নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৪০

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) শুকনোতে রাখা জেলেদের সাম্পানগুলোর নীচ দিয়ে আছড়ে পড়ছে সাগরের ফেনীল জলরাশি, শীলখালি আর টেকনাফের মাঝামাঝি কোন এক জায়গা থেকে তোলা ছবি।


(৩) গোল পাতায় নির্মিত জেলেকুঁড়ে, খুলনার পশুর নদীর পাড় থেকে তোলা ছবি।


(৪) ত্রিভূবন এয়ারপোর্ট, কাঠমুন্ডু, নেপাল।


(৫) সোনালু, গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যেসব ফুল ফোটে তার মধ্যে সোনালু বা সোনাইলের নাম উল্লেখযোগ্য। ঝাড়লণ্ঠনের মতো দীর্ঘ থোকায় হলুদ-সোনালি রঙের সোনালু ফুল চলতি পথে যে কারও নজর কাড়বেই। রায়পুরা নরসিংদী থেকে তোলা ছবি।


(৬) হযরত বাল মসজিদ, কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা ছবি।


(৭) ছোট বসন্ত বাউরি, নরসিংদীর আরশি নগর থেকে তোলা ছবি।


(৮) রাজধানীতে যাওয়ার প্রস্ততি নিচ্ছে কাকরোল, বারৈচা, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।


(৯) সাঙ্গু নদী, স্থানীয়ভাবে শঙ্খ নদী, বাংলাদেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। কর্নফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিযে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার। রোয়াংছড়ি, বান্দরবান থেকে তোলা ছবি।


(১০) বালিয়াটি প্রাসাদ, মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বলেও ডাকা হয়।


(১১) চা বাগান, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা থেকে তোলা ছবি।


(১২) মুক্তিযোদ্ধ স্মুতিসৌধ, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে তোলা ছবি।


(১৩) লালবাগ কেল্লা, মোঘল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকার লালবাগে অবস্থিত, আর সে কারণেই এর নাম হয়েছে লালবাগের কেল্লা। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। বর্তমানে (প্রেক্ষিত ২০১২) বাংলাদেশ সরকারের প্রত্নতত্ব বিভাগ এই কেল্লা এলাকার রক্ষণাবেক্ষণ করে থাকে।


(১৪) ভৈরব ব্রীজের কাছেই মেঘনা নদীতে একটা ছোট্ট দ্বীপ আছে, ওখানেই বাধা রয়েছে জেলেদের এই নৌকাগুলো।


(১৫) খেলারত শিশু, বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি।


(১৬) শীতলক্ষা নদীতে মহিষদেরকে গোসল করাচ্ছে একজন কৃষক, জামালপুর, গাজীপুর থেকে তোলা ছবি।


(১৭) লালাখাল, সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় স্বচ্ছ নীল পানির নদী ‘লালাখাল’। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালজুড়ে। পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রাও আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা।


(১৮) সোমেশ্বরী নদীতে সুর্য ডুবছে, নেত্রকোনার বিরিশিরি থেকে তোলা ছবি।


(১৯) সোনারগাঁয়ের মেলা, ঈসাঁখার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তোলা ছবি।


(২০) সব শেষে আমি, আপনাদের জন্য কলা নিয়ে হাজির হলাম ;)

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: সব সময়ের মত অসাধারন সব ছবি
পাখি দুইটা সবচাইতে সুন্দর :)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আন্তরিক শুভেচ্ছা জানবেন

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

সাঈদ এন কে বলেছেন: ভাইজান, ভ্রমন পিয়াসী হিসেবে আপনার বিশেষ একটা পরিচিতি আছে। আর আপনার ছবি পোষ্ট গুলি এত ভাল লাগে যে, মন্তব্য করতে হলে শুধু একটা কথা-ই বলতে হয়, অসাধারন! আমি ৫ বছর ধরে সামু ব্লগের শুধুই পাঠক ছিলাম। এখন নতুন ব্লগার হিসেবে দু'একটা মন্তব্য ও করছি। আশা করি আপনাদের মত অভিজ্ঞজনদের সহযোগীতা পাব।

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: একজন পাঠক থেকে ব্লগার হলেন, আন্তরিক অভিনন্দন রইলো আপনার জন্.................লিখতে থাকুন, আছি সাথে।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেষ ছবিতে আপনারে দেইখা বড়ই খুশি হইলাম। কতদিন আপনারে দেখি না! =p~

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: খুশি হইলেন, কিন্তু মুখে তো হাসি দেখি না :)

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তবে কলাগুলি আমাগো লাইগা আনছেন দেইখা আরও বেশি খুশি হইলাম। =p~ =p~ =p~

