নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ঈদ শেষ হলো। এবারের ঈদে ঘরে শেকড়ের টানে ফেরা মানুষদের যানজটে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। তারপর ঈদের দিন দুপুর পর্যন্ত কম বেশী বৃষ্টি থাকায় বিরম্বনা যেন শেষ হতেই চাইছিল না। অফিস ছুটি, পাবলিক গ্রামে, ব্লগে ব্লগারদের আকাল। ঠান্ডা ব্লগটা একটু গরম করার জন্য কে কোথায় কেমন ঈদ কাটালাম তা নিয়ে একটা জম্পেস আড্ডাবাজি হতেই পারে। সুতরাং আমার মতো যাদের হাতে অঢেল অবসর সময় তারা আসুন আজকে একটু আড্ডাবাজি করি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক, কেমন আছেন সাদি ভাই?
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
জনৈক অচম ভুত বলেছেন: ঈদ কাটাইলাম আলসেমিতে সুখটান দিয়ে।
ঈদ মোবারক।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ভুতেদেরও ঈদ আছে নাকি!! আগে তো আমি জানতাম না!!!
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
ফাহিম সাদি বলেছেন: ভালো আছি ভাই । কাল সারাদিনই বৃষ্টি ছিলো, আজও তাই । বৃষ্টিময় ঈদ ।
আপনি কেমন আছেন ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আজকে আমাদের এদিকে কোন বৃষ্টি নাই, তবে আকাশ কিছুটা অন্ধকার.......আমি বেশ ভালো আছি ভাই
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
ফাহিম সাদি বলেছেন: বন্ধুদের সাথে বিকেল বেলা মেঘনায় নৌকাতে ঘুরাঘুরির প্ল্যান ছিলো । বৃষ্টির জন্য মনে হয় হবে না ।
গান নিন: view this link
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আজকে বিকেলটা কোনও নদীর ধারে কাটানোর চিন্তা আছে, শুক্রবার রাতে বান্দরবান যাবো।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই আড্ডায় কুরবানীর মাংস দিয়ে বানানো কালিয়া কোর্মা কোপ্তা টিকিয়া এইসব কই?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: এসব তো আপনার নিয়ে আসার কথা আশরাফুল ভাই
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আপনি খাসি, না গরু?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আগে কন আপনি কোনটা
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
কামাল ভাইয়ের আড্ডা ঘরে
এলাম অনেক দিনের পরে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: পান খাইবেন্নি
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
ফাহিম সাদি বলেছেন:
হেনা ভাই আপনার চকলেট পছন্দ ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: এইগুলা চকলেট না গুলগুলা?
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
কাল খেয়েছি দুই টুকরা, আজ এখনো খাইনি
বুড়ির কাছে মাংস চেয়ে কাল রাত্রে পাইনি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি নরসিংদীর দিকে দৌড় লাগান, আমি আপনারে আরো দুই টুকরা দিমুনে
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ ফাহিম, তুমি এই চকলেট গুলা কই পাইলা? এইগুলা তো আমার ঘরে লুকাইয়া রাখছিলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ওই গুলা সত্যিই চকলেট ছিলো?
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈদের শুভেচ্ছা।
হা হা হা।
বুড়ির কাছে মাংস চেয়ে কাল রাত্রে পাইনি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ঈদ শুভেচ্ছা রাজপুত্র, সেরা আড্ডাবাজ আশরাফুল ভাই মাংস না পেয়ে দিশেহারা বোধ করছে
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ওহ! চকলেট! আমি বেসম্ভব পছন্দ করি। কাউরে খাইতে দেখলে আমি বেতাল হইয়া যাই। জিভ দিয়া ঠোঁট চাইটা চাইটা ঠোঁটে ঘা কইরা ফেলি। আর আমারে খাইতে দেখলে মানুষ ভয়ে পালায়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: মুখে ঘা নিয়া চকলেট চিবাইলে মানুষ পালাইবোই
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ দিশেহারা রাজপুত্র,
আমার বুড়ি এই রকমই, কয় খালি 'আর খাইওনা
খাইয়া তুমি বুক কাটতে হাসপাতালে যাইওনা।'
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই কি আজ 'কি করি আজ ভেবে না পাই' হয়ে গেলগা নাকি? খালি ছন্দ আওড়াইতাছে
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আগে কন আপনি কোনটা
আবার জিগায়, ছ্যা ছ্যা ছ্যা
আমি তো ভাই ব্যা ব্যা ব্যা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি হাম্বা.............
