নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মাওলিনং, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৪


গ্রামের নাম মাওলিনং। ঝর্ণার দেশ মেঘালয় রাজ্যের পাহাড়ের কোলে আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি ছোট্ট এই গ্রামটি। মেঘালয়ের পশ্চিম খাসি পার্বত্য জেলার এই ছোট্ট গ্রামটিতে বসতি মাত্র ৬০০ জন মানুষের। ডিস্কভার ইন্ডিয়া ম্যাগাজিনের মতে এটাই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই মাওলিনং। বাংলাদেশের তামাবিল সীমান্ত থেকে গাড়িতে করে যেতে এক ঘন্টারও কম সময় লাগে, বলা যায় এটা বাংলাদেশের প্রতিবেশী গ্রাম। এই গ্রামের প্রতিটি বাড়িতে পৃথক পরিচ্ছন্ন টয়লেট আছে। টয়লেটের ময়লা লেক বা খালের পানিতে পড়তে দেয়া হয় না।
এই গ্রামে বাঁশের তৈরি ডাস্টবিনে সব আবর্জনা সংগ্রহ করা হয়। একটি বড় গর্ত (পিট)-এ এসব আবর্জনা সংগ্রহ করে ভবিষ্যত জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। স্বেচ্ছাসেবীরা নিয়মিত সড়ক ঝাড়ু দেন। রাস্তায় কেউ কখনো ভুলেও আর্বজনা ফেলে না। গ্রামটিতে প্লাস্টিকের যেকোনো সামগ্রী নিষিদ্ধ।

এই পরিচ্ছন্নতার ধারণা এ গ্রামে কবে এলো। এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেনা। তবে একটা ধারণা প্রচলিত আছে, ১৩০ বছর আগে গ্রামে কলেরা দেখা দিয়েছিলো। আর কলেরার বিস্তার ঠেঁকাতে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। সেই থেকে শুর, আজো বহমান এই ধারা। এ গ্রামের বাসিন্দারা খাসিয়া নৃগোষ্ঠির মানুষ। এখানে এখনো মাতৃতান্ত্রিক সমাজ।


(২) নির্জন এমন পাহাড়ি সরু পথ ধরে শিলং থেকে যেতে মাওলিনং এর দূরত্ব ৯০ কিলোমিটার। অবশ্য বাংলাদেশের তামাবিল থেকে গেলে দূরত্বটা আমার মনে হয় ২৫ কিলোমিটারের বেশী হবে না।


(৩) মাওলিনং গ্রামে প্রবেশের মুহুর্তেই চোখে পড়বে গাছের উপর এমন মাচা, এখানে উঠে পোরো গ্রামটা পর্যবেক্ষণ করা যায়।


(৪) ২০০৩ সালের পর থেকে পর্যটকদের আনাগোনা শুরু হওয়ার পর ওরা গাড়ি রাখার জন্য একটা পার্কিংও তৈরী করে গ্রামে।


(৫/৬) গ্রামে কোন কাঁচা রাস্তা নাই, পায়ে চলা পথগুলোও সিমেন্টের স্লাব বসানো, আর গাড়ি চলার রাস্তায় কার্পেটিং কিংবা আরসিসি দ্বারা নির্মিত।



(৭) রাস্তার পাশে ময়লা ফেলার জন্য বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে অনেক।


(৮) এখানে মাতৃতান্ত্রিক পরিবার বলে পুরুষরাই শিশুদের সামলায়।


(৯/১০) এটাকে গ্রাম না বলে ফুলের বাগান বললেও বেশী বলা হবেনা, প্রতিটা বাড়ির সিমানা বেড়াগুলো সাধারত ফুল গাছ দিয়েই তৈরী।



(১১/১২) বাড়ি ঘরগুলো আলাদা কোন বিশেষত্ব নেই, শুধু পরিচ্ছন্নতার জন্যই ইচ্ছে করবে একটা দিন এখানে থেকে যাই।



