নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৪৭

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) নারকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন্‌স দ্বীপ। যা বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, এই ছবিটা সেখান থেকে তোলা।


(৩) মসজিদ আল-হারাম (আরবি: المسجد الحرام‎) ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যা কাবাকে ঘিরে অবস্থিত। মক্কা থেকে তোলা ছবি।


(৪) নদী, নৌকা, মাঝি। নরসিংদীর উদিংগা গ্রামের পাশে মেঘনার পাড় থেকে তোলা ছবি।


(৫) ফলের নাম বিলম্ব, অতি টক ফলগুলোর মাঝে এটা অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রাম থেকে তোলা ছবি (ব্লগার আমির ইসতিয়াক ভাইয়ের বাড়ি থেকে তোলা)।


(৬) কাশ বনে ছোট্ট পাখি, এই ছবিটা ধরাভাংগা গ্রামের এমপি টিলা থেকে তোলা হয়েছে।


(৭) ভাসমান ফুল বিক্রেতা, কাশ্মীর উপত্যকার অন্যতম সেরা বিখ্যাত ডাল লেকের অংশ নাগিন লেক থেকে তোলা ছবি।


(৮) কাঠ ঠোকরা পাখি, বটেশ্বর, নরসিংদী থেকে তোলা ছবি।


(৯) শালুক, নরসিংদীর শিবপুর এলাকা থেকে তোলা ছবি।


(১০) টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।


(১১) পাহাড়িদের কেনাকাটা, কাপ্তাই থেকে তোলা ছবি।


(১২) ফড়িং, ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা ছবি।


(১৩) নাম না জানা জংলী ফল, বটেশ্বর, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।


(১৪) হরিণ, সুন্দর বনের কটকা থেকে তোলা ছবি।


(১৫) সম্ভবত এটা সোমেশ্বরী নদী, নেত্রকোণার উৎরাইল বাজারের পাশ থেকে বাসে বসে তোলা।


(১৬) চুড়িওয়ালী, শাহবাগের ফুটপাত থেকে তোলা ছবি।


(১৭) কৃষক ও গরু, নরসিংদীর বর্দ গ্রাম থেকে তোলা ছবি।


(১৮) টক সবজি মেষ্টা, সাধারণত এটা টক ডাল খাওয়ার জন্য ব্যভৃত হয়। মাধবপুরের গোবিন্দপুর থেকে তোলা ছবি।


(১৯/২০) কৃষ্ণচুড়া ও কৃষাণীর ছবিদুটো নরসিনংদীর শিবপুর এলাকা থেকে তুলেছি।

মন্তব্য ৭৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

মাদিহা মৌ বলেছেন: প্রথমটা কী ফুল?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ফুলটার নাম এ্যডেনিয়াম, এটা বৃক্ষ মেলা থেকে তুলেছি।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

মাদিহা মৌ বলেছেন: ওমা! আমিই ফার্স্ট?

ফার্স্ট তো হইছি, এখন কী দিবেন কন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

মার্কো পোলো বলেছেন: অনেক ভাল লাগলো। সুন্দর কালেকশন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

পথহারা মানব বলেছেন: ছবিগুলো সত্যিই অনেক সুন্দর। আপনি আরো বেশি বেশি বনে, বাদঁড়ে, মাঠে, ঘাঠে ঘুরে বেড়ান আর আমাদের দেশের লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন সেই কামনা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি পথ না হারালে তো আপনাকে সাথে নিতে পারতাম ভাই, শুভ কামনার জন্য ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: সকাল বেলা ফাস্ট হইতে পারি নাই তারপরেও চা দেন। শেষের ছবির ক্যাপশন দেন নাই ক্যারে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শেসের দুই ছবির ক্যাপশন একসাথেই দেওয়া, চায়ের পানি এখনো গরম হয় নাই :D

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

প্রামানিক বলেছেন: মেষ্টা দিয়া ডাইল চাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ডাইল খাওয়া বালানা

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

মাদিহা মৌ বলেছেন: এহহে! রোজামুখে এইসব খাবারদাবারের ছবি দেখাইলেন! কাজটাতো ভালো হইল না! :/

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপু রোজা রাখছেন আগে কইবেন্না?

