নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
কলকাতার হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে নয়া দিল্লী পৌছলাম, চার ঘন্টা পর পুরাতন দিল্লী থেকে জম্মুর ট্রেন শালিমার এক্সপ্রেসে চড়তে হবে। সুতরাং চার ঘন্টা সময় হাতে পেলাম দিল্লী দেখার জন্য। হাসান ভাইয়ের পরামর্শে মুক্তার ভাইয়ের চেনা পথে আমরা ছুটে চললাম মেট্রোতে। শুক্রবার থাকায় ভাবছিলাম দিল্লী জামে সমজিদে জুমার নামাজটা আদায় করবো, দিল্লী শহর থেকে ১৪ কিলো মিটার দক্ষিণের কুতুব মিনার দেখার পর দিল্লী জামে মসজিদে যাওয়ার আর সময় হয়ে উঠেনি, সোজা শালিমার এক্সপ্রেস। তো স্বল্প সময়ে কুতুব মিনারকে যেটুকু দেখতে পেরেছিলাম তা নিয়েই আজকের ছবি ব্লগ।
কুতুব মিনার দিল্লী শহর থেকে ১৪ কিলো মিটার দক্ষিণে অবস্থিত একটি বিজয়স্তম্ভ। এটি মুসলমানদের ভারত বিজয়ের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে সাত শ বছর ধরে। সুলতান মুহাম্মদ ঘুরির সেনাপতি ও প্রতিনিধি কুতুব-উদ-দিন আইবেক ১১৯২ খ্রিষ্টাব্দে চৌহান রাজা পৃথ্বিরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। এ বিজয়ের অব্যাবহিত পরে তিনি দিল্লী অধিকার করে কুওয়াতুল ইসলাম নামে একটি মসজিদ এবং এর সংলগ্ন একটি মিনার নির্মাণ করেন। এ মিনারটি ভারতবর্ষের মুসলিম ঐতিহ্যের এক ঐতিহাসিক নিদর্শন। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার ভারত বর্ষের সর্বোচ্চ টাওয়ার। এর উচ্চতা ৭২.৫ মিটার। মিনারের অভ্যন্তরে উপরে উঠার সিঁড়ি রয়েছে ৩৭৯ টি। নিচের দিকে মিনারের আয়তন ১৪.৩ মিটার এবং উপর দিকে ব্যাস ২.৭৫ মিটার।
(২) টিকেট কেটে প্রধান গেইট দিয়ে ঢুকে পড়লাম আমরা সবাই।
(৩) প্রধান গেইট দিয়ে ঢুকেই হাতের বামে এমন সুন্দর সমতল মাঠ, তারপরেই রয়েছে ঐতিহাসিক কুতুব মিনার।
(৪) নিম পাতার ফোকর দিয়ে দেখা যাচ্ছে আমাদের কাঙ্খিত সেই কুতুব মিনার।
(৫) এর আশে পাশে আরও বেশ কিছু প্রচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যারা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং দিল্লীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি।
(৬/৭) ঢোকার মুখেই আমাদেরকে স্বাগত জানালো কিছু কাঠ গোলাপ ও অন্য নাম না জানা ফুলেরা।
(৮) গাছের পাতার ফাঁকে বসে থেকে থেকে ডেকে উঠছিলো কয়েকটি টিয়া পাখি।
(৯) কুতুব মিনারের পাশেই আরো একটি অসমাপ্ত মিনার।
(১০/১১) ইলতুৎমিস এর সমাধি।
(১২/১৩) মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষগুলোর কিছু ছবি।
(১৪) কুতুব মিনারকে ঘিরে গড়ে উঠেছে মনোরম একটি কমপ্লেক্স। ১০০ একর জমির উপর স্থাপিত এ কমপ্লেক্সে রয়েছে কুওয়াতুল ইসলাম মসজিদ, আলাই মিনার, আলাই গেট, সুলতান ইলতুৎমিশ, সুলতান গিয়াস উদ্দীন বলবন, সুলতান আলাউদ্দিন খলজী ও ইমাম জামিনের সমাধি ও লৌহ পিলার। কিন্তু এগুলোর মধ্যে কোনটা যে কি তা জানার মতো সময় হয়ে উঠেনি।
(১৫/১৬) প্রাচীন ভারতীয় লৌহকারদের দক্ষতার এক অসাধারণ নিদর্শন দিল্লির কুতব কমপ্লেক্সে অবস্থিত এই লৌহ পিলার। মনে করা হয়, ১৬০০ বছর আগে তৈরি করা হয় এই লৌহ স্তম্ভটি। স্তম্ভটির উচ্চতা মোট ২৩ ফুট, আট ইঞ্চি, যার মধ্যে তিন ফুট আট ইঞ্চি রয়েছে মাটির নীচে। তবে আশ্চর্যের বিষয় এই যে, এত বছর পরেও একটুও জং ধরেনি এই স্তম্ভে। বিশেষজ্ঞরা অনেকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন এখানে ব্যবহৃত উন্নতমানের লোহা এবং তার বিজ্ঞানসম্মত নির্মাণ কৌশলের কথা। পাশাপাশি আরও অনেক তথ্যও তুলে ধরেছেন তাঁরা। এই স্তম্ভের প্রাচীনতম লিপিটি সংস্কৃত ভাষায়, ব্রাহ্মীলিপিতে খোদিত রয়েছে স্তম্ভের গায়ে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এর মধ্যে প্রাচীনতম লেখাটি গুপ্ত রাজাদের রাজত্বকালে। এই লিপিটির তথ্য অনুসারে স্তম্ভটি উত্সর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে।
