নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখ যোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিস্টাব্দে এই বনকে 'জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লূক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেষ্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে, এবং অনেক ওপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মত সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়েনা বললেই চলে।
(২) মেইন গেইট দিয়া সারি সারি বিশাল গাছের ভেতর দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই বাম পাশে লাউয়াছড়া জামে মসজিদ।
(৩) মসজিদের পাশের বাঁশ বনে আমাদের আদি পুরুষদের না দেখাটাই অস্বাভাবিক।
(৪) আর একটু এগিয়ে গেলেই দেখা যাবে বনটাকে দু'টুকরো করে বয়ে গেছে একটা রেল লাইন, দেখে মনে হবে এটাও যেন প্রকৃতিরই একটা অংশ।
(৫) কেউ কেউ নিজেকেও প্রকৃতির সাথে মিশিয়ে নেয় এমনি করে।
(৬/৭) দুই পাশে বন, মাঝখানে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ মাখা চমৎকার কিছু মেঠো পথে চলতে গিয়ে নানা পাখির কলরব, আর মাঝে মাঝে অজানা কোন প্রাণীর ডাকে হঠাৎ অন্তরাত্মা কেপে উঠাটা অস্বাভাবিক কিছু নয়। তবে পাখি এবং প্রাণী দেখাটা কঠিন, কারণ সব গাছই অতি উঁচু এবং সবুজ পাতায় ছাওয়া।
(৮) চলতি পথে হঠাৎ একটা সুগন্ধি এসে মনটাকে ভালো লাগায় ভড়িয়ে দিলে পাশেই তাকিয়ে দেখবেন আপনার দিয়ে তাকিয়ে হাসছে স্পাইডার লিলি।
(৯) এমন দিক নির্দেশনা মূলক সাইনবোর্ডের কথাগুলো অবশ্য ওখানে আমাদের মেনে চলতে হবে, কারণ এতেই নিহিত আমাদের ভবিষ্যত বনাঞ্চল টিকে থাকার চাবি কাঠি।
(১০/১১) এমন অজানা অচেনা অনেক ফলই এখানে রয়েছে, যা দেখলেও মনটা ভালো হয়ে যায়।
(১২) বনের ভেতর হঠাৎ প্রান চাঞ্চল্য, তার পরই বনের মাঝখান দিয়ে ছুটে গেলো এই যান্ত্রিক অজগর।
(১৩) কয়েকটি রাস্তায় আবার এমন ভাবে ইট বিছানো রয়েছে।
(১৪) বড় গাছগুলো মগডালে সারা শব্দ পেলে এমনভাবেই খুঁজে পেতে পারেন বিলুপ্ত প্রজাতির উল্লুকদেরকে।
(১৫) পরগাছা।
(১৬/১৭) বিশালাকৃতির রঙিন মাকড়সার এপিঠ-ওপিঠ।
(১৮) আরো একটি নাম না জানা ফল, কয়েকটি ফেটে ফুলের মতো হয়ে আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়েছি।
ছবিসহ লেখা দারুণ। +
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজপুত্র, ভালো থাকুন, সব সময়
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: অজানা বুনো ফলগুলো দারুন লাগল।
++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিবেন দাদা
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: অসাধারন ছবি ব্লগ ধন্যবাদ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও আপনার মতোই বাঙ্গালী
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সুন্দর! রেললাইন এর ছবি দেখে আবারও স্মৃতিকাতর হয়ে পড়লাম...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১
সাদা মনের মানুষ বলেছেন: রেল লাইন আমাকেও সব সময় স্মৃতি কাতর করে তোলে, ধন্যবাদ
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
টোকাই রাজা বলেছেন: বনে-বাদারে ঘুরতে আমার খুব ভালো লাগে, আর আপনার ছবি ব্লগ পরে, দেখে ইচ্ছাটা আরো বেঁড়ে গেল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমারো ভাল্লাগে, আহেন আমরা রাজা আর প্রজা গলাগলি ধইরা বনে-বাদারে ঘুইরা বেড়াই
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফলগুলো মনে হয় আল্লাহর তরফ থেকে বন্য প্রাণীদের জন্য ফলেছে। এসব ফলে মানুষের হাত দেওয়া ঠিক নয়। কী বলেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: যেই ফলগুলোর ছবি দিয়েছি সেগুলো মনে হয় মানুষের খাওয়ার জন্য উপযোগী ও না।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্যে এত সমৃদ্ধ, ছবিগুলো না দেখলে ধারনা করাও যায় না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশ সত্যিই অনেক সুন্দর, শুধু আমরা ঠিক মতো চোখ খুলে দেখি না, শুভেচ্ছা জানবেন আশরাফুল ভাই
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রঙিন মাকড়সার ছবি দুটো বিরল। এত কিছু আপনার চোখে পড়ে ক্যামনে? চোখ দুইটা, না চারটা?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে আরো অনেক বিরল প্রজাতির জীব জন্তু আছে, ধন্যবাদ আশরাফুল ভাই, ভালো থাকুন, সব সময়।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
শামছুল ইসলাম বলেছেন: লাউয়াছড়ায় গতবছর গিয়েছিলাম, তবে বেশী ভিতরে ঢুকিনি।
মসজিদটায় জুম্মার নামাজ পড়েছিলাম।
ছবিগুলো চমৎকার।
ভাল থাকুন। সবসময়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আমি দুইবার গিয়েও খুব ভালোভাবে দেখতে পারিনি, কোন একদিন সারাদিনের জন্য এই বনে ঢুকে পড়ার চিন্তায় আছি।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার পোস্ট! আপনার পোস্টগুলো দেখলেই কমেন্ট করতে ইচ্ছা হয়! তাছাড়া এমন সুন্দর ছবি ব্লগে যদি কমেন্ট না করি তাহলে ভীষণ অন্যায় হয়ে যাবে! সবগুলো ছবিই খুব সুন্দর! তবে বিশেষ করে ৩ নাম্বার ছবিটা অতুলনীয়!
চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহ বোধ করি........আন্তরিক শুভেচ্ছা জানবেন।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
আদম_ বলেছেন: বনের ভেতর দিয়ে রেল লাইনটা বাংগালীদের দরিদ্র এবং অসচেতন মনের পরিচয় ছাড়া আর কিছুই বহন করেনা। বনের পরিবেশ নষ্টের একটি মোক্ষম হাতিয়ার বটে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এটা মন্দ বলেননি, প্রতি বছর নাকি এখানে অনেক প্রাণী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়, কেমন আছেন ভাইজান?
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: ছবিসহ লেখা দারুণ + +
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানবেন রহমান ভাই
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার ভাই! আপনি সাতছড়ি উদ্যানে গিয়েছিলেন ভাই? সেখানে গাছগুলো আরো বিশাল বড় বড়!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সাতছড়ি উদ্যানে ও যাওয়ার সৌভাগ্যও আমার হয়েছে কয়েকবার, ওটা নিয়ে কোন একদিন পোষ্ট দিবো, ধন্যবাদ ভাই।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
অগ্নি সারথি বলেছেন: চমৎকার ছবি। বনের ভেতর হঠাৎ প্রান চাঞ্চল্য, তার পরই বনের মাঝখান দিয়ে ছুটে গেলো এই যান্ত্রিক অজগর। - সময় এসে গেছে যান্ত্রিক এই অজগর উৎখাতের।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: এটা উৎখাত করতে পারলে অনেক বন্য প্রাণী বেঁচে যেতো, শুভেচ্ছা জানবেন ভাই।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
হাসান রাজু বলেছেন: অসাধারণ .... অসাধারণ .... অসাধারণ ....
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, উৎসাহিত হলাম ব্যপক
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
খোলা মনের কথা বলেছেন: নাকের ডগা থেকে ঘুরে আসলাম অথচ লাউছড়া গেলাম না। শ্রীমঙ্গলে ছিলাম একদিন। গ্রান্ড সুলতানে গেলাম অথচ আর একটু সামনে গেলেই হয়ে যেতো। আপনার ছবি দেখে নতুন করে লোভ বাসা বাধলো। শুভেচ্ছা সামনের দিনের জন্য কামাল ভাই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: গ্রান্ড সুলতানে যাওয়া হয়নি, শুনেছি ওখানে নাকি হেলিকপ্টারে করে উড়ে উড়ে বন দেখা যায়.....কোন একদিন হয়তো যাব।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো । সব ছবি আপনি তুলেছেন ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: সব আমারই তোলা ছবি নীলপরি। আপনাদের এমন ভালোলাগা আমার জন্য আশির্বাদ, শুভেচ্ছা নিবেন।
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্পাইডার লিলি কোন দেশি ফুল?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: একেবারে আমাদের দেশীয় ফুল, আর প্রচুর সুগন্ধি, আমি এটাকে যেখানেই দেখি তার সুবাস নেই
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি দুইবার গিয়েও খুব ভালোভাবে দেখতে পারিনি, কোন একদিন সারাদিনের জন্য এই বনে ঢুকে পড়ার চিন্তায় আছি।
চিন্তা শেষ কইরা তাড়াতাড়ি কামে নাইমা যান।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সাথে থাকলে কোন চিন্তা ভাবনা আর করা লাগে না আরকি
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর সব ছবি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: ভ্রমন কাহিনী সাথে চিত্র আসলেই মনোমুগ্ধকর!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডানা, ভালো থাকুন, সব সময়
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
গেম চেঞ্জার বলেছেন: অনবদ্য ছবি ব্লগ!! কৃতজ্ঞতা এইরকম প্রকৃতির কাছে নিয়ে যাবার জন্য আমাদের!
