নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ মেলায় একদিন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮


গত বছরও বৃক্ষ মেলায় যাই যাই করেও যাওয়া হয়নি। ঢাকার শেরেবাংলা নগরে এবার আগষ্টের ৩১ তারিখ পর্যন্ত মেলা ছিলো। এবারও না যেতে পারার শংকাটা ভালোভাবেই ছিলো, শেষ পর্যন্ত ২৮ আগষ্ট সময় বের করত্যে সক্ষম হয়েছি। মেলায় ঢোকার পর কিছুটা পিছুটান ছিলো, আর ছিলো প্রচন্ড গরম। তাই মেলাতে খুব অল্প সময়ই থেকেছিলাম। সেই অল্প সময়ে প্রচুর ছবি তুলেছি, বিশেষ করে ফুলের ছবি, সেই ছবিগুলো থেকেই কিছু ছবি নিয়ে আজকের বৃক্ষ মেলা পোষ্টটি সাজাইলাম। আশা করছি আপনাদের খারাপ লাগবে না।


(২) ঝুমকোলতা। স্নিগ্ধ রঙ আর সুমিষ্ট সৌরভের জন্য ঝুমকো ফুল সারা পৃথিবীতেই বিখ্যাত। এ ফুল সারা বিশ্বে প্যাসিফ্লোরা নামে পরিচিত হলেও আমাদের দেশে ঝুমকোলতা নামেই বেশী পরিচিত।


(৩/৪) প্রোমিলা ক্যাকটাস বা মিলিফুল।



(৫) মনে হচ্ছে এটা দাঁতরাঙ্গা ফুলেরই বেগুনী সংস্করণ।


(৬) কমলা রঙের ঘন্টা ফুল।


(৭) জার্বেরা।


(৮) দেখতে কাঠ গোলাপের মতো এই ফুলের নামটা জানিনা।


(৯) টবের গাছে ধরে আছে এমন বিশালাকার জাম্বুরাগুলো।


(১০) ক্যালিয়ান্ড্রা। যেসব ফুলের রূপ আছে গন্ধ নেই ক্যালিয়ান্ড্রা সে দলের ফুল।


(১১) কাঁটা মেহেদি ফুল।


(১২) লাল কাঠ গোলাপ।


(১৩) সুরভিত দোলনচাঁপা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দোলনচাঁপা রেখে ফুলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন।


(১৩) ট্যাং ফল। এটার রস দিয়ে শরবত বানালে নাকি খেতে ট্যাং এর মতো স্বাদ হয়।


(১৪) এ্যাডেনিয়াম।


(১৫) কমলা রঙ্গন।


(১৬) মাধবী লতা ফুল।


(১৭) কাজি পেয়ারা।


(১৮) তারার মতো ফুটে থাকা এই ফুলটার নাম জানিনা।


(১৯) টবে ধরে রয়েছে প্রচুর মাল্টা।


(২০) সুবাসিত রঙ্গন।


(২১) অর্কিড


(২২) এই আমলকি গাছটাও কিন্তু একটা টবেই রয়েছে।


(২৩) আমাজান লিলি।

মন্তব্য ৮০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

মার্কো পোলো বলেছেন: বাহ! অনেক সুন্দর। ঝুমকোলতা নামই শুনেছি, আজকে দেখলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার জামিন মঞ্জুর করা হল :D

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: মেলায় না গিয়েও মেলা দেখছি টাইপের অনুভতি +

এই সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

প্রিয় সাদা মনের মানুষ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক মোবারকবাদ রহমান ভাই

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

শামচুল হক বলেছেন: আপনার ছবি দেখে মনে হচ্ছে এখনই গিয়ে কিছু গাছ কিনে নিয়ে আসি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার ছাদের বাগানের জন্য কিছু গাছ সম্পর্কে জানার জন্যও ওখানে যাওয়াটা জরুরী ছিলো, তাই যাওয়া, ধন্যবাদ ভাই।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাড়ীর কাছে আরশী নগরের মতো...

ঘরের কাছে মেলা গেল -মেলা দেখা হল না.....

