নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু বদল

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩


বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে? পাভেল, অভি, লিমন, তুষার, আবিদ, মেহেদী ছাড়াও তাদের খুব কাছের বেশ কিছু বন্ধু রয়েছে। ওরা প্রত্যেকেই বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে তারা আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতো নিয়মিত। আজকে পাহাড়ে তো পরের দিন নদীর ধারে এমনি ভাবে ওদের দূর্দান্ত কৈশোরটা পার করছিলো। ১৭ আগষ্ট প্রগতি স্মরণীতে (মুরাপাড়া থেকে কুরিল বিশ্বরোড পর্যন্ত রাস্তা, যাকে আমরা তিনশত ফিট রাস্তা বলে থাকি) ওদের আড্ডাবাজিতে জমায়েত হওয়ার কথা।

যথারীতি নরসিংদীর মাধবদী থেকে ওরা দুটি গাড়ি নিয়ে রওয়ানা হলো। ওদের গাড়িগুলো ওরা নিজেরাই ড্রাইভ করছিলো। একটু পরেই মেহেদীর গাড়িতে থাকা তুষার বললো আমি পাভেল এর গাড়ি দিয়ে যাবো (মেহেদী তার নিজের গাড়ি ড্রাইভ করছিলো, পাবেল তার নিজের গাড়ি রেখে তার চাচার নতুন কেনা CRV গাড়িটা চালাচ্ছিলো)। তুষারের আবদার রক্ষায় মোবাইলে কথা বলে দুটি গাড়ি থামাল। মেহেদীর গাড়ি থেকে তুষার নেমে পাবেল এর গাড়িতে আর আবিদ পাবেল এর গাড়ি থেকে নেমে মেহেদীর গাড়িতে চড়ে ওরা ছুটে চললো প্রগতি স্মরণীর দিকে।

কয়েক মিনিট পরেই পাবেল গাড়ির সামনে দিয়ে হঠাৎ একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলো, মেয়েটিকে বাঁচাতে পাবেল তার গাড়িকে রাস্তার উল্টা পাশে নিয়ে গেলো, মেয়েটি সামান্য আহত হলেও বেঁচে গেলো। কিন্তু ততোক্ষণে পাবেলের গাড়ি খুবই ঝুঁকি পূর্ণভাবে একটা গভীর জলাশয়ের কাছে চলে এলো। পাবেল সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু না গাড়ি ততোক্ষণে খাদের কিনারায়। CRV কয়েকবার উল্টাপাল্টা হলো, তারপর সোজা নেমে গেলো গভীর পানির তলায়। পানির গভীরতা বেশি থাকায় তাদের বাঁচাতে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি, প্রায় ৩০ মিনিট পর ওদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা ওদের মৃত ঘোষণা করে। তুষার গাড়ি বদল করে আবিদকে বাঁচিয়ে নিজেই যেন মৃত্যু বদল করে নিয়েছিলেন।


***পাভেল, অভি, লিমন তনজনই আমার নিকটাত্মীয়, তুষার তাদের বন্ধু।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুর সঙ্গেই যেন আমরণ মৈত্রী!

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নেই

২| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

প্রামানিক বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের পুরো এলাকায় এখন শোকর মাতম

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা। পড়ে খারাপ লাগল।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই হৃদয় বিদারক

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিউজটা পড়েছিলাম!!!

আপনার এত কাছের জেন দু:খটা আরো বাড়ল! পরিকল্পনাহীন সব কিছূ!

বিদেশী হাইোেয় গুেলােত সাইড ফেঞ্চ দেয়া থাকে। এটলিষ্ট এইরকম েক্ষেত্রে আহত হলেো বাঁচার আশা করা েযত!

আর আমাদের রেসকিউ িটমেতা গদাই লস্করি! তারা পৌছতে পৌছতেই সবার যা হবার তা হয়ে যায়!

