নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৪৫

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৮


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) নৈসর্গিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্রগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা। দেশের এক মাত্র রিক্সা বিহীন শহর, হ্রদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজেসাওতাল, রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠি বসবাস করে। কাপ্তাই হ্রদের উপর এই ঝুলন্ত সেতুটি এই পর্যটন শহরের অন্যতম প্রধান আকর্ষণ।


(৩) কাশ্মীরি আপেল, শ্রীনগরের আগে গুলমার্গ রোডের পাশের আপেল বাগান থেকে তোলা ছবি।


(৪) প্রজাপতি, লালমাই পাহাড় থেকে তোলা ছবি।


(৫) নৌকা আর জাল নিয়ে ব্যস্ত জেলেদের ছবিটা তুলেছি শিলখালী বিচ থেকে।


(৬) শটি ফুল, খটখটে মাটির ভেতর থেকে ওদের গজিয়ে উঠাটা সত্যিই অবাক করার মতো।


(৭) আনারস বাগান, নরসিংদীর ঘোড়াশাল এলাকার রাবান থেকে তোলা ছবি, অত্যন্ত সুস্বাদু রাবানের দেশী আনারস দেশ বিখ্যাত।


(৮) গরমে শিশুদের জলকেলি, নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থেকে তোলা ছবি।


(৯) হারানো পৃথবী, আমরা বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকাহাফং সামিট করতে যাওয়ার সময় পথ ভুল করে পাহাড়ের ভেতর এক অনন্য সুন্দর এলাকায় পৌছে গিয়েছিলাম, চমৎকার এই যায়গাটার নাম জানা হয়নি।


(১০) কালেম পাখি, শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে তোলা ছবি।


(১১) সুন্দের বনের ভেতর জেলেদের নৌকা।


(১২) স্পাইডার লিলি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(১৩) জাদিপাই ঝর্ণা, বান্দরবানের জাদিপাই থেকে তোলা।


(১৪) সাঙ্গু নদীর তীরে বান্দরবানের রুমা বাজার, ইহা একটা উপজেলাও বটে।


(১৫) জোড়া বুলবুলি, সব কিছুর জোড়া দেখা নাকি শুভ লক্ষণ, কুমিল্লার হাসানপুর থেকে তোলা ছবি।


(১৬) ঈশাখাঁর রাজধানীতে সুর্য্যাস্ত, সোনারগাঁ থেকে তোলা ছবি।


(১৭) শিমুলে বুলবুলি, বিরিশিরি থেকে তোলা ছবি।


(১৮) বড়নখা বা ছোটপানা ফুল। এটি জলজ আগাছা জাতীয় উদ্ভিদ। বাংলার গ্রামেগঞ্জে হাওড় বিলের পাড়ে একে দেখা যায়। এটির ঔষধি গুনাগুণ রয়েছে, শিকড় পেটের সমস্যা ও যকৃতের সমস্যায় ব্যবহার করা হয়। চুলকানি (scabies) জন্য এটার ব্যবহার রয়েছে। দাঁতের ব্যথায় শিকড়ের রস এবং হাঁপানি রোগে কাণ্ডের ছাল বেশ ফলদায়ক। নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।


(১৯) দুটি ছাগল ছানা ও তাদের মা, নরসিংদীর চর এলাকার দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।


(২০) লাউয়ের মাচায় ঘুঘুর ছানা, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।

মন্তব্য ৬৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর! ভাবছি ঘর-সংসার ছাইড়া আপ্নার লগে যোগ দিমু নাকি! বনে-বাঁদাড়ে ঘুইড়া বেড়াইতে আমারও ভাল্লাগে!

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: সাধুদের ও ঘর সংসার থাকে!!