দুধের স্বাদ ঘোলেই সই ;)

দারুন ভার্চুয়াল বৃক্ষ মেলা সাজানোয় ধন্যবাদ :)

++++++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ঘোল ঘোলই সই, ছেড়ে লাভ কি? শুভেচ্ছা জানবেন ভাই।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: দারুণ !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

শামছুল ইসলাম বলেছেন: দারুণ ছবি ব্লগ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামছুল ভাই, ভালো থাকুন, সব সময়

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

গেম চেঞ্জার বলেছেন: পেয়ারা আর আমলিকে দেখে জিবটা হু হু করে কেঁদে ওঠলো! :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছি, আপনার ভিটামিন সি এর অভাব :-B

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

খোলা মনের কথা বলেছেন: প্রত্যেকটা ছবি জীবান্ত মনে হল। কিছু মনে হল অঙ্কন করা। আর কিছু অপরিচিত গাছের সাথে পরিচিত হলাম। দারুণ হয়েছে ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

অরুনি মায়া অনু বলেছেন: এর মধ্যে অনেকগুলো গাছই আমার আছে। খুব সুন্দর ছবিগুলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কোন এক সময় আমার কাছেও এসবের অনেক গাছ থাকবে বলে আমি আশা করছি।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

প্রামানিক বলেছেন: নাম দিলেন মাল্টা চেহারা দেইখা তো মনে হইল আস্ত মিষ্টি কুমড়া ধরছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: মাল্টা এবং মিষ্টি কুমড়া দুইটাই মিষ্টি লাগে, সুতরাং একটা হলেই হলো =p~

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

প্রামানিক বলেছেন: মেলাটা কোন জায়গায় তা তো কইলেন না?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: রাজধানীর শেরে বাংলা নগরে বানিজ্য মেলার স্থানে।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

প্রামানিক বলেছেন:
আপনার মেলার ফুলের ছবি খুব ভালো লাগল। দেইখা ব্যাপক খুশি হইছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে মনে হয় ফেয়ার এন্ড লাভলী দিয়া দাঁত মাজেন =p~

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: প্রামানিক বলেছেন: নাম দিলেন মাল্টা চেহারা দেইখা তো মনে হইল আস্ত মিষ্টি কুমড়া ধরছে।

আমিও তাই ভাবছিলাম। :#)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমিও মনে লয় তাই ভাবতাছি ;)

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্ট এবং অনেক গুল ফুলের নাম জানা হল । আপনাকে ধন্যবাদ এবং পোস্ট প্রিয়তে নিলাম । শুভ কামনা রইল ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম.........এবার পোষ্ট খানা দৃষ্টি সীমানায় থাকবে :-B

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ




কামাল ভাই
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

আমি ইহতিব বলেছেন:

একদিন গিয়েছিলাম, বেশীক্ষণ থাকা হয়নি, গাছও কেনা হয়নি :(
আরেকবার যাওয়ার ইচ্ছা ছিলো, সময় হয়নি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: সময় বের করাটা সত্যিই আমার ও কঠি ছিল, তবু ঐ যে ইচ্ছে থাকলে উপায় হয়.......কেমন আছেন আপু?

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি সুন্দর হয়েছে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যও তাই :D

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সাহসী সন্তান বলেছেন: সকালে দেখছিলাম, এখন আইলাম মন্তব্য দিতে! তবে সর্বসাকল্যে আপনার পোস্ট দারুণ হইলেও আপনি মানুষ খুব একটা ভালা নাহঃ! চুপিচাপে অণ্যের বর্ষপূর্তির খানা খান অথচ আমরা জানিই না! :(

এনি ওয়ে, জাম্বুরা নিয়া ঝাকা-নাক কি একটা গান আছে না? সেই গানটার লিংক দিলে জাতি একটু উপকৃত হইতো আরকি! ;)

চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা কামাল ভাই!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি ঐ দিন ঢাকা গিয়েছিলাম একটু ব্যক্তিগত কাজে, প্রামানিক ভাইয়ের বাসায় আগে যাওয়ার সুবাদে কাছাকাছি থাকায় ফোন দিয়েছিলাম, ওনি এসে সোজা আমাকে টেনে নিয়ে খাওয়ায় বসাইয়া দিলেন আর তথ্য দিলেন যে সামুতে ওনার পাঁচ বছর পুর্তি। অন্য এখন আমরা সম্মিলিত ভাবে কন্ঠ মিলিয়ে বলতেই পারি প্রামানিক ভাই আমাদের দাওয়াত দেন......শুভেচ্ছা জানবেন ভাই।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। টবে ফলের চাষ মনে হয় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা শহরে ছাদের টবে গাছ থাকলে ১০% ট্যাক্স মওকুফ.......সুতরাং B-)

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবির ক্যাপশন কী ঠিক আছে কামাল ভাই? ওগুলো তো মিষ্টি কুমড়া মনে হচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি আপনাদের সবার চশমা পাল্টানোর সময় হয়ে গেছে :-B

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবি-- আপনি ঠিকই বলেছেন। এই ফলের রস দিয়ে বানানো শরবত আমি খেয়েছি। হুবহু ট্যাং-এর মতো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার জীবন খানা ১৭ আনাই মিছে, এখনো খাওয়া হয়নি এই ফল।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুঝছি আপনাদের সবার চশমা পাল্টানোর সময় হয়ে গেছে :-B

বুঝাইয়া কন। রহস্য কইরেন না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: যেহেতু মাল্টাকে মিষ্টি কুমড়া দেখতাছেন সেহেতু আমি আর কিছুই বুজায়া বলতে পার্তাছিনা :(

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই আমগো দাওয়াত দিব কবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি তিনি খুব শীগ্রই আমাদের সবাইকে দাওয়াত দিয়ে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করবে B-)

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: (৬) নাম্বারটা অলকানন্দা, অবশ্য ঘন্টা ফুল নামটাও প্রচলিত (৭) নাম্বার জার্বেরা (৮) নাম্বার কাঠগোলাপই। আমি বৃক্ষমেলার ছবি পোষ্ট করতে চেয়েছিলাম, আর আপনি আগেই পোষ্ট করলেন!!!! /:)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেই আমি খুঁজতাছি আপু, অনুমানে কতো নাম বলা যায়.........৭নংটা এখনি সংশোধন করে নিচ্ছি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমি বৃক্ষমেলার ছবি পোষ্টের নাম দিয়েছি বৃক্ষমেলায় একদিন, আপনি নাম দিয়ে দেন বৃক্ষমেলায় দুই দিন =p~

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: আমি আবার হাজির হইছি। হেনা ভাইরে নিয়া আপনারা যেইদিন মন চায় হেইদিন আইসা পড়েন দাওয়াত লাগবো না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই বুড়া মানুষ, ওন রাজশাহী থেকে আইতে না পারলে আমি দুইদিন আইসা খেয়ে গেলেও তো হয় নাকি বলেন? :D

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: নাহার আপারে এমনি কি মাইনষে ফুলের রানী কয়। ফুলের ঘ্রান শুইনাই ফুলের নাম কইতারে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: এতদিনে আপ্নে ব্যাপারটা বুঝতে পারলেন!!

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

এম এ কাশেম বলেছেন: কামাল ভাই ফুল ফলের ব্যাবসা শুরু করবেন নাকি?

চুরি করে দাওয়াত খাওয়ার জন্যে - ০.০১ টাকা জরিমানা, অনাদায়ে যাবজ্জীবন ফাঁসী।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এত্তো টাকা কইত্তে দিমু কাসেম ভাই? ৬ মাসের ফাঁসি দিয়া মাফ কইরা দিয়োন যায় না?