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

পথহারা মানব বলেছেন: @ মাদিহা মৌ, জানিয়ে দিলেন আপনি রোজা!!!! আমলের কথা যে বেশি বলতে নেই!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি পথ হারালেন কই, ঠিক পথেই তো আছেন :)

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইয়ে আমি রোজা নাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

সাদা মনের মানুষ বলেছেন: রোজা থাকেন্না ক্যান? দিশেহারা হইয়া গেছেন্নাকি?

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

জনৈক অচম ভুত বলেছেন: বিলম্ব ফল! এই ফল খেলে বিলম্ব ঘটে? 8-|
ছবিগুলো সুন্দর হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সেটা তো জানিনা :(

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথা হবে না কোন। রোযা নাই। বেড়াইতে আইছি। খানাদানাপিনা কই?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কোরবানীর গরু জবাই দেই পরে খাবার দিমুনে।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: কৃষ্ণচুড়াটা খুব সুন্দর ।

ভালো লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরি, ভালো থাকুন, সব সময়।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

মামুন ইসলাম বলেছেন: ছবিগুলো অতন্ত চমৎকার ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: দারুণ।

বিলম্ব ফলের নাম আগে শুনিনি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: শুনতে আপনার অনেকটা বিলম্ব হয়ে গেছে :D

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিলম্ব ফল কী বিলম্বে পাকে? জেবনে পেরথম হুনলাম এই ফলের নাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

সাদা মনের মানুষ বলেছেন: বিলম্ব ফল পাকলে মিষ্টি হয়না, টক আর একটু বেড়ে যায়

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাদিহারে বহুত খানা পিনা দিছেন। আমরা কী গাঙ্গের জলে ভাইসা আইছি?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন:
এই বার কাপের জলে ভাসেন

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৬ নং ছবি--চুড়ি কিনতে গিয়েছিলেন, নাকি চুড়িওয়ালীরে দেখতে গিয়েছিলেন। এই ছবিটা প্রামানিক ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার দিন তুলেছেন। ঠিক বলেছি না?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক কন্নাই, সাহাবাগের আন্দোলনের সময় গিয়ে তুলেছিলাম দুই বছর আগে।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবি-- ওহ! কৃষ্ণচূড়া! অসাধারণ! এক্সেপশনাল সেন্স অফ ফটোগ্রাফি। কৃষ্ণচূড়ার ছবি অনেকেই তোলে, কিন্তু এমন পাগল করা দৃশ্য সবাই ক্যামেরায় ধারণ করতে পারে না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, দেখতে হবে না? শিষ্যটা কার?

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: বিলম্ব ফল(না ছাই) টেস্ট করেছিলাম ক্লাস এইট/নাইনে থাকতে। ভুলেই গিয়েছিলাম এটার কথা। এমনকি এটা কি সাইজের কোন রঙের সব ভুলে গেছিলাম! আপনার এখানে দেখে নতুনভাবে চেনা হইলো! B-)

ছোটবেলার অন্যতম সঙ্গী ফড়িং দেখে আবেগাপ্লুত হইতে হইলো এটটুক!!

ছবিব্লগ ভালৈছে! পেলাচ!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনারেও পেলাচ :-B

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

শামছুল ইসলাম বলেছেন: ছবিগুলো দেখে মন ভরে গেল।

আর বর্ণনা পড়ে মন মুগ্ধতায় ছেঁয়ে গেলঃ

//প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।//

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামছুল ভাই, কথাগুলো আমার অন্তরের কথা।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার পোস্ট। +





অফটপিক - সবার শেষে আসলে কি খাওন দাওন কিছু পাওয়া যায়!!!????

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সবার শেষেও খাওন আছে, কিন্তু আপনি তো মাঝে :D

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কালেকশন।
অনেক ভালোলাগা রেখে গেলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রহমান ভাই, শ্রদ্ধা জানবেন

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন দারুন দারুনতো!!!! ফড়িং -এর ছবিটা অসাম!!!
আর শাপলা আমার স্বপ্ন!!!!

কামাল ভাই, আমাকে কয়েক রঙের শাপলার গাছ জোগাড় করে দেবেন?
ছাদে লাগাবো। অনেকের ছাদেই আছে, আমার নাই!! :(

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শাপলা যোগার? দেখা যাক চেষ্টা করে পারি কিনা? ছাদে শাপলা পুকুর কি তৈরি করে রেখেছেন?

