নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাগরের বালু চেলে ঝিনুক সংগ্রহ করছে কয়েকটি শিশু, ইনানী বীচ আর শিলখালী বীচের মাঝামাঝি কোন একটা জায়গা থেকে তোলা ছবি।
(৩) নাম না জানা ছোট্ট পাখি, ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলা এলাকার মেঘনা নদীর পাড় থেকে তোলা ছবি।
(৪) সুন্দর বনের শেষ সীমানায় সাগর আর কুঙ্গা ও মরা পশুর নদের মোহনায় দুবলার চরের শুটকি পল্লী।
(৫) ত্রিশূলী নদী, দুই পাহাড়ের মাঝখান দিয়ে প্রবল বেগে বয়ে চলা পাহাড়ি এই নদীর ছবিটি তুলেছি কেবল কারে বসে। নেপালের গোর্খা জেলার মনকামনা মন্দিরের পাশ থেকে।
(৬) ছোট বসন্ত বাউরি, আকারে চড়ুই পাখির চেয়ে বড় নয়, তবে তার ডাক শুনে তা বোঝার উপায় নেই। এত উচ্চৈঃস্বরে এরা ডাকে যা শুনলে মনে হবে না জানি কোন বিরাট পাখি! ‘টুক্-টুক্-টুক’ এই আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। পাখিটা দেখতে ভারি সুন্দর। আমাদের দেশে সারা বছরই এর দেখা মেলে। তবে সাধারণত বসন্তকালে এদের ঘোরাফেরা বেশি নজরে পড়ে। সে কারণেই সম্ভবত এর নাম বসন্ত বাউরি। বছরের অন্য সময়ও এদের দেখা যায়, তবে কিছুটা কম। এটা আমার বাড়ির পাশ থেকে তোলা ছবি।
(৭) মিষ্টি পান, আখাউড়ার খড়মপুরে অবস্থিত কেল্লা শহীদ মাজার থেকে তোলা ছবি।
(৮) ছোট সোনা মসজিদ, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকন্ঠে ফিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিলো, যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) ওয়ালী মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে লিপির তারিখের অংশটুকু ভেঙ্গে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালী দরজা থেকে মাত্র ৩ কি.মি. দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরী।
(৯) সেন্টমার্টিন, সেন্টমার্টিন একটি ছোট দ্বিপ যা,বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষনিয় পর্যটন এলাকা। এটি বঙ্গপোসাগরের উওর-পূর্ব অংশে এবং কক্সবাজারের টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করে। তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন। বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বিপ নামে নামকরণ করা হয়। দ্বিপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা।
(১০) রাঙামাটি শহরের আদিবাসী মহিলাদের ভাসমান দোকান।
(১১) বুলবুলি, নরসিংদীর পলাশ থানার সোনর গ্রাম থেকে তোলা ছবি।
(১২) সোনাদিয়া দ্বীপ, কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে তোলা ছবি।
(১৩) বানরের ঘোড়া, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটির রাজবন বিহার থেকে তোলা ছবি, এখানে প্রচুর বানর রয়েছে।
(১৪) আদিবাসী কুঁড়ে, রোনিন পাড়া, রোয়াংছড়ি, বান্দরবান থেকে তোলা ছবি।
(১৫) ২য় ধলেশ্বরী সেতু, মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায থেকে তোলা ছবি।
(১৬) খেয়া ঘাট, গোলপাড়ার বন ও গোলপাটার ছাউনি দেয়া রুপসা নদীর এই খেয়া ঘাট দিয়ে অপর পাড় থেকে মানুষজন খুলনা শহরে আসে।
(১৭) বৃষ্টি ভেজা চা শ্রমিক, তেলিয়াপাড়া থেকে তোলা ছবি।
(১৮) গেছো শামুক, বগালেক থেকে চিংড়ি ঝর্ণা যাবার পথে কোন এক জায়গা থেকে তোলা ছবি।
(১৯) নিঝুম দ্বীপ, হাতিয়া, নোয়াখালী থেকে তোলা ছবি।
(২০) লালা খাল, লালা খাল প্রাকৃতিক সৌর্ন্দযের এক অপরুপ লীলাভুমি। নদী আর পাহাড় মেলবন্ধন। নদীর টলটলে স্রোতস্বীনি জল আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারা, এ যেন প্রকৃতির এক মায়াময়ী রূপ সৌর্ন্দয। নদীর জলে নৌকার গলুইয়ের উপর বসে পাহাড় দেখার সৌর্ন্দযই আলাদা। ছোট এ নদীর জল নজরকাড়া।
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস
২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:০০
কামরুন নাহার বীথি বলেছেন: অপূর্ব এই ছবি ব্লগ!!!!! সবগুলো ছবিই যেন জীবন্ত!!!!