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাদের জন্য আম নিয়া কবে হাজির হইবেন বলুন :D

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: আপনার সাথে আমাকে নিবেন?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: কেন নিবনা ভাই বলুন, দু'জনেরই যদি সময় সুযোগ হয় তাহলে বেড়িয়ে পড়বো একদিন।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার পোস্ট দেখলে হিংসা হয়।

ইশ!! আমিও যদি এমনভাবে ঘুরতে পারতাম। আর সেগুলো বন্দি করে রাখতাম ক্যামেরায়... ।

চমৎকার সব ছবি। ছবি গুলো কি এডিট করা নাকি? অদ্ভুদ সুন্দর লাগছে :)

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, পোষ্টে দিতে হলে ছবি অবশ্যই কিছুটা এডিট করতে হয়, ভালো থাকুন, সব সময়।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার ছবিও বর্ণনা।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পথিক, বরাবরের মতোই উৎসাহিত করা মন্তব্যে কৃতজ্ঞ

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি- এই মসজিদে নাকি আমাদের হযরত মোহাম্মদ (সঃ)-এর মাথার চুল সংরক্ষিত আছে? আপনি কী তা' দেখেছেন?

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, ওটা দেখা সৌভাগ্য হয়নি, একদিন অপেক্ষা করলে দেখতে পারতাম। যেদিন আমি ওখানে গিয়েছিলাম তারপরদিনই নাকি দেখাবে। সংরক্ষিত চুল / দাড়ি দেখানোর নির্ধারিত দিনক্ষণ আছে।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং ছবি- ওয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর ছবি আপনার ক্যামেরায় দেখতে চাই।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ কোন একটা পোষ্টে সেটা দেখানোর চেষ্টা করবো, ধন্যবাদ।

১০| ০১ লা মে, ২০১৬ সকাল ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অসাধারণ সব ছবি। বিশেষত... ৩, ৮, ৯, ১১, ১৪...

সব ছবি পোস্টে নরসিংদীর কিছু যেন অবশ্যই থাকে ;)
শেষ ছবিটিও মন্দ নয়... :)

০১ লা মে, ২০১৬ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: নরসিংদীর প্রতি আপনার এমন ভালোলাগা সত্যিই আমায় মুগ্ধ করে ;)

১১| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

B-)

ভালোলাগা থাকবেন না কেন, ট্রেনে যাই অথবা বাসে যাই... নরসিংদী ছাড়া কি আমার চলে?

০১ লা মে, ২০১৬ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: একদিন পদধুলি দেন না ভাই, এই গরীবের তরে :``>>

১২| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হুম যাবো... যেটি প্রাইভেট ট্রেনে চড়তে পারবো B-)



(বিশেষ কুনু উদ্দেশ্যে দাওয়াত দেন... হাঁটিয়া চলি আইয়ুম... লইয়া সাঙ্গপাঙ্গ... ইভাবে কইলে যাইতাম ন';)

০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: বিশেষ কুনু উদ্দেশ্য? ঠিক আছে, আমি একটু ফিরি হইয়া নেই :)

১৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যেটি= যেদিন

০১ লা মে, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন:

১৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৩৪

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: মুগ্ধ হলাম। চমৎকার ছবি এবং বর্ণনা। +++++

০১ লা মে, ২০১৬ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসমাইল ভাই, ভালো থাকুন, সব সময়

১৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: কলা কিছু খাওয়ান! পিক দেখে আর কী হবে?
প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর এসেছে আপনার ক্যামেরায়

০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৬| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ সব ছবি! আমারও বন-বাদাড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে!

০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমরা গলাগলি ধইরা ঘুরি :D

১৭| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাইরে তো দাওয়াত দিয়া সওয়াবের কাম সারলেন। আমারে দাওয়াত দিবেন কবে?

০২ রা মে, ২০১৬ সকাল ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই আপনাকে সাথে না নিয়ে আসবে এমনটা আমি ভাবছি না।

১৮| ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নরসিংদীর সাগর কলা! দেখলেই খাইতে মুঞ্চায়।

০২ রা মে, ২০১৬ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি যেদিন রাজশাহী আম খাইতে যামু সেইদিন কলা নিয়া আমুনে :D

১৯| ০২ রা মে, ২০১৬ সকাল ৮:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব দুই নম্বরী কথা।

০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে ৩ নম্বরী কথা হবে :D

২০| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



আপনার বনে বাঁদাড়ে আমিও ঘুরি আপনার লেখার সাথে সাথে । ভালোলাগাও রেখে আসি বনে বাঁদাড়ের পথে ।
তবে আমার মনে হয় ছবির ফ্রেমিংটা আপনার সুন্দর ছবিগুলোর মুগ্ধতা কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে । ফ্রেমিং এর রেখাটি মেদবহুল না হয়ে শঙ্খ নদীর মতো শীর্ণকায়া হলে ভালো হয় । ভেবে দেখতে পারেন ।
শুভেচ্ছান্তে ।