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: কামাল ভাই, তাড়াতাড়ি কয়েক পদের শাপলা গাছ বীথি আপারে দেন, আমরা যেন এই উছিলায় তার বাড়ি বেড়াইতে যাইতে পারি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আছেন কোন দিনের জন্য প্রামানিক ভাই?

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: না, প্রথমে বালতিতে, পরে পুকুরে লাগাব!! :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: বালতিতে শাপলারা থাকতে চাইবে কি? :D

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:


১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: এই তো কতো শাপলা :)

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

নাসের গ্যাং ০০৭ বলেছেন: চমৎকার পোস্ট। +

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: মেষ্টা নাইজেরিয়াতেও দেখেছি। কেউ খায় না, এমনি রাস্তাঘাটে হয়ে থাকে।
মুগ্ধ হয়ে দেখলাম প্রতিটা ছবি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো ইচ্ছে করলে খেতে পারেন, কেমন আছেন আপু?

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১২

দিয়া আলম বলেছেন: অসাধারন অসাধারণ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সুন্দর!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা এবং ঈদ মোবারক

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

বিলিয়ার রহমান বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

শরতের ছবি বলেছেন: টুকরো টুকরো ছবির ভিতর দিয়ে আপনি দেশটাকেই এখানে তুলে এনেছেন। সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ সাদামনের মানুষ।
অসাধারণ অনুভূতির মধ্য দিয়ে ছবিগুলো দেখলাম। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার সেই অসাধারণ অনুভুতে আন্তরিক শ্রদ্ধা

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



নজরকারা মনোমুগ্ধকর ছবিগুলি দেখে খুব ভাল লাগল
বেশ কিছু নতুনের সাথে পরিচয় হল ।
শুভেচ্ছা রইল সাথে ঈদ মোবারক।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

৩৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সেলিম ভাই, ঈদ মোবারক

৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

ভ্রমরের ডানা বলেছেন:

প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম ।



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম ।

সত্যি এর থেকে পবিত্র প্রেম আর হয়না! খুব সুন্দর ছবি গুলো!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা জানবেন

৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনি লিখেছেন "বিলম্ব" আর আমি মাধবপুরে এর নাম শুনেছি "বিলম্বি। একটু কি ব্লগার আমির ভাইয়ের কাছে চেক করে নেবেন ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: বিলম্ব ও বিলম্বি দুইটা নামেই ওকে নাকে মানুষজন.....সুতরাং দুইটাই এর নাম, ধন্যবাদ মোস্তফা ভাই।

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

রানা আমান বলেছেন: আপনার অনেক সময় নিয়ে দেখা যায় কামাল ভাই । আমি তেমনি দেখি ।

৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

রানা আমান বলেছেন: আপনার ছবি অনেক সময় নিয়ে দেখা যায় কামাল ভাই । আমি তেমনি দেখি ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, আপনারা আছেন বলেই আমি উৎসাহ পাই

৩৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাহসী সন্তান বলেছেন: প্রথম কথা হইলো আমি কিন্তু লাস্ট হইছি। সুতরাং কুনো চুদুরবুদুর চইলতো না, খাওন চাই। আর দ্বিতীয়তো ১৮ নং ছবিটা আমাদের স্থানীয় ভাষায় 'আম্বলমধু' বলা হয়! ছোট থাকতে ঐতা খুব খাইতাম!

আর তৃতীয়তো সবগুলো ছবিই দারুনস্ হইছে। সুতরাং পোস্টে প্লাস! শুভ কামনা জানবেন!

অফটিপকঃ আমার পরে কারো মন্তব্য কারার আগেই প্রতিউত্তর করতে হইবেক! কেননা তখন আবার কইতে পারেন, আমি লাস্ট না পরে আরো অনেকেই আছে! ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি মেষ্টা ফল থেকে মধু খাইতেন! কন কি? এতো একটা টক ফল বা সবজি জাতিয় জিনিস! খাওন যখন চাইছেন তখন ঐ মেষ্টা ফলের টক মধুই আপাতত খান :-B

আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আপনিই শেষ জন নন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.