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনার ফুল ব্লগগুলো আরো বেশী জীবন্ত হয়
৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছবি ব্লগ । বানরের ঘোড়ার ছবিটি খুব ভাল লেগেছে ।
ছবির সাথে বিবরণগুলিও উপভোগ্য ।
শুভেচ্ছা রইল ।
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আমিও বিষয়টা বেশ উপভোগ করেছিলাম, ধন্যবাদ আলী ভাই
৪| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫২
প্রামানিক বলেছেন: নয়নাভিরাম দৃশ্য। দেখে মন ভরে গেল।
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এবার চা খাওয়ান
৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬
অরুনি মায়া অনু বলেছেন: সবগুলো ছবিই সুন্দর
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন অনু আপু
৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো, ভাইয়া।
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন, ভালো থাকুন, সব সময়
৭| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৬
আবুল হায়াত রকি বলেছেন: অসাধারণ!!!
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম রকি ভাই
৮| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪
টাইম টিউনার বলেছেন: ছবি ব্লগ আমার সব সময় ভালো লাগে ।। সুন্দর ।
০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আমারো তাই......শ্রদ্ধা জানবেন ভাই
৯| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ নং ছবি-- ছোট সোনা মসজিদের পাশেই শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর রয়েছে। তথ্যটি যোগ করলাম কামাল ভাই।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: তথ্য যোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবি-- বানরের ঘোড়া কুকুর হলে কুকুরের ঘোড়া কে হবে?
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো গেয়ানী লুক ছাড়া আর কেইবা বলতে পারবে?
১১| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টের প্রথম ছবিটাই আমার মন কেড়ে নিয়েছে।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
সাদা মনের মানুষ বলেছেন: এই ফুলের নাম দাঁতরাঙ্গা, এইগুলো পাহাড়ি ফুল, এটা নরসিংদীর পাহাড়ি এলাকা সোনাইমুড়ি থেকে তুলেছি।
১২| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবি ফেটে না গেলে ৫ নং ছবিটা আমার পিসির ওয়াল পেপার হিসাবে সেট করে নিতাম। আপনার অনুমতি না নিয়েই। আপনি তো আর জানতে পারতেন না! হে হে হে।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগবাষ্টারে আপনার সব গল্পগুলো স্থান পেয়েছে, আপনাকে অভিনন্দন
১৩| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬
পবন সরকার বলেছেন: এক কথায় অসাধারন ছবি।
০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টে সব সময় উপস্থিত থেকে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ পবন ভাই।
১৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০০
জুন বলেছেন: এক কথায় অপুর্ব আপনার ছবিগুলো। কোনটা রেখে যে কোনটার কথা বলি। প্রথম নাম না জানা ফুলটি পাহাড়ি এলাকায় প্রচুর দেখা যায়। এর পার্পল রঙ যা আমার অত্যন্ত প্রিয় একটি রঙ। এ ছবিটা ছাড়াও নাম না জানা পাখি, বসন্ত বৌড়ি, নাহ সব সব গুলো ছবিই দারুন সাদা মনের মানুষ। অনেক ভালোলাগা রইলো পোষ্টে।
+
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবির ফুলটার নাম দাঁতরাঙ্গা, পাহাড়ি এলাকায় ফুটে, এটা আমাদের নরসিংদীর পাহাড়ি এলাকা সোনাইমুড়ি থেকে তোলা। .........শ্রদ্ধা জানবেন আপু।
১৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: কুত্তার পিঠে যে বান্দর ঘোড়া চরছে কুত্তায় মাইন্ড করে নাই তো!
