নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ইতিহাসঃ
ভারতের জম্বু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের অদূরে বিখ্যাত ডাল লেকের উত্তর-পূর্ব দিকের সংযোগ খালের পাড়ে মুঘল জমানায় গড়ে তোলা হয় প্রথম শালিমার বাগ। এ উদ্যানটিকে অনেক নামেই অবিহিত করা হয়। কখনও শালিমার গার্ডেন, কখনও শালামার বাগ, কখনও ফারাহ বক্স এবং কখনও বা ফাইজ বক্স নামে এটি পরিচিত ছিল। প্রখ্যাত মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয়তমা সম্রাজ্ঞী নূর জাহানের মনোতুষ্টির জন্য ১৬১৯ সালে এ স্থাপনার গোড়া পত্তন করেছিলেন। এটিকে মুঘলদের উচ্চ মার্গের উদ্যান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মুঘল আমলে এখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার ছিল না। মুখ্যত রাজণ্যদের বিনোদন, বিশ্রামের জন্য এটি সংরক্ষিত ছিল। কিন্তু এখন পুরো উদ্যানটি জন সাধারণের বেড়ানোর জন্য উন্মুক্ত।
(২)
যদিও এই উদ্যানের সার্বিক উৎকর্ষতা ও নান্দনিকতার জন্য সম্রাট জাহাঙ্গীরকেই পরিপূর্ণ কৃতিত্ব দেয়া হয়ে থাকে, তথাপিও হাল আমলের কিছু ভারতীয় গবেষক এ কথা প্রমাণ করেছেন যে, প্রাচীন ভারতের ২য় শতাব্দীতে এ স্থানে একটি উদ্যানের অস্তিত্ব ছিল। সে উদ্যানটি গড়েছিলেন দ্বিতীয় প্রবর সেনা নামক একজন শাসক। তিনি শ্রীনগর নগরটিও নির্মাণ করেছিলেন এবং ৭৯ থেকে ১৩৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীর শাসন করেছেন। তার পৃষ্ঠপোষকতায় ডাল লেকের উত্তর পূর্বাঞ্চলে ‘প্রেমালয়’ নামে একটি কুঠির নির্মাণ করা হয়েছিল। তিনি তার রাজধানী থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থানরত সুকারাম স্বামী নামের একজন সন্তের সঙ্গে নিয়মিত সাক্ষাৎকালে এ পথে যাওয়া আসার সময় যাত্রা বিরতির প্রয়োজনে এ কুঠিরে বিশ্রাম গ্রহণ করতেন। অবশ্য অতি প্রাচীন কালের এ কুঠিরের অবস্থান নির্ণয় বা ধ্বংসাবশেষ উদ্ধার করা কখনও সম্ভব হয়নি। অতীতের এ ধরনের কথা গবেষণা কর্মেই সীমাবদ্ধ হয়ে আছে বাস্তবে যে হেতু এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি সে হেতু এ নিয়ে পরবর্তীতে কেউ তেমন একটা মাথাও ঘামায়নি।
বাস্তবতা হলো এটি সম্রাট জাহাঙ্গীরেরই এক অনবদ্য সৃষ্টি। এ সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে আবেগ, অনুভূতি, ভালবাসা এবং প্রেমিকের প্রতি অনবদ্য প্রতিশ্রুতির এক প্রেমময় উপাখ্যান। সুন্দরী সম্রাজ্ঞীকে আরও গভীরভাবে হৃদয়ঙ্গম করণের অভিলাষে তিনি স্বর্গের আদলে এ বাগান বাড়ি সৃষ্টি করেছিলেন।
(৩)
মুঘলদের শাসনামলে বিশেষ করে সম্রাট জাহাঙ্গীর এবং নূর জাহানের সময়কালে এ বাগিচার গুরুত্ব, তাৎপর্য এবং জৌলুস ছিল অপরিসীম। বিশেষ করে সম্রাজ্ঞী নূরজাহানের সঙ্গে এ বাগিচার এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। সম্রাজ্ঞী এখানকার সৌন্দর্য সুধা পান করবার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। যে কারণে তিনি রাজধানীর সমস্ত রাজকীয় ঐশ্বর্য ছেড়ে ছুটে আসতেন কাশ্মীরের পথে। বিশেষ করে গ্রীষ্মের সময় সম্রাট ও সম্রাজ্ঞী তাদের পুরো লাট বহর নিয়ে বরফাচ্ছাদিত পীর পাঞ্জাল গিরিপথ পাড়ি দিয়ে হাতির পিঠে বসে হাজির হতেন এখানে। এখানেই অনুষ্ঠিত হতো সম্রাটের রাজকীয় বিচাকার্য। এখান থেকেই পরিচালনা করা হতো সামগ্রিক রাজ কার্য। এ প্রশান্ত উদ্যান হয়ে উঠত রাজকীয় আবাসন। দিনে পাখিদের কলতানে এবং রাতে সেতার, বীণা সুরে এবং নূপুরের ছন্দে মুখরিত হয়ে উঠত পুরো উপত্যকা।
(৪)