(১৩) পরিচ্ছন্নতার ব্যাপারটা ছোট থাকতেই ওদের মনে ঢুকিয়ে দেওয়া হয়।


(১৪/১৫) চেনা অচেনা নানা ফুল ফুটে রয়েছে পুরো গ্রাম জুড়ে।



(১৬) খেলায় রত পরিচ্ছন্ন গ্রামের শিশুরা।


(১৭) গ্রামটা ঘুরে দেখে ক্ষিদে লেগে গেলেও সমস্যা নেই, এমন কয়েকটা খাওয়ার হোটেলও এখানে রয়েছে।


(১৮) অর্ডার দিলে আধা ঘন্টার মধ্যেই খাবার রেডি হয়ে যাবে।


(১৯/২০) মাওলিনং গেলে ব্যালেন্সিং রক আর শেকড় ব্রীজটা না দেখে ফেরাটা অবশ্যই ভুল হবে। শেকড় ব্রীজ নিয়া অবশ্য আমার আলাদা একটা পোষ্ট আছে।



(২১) সব শেষে আমি যে মাওলিনংএ গিয়েছি তার প্রমান :-B

মন্তব্য ৭৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৮

আদম_ বলেছেন: অনেক সুন্দর । ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, কেমন আছেন আপনি/

২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১০

জুন বলেছেন: আবারও মুগ্ধ হোলাম আপনার ছবি দেখে সাদা মনের মানুষ ।

আমিও মাওলিনংএ গিয়েছি কিন্ত তার প্রমান এমন করে দিতে পারবো না B:-/
সত্যি ওদের গ্রামে গিয়ে মুগ্ধ না হয়ে উপায় নেই ।
ভুটানেও আমি একটি পলিথিন ফেলার জায়গা খুজে পাই নি । ফেললে জরিমানা দিতে হবে । আর প্রতিটি দোকানের সামনে ঝকঝকে ময়লার বিন দেখে আমি ভাবতেও পারিনি এগুলো ময়লা ফেলার জন্য ।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপু ভাবছি আপনি কোথায় যাননি, সত্যিই আপনি ভাগ্যবান মানুষ, আন্তরিক শুভেচ্ছা জানবেন।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

শেয়াল বলেছেন: খাসিয়া গ্রাম তো সিলেটে আছে । বেশ গোছাইয়ে রাখে দেখি । গেছিলেন নাকি ?

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: জাফলং এর পাশে খাসিয়া গ্রাম সংগ্রামপুঞ্জিতে গিয়েছিলাম, বেশ চমৎকার

৪| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪

শ্রাবণধারা বলেছেন: অদ্ভুত সুন্দর একটা গ্রাম । আমার সবসময় মনে হতো যে পরিচ্ছন্ন, সুন্দর শান্তিপূর্ণ হবার জন্য ধনী না হলেও চলে, সদিচ্ছা, আর পরিকল্পনা শুধু দরকার। এই গ্রামের ছবিগুলো আর সেটা আমাকে মনে করিয়ে দিল ।

আমাদের দেশের গ্রামগুলো যদি এমন হতো !!!

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: শান্তিপূর্ণ হবার জন্য ধনী হবার কোনও প্রয়োজন নাই, শুধু পরিকল্পনা আর সদিচ্ছাই যথেষ্ট

৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চোখ জুড়ানো মন ভরানো ছবি গুলো সত্যি অসাধারন। ভালো লাগলো।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগার মতোই সুন্দর একটা গ্রাম, ধন্যবাদ

৬| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দেশে কবে
এমন গ্রাম হবে
পরচ্ছিন্নতায়
বিশ্বে সরো হবে???

দারুন এক গ্রামে ভ্রমন করানো শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

সম্পাদ্যের মতো শেষের প্রমাণে পুলকিত ;) ফটোশপ নাতো :P ;) (ফান) হা হা হা হা

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: কেম্নে ধরলেন আমার ফুটুশপ ;)

৭| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

অদৃশ্য বলেছেন:



চমৎকার...

শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা

৮| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

শামছুল ইসলাম বলেছেন: আপনার ছবিগুলো খুব ঝকঝকে, মনে হয় সার্ফ এক্সেলের পানিতে ধুয়ে, তারপর যত্ন করে ফ্রেমে বেঁধেছেন।

ছোট ছোট বাক্যে বাহুল্য বর্জিত বর্ণনা, মুগ্ধ করেছে।

মাওলিনং-এর আদর্শ হওয়ার পিছনের কারণ গুলো সুন্দরভাবে বর্ণিতঃ

//এই গ্রামের প্রতিটি বাড়িতে পৃথক পরিচ্ছন্ন টয়লেট আছে। টয়লেটের ময়লা লেক বা খালের পানিতে পড়তে দেয়া হয় না।//

//গ্রামটিতে প্লাস্টিকের যেকোনো সামগ্রী নিষিদ্ধ।//

//এই গ্রামে বাঁশের তৈরি ডাস্টবিনে সব আবর্জনা সংগ্রহ করা হয়। একটি বড় গর্ত (পিট)-এ এসব আবর্জনা সংগ্রহ করে ভবিষ্যত জৈব সার হিসেবে ব্যবহার করা হয়।//

//স্বেচ্ছাসেবীরা নিয়মিত সড়ক ঝাড়ু দেন।//

//রাস্তায় কেউ কখনো ভুলেও আর্বজনা ফেলে না।//


উপরের একটা কাজও কিন্তু কঠিন না এবং ব্যয়বহুল নয় - তিন বাক্যের এক শব্দে পরিণত হয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামে, অভ্যাস

ভাল থাকুন। সবসময়।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই কঠিন না এই অভ্যেসগুলো, তবে সমস্যা হলো আমাদের সদিচ্ছার, শ্রদ্ধা জানবেন শামছুল ভাই

৯| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ সব ছবি।
এমনটা নিজ দেশে হোক সেটাই চাই।

প্রমাণিত। :)

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আমইও চাই, কিন্তু উদ্যোগ নেওয়ার মতো আমাদের নেতৃত্বের অভাব, ধন্যবাদ রাজপুত্র

১০| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

এরশাদ বাদশা বলেছেন: অনন্য, অসাধারন!!! এখনো বিশ্বাস করতে পারছিনা যে, আসলেই এরকম গ্রাম আছে....অনেক ধন্যবাদ আপনাকে।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমাদের দেশের প্রেক্ষাপটে সত্যিই অবিশ্বাস্য

১১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

গেম চেঞ্জার বলেছেন: খাসিয়ারা আসলে নিজেদেরকে সাধারণ বাঙালি থেকে পৃথকই রাখে বাংলাদেশেও। ওদের সমাজব্যবস্থার স্বাতন্ত্র‌ আছে। নিজেরা ধর্ম পাল্টে ফেললেও বেশ প্রাকৃতিক ওরা!
সবচেয়ে বড় কথা হলো ওরা পরিস্কার পরিচ্ছান্ন থাকতে ভালবাসে। ব্যাপারটা আমি খাসিয়া মন্ত্রীর বাসায় বেড়াতে গিয়ে বুঝতে পেরেছিলাম। তবে মাওলিনং এর ব্যাপারটা আসলেই চমকপ্রদ!! এত কড়াকড়ি বাংলাদেশে নেই।

পোস্টে (+)

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে যে পরিচ্ছন্নতাও ওদের কাছে ধর্মীয় রীতির মতো, সবারই এমন মন মানসিকতা থাকলে পৃথবীটা আরো বেশী বাসযোগ্য হতো......ধন্যবাদ ভাই।

১২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

খোলা মনের কথা বলেছেন: এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। অনেক কিছু দেখতে পারলাম জানতে পারলাম। তবে সমস্যা কি জানেন??? আপনার পোষ্ট দেখলেই খারাপ লাগে :( মনে হয় পৃথিবীর কিছুই দেখা হলনা। তবে যাই বলেন "নেই মা'র থেকে কানা মা ভাল"। আপনার মাধ্যমে তো কিছু দেখা হয়।

