদা, কালো হরেক রং হরেক ডিজাইন। সাদা প্রবালগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ বেশী বলে একজন স্থানীয় বাসিন্দা ছোট সাদা প্রবালগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছে বিক্রি করার জন্য।
(৯) উপরে নীল আকাশ, আর নীচের ফেনীল সমুদ্র নিরন্তর প্রবালের উপর আছড়ে পড়ছে, এমন দৃশ্য দেখলে চক্ষু পবিত্র হয়।
(১০) ধারালো প্রবালের উপর দিয়ে সাগরে নামা কঠিন, তবু পর্যটকদের সেই দিকে কোন ভ্রক্ষেপ নেই।
(১১/১২) যেদিকে তাকানো যায় এমন পোকায় খাওয়া পাথর, যার নাম প্রবাল।
(১৩) তবে বিশালার এমন সাদা প্রবালগুলো আলাদাভাবে সবার দৃষ্টি কারে।
(১৪) এই ফলের নাম কেয়া, সেন্ট মার্টিন আর ছেড়াদ্বীপ ছাড়া অন্য কোথাও এই গাছ আর ফল দেখিনি।
(১৫) জোয়ারের সময় এখানে এসে ভাটার সময় স্বল্প পানিতে আটকে পড়া মাছ।
(১৬) দ্বীপের ভেতর কেয়া পাতার চালা দেওয়া এমন কিছু দোকান আছে, যেখানে সামুদ্রিক মাছ, কাকড়া, ডাব ও পানি বিক্রি হয়।
(১৭/১৮) বালতিতে রাখা কাকড়া, যা দামদর করার পর প্লেটে এমন ভাবে চলে আসে।
(১৯) পর্যটকদের ফিরিয়ে নেওয়ার জন্য ট্রলারগুলো ওই দূরে দাঁড়িয়ে আছে।
(২০) পর্যটকরা ছোট নৌকায় করে ফিরে যাচ্ছে বড় ট্রলারগুলোতে, ট্রলারগুলো সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে সেন্টমার্টিনের মূল দ্বীপে।
তিনবার ছেড়াদ্বীপে গিয়েও কোন চাঁদনী রাতে ওখানে থাকার সুযোগ হয়নি, অবশ্য ওখানে থাকাটা বেআইনী। তবু আমার কিছু বন্ধু বান্ধব ওখানে চাঁদনী রাতে তাবুতে থেকেছিলো। তাদের ভাষায় ওটা ছিল একটা স্বর্গীয় রাত। তেমন একটা স্বর্গীয় রাতের অপেক্ষায় আছি আমিও।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: এটা খাওয়ার অযোগ্য নারকেলের খোসার মতো খসখসে টাইপের একটা ফল, তবে কাঠালের কোয়ার মতো দেখতে অংশগুলো ভেতরে প্রচুর বিচি আছে।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর একটা কথা না বললেই নয়। আমার ছোট ছেলেটা ( রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স পড়ে ) কিছুদিন আগে তার ডিপার্টমেন্টের ছাত্র শিক্ষকদের সাথে সেন্ট মার্টিন বেড়িয়ে এলো। সে প্রায় শ'খানেক ছবি তুলে এনেছে। আপনার এই ছেড়াদ্বীপের ছবিগুলোর মতো এত মন কাড়া না হলেও ভালোই তুলেছে। আপনার ফটো পোস্ট গুলো মাঝে মাঝে ওকে দেখাই। ওর ধারনা আপনি পেশাদার ফটোগ্রাফার। হাঃ হাঃ হাঃ।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরা যারা টিপতে পারে তাদেরই ওখানে ভালো ছবি উঠানোর কথা। সৌন্দর্য্যের ভান্ডার যেখানে অফুরন্ত সেখানে ভালো ফটোগ্রাফারের দরকার হয়না, তবে ছবি উঠাইতে উঠাইতে আমার কিছুটা ধারণা হয়ে গেছে কিভাবে ছবি তুললে ভালো হতে পারে। আপনার ছেলের জন্য শুভ কামনা।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
হিজবুল্লাহ আন্দালিব বলেছেন: এটা আমার খুব পরিচিত জায়গা। অনেকদিন এখানে থেকেছি, ঘুরেছি, মজা করেছি। এখানকার রুপচাদার কথা ভুলতে পারব না।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি খুবই ভাগ্যবান।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬
জুন বলেছেন: ছেড়া দ্বীপে কাঁকড়া আর চিংড়ি মাছ ভাজার জন্য আমার স্বামী হোটেলওয়ালা সহ খাদকদের উদ্দেশ্যেও একটা বক্তৃতা দিয়ে এসেছিল । বিষয় জীব বৈচিত্র নষ্ট । আপনি সেই সময় ছিলেন নাকি সাদা মনের মানুষ
