নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আদিনা শরীফ

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯


কুমিল্লা জেলার মধ্যবর্তী স্থানে ও শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে উত্তর-দক্ষিণে দীর্ঘ যে অনুচ্চ ও সরু পাহাড়শ্রেণী আছে, তার দক্ষিণ ভাগ লালমাই পাহাড় ও উত্তর ভাগ ময়নামতি পাহাড় নামে পরিচিত। জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং ও বরুড়া উপজেলার অংশবিশেষ নিয়ে লালমাই-ময়নামতি পাহাড়ের অবস্থান। পাহাড় ও পাহাড় সংশ্লিষ্ট এলাকায় প্রায় অর্ধশত গ্রাম রয়েছে। প্রায় ১৮ কিলোমিটার লম্বা এই পাহাড়শ্রেণী ১ থেকে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। পাহাড়ের উত্তর দিকের শেষ প্রান্তে আছে রাণী ময়নামতির টিলা এবং দক্ষিণ দিকের শেষ সীমানায় রয়েছে চন্ডীমুড়া। গড়ে প্রায় ৫০ ফুট উঁচু লালমাই ও ময়নামতি পাহাড়শ্রেণীর টিলাগুলোর উপরিভাগ প্রায় সমতল।

আদিনা শরীফটা মূলত হয়রত খাজা ওয়াজ আল কুরুনী (রা:) শাহ কামাল ইয়েমীনি এর মাজার। এটা কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের লালমাই পাহাড়ের উপর আদিনা মুড়া নামক স্থানে অবস্থিত।


(২) পরিকল্পনা ছিলো গিয়েছিলাম কুমিল্লার শালবন বিহার দেখব। শালবন বিহার দেখে কিছু সময় বেঁচে গেল দেখে কাছাকাছি আর কি আছে জানতে চাইলে আদিনা শরীফ দেখার জন্য কয়েকজন বলল, কথিত আছে আদিনা শরীফ থেকে নাকি মদিনা শরীফ দেখা যায়। সিএনজি নিয়ে চলে গেলাম আদিনা শরীফ দেখতে। পাহাড়ের উপর আদিনা শরীফ তথা হয়রত খাজা ওয়াজ আল কুরুনী (রা:) শাহ কামাল ইয়েমীনি এর মাজার, পাহাড়ের নিচে নির্মিত রয়েছে একটা সিমেন্ট নির্মিত গেইট।


(৩) নিচের গেইট পার হয়ে এঁকেবেঁকে উপরের দিকে চলে গেছে অনেকগুলো সিমেন্ট নির্মিত ধাপ। দুই পাশে সবুজ গাছ গাছালী, পাখির ডাক এবং সুনসান, যার শেষে রয়েছে আমাদের কাঙ্খিত আদিনা শরীফ।


(৪) সিড়ি বেয়ে উপরে উঠার পর মাজারের শুরু যেখানটায় সেখানে আরো একটা গেইট।


(৫) এখানে দুইটা দালান রয়েছে, একটা নীল, ওটা হল মসজিদ অন্যটা গোলাপী রঙের মাজার।


(৬) গোলাপী ঘরের ভেতরটা টাইলস করা, মাঝখানে রয়েছে য়রত খাজা ওয়াজ আল কুরুনী (রা:) শাহ কামাল ইয়েমীনি এর কবর, যার উপর ঝুলছে কিছু ঝড়ির ফুল।


(৭) এক পাশ দিয়ে পুরুষরা মাজার জিয়ারত করে অন্য পাশ দিয়া মহিলারা, তালা মারা একটা ক্যাশ বাক্স নিয়ে বসা একজন মহিলাদের কিছু পরামর্শ দিচ্ছে।


(৮) বড় এ্যলমুনিয়ামের পাতিলে পানি রাখা আছে, তার উপর ভাসছে একটা মধ্যম সাইজের প্লাষ্টিকের মগ, দর্শনার্থীদের পানি পান করার জন্য এই ব্যবস্থা। পাহাড়ে চড়ার সিড়িগুলো বেয়ে উঠেই পিপাসা লেগে গিয়েছিল, তাই পানি দেখে আর দেরী করলাম না।