আপনি যে ওখানে গিয়েছিলেন সেটা জব্দ করে ধরা ফুলের সাথে আপনার ছবিটি না দেখলে অবশ্য ফটোগ্রাফি বলে চালিয়ে দেওয়া যেত। :P :P :P এখন আর সুযোগ থাকলো না B-) B-) B-)

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: খোলা মনে বলেছেন যেহেতু আমি তাই বিশ্বাস করলাম, আন্তরিক শুভেচ্ছা নিবেন ভাই

১৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডিসকভারি চ্যানেলে এই গ্রামের উপরে একটা প্রতিবেদন দেখেছিলাম। আপনার মাস্টারপিস স্থির ছবিগুলোতে গ্রামের আরও কিছু দেখে খুব ভালো লাগলো।

ধন্যবাদ কামাল ভাই।

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে আপনার জন্য আসতেছে ছাত্রপিস, একেবারে জিপিএ ফাইভ :-B

১৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেম্নে ধরলেন আমার ফুটুশপ ;)

হা হা হা হা

আপ্নের ফূলগাছের মাঝখানে যে দাড়াইছেন তাই দেইক্যা! (কিডিং) :)

সত্যি আপ্নেরে খুব হিংসে হয়! আহা কত দেশ ঘুরেন! ডিজিটাল ইবনে বতুতা! B-)
আবার আপনার প্রতি কৃতজ্ঞতা্ও অশেষ! আমাদের সবাইরে সাথে নিয়া কত্ত কত্ত দুনিয়ায় ভার্চুয়াল ভ্রমন করালেন।

আপনার জীবন নিরাপদ হোক। আরও বেশি বেশি দেশ ঘুরে বেড়ার আর আমাদেরও ভ্রমন করান। অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা। :)

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিতো বরাবরই বলে থাকি আপনাদের হিংসা আমার জন্য আশির্বাদ স্বরূপ, তাই হিংসা আরো বাড়িয়ে দিতে পারেন, আর সব সময় আমার প্রতি শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাই।

১৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

আহসানের ব্লগ বলেছেন: :((

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: টিস্যু লাগলে বইলেন আহসান ভাই B-)

১৬| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবি দিয়েছেন আপনার বদৌলতে আমারও দেখা হয়ে গেল ভ্রমনের খরচটা বাচিয়ে দিলেন ;)

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এবার ফ্ল্যাক্সিলোড পাঠান

১৭| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: চমৎকার :)

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা :-B

১৮| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪০

মৈত্রী বলেছেন:
খাসিয়ারা কোন ভাষায় কথা বলে? বাংলা বোঝে??

২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ওদের নিজস্ব ভাষায়ই কথা বলে যা আমরা কিছুই বুঝতে পারিনা, তবে বাঙালী ড্রাইভার সাথে ছিলো তিনি দোভাষীর কাজ করেছেন, তাছাড়া ওরাও কেউ কেউ কিছুটা বাংলা বোজে।

১৯| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: সত্যিই চমৎকার। পরিচ্ছন্ন ও রুচিশীল মানুষদের বাস এই গ্রামে। ছবি গুলো দারুণ তুলেছেন। খুব সুন্দর গ্রামটি। আমারতো এক্ষুনি যেতে ইচ্ছে করছে।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সুন্দর যাদের মন তারা এমনটি চাবে এটাই স্বাভাবিক, শুভেচ্ছা জানবেন আপু

২০| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম এক ভালোলাগা ।

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: পরিচ্ছন্ন ভালোলাগা :)

২১| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

মাদিহা মৌ বলেছেন: এত ঝকঝকে গ্রাম বাংলাদেশে মনে হয় অসম্ভব! অসাধারণ!