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: ওহ নো! ভুইলাই গেছিলাম আমার তো ঘর-সংসার নাই; আবেগে বইলা ফেলছি । কিছু দায়দায়িত্ব আছে; ওগুলো সাইরা চির বৈরাগ্য সাধন করমু!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমারো ঘর সংসার আছে সাধু, তবু কখন যে ছুটে পালাই নিজেও জানিনা, আরেকটা কথা কানে কানে বলি, ওনি আমার এই ছুটে চলায় কখনো বাধা হয়ে দাঁড়ায় না,

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: ভাইজান, আপনার ছবি ব্লগের কোন তুলনা হয়না। তাই প্রশংসা না করে শুধু এটুকুই বলতে হয় ''অসাধারণ''!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্য আমার উৎসাহই বৃদ্ধি করে শুধু, শ্রদ্ধা জানবেন ভাইজান।

৪| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

নীলপরি বলেছেন: আবার একটা সুন্দর ছবি ব্লগের জন্য অনেক ধন্যবাদ । ভালো লাগলো ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন পরি

৫| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কোনটা রেখে কোনটার কথা বলি। সবগুলোই অসাধারণ। বাচ্চাদের ছবিটা শৈশবকে মনে করিয়ে দিলো।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: শামীম ভাই, আপনাদের এমন উৎসাহ মূলক মন্তব্যেই আমাকে চলার পথে প্রেরণা যোগায়।

৬| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: আহারে আমাদের দেশের সরল সাদামাটা জীবনধারন, প্রকৃতির মধ্যেও কি অমায়িক, মনোরম সৌন্দর্য ছড়িয়ে আছে! দেখলেই মন ভরে যায়! আপনি অসাধারন একটা কাজ করছেন ভাই। সরল প্রকৃতির ভীষন সুন্দর সব ছবি তুলে আমাদেরকে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছেন বারবার। কি বলে ধন্যবাদ দেব? ভাষা নেই।

ব্যাস অনেক শুভকামনা রেখে গেলাম আমার ভ্রমনপাগল ভাইটার জন্যে।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি পাগল মানুষ :P আপনি বললেন না বললেন তা আমি শুনবো ক্যান ;)

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

সাদা মনের মানুষ বলেছেন: একটু ভুল হয়ে গেছে পাগলী হবে :P

৭| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫

খোলা মনের কথা বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর! ভাবছি ঘর-সংসার ছাইড়া আপ্নার লগে যোগ দিমু নাকি! বনে-বাঁদাড়ে ঘুইড়া বেড়াইতে আমারও ভাল্লাগে! আমিও ভাবতেছি। একটা সুন্দর দিনখন দেখে যোগ দিয়ে ফেলি।

অসাধারণ আপনার ছবি গুলো ভাই। সত্যিই উপভোগ করার মত। চালিয়ে যান। শুভেচ্ছা রইল

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: চালিয়ে তো যেতেই চাই ভাই, কিন্তু ঐ বললাম সংসারের যাতাকল :(

৮| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪

জুন বলেছেন: কি অপুর্ব কি অপুর্ব প্রতিটি ছবি সাদা মনের মানুষ। আমি একটি ছবিকেও সবচেয়ে বেশি সুন্দর বলতে পারছি না। কারন প্রতিটি ছবি আমার দেশের অপরূপ সৌন্দর্যকে যে তুলে ধরেছে। প্রথম ছবিটির পরিচয় দেন নি। এটা আপনি প্রায় পোষ্টেই করেন। এখন থেকে শিরোনামের ছবিতেও পরিচিতি দিবেন অনুরোধ রইলো।। কি সুন্দর লাল শাপলা বনে লুকিয়ে থাকা বক। কোন হাওরে কি??
+

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি যতোই যা বলেন ভ্রমণে আপনাকে আমি গুরু মানি। প্রথম ছবিটা জাহাঙ্গীর নগরের শাপলা পুকুর থেকে তুলেছি আপু।

৯| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি-- আহ! কাশ্মীরি আপেল। ছবিটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিই বা করবো?