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: কুত্তায় মাইন্ড খায় ঠিকই কিন্তু তাতে করে বান্দরের বান_দইরমি কমে না
১৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩১
পুলহ বলেছেন: "এক কথায় অপুর্ব আপনার ছবিগুলো। কোনটা রেখে যে কোনটার কথা বলি..." জুন আপুর কাছ থেকে ধার করলাম।
সেন্টমার্টিনের পূর্ব নাম জাজিরা- এই তথ্য জানা ছিলো না। জেনে ভালো লাগলো।
ব্লগে যদি কোন সিরিজ অনুসরণ করার অপশন থাকতো, তাহলে সর্বপ্রথম আমি আপনার এই সিরিজটাকে অনুসরণের তালিকায় নিয়ে নিতাম।
ভালো থাকবেন ভাই।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পুলহ ভাই, আমি আমনার মন্তব্যে পুলকিত.........ভালো থাকুন, সব সময়
১৭| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার ওত অমন করে ঘুরতে বড় সাধ হয়
হলো না সাধন পূরণ আমার তৃপ্ত হলো মন হেথা এসে.....
দারুনসসসসসসস....
+++++++++++++++++++++++++++
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমারও আরো অনেক বেশী স্বাধ হয়, কিন্তু সব সময় সময় সুযোগ হয়ে উঠেনা, তাছাড়া খরচের ব্যাপারটাও তো মাথায় রাখতে হয়.....ধন্যবাদসসসসসসসসসসসস.....বিদ্রোহী
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭
নীলপরি বলেছেন: সব ছবিগুলোই ভালো লেগেছে । তবে পাখীদের ছবিগুলো খুব কিউট লেগেছে । ++
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: পাখিদের দেখলে মনটা পবিত্র হয়, তবে ছোট পাখিদের ছবি তোলাটা বেশ কষ্টকর, ধন্যবাদ আপু
১৯| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি-- আপনার বাড়ির পাশে বসন্ত বাউরি। মানে বাড়ির কর্তার মনে বসন্তের খোঁজ পেয়ে এই পাখি চলে এসেছে। ঠিক বলেছি না?
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সত্যিই গেয়ানী লুক
২০| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩
খোলা মনের কথা বলেছেন: ১২নং ও ১৩নং দেখে মজা পেলাম। ১২নং ছবিতে সবার এক পোশাক দেখে ছোটবেলা কথা মনে পড়ে গেল
সবগুলো ছবি ভাল হয়েছে। শুভ কামনা রইল ভাই
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ছোট বেলার সেই পোষাকের কথা আপনি খোলা মনে বলে দেয়েন........শুভেচ্ছা
২১| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
খোলা মনের কথা বলেছেন: খোলা মনে কি আর সবকিছু বলা যাইরে ভাই মাঝে মাঝে মন বন্ধ করে রাখতে হয় যেমন এখন আপনি রেখেছেন।
০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, বেশ ভাইটামিন যুক্ত মন্তব্য, ধন্যবাদ আপনাকে
২২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮
মাদিহা মৌ বলেছেন: চমৎকার বর্ণনাময় ক্যাপশনের সাথে চমৎকার সব ছবি।
গেছো শামুকটা দেখে একটা কথা মনে পড়লো। আচ্ছা, বান্দরবানে জোঁকের কামড় কেমন খেয়েছেন?
০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪২
সাদা মনের মানুষ বলেছেন: বর্ষাকালে জোঁকের কামড় প্রচুর খেতে হবে সেটা মেনে নিয়েই পাহাড় ট্রাক করতে হয়, এর বিকল্প নাই, তবে শীতকালে তুলনামূলকভাবে কম। আপনি জোঁকের কামড় খেয়েছেন কি?
২৩| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭
মাহিরাহি বলেছেন: আখাউড়ায় আমার বাড়ী।
কখন গিয়েছিলেন?
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: অনেক বারই গিয়েছিলাম ভাই, ওরসের সময় এবং ওরস ছাড়াও গিয়েছি।
২৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর পোস্ট
১৩ নং জটিল ক্যামেরা বন্দি
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ
২৫| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৩
মাদিহা মৌ বলেছেন: খেয়েছি মানে!!! ছয়মাস লাগছে ক্ষত শুকাতে …
শীতকালে ঝর্ণা শুকিয়ে যায় না?
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন: ঝর্ণাগুলোতে পানি কমে যায়, একেবারে শিকিয়ে যায় না, সেই জন্যই ঝর্ণা দেখতে হলে জোঁকের কামড় খেয়েই যেতে হয়, ধন্যবাদ আপু
২৬| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: নানান সব ছবি। ঘুরে দেখার হাতছানি।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ফারাহ্ ভাই, শুভেচ্ছা নিবেন।
২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
আমির হোসেন বলেছেন: ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলার পাখি আপনার ব্লগে স্থান পেয়েছে জেনে খুশি হলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই ছবিটা আপনার সাথে থেকেই তুলেছিলাম ভাই
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ প্লাস রেখে গেলাম