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রবল ইচ্ছে থাকলে সেই অসম্ভব কে সম্ভব করা যেতে পারে আপু

২২| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: বিনা পয়সায় আপনার চোখ দিয়া কত কি যে দেখলাম, পয়সা দিয়া দেখলে অনেক টাকা লাগতো। তবে কথা হলো এতসুন্দর গ্রাম তো বুঝলাম, এদের আয় রোজগার কেমন? এত সুন্দর ঝক ঝকে রাখতে তো পয়সার দরকার।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: কৃষি প্রধান এই গ্রামে প্রধান কৃষিজাত দ্রব্য সুপারি ও বাদাম। ইদানিং টুরিষ্টদের কাছ থেকেও ওরা কিছুটা ইনকাম করছে।

২৩| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

ঢে্উটিন বলেছেন: খুবই চমৎকার।

আমাদের দেশে হবে এমন গ্রাম কবে....................... :(

আপনে যে মাওনিলং গেছিলেন হেই পরমান আমরা চাইনাইক্যা...... =p~ =p~

অসাধারন ছবিগুলো। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডেউটিন, প্রামানিক ভাই অনেক সময় প্রমান চায় তো :D

২৪| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮

এস আই সুমন বলেছেন: ভাল লাগলো। অনেক

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন ভাই

২৫| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এতো পরিচ্ছন্ন কেনু? ছবিগুলো কিন্তু ঝাক্কাস হইছে!

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: সাধু সাধু :-B

২৬| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গ্রামটির কথা জানা ছিলনা।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি ও সাথে চমৎকার বর্ণনার সাথে পরিচিত করিয়ে দেবার জন্য। :)

প্রমাণ ছাড়াই বিশ্বাস করছিলাম। :P

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: প্রমাণ ছাড়াই বিশ্বাস করছিলাম.......ইমানে কইছেন তো? :-B

২৭| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

রমিত বলেছেন: ইউরোপের মাটিতে এমন সুন্দর সুন্দর অনেক গ্রাম দেখেছি। কিন্তু আমাদের উপমহাদেশেই এত সুন্দর একটা গ্রাম আছে দেখে ভালো লাগলো।
সুন্দর পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রমিত, ইউরোপে যাওয়ার সৌভাগ্য কোন দিন হবে কিনা কে জানে?

২৮| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছাত্রপিস তো বুঝলাম। জিপিএ ফাইভ বুঝলাম না। ফটুব্লগ হইলে জলদী পোস্ট দিয়া ফালান।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: জিপিএ ফাইভ তো ছাত্ররাই পায়, মাষ্টাররা কখনো পেয়েছে বলে তো শুনিনি B-)

২৯| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী যে বলেন না কামাল ভাই? জিপিএ ফাইভ পাওয়া পোলাপান মাস্টারি করে না? আমার পোলাই তো করে।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছেলেও তো সেই ছাত্র থাকতেই পেয়েছে জিপিএ ফাইভ, মাষ্টার হওয়ার পর তো নয় ;)

৩০| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬

মাদিহা মৌ বলেছেন: প্রবল ইচ্ছে? দেবুদার মাশরাফি পড়ে মাশরাফির একটা বক্তব্য পড়ে ব্রত নিয়েছিলাম, ময়লা যেখানে সেখানে ফেলব না। একবারের বোকামির কথা বলি। লঞ্চে বাদাম খেয়ে খোসাগুলি যত্ন করে কাগজে মুড়ে রেখেছিলাম। নামার আগে লঞ্চ ঘুরে কোন ডাস্টবিন পেলাম না। পরে ব্যাগ ক্যারি করায় অসুবিধা হচ্ছিল বলে নদীতেই ছুঁড়ে ফেলেছিলাম। লঞ্চ পরিস্কার রাখতে গিয়ে নদীই অপরিস্কার করে ফেলছি। পরে দেখলাম, লঞ্চের লোকেরা লঞ্চ ঝাড়ু দিয়ে সেই নদীতেই ফেলে।

