নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) আড়িয়াল খাঁ নদী থেকে মাছ ধরছে এক জেলে, নরসিংদীর বাদুয়ার চর থেকে তোলা ছবি।
(৩) ফুলের নাম ন্যাষ্টারশিয়াম, হার্টিকালচার সেন্টার রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
(৪) নুনের টেক বা মায়া দ্বীপ, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তোলা ছবি।
(৫) অচেনা ফুল, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।
(৬) রাঙামাটির সাজেক যাওয়ার পথে, আদিবাসী বাড়িঘর, এটা খাগড়াছড়ি অংশে পড়েছে।
(৭) যাযাবরদের মালামাল বহনকারী ঘোড়া, কাশ্মীরের মোগল রোড থেকে তোলা ছবি।
(৮) মহিষের গাড়িতে ধান তুলছে কৃষক, চলন বিল এলাকা থেকে তোলা ছবি।
(৯) সুন্দরী গাছে সুন্দরী বক। সুন্দর বনের হিরণ পয়েন্টের বিশ্ব ঐতিহ্য এলাকা নীল কমল থেকে তোলা ছবি।
(১০) নাফ নদীতে জেলেরা মাছ ধরছে, নদীর ওপারে মায়ানমারের কাটা তারের বেড়া।
(১১) কাপ্তাই জেটি ঘাটের কলা বাজার।
(১২) কর্ণফুলি নদী, কাপ্তাই।
(১৩) মেঘনা নদী, ভৈরব। একটা রেল ব্রীজ অন্যটা ঢাকা সিলেট হাইওয়ে ব্রীজ।
(১৪) আখের গুড় তৈরী হচ্ছে, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি।
(১৫) নদী, নৌকা, জমি, রায়পুরার পান্থশালা থেকে তোলা ছবি।
(১৬) রাতারগুল জলাবন, বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে-চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।
(১৭) টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(১৮) কৃষ্ণচুড়ার ডালে বসে থাকা পাখিটা সম্ভবত নীল টুনি, ওয়ারী বটেশ্বর থেকে তোলা ছবি।
(১৯) মাছ ধরা, সিলেটের গোয়াইন ঘাট এলাকার মোটর ঘাট থেকে তোলা ছবি।
(২০) মাছ ধরার এই ছবিটা, আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে তোলা হয়েছে।
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও চাই আমৃত্যু চালিয়ে যেতে.......পরে লিঙ্ক দিচ্ছি
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: Click This Link
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29567582
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29878983
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29858585
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29856858
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29881151
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29796498
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29761653
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29804432
http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29894038
২| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: ছবি ব্লগ সুন্দর হয়েছে।
(চলুক)
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
সাদা মনের মানুষ বলেছেন: চলবে ইনশাআল্লাহ্
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
প্রামানিক বলেছেন: ১৯, ২০ নং ছবি দেইখা সেই ছোডু কালে ফিরা গেলাম।
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১
সাদা মনের মানুষ বলেছেন: বাকীগুলি সবই কি বড় কালের?
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪
নামে বইয়ের পোকা বলেছেন: ছবিগুলো অসাধারণ! কালো ফ্রেমে আবদ্ধ ছবিগুলো যেন অনেক কথা বলতে চায়।
সত্যি বলতে কি দৃশ্যগুলো চোখজুড়িয়ে দিলো।
আপনি ভাই ছবি তুলতে পারেন বেশ।
দোয়া করি আপনার ইচ্ছেগুলো যেন সত্যি হয়। তাহলে আমরা আরও কিছু অসাধারণ ছবি পাবো ইনশাল্লাহ!
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বইয়ের পোকা, এক সময় আমিও তাই ছিলাম
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের চোখ যখন ক্যামেরার পেছনে থাকে-তখনই নান্দনিকতা ফ্রেমবন্ধী হয়
কতটা অসাধারন অনুভব হলে এমন বাণী আসে
মুগ্ধতা ভ্রাতা
++++++++++
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি বিদ্রোহী আপনি অনেক জ্ঞানীও বটে......শুভেচ্ছা
৬| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭
শেয়াল বলেছেন: কি চমৎকার ডেখা গেল !
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
৭| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২
এস আই সুমন বলেছেন: অনেক সুন্দর হয়েছেশুভ কামনা রইল।
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল আন্তরিক শুভ কামনা
৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৬
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার।
শুভ কামনা রইল
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান ভাি, ভালো থাকুন, সব সময়
৯| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:০০
মাদিহা মৌ বলেছেন: ইসসসস! এত সুন্দর ক্যান?? প্রকৃতির রূপ তো সুন্দরই, সেই সাথে আপনার ছবি তোলার স্টাইলটাও … দারুণ!
আচ্ছা, আপনি কোন ডিভাইস দিয়ে ছবি তোলেন?
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণের নেশা আমার অনেক পুরোনো, ছবি তোলার নেশাটা হয়তো ১০ বাছরের মতো হবে, বিভিন্ন সময় আমি বিভিন্ন ক্যামেরা দিয়া ছবি তুলে থাকি........ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১০| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১১
শামছুল ইসলাম বলেছেন: দারুণ সব ছবি !!!
ভাল থাকুন। সবসময়।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপউৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাই
১১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ ছবি সব। ঝকঝকে।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র, শ্রদ্ধা জানবেন
১২| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৩
প্রামানিক বলেছেন: বাকীগুলি সবই কি বড় কালের?