দেখেন মাছগুলো কি সুন্দর ।
সত্যি ছেড়া দ্বীপ ছবির মত সুন্দর লেগেছে আমার কাছে । তেমনি আপনার তোলা ছবিগুলোও দারুন ।
+
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: জীব বৈচিত্র নষ্টের বিষয়টা ভাবলে এখানে যাওয়ার আগে প্রত্যেকটা টুরিষ্টকে লিফলেট বা জাহাজে যাওয়ার মাইকে সবাইকে সচেতন করে দিলে ভালো হয়। অন্যথায় সর্বশেষ গত ৩১/০৩/২০১৬ এ আমি সেন্টমার্টি আর ছেড়াদ্বীপে গেলাম। আগের ছবির সাথে মেলাতে পারলাম না, পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমি বলবো ছেড়াদ্বীপের কথা।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮
কানিজ রিনা বলেছেন: স্মৃতির সুকনো পাতা মরমর করে বেজে
উঠল এই ছেরা দ্বীপের ছবি গুল দেখে।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: এমন স্মৃতি গুলো মনে হলে ভালোলাগায় মনটা ছেয়ে যায়, শুভ কামনা জানবেন আপু।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ ছবি আর বর্ণনা!!যেতে বড় সাধ হয়!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আপনার যখন সাধ হয়েছে নিশ্চয়ই যাবেন আমি নিশ্চিৎ......আপনি যে ঘুরুঞ্চি পাবলিক সেটা তো আর কারো অজানা নয়।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩
পুলহ বলেছেন: আপনার অপেক্ষা সফল হোক....
ছবিগুলো মন ভালো করে দেবার মতন সুন্দর!
ভালো থাকুক সেন্টমার্টিন, ভালো থাকুক ছেড়া-দ্বীপ....
২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন সব সময়
৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সনদ্বীপে গিয়েছিলাম গত ছুটিতে দেশে গিয়ে , ছেড়া দ্বীপে যাওয়া হয়নি । আপনার ছবি দেখে আর বর্ননাতে মন ভরে গেল। আবার কখনো গেলে যাব।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন: সনদ্বীপে আমার যাওয়া হয়নি, কোন একদিন আমিও হয়তো যাবো, ভালো থাকুন, শুভেচ্ছা।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর। এসব হয়ত দেখা হবেনা, ট্রলারে সাগর পাড়ি দিতে ডর লাগে
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: চক্ষু বন্ধ কইরা বইসা থাকবেন, মনে করবেন বাড়িতে ঘুমাইতেছেন, ঘুম ভাঙ্গলে দেখবেন ছেড়াদ্বীপ
১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫১
কালনী নদী বলেছেন: দারুন ছবি ব্লগ হয়েছে, সংগ্রহ করে রাখলাম ভাই।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ছবি এবং বর্ননা দুটোই ভালো লেগেছে। সময়ের অভাবে বেড়াতে পারিনা। তবে আমি খুবই ভ্রমণ প্রিয় মানুষ। তাই হয়তো ছবি ব্লগ এতো ভালো লাগে।
২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম
১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন দেশটি কোথাও খূঁজে পাবেনাকো তুমি
সকল দেশের রানী -সেযে আমার জন্মভূমি...
দারুন দারুন দারুন! যেমন ছবি তেমন সরেস বর্ণনা! যেন নিজেই ঘুরে এলাম
++++++++++++++
২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: এমন দেশটি কোথাও খূঁজে পাবেনাকো তুমি
সকল দেশের রানী -সেযে আমার জন্মভূমি..............শুভেচ্ছা নিন ভাই।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছেড়াদ্বীপে কী কোন পাকা রাস্তা নাই?