এ স্থাপনাটিও পার্সিয়ান গার্ডেনের আদলে ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মাণ ও সজ্জিত করা হয়েছিল। ঝরনাধারা, বৃক্ষরাজি এবং অন্যান্য ব্যবহারের জন্য জল সরবরাহ ব্যবস্থার নিশ্চিতকল্পে সমতল ভূমিতে বর্গাকার আয়ত ক্ষেত্রে বাগিচাটি নির্মিত হয়েছিল। সমগ্র বাগিচার আয়তন ৩১ একর। এর দৈর্ঘ্য ৫৮৭ মিটার এবং প্রস্থ ২৫১ মিটার। এখানে তিন চত্বরবিশিষ্ট ঝরনাধারা সংবলিত সরোবরে প্রতিনিয়ত জলধারার আমেজ বিরাজ করত। এ ছাড়াও ছিল বেশকিছু কৃত্রিম জলপ্রপাত।
(৫)
উঁচু উপত্যকা থেকে যাতে করে জল প্রবাহ সঠিক পথে বাগিচায় প্রবেশ করতে পারে সে ভাবেই সামগ্রিক অবকাঠামো গড়ে তোলা হয়েছিল। এ জলপ্রবাহের খালটিকে বলা হতো শাহী নহর। সে জমানায় রাজা বাদশাহদের সব কিছুতেই বনেদি বিশেষণ যুক্ত থাকত, যে কারণে এ জল প্রবাহের খালটির কপালেও জুটেছিল শাহী নহরের তক্মা। এখানকার ঝরনাধারা সচল রাখবার জন্য জল আবর্তন প্রক্রিয়ার যান্ত্রিক কলাকৌশল অনুসৃত হয়েছিল। এ ছাড়া এ উদ্যান থেকে ডাল লেকে চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল একটি জলপথ। এ জলপথের দৈর্ঘ্য ছিল ০১.৬ কিলোমিটার এবং প্রস্থ ১১ মিটার। বিস্তৃত ধান ক্ষেত, কর্দমাক্ত জলাভূমি পেরিয়ে এ খাল দিয়ে ডাল লেকে ছুটে যেত রাজকীয় তরীর বহর। তথ্যগুলো দৈনিক জনকন্ঠ থেকে নেওয়া।
(৬) এমন সুন্দর সবুজের গালিচায় ইচ্ছে করে শুয়ে থাকতে।
(৭) রয়েছে চেনা অচেনা নানা রকম ফুল।
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩) চমৎকার ম্যাপল গাছ, এই গাছের লালপাতাগুলো নিচে বিছিয়ে থেকে শালিমারে সৌন্দর্য্যে এনেছে এক অনন্য রূপ।
(১৪) শুকিয়ে যাওয়া ম্যাপল বনের পাতাগুলো।
(১৫) সম্রাট জাহাঙ্গীরের ‘দিওয়ানি-ই-আম’ এ দরবার হলে সম্রাট সাধারণ জনগণকে দর্শন দিতেন এবং তাদের আর্জি শুনতেন। এটার অবস্থান শালিমারের শেষ প্রান্তে।
(১৬/১৭) ‘দিওয়ানি-ই-আম’ এর ভেতর দাঁড়িয়ে পুর্ব ও পশ্চিমে দুই দিক থেকে তোলা দু'টি ছবি।
(১৮) মোগল গার্ডেনগুলো দেখলে চমৎকৃত হবেন না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। এই মোগল গার্ডেন গুলো সবই পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে পিছনের দিকটা উঁচুতে উঠে গেছে, আর সেখান থেকে পাহাড়ি ঝর্ণাকে গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান রাখা হয়েছে। এই অংশটা শালিমারের একেবারে শেষ প্রান্ত, এর পেছনেই পাহাড়ি ঝর্ণা থেকে পানির ধারাগুলো গার্ডেনের ভেতর দিয়ে প্রবাহমান।
(১৯) ফিরে আসার আগে উদয়পদ্ম গাছের তলায় এমন খালি বেঞ্চে কিছু সময় জিরিয়ে নিতে ইচ্ছে হয়েছিলো, কিন্তু সময় যে স্বল্প.......হয়তো ভবিষ্যতে কোন একদিন হবে
২৩ শে মে, ২০১৬ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি এতে অনেকের উপকার হবে।
২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এই ঐতিহাসিক ভ্রমন করানোয় ধন্যবাদ।
আপনার চোখে আমাদেরও দেখা হয়ে গেল নান্দনিক ঐতিহ্যমন্ডিত ইতিহাসের এক অনবদ্য সৃষ্টি শালিমার গার্ডেণ্
অনেক ধন্যবাদ ভ্রাতা
++++++++++++++++
২৩ শে মে, ২০১৬ সকাল ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার মন্তব্যের সাথে প্লাস দিয়ে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪৪
বিজন রয় বলেছেন: দারুন সব ছবি।
শালিমার নারকেল তৈল খুব ভাল।
২৩ শে মে, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: এক বোতল পাঠায়েন তো
৪| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
হামিদ আহসান বলেছেন: ছবি ও তথ্যেপূর্ণ চমৎকার পোস্ট
২৩ শে মে, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: ও হামিদ ভাই, আপনি কোথায়? ব্লগে আসেন না ক্যান???