হইলেও হইতেরে।
২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
অনুকথা বলেছেন: চমৎকার
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই
১৪| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯
বিজন রয় বলেছেন: খন্ড খন্ড বাংলাদেশ।
প্রাণ জুড়ানো।
++++
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়
১৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো ।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই.......শ্রদ্ধা জানবেন
১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পুষ্ট আমার চোখে পড়ে নাই ক্যান? চোখের দুষ, না পুষ্টের দুষ, নাকি পুষ্টওয়ালার দুষ?
ছবি নং--৩ এই ফুল প্রথম দেখলাম। আপনার চোখ দিয়ে কত কিছু জীবনে প্রথম দেখলাম!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: জীবন তো মাত্র শুরু, আরো কতো কি দেখবেন
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাতারগুল বনের সাপগুলারে তো দেখাইলেন না! এর আগে একবার দেখাইছিলেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: সাপ দেখলে খালি আমার ডর লাগে
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জীবন তো মাত্র শুরু, আরো কতো কি দেখবেন
কম খারাপ বলেন নাই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, যেমন গুরু তেমন শিষ্য
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোরবানির আগে গরুর কথা কইয়েন না কামাল ভাই। গরুর খুব দাম।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: হ, এবার গরুর দামে মাথা ঘোরে, আচ্ছা আশরাফুল ভাই, কয়েকটা মুরগী কোরবানী দিয়া দিলে কেমন হয়?
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইটাও কম খারাপ বলেন নাই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার অনেকগুলো টাকা বেঁচে যায় তাহলে
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: প্রথম ছবিটাই নয়ন কাড়া। উপরে শরতের আকাশ আর নীচে জল, প্রকৃতির এই অপরূপ চিত্রটা চোখ জুড়ানো, মনোহর।
ন্যাষ্টারশিয়াম ফুলের ছবিটাও খুব সুন্দর, দৃষ্টি কেড়ে নেয়। বটেশ্বর, বেলাবো, নরসিংদী থেকে তোলা "অচেনা ফুলের" ছবিটা মায়া ধরিয়ে গেলো, কেবল অচেনা বলেছেন এই বলে। জগতের সকল অচেনা ও অস্বীকৃত সৌন্দর্যের প্রতি আমার সমর্থন চিরদিনের।
রাঙামাটির সাজেক যাওয়ার পথে তোলা আদিবাসীর ছিমছাম বাড়িটিও (৬ নং চিত্র) বেশ ভাল লাগলো। এসব ছবি মনে গেঁথে রয়।
সুন্দরী গাছে সুন্দরী বক - ৯ নং ছবির দৃশ্যটা অপূর্ব!
এর পর থেকে পাহাড়ী কলা খেতে গেলে এর পেছনের নারী শ্রমের কথা মনে পড়বে (১১ নং ছবি)।
কর্ণফুলি নদীর ছবিটা মনকে উদাস করে দেয়। আর দুই সেতুসহ মেঘনা নদীর ছবিটা তুলতে বেশ মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন।
আখের গুড় এর পেছনেও কত জ্বলন্ত শ্রম (১৪ নং ছবি)!
রায়পুরার পান্থশালা আর রাতারগুল জলাবন -- ছবি দুটো খুব সুন্দর হয়েছে।
টাঙ্গুয়ার হাওড় আর কৃষ্ণচুড়ার ডালে বসে থাকা সম্ভবত নীল টুনি পাখিটার ছবি থেকে চোখ ফেরানো দায়!
সিলেটের গোয়াইন ঘাট আর আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে তোলা মাছ ধরার ছবি দুটো বাল্যকালের কথা মনে করিয়ে দেয়।
সব মিলে একটা অসাধারণ ছবি ব্লগ উপহার দিলেন। দেখে ও পড়ে অসামান্য আনন্দ পেয়েছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রত্যেকটা ছবিকে আলাদা ভাবে বিশ্লেষণ করে এমন চমৎকার মন্তব্য কেউ সাধারণত করেনা, আমি নিজে তো অত্যন্ত ছোট ছোট মন্তব্য করি.......আপনার মন্তব্যে আমি ব্যপক উৎসাহিত হই সব সময়, শ্রদ্ধা জানবেন খায়রুল ভাই।
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: ২১ নম্বরে দেয়া আমার মন্তব্যের উত্তরে আপনার প্রতিমন্তব্য সম্পর্কে বলছিঃ
আপনি এতটা সময় ও শ্রম দিয়ে যত্নের সাথে ছবি ব্লগগুলো পোস্ট করেন, আমরা তা দেখে ও পড়ে কত আনন্দ পাই! একটু সময় নিয়ে যদি আমরাও দুটো কথা এখানে না লিখে যাই, তবে এই কষ্টসাধ্য কাজটার প্রতি অবিচার করা হয়। আমিও অনেক ঘুরে বেড়াই, সেলফোনে শখ বশতঃ অনেক ছবি তুলে থাকি। কিন্তু সেগুলোকে যাচাই বাছাই করে ছবি ব্লগ বানিয়ে এখানে পোস্ট করার মত কষ্টসাধ্য কাজটা করতে পিছপা হই। কিন্তু আপনি তা করে থাকেন এবং এজন্য ধন্যবাদ ও প্রশংসা অবশ্যই আপনার প্রাপ্য, সাদা মনের মানুষ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার! আমৃত্যু চলুক পথচলা ।
হন্টনের আরও দুয়েকটা লিঙ্ক দিয়েন তো ।