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরি আপেল আপনাকে খাওয়াতে পারি, তয় ফর্মালিক থাকবে কিছুটা :-B

১০| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: প্রতিটি ছবি সুন্দর। দারুণ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়

১১| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: অসাধারণ ছবি ব্লগ!
ভালো লাগলো।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১২| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮

টাইম টিউনার বলেছেন: অসম্ভব ভালো লাগলো।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

১৩| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

খোলা মনের কথা বলেছেন: @আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি-- আহ! কাশ্মীরি আপেল। ছবিটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিই বা করবো? :P :P :P অনেক দিন পর আঙ্গুর ফল টক এ গল্পটি মনে পড়ে গেল ;) ;) আপেল ফল কেমন লেগেছে একটু জানাবেন কিন্তু আবুহেনা ভাই B-) B-) B-)

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরি আপেল তেতো, আশরাফুল ভাই আমারে কানে কানে বলে দিয়েছে ;)

১৪| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার সব ছবিতে সাজিয়েছেন আপনার আজকের এই পর্ব!!
খুব খুউব ভাল লাগল!!!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: আগের পর্ব খারাপ লেছেছিলো সেটা বলেন্নি ক্যান?

১৫| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

পুলহ বলেছেন: "হারানো পৃথিবী"-- অদ্ভূত, অপূর্ব ভাই!!
ছবিগুলোর ফ্রেমিং যেভাবে করা হয়েছে (চারপাশে কালো বর্ডার), সেটাও কি ছবির সৌন্দর্যে কন্ট্রিবিউট করছে??- হঠাত মনে হোল!
যে কারণেই হোক- বহুবার বলা কথাটা আরেকবার বলি- আপনার এই সিরিজের ছবিগুলো স্রেফ অসাধারণ
শুভকামনা

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর একটা জায়গায় পৈছেছিলাম আমরা পথ হারিয়ে, যদিও তখন বেশ কষ্ট হয়েছিল এখন আবার ইচ্ছে করছে এমন কোন অজানায় হারাতে। শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আগের পর্ব খারাপ লেগেছিলো সেটা বলেন্নি ক্যান?-------

আগের পর্বে গিয়ে খুঁজে দ্যাখেন, বলেছিলাম!!!! :)

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হ, দেইখা আইলাম, আগে আমার মনে ছিলো না :(

১৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতে গাথা বাংলাদেশ! টুকরো টুকরো ফ্রেমে যেন এক স্বপ্নের সাজানো বাগান :)

++++++++++++

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন বিদ্রোহী, আমার দেশ দেখলে আর স্বর্গে যেতে ইচ্ছে করে না।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

সোহাগ সকাল বলেছেন: পর্যটকের পাশাপাশি আপনি ভালো একজন ফটোগ্রাফার। সাকাহাফং রুটের পাশের ঐ জায়গাটা অসাধারণ! এই জায়গাটা নিয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করুন, অনেকেই যেতে আগ্রহী হবে বলে মনে করি। শিলখালী বীচটা কোথায়? আপনার ঘুরে বেড়ানো দেখে সবার মতো আমারও লোভ হচ্ছে। যদি পারতাম! ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: সাকা হাফং যাওয়ার সময় আমাদের রুট ছিল বগালেক-কেওকারাডাং-বাকলাইপাড়া-শিমপ্লাম্পতি পাড়া-থানদুই পাড়া-নয়াচরন পাড়া-হানঝরাই পাড়া-নেফিউ পাড়া হয়ে সাকা হাফং । তারমধ্যে হানঝরাই পাড়া পার হয়ে কিছুটা পথ চলার পরই বাকে বাঁক দিতে হয়, আমাদের গাইড ভুল করে বামে না গিয়ে সোজা চলে গিয়েছিলো তখনই আমরা এই জায়গাটায় পৌছি, আরো সামনে আগালে আরো কতোটা রূপ দেখতে পে্তাম তা জানা হলোনা পথ সংশোধন করে আমরা আবার পেছনে ফিরে এলাম। আমাদের ট্রকিং সময় ছিলো পুরো ৬ দিন। বর্তমানে ওদিকে যাওয়ায় সেনাবাহিনীর নিষেধাজ্ঞা আছে।