(১৭/১৮) লোহিত বেলে পাথর দিয়ে তৈরি কুতুব মিনারের গাত্রে আকর্ষণীয় ক্যালিওগ্রাফীতে উৎকীর্ণ রয়েছে পবিত্র কুরআনের আয়াত। এছাড়া মিনারের প্রাচীর গাত্র নানা প্রকারের অলঙ্করণ দ্বারা শোভিত। ভারত বর্ষের প্রথম মুসলিম শাসক ১১৯৩ খ্রিষ্টাব্দে সুলতান কুতুব উদ্দিন আইবেক কুতুব মিনারের গোড়া পত্তন করেন। তাঁর তত্ত্বাবধানে ১ম ও ২য় তলা নির্মিত হয়। পরবর্তী সময়ে (১২১১-৩৬) সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মিনারের ৩য় ও ৪র্থ তলা এবং শেষে সুলতান ফিরোজ শাহ তুঘলকের হাতে ৫ম তলা নির্মাণ সমাপ্ত হয়। ঐতিহাসিকদের অভিমত হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ-এর মুসল্লিদের সুবিধার্থে আযান দেওয়ার জন্য কুতুব মিনার ব্যবহৃত হতো। ১ম তলা হতে আযান দেয়া হতো নিয়মিত। সর্বাধিক উচ্চতায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে এটাকে নিরাপত্তা পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহারের উপযোগিতা লক্ষণীয়।
ভূ কম্পনের কারণে কুতুব মিনার বেশ কবার বিধ্বস্ত হলেও মুসলিম শাসকবর্গ পুন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিতে বিলম্ব করেননি। ১৫০৫ সালে উপরের ২টি তলা ভূ কম্পণের কারণে বিধ্বস্ত হলে সুলতান ইলতুৎমিশ পুননির্মাণের উদ্যোগ নেন। ১৭৯৪ সালে ভূমিকম্পের ফলে এর কিয়দাংশ ক্ষতিগ্রস্থ হলে সুলতান সিকান্দর লোদী এর সংস্কারের ব্যবস্থা করেন।
(১৯) কুতুব কমপ্লেক্সের ভেতর দেখা পেয়েছিলাম একজন বোকা মানুষের, তিনি সব সময়ই কিছু বলতে চায়
(২০) ফিরে আসার সময় কুতুব মিনার এভাবেই আমার ক্যামেরায় বন্দি হয়েছিল।
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ইফতারের দাওয়াত
২| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৪
আহলান বলেছেন: চমৎকার উপস্থাপন ভাই ... ওয়েল ডান !
০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন
৩| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩
জনৈক অচম ভুত বলেছেন: বিনা খরচে কুতুব মিনার ঘুরিয়ে আনার জন্য ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
সাদা মনের মানুষ বলেছেন: নেট বিল ছাড়া তো আপনি দেখতে পারেন্নাই জনাব ভুত
৪| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪
খোলা মনের কথা বলেছেন: কুতুব মিনার অর্ধেক ঘোরা হয়ে গেল মনে হচ্ছে। সবগুলো ছবি চমৎকার তবে শেষের ছবিটি আমার কাছে অতি চমৎকার লেগেছে। সবমিলে +++
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খোলা মন, উৎসাহিত হলাম আপনার মন্তব্যে
৫| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার বোকা মানুষ বলতে চায় কী আপনার সফরসঙ্গী ছিলেন? সেরকমই তো মনে হচ্ছে।
ছবিগুলো বরাবরের মতোই লা-জবাব। ধন্যবাদ কামাল ভাই।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩
সাদা মনের মানুষ বলেছেন: বোকা শুধু সফর সঙ্গীই নন, তিনি আমাদের টিম লিডারও ছিলেন।
৬| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:১৩
রাজীব বলেছেন: ভালোই তো বেড়ালেন।
কবে গিয়েছিলেন?