(৯/১০) মাজারের বাহিরে পাহাড়ের উপর বেশ কিছুটা সমতল ভুমী রয়েছে, তার মাঝে বেশ কিছু কবর আছে। কোনটা লোহার গ্রীল, কোনটা বাঁশের বেড়া আবার কোনটা সিমেন্ট দিয়া বাধাই করা। কবরের বঁাশের এবং লোহার গ্রীলগুলোতে পূণ্যার্থীদের মনোকামনা পুরনের রশি বা পলিথিন বেধে একেবারে সয়লাব করে রেখেছে।



(১১) অনেক পুরোনো এই মসজিদটা নাকি জ্বীনেরা নির্মান করেছে, এটাতে ১০ জন মুসল্লী ও একজন ঈমাম দাঁড়িয়ে নামাজ পরা যায়, বর্তমানে ওটা মাঝে রেখে নতুন করে মসজিদকে বড় করা হচ্ছে।


(১২) কিছু চেনাজানা এমন ফুলের গাছও আশে পাশে রয়েছে।


(১৩) দুজন মহিলা মনোষ্কমনা পূরণর জন্য মাজারের পাশের কামিনী গাছটায় লাল হলুদ সুতা বাঁধছে।


(১৪) মাদ্রাসার নামে একটা সাইবোর্ডও আছে, যদিও তার কার্যক্রম এখনো শুরু হয়নি।


(১৫) মনিরুল ইসলাম সাহেব আগে প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন, বর্তমানে এই মাজারের দেখভাল করছেন, মাজারের সাথেই ওনার বাড়ি।


(১৬) পাহাড়ের উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে এমন সারি সারি সবুজের উপরিভাগ দেখে মনটা জুড়ায়, দেখার চোখ থাকলে এখান থেকে নাকি মদিনাও দেখা যায়!!! মানে ওরা বলে "আদিনায় দাঁড়িয়ে মদিনা দেখা যায়"


(১৭) এবার ফেরার পালা, বালা মুসিবত দূর করার জন্য এর চেয়ে কম দামে আর কিইবা পেতে পারি? লাল হলুদ সূতা মাত্র ১০টাকা। পাগলের হাত থেকে সুতা বেধে নিয়ে নেমে গেলাম পাহাড় থেকে, পরবর্তি গন্তব্য মহাতীর্থ চন্ডীমূড়া সেবাশ্রম............

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৯

মাদিহা মৌ বলেছেন: লালমাইয়ের কাছেই ছিল? মিস করে ফেললাম। পরিচিত কাওকে সঙ্গে নিয়ে সবসময় ঘুরতে যাওয়া উচিৎ।

আপনি না বলেছিলেন, বর্ণনা লিখতে জানেন না? এই তো এটায় চমৎকার বর্ণনা দিয়েছেন …

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে নিশ্চয়ই মিস করবেন না? করলে মিসেস :D

লিখার অভ্যেসটা খুব কম, তবে মাঝে মাঝে চে্তা করে থাকি, ধন্যবাদ আপু।

২| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: আদিনা শরীফ দেখলেন, মদীনা শরীফ চোখে পড়ে নাই?
চোখে পড়বে কি করে, মনোকামনা পূরণের জন্য কামিনী গাছে সূতা বাধেন নাই যে!!!!
মদীনা শরীফ দেখতে চেয়ে সূতা বাধা লাগতো, বোঝেন নাই কেন!!! :)

কুমিল্লায় দেখার মত আরো অনেক বৌদ্ধবিহার আছে।
লিংক দিতে চেয়েছিলাম।
কিন্তু সামুর চাক্কা ঘোরেই না, ঘোরেই না!!!! :)

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: কামিনী গাছে যে মনোকামনা পূরণ হয় সেটা আগে বললেন না ক্যান? আমি কিন্তু কাইন্দালামু :-B

৩| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো দেখি সামু মামু চাক্কা খালি ঘোরতেই থাকে, কিন্তু নির্ধারিত ক্লিকবাজীতে আর কাজ হয় না, ইমুন ক্যান আপু?

৪| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আদিনা শরীফ ও সংশ্লিষ্ট অনেক কিছুর দৃশ্য দেখে ভাল লাগলো। শারীরিক কারণে যাওয়ার সৌভাগ্য তো হয়না। আপনিই ভরসা। আপনার চোখ দিয়ে আমাদের মতো অক্ষমরা দেখছি। এটাই বা কম কী?