শীলখালী বীচটাকে বলা যায় একটা ভার্জিন সমুদ্র সৈকত, আমি ওটাকে মর্তের স্বর্গ বলি। দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো, এটা টেকনাফ এবং ইনানী বীচের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত। এখন যে মেরিন ড্রাইভ হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আশা করছি ওটা কিছু দিনের মাঝেই সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।

আপনার জন্য ও রইলো আমার আন্তরিক শুভ কামনা।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৩

মাদিহা মৌ বলেছেন: প্রত্যেক পোস্টে প্রথমেই যেটা মাথায় আসে, আপনাকে দেখলে আমার প্রচন্ড হিংসা লাগে …

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো বলে থাকি আপনাদের হিংসাটা আমার জন্য আশির্বাদ :D

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: অপূর্ব সুন্দর আমার গ্রাম বাংলা। আর চমৎকার আপনার ফটোগ্রাফি

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আমাদের দেশটাকে আমি সব সময়ই স্বর্গ মনে করি।

২১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর। আরও ছবি দেখার অপেক্ষায় রইলাম

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে আর আমাদের ব্লগ বেঁচে থাকলে আরো ছবি অবশ্যই পাবেন ভাই

২২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: ৯নং ছবিতে পথ ভুল করে ভালই হয়েছে। নতুন কিছু দেখা হলো। ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার খবর কি? পথ ভুল করে কোথাও চলে গেলেন নাকি?

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ছবিগুলো সুন্দর।
ফটোগ্রাফার হিসেবে আপনার ভবিষ্যৎ ভালো।
তবে দেখার বিষয় আপনি নিজেই বয়সের ভবিষ্যৎ এ আছেন কিনা?

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: রাজপুত্র তো দেখছি আজকাল জইতিষি বিদ্যায়ও বেশ এগিয়ে গেছেন দেখছি :-B

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বনে বাদাড়ে ঘুরে ভালই লাগলো -----

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আমারো ভালো লাগে :D

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার। আপেলের ছবি দেখে অনেক কিছু মনে পড়ে গেল। কাশ্মীরের অবস্থা কবে যে শান্ত হবে? আর স্পাইডার লিলিতে মুগ্ধতা। বাকী ছবিগুলোও সুন্দর। সুন্দর এই স্বাতন্ত্র্য সিরিজটি চলতে থাকুক। ভাল লাগা রইবে।

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: চন্দনওয়ারী হয়ে অমরনাথ ট্রাক করার কথাটা মাথায় চেপেছে, আপনার মাথায়ও বিষয়টা রাইখেন তো হাসান ভাই

২৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০

সিগনেচার নসিব বলেছেন: বরাবরের মতই চমৎকার !

ভাল থাকুন
সুপ্রিয় কামাল ভাই

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়

২৭| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: অসাধারণর।অসাধারণ। ভালো লাগলো। প্রিয় কামাল ভাই

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আয়নাল ভাই, কেমন আছেন আপনি?

২৮| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং-- জাদিপাই ঝর্নার নাম প্রথম শুনলাম, দেখলামও প্রথম ( অবশ্যই ছবিতে )।

এই ঝর্ণার পানিতে কী গোসল করেছেন?

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই করেছি, বরফ শীতল জল, বুড়ো মানুষদের জন্য ভালো নয় :D

২৯| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং-- জোড়া বুলবুলি। সব কিছুর জোড়া দেখা যদি শুভলক্ষণ হয়, তা'হলে আপনার কী আগামীতে নতুন জুড়িদার আসছে? আমরা যারা ছবিতে দেখলাম, আমাদেরও কী নতুন জুড়িদার আসবে?

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: বুড়োদের আবার জুড়িদার কিসের, কি কন আপনি!!

৩০| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সবগুলো ছবিই ওয়াও! অসাম! মার্ভেলাস! ক্যারি অন। উইশ ইয়্যু বেস্ট অব লাক।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন মঈনুদ্দিন ভাই

৩১| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: প্রিয় কামাল ভাই।আলহামদুলিল্লাহ।ভালো আপনি কেমন আছেন?

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.