আপনি ঠিকই বলেছেন। বালিয়াড়ি ধরে সাইকেল চালিয়ে যাওয়ার চেয়ে পায়ে হেঁটে যাওয়াই ভালো।
২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, ওখানে কোন পাকা রাস্তা নাই, ধন্যবাদ।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাঁকড়া খেয়েছেন? খেয়ে থাকলে স্বাদ কেমন?
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: খেয়েছি অনেক বার, এটা বেশ সুস্বাদু, কিছুটা চিংড়ি মাছেরই মতো স্বাদ
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার ছবিগুলো বরাবরই সুন্দর।
ছবিতে...++
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন মিরান ভাই।
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার ছবিও বর্ণনা।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সবসময়, শুভেচ্ছা নিবেন পথিক।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫
চিত্রনাট্য বলেছেন: আহারে ! যদি ওখানে আমার বাড়ি হতো !
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ভালো লাগতোনা, কারণ জীবন ওখানে বড়ই কঠিন।
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মনোমুগ্ধকর ছবি সাথে বর্ণনা।
সেন্টমার্টিন গেলেন আর ছেড়াদ্বীপ না গিয়ে চলে আসা পুরো ভ্রমনটাই অসম্পূর্ন।
ছেড়া দ্বীপের সৌন্দর্য এখনো ভূলতে পারিনি। তবে ছেড়া দ্বীপের আসল সৌন্দর্য থেকে বেশি আপনার ছবিতে ফুটে উঠেছে।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: তবে ছেড়া দ্বীপের আসল সৌন্দর্য থেকে বেশি আপনার ছবিতে ফুটে উঠেছে। .......এটা কি করে হয় ভাই! আমি জানি সব সময় আসলের কিয়দাংশই ছবিতে ফুটে উঠে, ধন্যবাদ।
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২ নং ছবি। এইরকম ট্রলারে চড়ে যেতে হবে? সর্বনাশ! উলটাইয়া গেলে সাগরের নোনা পানি খাইয়া ভবলীলা শেষ।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: বোটে লাইফ জ্যাকেট থাকে অনেক, সুতরাং নো চিন্তা
২০| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮
প্রামানিক বলেছেন: আমি যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখনকার সেই চেহারা এখন আর নাই। আমার কাছে সেই নিরেট গ্রাম্য চেহারাটাই ভাল ছিল। তবে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সময় সুযোগ হলে আবার যাওয়ার ইচ্ছা আছে।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই ৭ বছর আগে আমার প্রথম দেখা সেই দ্বীপটাও এখন নাই, আমরা খুব দ্রুত এই দ্বীপটাকে নিঃশেষ করে ফেলছি।
২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমার জীবনে প্রথম কাঁকড়া খাওয়া ছেঁড়া দ্বীপেই। প্রথমে একটা ঠ্যাং নিয়ে চুষে দেখি খুবই মজা, এরপর থেকে কাঁকড়া আমার প্রিয় খাদ্য তালিকায়...
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার জীবনের প্রথম কাকড়া খাওয়াও এই সেন্টমার্টিনেই, আহেন আমরা গলাগলি ধইরা আবার দৌড় লাগাই
২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছেঁড়াদ্বীপে থাকা বেআইনী কেনো?
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: জীব বৈচিত্র যাতে ধ্বংস না হয় সেই জন্য
২৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯
ফয়সাল রকি বলেছেন: ছেঁড়াদ্বীপে যাইতে মঞ্চায়।
+++
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমারো
২৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমারও ছেঁড়া কাপড় চোপড় পরে ছেড়াদ্বীপে যেতে মুঞ্চায়।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? ভালো কাপড় ছিড়ে নিলেই পারেন
২৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
ভয় হয়, এই সুন্দরতা কবে হারিয়ে গিয়ে ছাল ওঠা কুকুরের মতো ঘেন্নো হয়ে যায় !
কারন , ঐ সব প্রবালে হাত দিতে নেই মোটেও । হাত দিতে নেই কোনও জলজ প্রানীতেও । অথচ আমরা শিক্ষিত -অশিক্ষিত সবাই বোধহয় তা-ই করছি । দ্বীপটাকে প্রবাল ও জলজ প্রানীদের অভয়ারণ্য ঘোষনা করা উচিত ।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: এখনি অনেকটা সেই রকম হয়ে গেছে, ওখানে যাওয়ার আগে পর্যটকদের জন্য কিছু কঠোর নীতিমালা অবশ্যই পালন করা উচিৎ
২৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টে আপনার ছবি কোথায়? রান্না খেলাম, কিন্তু বাবুর্চিকে তো দেখলাম না!