০২ রা মে, ২০১৬ রাত ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আমি ঠিক বুঝতে পারিনা, আমার মনে হয় বর্ডার দিলেই ছবিগুলো ভালোলাগে.......চেষ্টা করবো চিকন বর্ডার দেওয়া যায় কিনা।

২১| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৪২

আমির হোসেন বলেছেন: “বনে বাঁদাড়ে” শিরোনামে একটি বই (ছবির এলবাম) প্রকাশ করে রাখতে পারেন কামাল ভাই। কারণ দিন দিন ব্লগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কালের পরিক্রমায় একসময় সব ব্লগ বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনার এইসব সুন্দর সুন্দর ছবিগুলো আমরা আর দেখতে পারব না।

০২ রা মে, ২০১৬ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এখন পর্যন্ত আমার ছবির যেই মান বই করার মতো চিন্তা ভাবনা করতে পারিনা, তবে ভবিষ্যতে অবশ্যই চেষ্টা থাকবে।

২২| ০২ রা মে, ২০১৬ রাত ৯:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: “বনে বাঁদাড়ে” শিরোনামে একটি বই (ছবির এলবাম) প্রকাশ করে রাখতে পারেন কামাল ভাই। কারণ দিন দিন ব্লগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কালের পরিক্রমায় একসময় সব ব্লগ বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনার এইসব সুন্দর সুন্দর ছবিগুলো আমরা আর দেখতে পারব না।

আমির হোসেন সাহেবের সাথে ১০০% একমত।

বর্ডার চিকন করার দরকার নাই। এটাই ভালো লাগে। অবশ্য এটা আমার নিজস্ব মত, সবাই আমার সাথে একমত নাও হতে পারেন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রইল।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনার মতের সাথে আমার মতের মিল পেয়ে গেলাম বড় ভাই :D

২৩| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৩৯

জুন বলেছেন:
আমার তোলা একটি ছবি দিয়ে গেলাম আপনার অসামান্য ছবি ব্লগে সাদা মনের মানুষ । অনেক ভালোলাগলো ।
+

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার উচিৎ ছিলো টিয়া পাখি দুটির ঝগড়া আগে মেটানো, তা না করে আপনি ওদের ছবি তোলায় ব্যাস্ত হয়ে পড়লেন, কাজটা মনে হয় বে-অন্যায় হয়েছে ;)

২৪| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জুন তো টিয়া দিল, হাঁস কই? হাঁস-টিয়া পাইলে একটা স্টার সিগারেট কিন্যা খাইতাম। =p~

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩০

সাদা মনের মানুষ বলেছেন:
নেন আন্নের হাসটিয়া B-)

২৫| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:০৩

জুন বলেছেন: টিয়া দূটো হলো আমাদের বর্তমান অবস্থার প্রতীক সাদা মনের মানুষ :P
হাসের ছবি খুজে পেলে দিয়ে যাবো আপনার জন্য @আবু হেনা ভাই

০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ বলেন্নাই :-B

২৬| ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:০৭

প্রামানিক বলেছেন: কামাল ভাইয়ের মাথায় কলা দেইখা গলা চুলকাইতেছে। আগে নরসিংদীর কলা খুব মজা কইরা খাইছি এখন পাই না।
মইনুল ভাই, আপনি নরসিংদী গেলে আমারে সাথে লইয়েন। আমি নরসিংদী চিনা আইছি।

০৫ ই মে, ২০১৬ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: কলাতে ফর্মালিন, খাওয়ার দরকার নাই :-B

২৭| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাল কী আড্ডা হবে? আমাদের এখানে বিদ্যুতের যে বেহাল অবস্থা, তাতে আড্ডা ঘরে কতক্ষণ থাকতে পারবো কে জানে?

০৫ ই মে, ২০১৬ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: বিদ্যুতের সাথে টেক্কা দিয়ে আপনি আড্ডায় উপস্থিত থাকতে রাজি থাকলে হবে, অন্যথায় না :D

২৮| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

পবন সরকার বলেছেন: আপনার তোলা ছবি দেখে মুগ্ধ হলাম।

০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই

২৯| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন: বরাবরের মত দারুণ!!!

১১ ই মে, ২০১৬ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শোভন ভাই

৩০| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:৩৬

এহসান সাবির বলেছেন: বসন্ত বাউরি গোফ দেখা যায়।


শুভ সকাল।

১৩ ই মে, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ওকে কি বলবো সেলুনে গিয়ে গোফ কাটিয়ে নিতে? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.