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
ফাহিম সাদি বলেছেন: কমাল ভাই আপনি নরসিংদীর কোথায় থাকেন । আমার বাড়ী রায়পুরা ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি মাধবদীর পাবলিক, আপনি রায়পুরার কোথায় থাকেন?
১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ছন্দ ছাড়া কই না কথা বছর খানেক থেকে
পদ্য ধরে ভালোই আছি গদ্য তুলে রেখে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
সাদা মনের মানুষ বলেছেন: মজার মজার ছন্দ কথা শুনতে ভালো লাগে
আপনি এতো ছন্দ জানেন বুজিনি তো আগে।
১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
ফাহিম সাদি বলেছেন:
রায়পুরা প্রপারেই ভাই ।
জি হেনা ভাই আপনি ঘরে লুকাইয়া রাখছিনে । আর বুড়ি ভাবি লুকাইয়া আমাকে দিয়ে দিছে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আমিতো ওদিকে অনেক সময়ই যাই, শ্রীরামপরে আমার আত্মীয় আছে, পান্থশালা, নদীর ওপারে সায়দাবাদ, বাশগাড়ি আমি ঘুরতে যাই।
১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
এক সঙ্গে দুই আড্ডায় সময় কাটবে বেশ
তিনটা হলে আড্ডা হবে একদম জম্পেশ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন:
তিনটা সময় দাওয়াত আছে যেতে হবে ভাই
আপনি তখন চালিয়ে নেবেন সেটাই আমি চাই।
১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ ফাহিম, বুড়ির এই এক দোষ। পোলাপানগো চকলেট আইসক্রিম দিয়া অগো দাঁতের দফা রফা কইরা দেয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমি বুড়ি ভাবীজানের লগে রাগ কর্লাম, আমারে হাতের কাছে পায়েও চকলেট দেয় নাই ক্যান?
২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
ফাহিম সাদি বলেছেন: হেনা ভাই কেন কবি ?
ফাটাফাটি বাংলা মুভি
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: বুইড়া মাইনষের মুভি কেডায় দেক্তে যাইবো?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: সুপার ফ্লপ
২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ডাকছে বুড়ি নাস্তা খেতে, এক্সকিউজ মি অল
নাস্তার পর আসবো আবার, নো নিড ফর কল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন:
কল করমু কেম্নে আমি মোবাইলে নাই টাকা
আপনি না আইলে পরে আড্ডা পোষ্ট ফাঁকা
২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা
হেনা ভাই - একটু বেশি কেয়ারিং এই যা। ভালুবাসার সাইড ইফেক্ট।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালুবাসার সাইড ইফেক্ট
২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, আপনি খাসি, না গরু?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: আগে কন আপনি কোনটা
২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: ঈদ কেমন কাটঁলো ??
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: মন্দ না, এখনো অবশ্য ঈদ কাটানো শেষ হয়নি, সুতরাং পুরোটা বলতে পারছিনা, আপনার কেমন কাটলো ভাই?
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হেনা ভাই ভোজন রসিক। পাক্কা ঘন্টা দুই নাস্তা করেন। মেনু কি?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
সাদা মনের মানুষ বলেছেন: হ, জাতি মেনু জান্তে চায়
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হেনা ভাই,আমার এতসুন্দর যৌবনা নানীকে তুমি বুড়ি বানাইয়া দিলা।??
আমি অভিশাপ দিচ্ছি বৎস:তুমি জ্বলেপুড়ে ছাড়খাড় হয়ে যাবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ফয়েজ ভাই কম খারাপ বলেন্নাই, ভাবী যে বুড়ি হয়নি তা আমি নিজে প্রমাণ, আর ভাবীর হাতের রান্না যে কি স্বাধ সেটার কথা নাইবা বললাম।
২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১
মাদিহা মৌ বলেছেন: কাজ করতে করতে কূল কিনারা পাই নাই। আর যখন পাইছি, তখন সময় কাটানোর কোন উপায়ই খুঁজে পাচ্ছিলাম না। ঈদের দিন বই হাতে দেখলে সবাই দৌড়ানি দিবে, তাই বইও নিই নাই …
ঈদ বড় বেরসিক হয়ে গেছে …
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ঈদের মেয়েদের কাজটা একটু বেশীই করতে হয়, তো সব মিলিয়ে আপনার কেমন কাটলো ঈদ
২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হেনা ভাই,আমার এতসুন্দর যৌবনা নানীকে তুমি বুড়ি বানাইয়া দিলা।??