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

মাদিহা মৌ বলেছেন: ওয়াও!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে :)

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

মাদিহা মৌ বলেছেন: জার্বেরা নাকি ঝারাবারা? আচ্ছা, ঝারাবারা আর কসমসের মধ্যে তফাৎ জানেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি এই ফুলের নাম জানিনা, নাহার আপু নামটা জানিয়েছে ওনিই বলতে পারবে সঠিক নাম কোনটা। কসমসের সাথে এই ফুলের অনেক তফাৎ আছে, কসমস এক পাপড়ির ফুল এটার পাপড়িগুলো চিকন এবং সংখ্যায় অধিক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন:

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১১

মাদিহা মৌ বলেছেন: মালটার রং এমন মাল্টিকালার হয়?!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এটা অন্য জাতের মাল্টা, এটার কালার নাকি এমনই হয়

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা রইলো ভাই

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

প্রামানিক বলেছেন: মাল্টার কালার নিয়া দেহি সাবার চোখে বাড়ি খাইছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনি সবার চোখ খারাপ কইরা দিয়াছেন

৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

মামুন ইসলাম বলেছেন: কি ব্যপার ভাই মাল্টা গাছে কি মি্ষ্টি কুমোড়া ডোড়া লাগাইছন । না বলছিলাম আজ কাল সবইতো দেহি কলম করা হয় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

সাদা মনের মানুষ বলেছেন: মাল্টা নিয়া কৈফিয়ত দিতে দিতে আমার জান তো দেখছি ছ্যাড়াব্যাড়া :D

ইমানে কইতাছি এই গাছ আমার না :-B

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: আপনার এই গাছগাছালির ছবি দেখে শান্তিনিকেতনের রবি বাবু আশীর্বাদ জানিয়েছে!


তথাস্তু! ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ওঁম শান্তি........

৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

মাদিহা মৌ বলেছেন: অফ টপিক।

আমার বন্ধুরা সবাই বান্দরবান যাওয়ার তোড়জোড় করছে (আমি সহ)। ম্যাক্সিমাম তিন দিন থাকার প্ল্যান। বগালেক কেওক্রাডং ছাড়া তিনদিনে বান্দরবানের আর কোন জায়গায় যাওয়া যাবে? সাজেশন করেন। আর যে জায়গায় যাওয়া যাবে, তার উপরে আপনার কোন পোস্ট থাকলে, দেন
পথ নির্দেশনা দেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন, শৈলপ্রপাত, চিম্বুক এসব দেখেই তিন দিন কাটিয়ে দেওয়া যায়। স্বর্ণ মন্দিরে যাওয়ার অনুমতি আছে কিনা আমি জানিনা, কিছু দিন আগে ছিলনা।

আমি ইদের পরের শনিবার দিন ভোরে বান্দরবানে যাবো, আমার দেখার টার্গেট শৈলপ্রপাত-চিম্বুক-নীলগিরি-থানচি-তিন্দু-কুমারী ঝর্ণা হয়ে রেমাক্রি পর্যন্ত।

৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

মাদিহা মৌ বলেছেন: কী বলেন! নীলগিরি, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির,মেঘলা - এই ছয়টা জায়গায় আমরা একদিনে ঘুরেছি। এগুলিতে আপনি যাননি? এত সুন্দর সুন্দর জায়গা দেখে এই জায়গাগুলি তো নিরামিষ লাগবে। বড়জোর নীলগিরি আর নীলাচল ভালো লাগবে। আর মেঘলা আবহাওয়া হলে কিছুই ভাল্লাগবে না। কারণ মেঘে সব ঢাকা থাকবে। এম্নিতে আপনি নিশ্চয়ই মেঘ ছুঁয়েছেন?

এই ছাড়া আর কোন স্পট?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে চলে যেতে পারেন রেমাক্রিতে, বান্দরবান থেকে থানচি, ওখান থেকে সাঙ্গু নদী ধরে রেমাক্রিতে......ঐ এলাকাটা নিঃসন্দেহে স্বর্গ।

৩৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

বৃতি বলেছেন: সুন্দর ছবিব্লগ- ভালো লেগেছে :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বৃতি

৩৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

নীলপরি বলেছেন: আমার এটা মিস হয়ে গিয়েছিল । এখন দেখে দারুন লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীলপরি আপনাদের উপস্থিতিআমাকে বরাবরই উৎসাহিত করে।

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: মৌ আপু, শুধু আমিই বলিনি, গুগোল মামুও বলেছেন ওই ফুল জার্বেরা। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.