কিন্তু আমার মনে হয় কি জানেন? একদিন এইসব গাছেরাও মাথা উঁচু করে থাকতে পারবে না। বনের রক্ষার শপথ যারা নিয়েছে, তাদের মনে কি আছে কে জানে?
এটা থাকা মোটেও অস্বাভাবিক নয়- বনের দু-চারটা গাছ গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আমারও তো শখ আহলাদ আছে। দুটা গাছ নিয়ে ওরা টাকা পাক, সাথে আমিও......
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: দূর্নীতিতে চ্যাম্পিয়ন হই, সুতরাং আমাদের দ্বারা সব সম্ভব, গত কালকে পত্রিকায় দেখলাম সুন্দর বনও ক্রমশঃ ছোট হয়ে আসছে, সুতরাং হতেই পারে এমনটি........ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: লাউয়াছড়ার চমৎকার বর্ণনা দিয়েছেন সেই সাথে ছবি গুলিও মন জুড়ানো।
২০০০/২০০১ সাল মিলিয়ে ৩ বার গিয়েছিয়ে লাউয়াছড়াতে। তখন এত মানুষের আনাগুণা ছিলনা ওখানে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এলন সব পর্যটন এলাকায়ই মানুষের সংখ্যা বাড়ছে, শুভেচ্ছা জানবেন আপু
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর
২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
ডঃ এম এ আলী বলেছেন: যেটুকু এখন দেখেছি ভাল লেগেছে । আবার আসব কথা হবে সে বেলায় ।
শুভেচ্ছা রইল ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গেলাম ডঃ
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৯
আহসানের ব্লগ বলেছেন: বানর আমাদের আদি পুরুষ নয় ব্রো । এপ্স নামের একটা জাত আছে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, হতেও পারে
২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল । আর মাকড়শার এত রূপ আগে দেখা হয়নি । ভাল থাকুন সব সময় ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনিও ভালো থাকুন, সব সময়
২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
কামরুন নাহার বীথি বলেছেন: ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেছি লাউয়াছড়ার অকৃত্রিম প্রকৃতিতে!!!
এমন ছবি শুধু আপনার পোষ্টেই শোভা পায়!!
অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!!
দোলনচাঁপার শুভেচ্ছা!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আহ্ অসম্ভব সুগন্ধি ফুল, সেইদিন বৃক্ষ মেলায় গিয়ে দেখেছিলাম।
৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
পবন সরকার বলেছেন: অসাধারন ছবি পোষ্ট।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো কিছু উপস্থাপনের, ধন্যবাদ দাদা
৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১২
আদম_ বলেছেন: ভালো আছি স্যার। আপনার শরীর ভালো?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাইজান, আপনাদের দোয়ায় খুবই ভালো আছি
৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
মাদিহা মৌ বলেছেন: মেটো পথ নয়, মেঠো পথ। ইদানিং যাইই পড়ি না কেন, ভুল বানানটা একদম চোখে লাগে।
আমার স্টুডেন্টের ইংলিশ টেক্সট বইয়ে লাওয়াছড়ায় ক্যাম্পিং এর কাহিনি লেখা আছে। তখন থেকেই যেতে ইচ্ছুক।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু এখনি সংশোধন করে নিচ্ছি
৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
শ।মসীর বলেছেন: আগে অনেক বানর ছিল, এখন হাতে গোনা......
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: জানিনা এমন ভাবে কমতে কমতে কবে ওরা নিঃশেষ হয়ে যাবে।
৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: এরকম বাচ্চা সোহাগী বান্দর পাইলেন কই?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: বান্দররা আপ্নের মতোই সন্তান বৎসল
৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
প্রামানিক বলেছেন: আপনে কি এই চরিত্রের বাইরে?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আম্নে জানলেন কেম্নে??
৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাই সাদা মনের মানুষ আপনি আমার ব্লগে আসার সময় করে উঠতে পারেননি তাই আমাকে ভাইজান ভাবছেন কিন্তু আমি একজন সাদা মনের আপুমনি বা
দৃষ্টি সীমানা । ভাল থাকুন সব সময় । ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার ভুল ভেঙ্গে দেওয়ার জন্য ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন, সব সময়
৩৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩
মুদ্দাকির বলেছেন: প্রিয় বন আমার, নষ্টালজিক হইলাম, সুন্দর
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
রমিত বলেছেন: খুব সুন্দর ফটো ব্লগ !!!!!