৫| ২২ শে মে, ২০১৬ রাত ৮:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: এত গুছিয়ে পোস্ট দেন কিভাবে? মুগ্ধ!
২৩ শে মে, ২০১৬ সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: লেখাটা ধার করা, কিছু লেখা আর ছবির কৃতিত্ব আমাকে দিতে পারেন.........শুভেচ্ছা প্রোফেসর
৬| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৩০
সিলা বলেছেন: ইস...... ছবিগুল কি সুন্দর......
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
৭| ২২ শে মে, ২০১৬ রাত ১১:৩০
সত্ব্রত বলেছেন: এত চমৎকার একটি পোস্ট এর জন্য ধন্যবাদ।আপনার বর্ননা অনেক গোছানো।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নিবেন।
৮| ২৩ শে মে, ২০১৬ সকাল ১১:১৮
অশ্রুকারিগর বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এই ঐতিহাসিক ভ্রমন করানোয় ধন্যবাদ।
আপনার চোখে আমাদেরও দেখা হয়ে গেল নান্দনিক ঐতিহ্যমন্ডিত ইতিহাসের এক অনবদ্য সৃষ্টি শালিমার গার্ডেন। সহমত।
২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১২
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: চমৎকার মন্তব্যের সাথে প্লাস দিয়ে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
৯| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৪১
জ্ঞানহীন বিজ্ঞানী বলেছেন: এটা আমার এই প্রথম মন্তব্য । আপনার প্রায় সকল ব্লগ আমি পড়েছি । খুব ভাল লাগে । ছবি গুলো সুন্দর হয়েছে ।
২৩ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: একজন বিজ্ঞানীর প্রথম মন্তব্য পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
১০| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: পানির ফোয়ারাগুলো কি মুঘল আমলের না বৃটিশ আমলের?
২৪ শে মে, ২০১৬ ভোর ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: এসব আমি জান্মু কেম্নে?
১১| ২৪ শে মে, ২০১৬ রাত ২:০৯
সোহানী বলেছেন: আরে দারুনতো..... যেতে হবে
চমৎকার ভ্রমন ব্লগে অনেক অনেক ভালোলাগা +++++++++++
২৪ শে মে, ২০১৬ সকাল ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সত্যিই এটা অনেক সুন্দর জায়গা
১২| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৪
অদৃশ্য বলেছেন:
সুন্দর জায়গা... আপনি ভাগ্যবান, সুযোগ করে নিয়েছেন... আপনার আরও ভ্রমণ পোষ্টগুলো আমি পড়েছি, খুব ভালো লেগেছে আমার... কেউ ভ্রমণ নিয়ে লিখলই আমি তা পাঠের চেষ্টা করি অবশ্য যদি তা চোখে পড়ে...
শুভকামনা...
২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হয়, তবে সব কাজের ফাকে অবসর করে যাওয়ার তীব্র চেষ্টা থাকলে সব সময়ই ভাগ্য এসে ধরা দেয়, শুভ কামনা আপনার জন্য।
১৩| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০০
রমিত বলেছেন: চমৎকার পোস্ট!!!!!
২৪ শে মে, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
১৪| ২৫ শে মে, ২০১৬ রাত ১২:১১
কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ লিখেছেন
২৮ শে মে, ২০১৬ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আহমদ ভাই
১৫| ২৫ শে মে, ২০১৬ রাত ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় তে রাখলাম
২৮ শে মে, ২০১৬ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আন্তরিক শুভেচ্ছা নিবেন
১৬| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৫
কালনী নদী বলেছেন: সুন্দর ছবি ব্লগ ভাইয়া, সংগ্রহে নিলুম।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১:১০
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল নদী
১৭| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪
পবন সরকার বলেছেন: ছবি বর্ননা খুব ভালো লাগল।
২৮ শে মে, ২০১৬ রাত ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সরকার সাহেব
১৮| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
১৯| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
এহসান সাবির বলেছেন: এই রকম কিছু ছবি কি বোকা মানুষ ভাই দিয়েছিলেন? না আমর রোজা লেগে গেছে বলে উল্টা পাল্টা ভাবছি....
শুভ কামনা রইল সব সময়।
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: উল্টাপাল্টা না ভাই, আমরা একই সাথে শালিমার বাগ দেখতে গিয়েছিলাম
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৬
শরিফ শরিফ বলেছেন: আমাদের অনেক সময় ভুল বসত বা অন্য কারনে পিসির দরকারি ডাটা যেমন , ভিডিও , সফটওয়্যার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যাই তখুন আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না. তখন ডাটা রিকভারি এর প্রয়োজন পরে . বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…..
Data recovery