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্রামানিক ভাইয়ের রোগে ধরছে নাকি ভাই? খালি খালি খাই খাই করেন
২৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। এক্কেরে হাঁচা কতা কইছেন।
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন হাসঁ-টিয়া দিলাম, কিছু কিন্না খাইয়েন
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
অগ্নি সারথি বলেছেন: ঘুরে আসলাম ছেঁড়া দ্বীপ, আপনার সাথে। ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
২৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আন্নে হাঁস-টিয়া কইথিকা পাইছেন? নিউ কেলির লুক আন্নেরে ইমুন পিডান দিব..........
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: নিউ কেলি! ওটা কি নিউজার্সির সাথে??
৩০| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নোয়াখালীরে আমি আদর কইরা নিউ কেলি ডাকি। নিউ জার্সির পাশাপাশি মনে হয়, তাই না?
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: বেশী আদর কইরা আবার বাঁদর বানাইয়া ফালাইয়েন্না
৩১| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
প্রামানিক বলেছেন: এ্যারে বাইচা আন্নে হাঁস টিয়া লই আর মাতিয়েন্ন। হ্যাতেরা চেতি যার গই।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আন্নে আচেন কোন দিনেরলাই
৩২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
হুকুম আলী বলেছেন: আপনার ছবিগুলো সব সময় খুব সুন্দর হয়। দেখে প্রাণটা জুড়িয়ে যায়।
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: জো হুকুম জাহাপনা
৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: সুন্দর সুন্দর ছবি দেখলাম আর অজানা কথা পড়লাম
০১ লা মে, ২০১৬ সকাল ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কাজল ভাই
৩৪| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। অনেক অনেক ভালো লাগা রইলো।
"ছেড়া দ্বীপের আয়তন তিন কি: মিটার।" কথাটা টেকনিক্যালি ভুল- শুদ্ধ করে নিলে ভালো হয়। বর্গ কিলোমিটারে হবে একক।
লোকে যেভাবে প্রবাল গুলো তুলে আনে-এটা পরিবেশ বান্ধব না। এই সচেতনতা আসুক। মৃত প্রবালের বাইরে অনেক জীবিত প্রবালো মেরে ফেলা হচ্ছে। সবাই সচেতন হোক-এই প্রত্যাশা করি।
০৮ ই মে, ২০১৬ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, সংশোধন করে নিলাম।
আর আপনার সাথে আমি অবশ্যই একমত, ছেড়াদ্বীপ বা সেন্টমার্টিনের ভবিষ্যত একেবারেই অন্ধকার দেখছি, তবে আমাদের সচেতনতাই পারে এই দ্বীপের ভবিষ্যতকে আশার আলো দিতে।
৩৫| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৩২
এহসান সাবির বলেছেন: ঐ নতো সেদিন ঘুরে আসলাম।
আমার তো কাকড়া ভাজি ভালোই লাগে।
২৪ শে মে, ২০১৬ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমারো ভালো লাগে
৩৬| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৫
মাদিহা মৌ বলেছেন: অসম্ভব সুন্দর!
কিন্তু কমেন্ট পড়ে তো মন খারাপ হয়ে গেছে …
এই দ্বীপগুলি এখন আর আগের মত সুন্দর নয়?
৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: এই দ্বীপগুলি এখন আর আগের মত সুন্দর নয়? এর দায়ী আমাদের অসচেতনতা।
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
বনী জয়সোয়াল পান্ডে বলেছেন: ঘুরে এলাম কিছু দিন হলো, সমুদ্র দেখতে হলে সেন্ট মার্টিন বেস্ট।
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আপু ইদানিং ওদিকটাকে আমরা যথেষ্ট নোংড়া করে ফেলেছি, যা সত্যিই ভাবনার বিষয়, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টে কয়েকবার আসতে হবে। আপাততঃ কেয়া ফল সম্পর্কে জানতে চাই। এটা কী খাওয়া যায়? মানে মানুষ খেতে পারে? পারলে সাদা মনের মানুষ কী খেয়েছেন? স্বাদ কেমন?