ছবি আরো বেশী হলে ভালো হতো।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এই তো ছয় মাস আগে গিয়েছিলাম, আমি সাধারণত এক পোষ্টে ২০টি ছবি দিয়ে থাকি, কম বেশী হয়ওয়ার রেকর্ড অত্যন্ত অল্প, ধন্যবাদ।
৭| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: (২০) ফিরে আসার সময় কুতুব মিনার এভাবেই আমার ক্যামেরায় বন্দি হয়েছিল
দারুন .....
ভালো লাগলো।
ভালো থাকুন।
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবীর ভাই, ভালো থাকুন, সব সময়
৮| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরও একবার দেখে গেলাম। চার পাঁচ গ্লাস ঘোল খেলে যদি এক গ্লাস আসল দুধের স্বাদ পাওয়া যায়, সেই আশায়।
০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: আপনি গেয়ানী লুক......বুদ্ধিটা কম খারাপ না
৯| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
পুলহ বলেছেন: ২০০৯ সালের দিকে গিয়েছিলাম ওখানে, সেই স্মৃতি উকি দিয়ে গেলো।
ইতিহাস অংশটুকু পোস্টটাকে সমৃদ্ধ করেছে।
বোকা মানুষ ভাইয়ের ছবিও ভাল্লাগলো।
আর আপনার ছবির প্রশংসা করতে কখনোই টায়ার্ড লাগে না, আবারো করলাম।
অসাধারণ ভাই
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমি গেলাম ২০১৫ সালে, তার মানে আপনি আমার সিনিয়র
১০| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:০২
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! চমৎকার !
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন অবিরত
১১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৫১
একেবিশ্বাস ( আব্দুল কুদ্দুস বিশ্বাস) বলেছেন: ছবিগুলো অসাধারণ
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১২| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১৪
কালনী নদী বলেছেন: লেখাটা সু-পাঠ্য ছিল ভাই।
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আপনার নামটির মতো
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১
মাদিহা মৌ বলেছেন: চমৎকার!
শেষ ছবিটা সত্যিই খুব সুন্দর
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিবেন মৌ
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
কালনী নদী বলেছেন: আপনাদের সংস্পর্শে সব রাগ নিমিষেই হারিয়ে যায়।
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি বা ভ্রমণ নিয়ে কোন পোষ্ট দেখলে আমার মনের ভেতরটায়ও সব সময় একটা অন্য রকম ভালোলাগা অনুভব করি, ধন্যবাদ নদী
১৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই যে সাদা মনের দুষ্ট মানুষ, এখানে এসব কি হচ্ছে?
পোস্টে এত্তগুলান মাইনাচ, মাইনাছ, মাইনাস, মাইনাশ, মাইনাষ....
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এত্তগুলান মাইনাচ, মাইনাছ, মাইনাস, মাইনাশ, মাইনাষ দিলেন, এগুলো নিয়ে এখন আমি কি করুম! সব আপনার নামে পার্সেল করে দিলাম
১৬| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
ওমর ফারুক কোমল বলেছেন: চমৎকার............
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০২
সাদা মনের মানুষ বলেছেন: ঈদ শুভেচ্ছা জানবেন ভাই
১৭| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯
ওমর ফারুক কোমল বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাইজান।
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরও একবার।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: কালকে ঈদ হবে না
১৯| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অগ্রীম ঈদ মোবারক।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও
২০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৩
জুন বলেছেন: অনেক অনেক ভালোলাগলো আমার অনেক চেনা কুতুব মিনার। ঐতিহাসিক এই নিদর্শনটি তার অনিন্দ্য সুন্দর রূপ নিয়ে আজও দিল্লীর সালতানাতের প্রতিষ্ঠাতা ইলতুৎমিশের কথাকে স্মরণ করিয়ে দেয় সাদা মনের মানুষ । ছবিগুলো অসাধারন হয়েছে।
+
০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আমি তো শুধু আপনার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টাটাই করে যাচ্ছি
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফার্স্ট হইছি আইজ..
খুব সুন্দর