আরে ভাই, সামুর তো দেখছি বেহাল অবস্থা। ব্যাড গেটওয়ে আর গুড হচ্ছে না। এই ব্লগটাও পটল তুলবে নাকি? অবস্থা তো সেরকমই মনে হচ্ছে। নতুন লেখা দেব কী না এই নিয়ে দ্বিধায় আছি।

ধন্যবাদ কামাল ভাই।

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

সাদা মনের মানুষ বলেছেন: বেশী দিন ভরসা কইরেন্না, আমারও তো বয়সটা পড়ে আসছে B:-)

নতুন লেখা দেন, আমরা যাতাযাতি কইরা পইড়া নিমুনে =p~

৫| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪

সিগনেচার নসিব বলেছেন: ছবি ব্লগের মাধ্যমে
দেখার সুযোগ করে দেওয়ার জন্য
ধন্যবাদ ভাই সাদা মনের মানুষ ।

তবে আপনার নামটা কিন্তু জানি না আশা করি জানাবেন
ভাল থাকুন সব সময়।

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, আমার নাম মোঃ কামাল উদ্দিন, অন্যান্য ব্লগে আমি নিজ নামেই আছি, এখানে সেই সৌভাগ্যটা হয়নি।

৬| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: কামরুন নাহার বীথির কিন্তু সামুর চাক্কা ঘোরেই না, ঘোরেই না! এবং আপনার আমি তো দেখি সামু মামু চাক্কা খালি ঘোরতেই থাকে, কিন্তু নির্ধারিত ক্লিকবাজীতে আর কাজ হয় না - এ দুটো মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্য দুটো ভালো লেগেছে, সামুর সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে। একই কারণে আপনার এই পোস্টটা প্রায় ২৫% এর মত পড়েই মন্তব্য করতে হচ্ছে, কারণ বাকী ৭৫% খোলেইনা, খোলেইনা!
পোস্টে + +

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগের কেন এমন হলো বা এর সমাধান কখন হবে মডারেটরদের এই বিষয়টা নিয়ে একটা পোষ্ট দেওয়া উচিৎ, ধন্যবাদ খায়রুল ভাই।

৭| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: ১৬ নম্বর ছবির দৃশ্যটা খুব সুন্দর!

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আবারো ধন্যবাদ জানবেন ভাই।

৮| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

পবন সরকার বলেছেন: গোসা করছিলাম, সামুতে ঢুকমু না কিন্তু সামুর কারিগরি ত্রুটি দূর করায় খুশি হইয়া লগইন করলাম। ছবির জন্য ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, আইজকা আমারও খুব খুশি লাগতাছে :D

৯| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

জুন বলেছেন: যাইনি সাদা মনের মানুষ।।। আসলে এর খবরই জানতাম না। নইলে কুমিল্লা থাকা সহ বহুবার যাওয়া হয়েছে।। সবুজ বনানীর ১৬ নম্বর ছবিটি দেখে অনেকক্ষন তাকিয়ে রইলাম।। এই তো আমার সুজলা সুফলা শস্য শ্যামল সোনার বাংলাদেশ।
আল্লাহু জানে সুন্দরবনের কি হাল করে ছাড়বে :(
+

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আমার সুজলা সুফলা শস্য শ্যামল সোনার বাংলাদেশ।..........আমি এমন সুন্দর দেখলে সব সময় শিহরিত হই আপু।

সুন্দরবনের কিছু হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে অবশ্যই কাঠগড়ায় তুলবে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা কী আনন্দ আকাশে বাতাসে! সামুর মাথা ঘুরা ঠিক হইছে।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এখন মনটায় বেশ উৎসাহ পাচ্ছি :D

১১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবি-- মাত্র দশ টাকায় বালা মুসিবত সব দূর হয়ে যাবে?

চণ্ডীমুড়া সেবাশ্রমটা আবার কোথায়? হায়রে, নিজের দেশেরই কত কিছু দেখা নাই।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ওটা লালমাই পাহাড়ের অন্য একটা প্রান্তে

১২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: খাঁজা বাবার দরবার হতে কেউ ফেরেনা খালি হাতে ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: লাল সুতা হাতে নিয়েই ফিরেছি :D

১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো দেখতে । অনেক ধন্যবাদ ।

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পরি

১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৮

শুভ্র বিকেল বলেছেন: কামাল ভাই বরাবরই আপনার ছবি পেস্ট বেশ সুন্দর হয়। শুভকামনা।

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা শুভ্র

১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আদিনা শরীফ হতে মদীনা শরীফ দেখা যায়!!! হায়রে মাজার, হায়রে ভন্ডামী....

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, চোখ থাকলে দেখা যায় :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.