আমার একার বা আমার মত হাজারে দশজনকে দিয়ে পরিবেশ সুন্দর করা যাবে না। ওই সিচুয়েশনই নাই! এই গ্রামের ময়লা গুলি ডাস্টবিন থেকে তুলে নেওয়ার জন্য নিশ্চয়ই সিটি কর্পোরেশনের লোক আসে? বাংলাদেশের গ্রামের কথা ছেড়ে দিন। শহরেই তো ডাস্টবিন ছাপিয়ে অনেকখানি জায়গা জুড়ে মাসের পর মাস পচনশীল ময়লা পড়ে থাকে। আর গ্রাম তো বহুত দূরের কথা। গ্রামের লোকেরা তাই ময়লা ফেলার জন্য জলাশয়কেই ব্যবহার করে। কে যাবে প্রতি বেলায় মাটি গর্ত করে ময়লা চাপা দিতে?

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা যখন কোন ট্যুরে যাই চেষ্টা আমাদের সকল আবর্জনা বিশেষ পরে যেগুলো পঁচনশীল নয় সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসতে, যারা ভ্রমণ করে তাদের এটা অবশ্য মেনে চলা বাধ্যতা মূলক।

গ্রামের ময়লা গুলি ডাস্টবিন থেকে তুলে নেওয়ার জন্য নিশ্চয়ই সিটি কর্পোরেশনের লোক আসে? .......এই গ্রামে বাঁশের তৈরি ডাস্টবিনে সব আবর্জনা সংগ্রহ করা হয়। একটি বড় গর্ত (পিট)-এ এসব আবর্জনা সংগ্রহ করে ভবিষ্যত জৈব সার হিসেবে ব্যবহার করা হয়।

৩১| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: ওইহানে ভাত খাইছিলেন কি দিয়া?

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: মুরগির মাংস, ডাল আর সবজী দিয়া, কি খাইবেন্নি আপনিও :D

৩২| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: সত্যিই অসাধারণ।কামাল ভাই

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আয়নাল ভাই, ভালো থাকুন, সব সময়

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

কাবিল বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

৩৪| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: হেরা তো মুসলমান না, তয় মুরগীর মাংসের রান্না কেমন হইছিল?

২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ওরা মুসলমান নয়, তবে মানুষ ছিলো। রান্নাটা অনেক ভালো হয়েছিলো

৩৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাইয়ের প্রশ্ন আর আপনার উত্তর পড়ে হাসলাম। =p~

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমি হাসি =p~ =p~

৩৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

নীলপরি বলেছেন: ছবিগুলো দারুন লাগলো ।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর গ্রামের ছবি সুন্দর হওয়াটাই স্বাভাবিক, ধন্যবাদ পরি ভালো থাকুন, সব সময়

৩৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

আমি তুমি আমরা বলেছেন: এই গ্রামটার কথা জানতামই না। ছবিগুলো দেখে বেশ ভাল লাগল :)

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিও জানতাম না, মেঘালয়ে যাওয়ার পর ট্যাক্সি ড্াইভার বলাতেই ওখানে যাওয়া, ধন্যবাদ ভাই

৩৮| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষের ছবিটা যে ফটোশপ এডিট তাহা কিন্তু বুঝিতে পারছি ভ্রাতা ;) :P

=p~ =p~ =p~

এই বর্ষায় ইচ্ছে ছিল শিলং ট্রিপ দেয়ার, মনে হয় হবে না। দেখা যাক আগামী বর্ষায় ভাগ্যে থাকে কি না।

ছবিসমেত পোস্ট সেইরাম হইছে। +++ সাথে ভাললাগা। অনেক অনেক ভাল থাকুন প্রিয় ব্লগার, শুভকামনা রইবে সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আগামী বর্ষাতে আমাকে হিসেবে রাইখেন

৩৯| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ!!! আপনার কল্যাণে এত্ত সুন্দর একটি গ্রামের ছবি দেখলাম, পরিচিতি পেলাম!!
শেষের ছবিটার ফুলগুলো, আমার খুব প্রিয় ফুল!!
নামটা একটু বিদঘুটে, হুরহুরে!!! ;)

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুরহুরে নাম বলেই তো আমার সুরসুরি লাগতেছিলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.