ইলীয়াস কাঞ্চন একাই চিৎকার করে যাচ্ছেন। নিরাপদ সড়ক চাই!
সরকার বাহাদুর শুনবে কেন? মন্ত্রনালয় যেন গুরুত্বই দেয় না! সুশীল সমাজও একটা ইভেন্ট ভেবেই দায় শেষ করে!
আর মৃত্যুর মিছিল দীঘ থেকে দীঘতর হয়ে চলেছে!!!!!!!!!!!!!!!

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আর আমাদের রেসকিউ টিমেতা গদাই লস্করি! তারা পৌছতে পৌছতেই সবার যা হবার তা হয়ে যায়!.......এই জন্য কতো প্রাণ যে ঝড়ে যায়, কি আর বলবো।

৫| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনার নিকটাত্মীয় জেনে শক খেলাম।

প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে বেহেশতে নসীব করেন।

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০২

নোমান প্রধান বলেছেন: আমার এলাকার ছেলে গুলা :(

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এলাকা কোনটা নোমান ভাই?

৭| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৯

জুন বলেছেন: পেপারে দেখেছিলাম সাদা মনের মানুষ। মর্মান্তিক ঘটনা। রাস্তা পারাপারের ব্যাপারে আমরা গ্রাম থেকে শহরবাসী কেউই সচেতন নই। অনেক সময় দ্রুত বেগের একটি যানবাহনের মুহুর্তের মধ্যে গতি রোধ করা সম্ভব হয় না। এতে পথচারীদের সচেতন হওয়া জরুরী। ছেলেগুলোর পরিবারের প্রতি রইলো আন্তরিক সমবেদনা।

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

সাদা মনের মানুষ বলেছেন: পথিক, চালক সবাই আমরা বেপরোয়া, অবশ্যই আমাদেরকে আরো সচেতন হতে হবে।

৮| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রামানিক বলেছেন: চারজন কি এক গাড়িতেই ছিল?

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

সাদা মনের মানুষ বলেছেন: একই গাড়িতে ছিলো, পাঞ্জাবী ওয়ালা ছেলেটা গাড়ি চালাচ্ছিল

৯| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: মর্মান্তিক! এভাবে চলতি পথে গাড়ি পরিবর্তন আর মৃত্যু!! আল্লাহ তা'আলা তাদেরকে ক্ষমা করে দিন, জান্নাত নসীব করুন।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

১০| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২০

শুভ্র বিকেল বলেছেন: খুবই দুঃখজনক। ড্রাইভ করার সময় আরো সতর্ক থাকা উচিত।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ টিনএজ পোলাপানরা প্রতিযোগিতা করে গাড়ি চালায়

১১| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

মাদিহা মৌ বলেছেন: মর্মান্তিক :(

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, খুবই দুঃখ জনক

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: আবিদের হায়াত ছিল, আর তুষারেরটা শেষ হয়ে গিয়েছিল। তাই পথিমধ্যে তুষারের এমন আবদার হলো।
নিহতদের আত্মার শান্তি কামনা করছি। একটা শিশুর জীবন রক্ষার আপ্রাণ চেষ্টায় নিজেরাই ওরা চারজন মৃত্যুর শিকার হলো।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, যার যেখানে যেমন ভাবে মৃত্যু লেখা তা হবেই, কিন্তু আমাদের মন যে মানে না।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫০

এস আই সুমন বলেছেন: দুঃখজনক ঘটনা।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: পরিবারগুলোর শোক যেন কাটছেই না, ধন্যবাদ।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: আহারে ------- খুবই দুঃখজনক ঘটনা!!!!

একটা শিশুর জীবন রক্ষার আপ্রাণ চেষ্টায় , চারটি জীবন শেষ হয়ে গেল!!! :(
নিহতদের আত্মার শান্তি কামনা করছি।
আল্লাহ্‌ ওদের পরিবারকে শোক সইবার তাওফিক দান করুন!!

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখজনক ঘটনা।

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

গেম চেঞ্জার বলেছেন:
খারাপ লাগলো! গল্প ভেবে পড়তে গিয়ে দেখি বাস্তবিক ঘটনা!! :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, খুবই মর্মান্তিক ঘটনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.