@ দ্যা ফয়েজ ভাই,
নানী যদি বুড়ি না হয় তো বুড়ি ক্যামনে নানী হয়
বুড়িকে বুড়ি বললে আমার আবার কিসের ভয় ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: দ্যা ফয়েজ ভাই, কিভাবে হাছা কতা কইয়া দিল!!
২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সকাল সাড়ে এগারোটার দিকে নাস্তা করেছি। মেনু হলো রুটি সবজি, আর ভেনু হলো ডাইনিং টেবিল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন:
৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
পথহারা মানব বলেছেন: ঈদ মুবারক সাদা মনের দাদা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: পথ হারিয়ে তো আবার ঠিক পথেই এসে পরছেন দেখছি, কেমন ঈদ কাটালেন ভাই?
৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন: আড্ডায় দেখি মানুষ খুবই কম।
অবশ্য এখন আমিও আড্ডায় বসতে পারছি না।
রাতে আসছি বসতে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
সাদা মনের মানুষ বলেছেন: গরু খাইয়া সবই টায়ার্ড, হজম হওয়ার পরে জমবে ভালো
৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিতা পানি খাইলে নাকি গরুর মাংস হজম হয় ভালো?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, চিরতা চিবান বইসা বইসা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই, দাওয়াত খেলেন কেমন? আপনি বিকেলে দাওয়াত খেতে গেলেন, আর আমি বিকেলে দাওয়াত খাওয়ালাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: কয়েকদিন আগে কিছুটা হাই প্রেসারের সমস্যা ধরা পরায় এখন অনেক কিছু থাকলেও কমই খাই, সাদা ভাই আর মুরগীর মাংস খেয়েছি শুধু
৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: এবার খুব খারাপ কেঁটেছে। বাসায়, বাবা আর আমি ছাড়া কেউ ছিল না। বাকিদের খুব মিস করেছি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: কেন বাকিরা কোথায় ঈদ করল?
৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
গুলিস্তানের হকার বলেছেন: বৃষ্টিতে কাকভেজা হয়ে গরুর মাংস বাননো (কষাইগিরি!) যে কি পরিমাণ............ কমুন ।বুইঝ্যা লন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: হকারদের তো কষ্টেরই জীবন রে ভাই, কি আর করা?
৩৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
চিরতা তিতা করলা তিতা আরও তিতা নিম
সবচে' ভালো তিতা সেটা, খাইলে ধরে ঝিম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: কোনটা ঝিম মারা তিতা আশরাফুল ভাই?
৩৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
সুমন কর বলেছেন: ভিন্ন ভিন্ন স্থানে !! ব্যাপার না, বাপ-বেটাই যথেষ্ট।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বাপ বেটা যেখানে আপদ নাই সেখানে
৩৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: হে হে হে আমি আইতে লেট করছি। তবে দাওয়াত খাই নাই ছুটি পাইছি তো সারা দিন ঘুমাইছি। হেনা ভাই আর আপনি দাওয়াত খাইয়া ফুইলা গেছেন দেহি- - - -
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই ছন্দ বান্তাছে, আপনার দিন মনে হয় ফুড়াইল
৩৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: গরু রান্না করতে আর খাওয়াইতে আমার পিঠে ব্যাথা, তবুও যাচ্ছি ইন্ডিয়া। ফয়েজ কম নাই!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সেরা আড্ডিবাজটা চলে যাচ্ছে সিমানার ওপারে, আমাকে সাথে নিলনা দেখে মন্টা খারাপ
৪০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬
পথহারা মানব বলেছেন: @বিথী আপু এতদিনতো দেশের হোটেল মালিকদের কাছ থেকে পারস্নেটিজ খেলে এবার কি নতুন কোন চুক্তি করতে যাচ্ছ ইন্ডিয়ায়। ভাল যাও, দেখেশুনে যেও আর চিন্তাভাবনা করে টুপাইস খেও
তোমার যাত্রা শুভ ও আনন্দময় হোক!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: বিথী আপু একলা একলা কামায় আপ্নারে দেয় না ক্যান?
৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আমি এখনো জ্যামে আটকে আছি, আগে জ্যাম থেকে মুক্তি পাইয়া লই, তারপর আড্ডমু।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: জ্যামের মাঝে দেখেন ওয়াই ফাই নেটওয়ার্ক পাওয়া যায়নি, তাহলে তো পোয়া বারো
৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: @ পথহারা মানব, শুভেচ্ছা জানানোর কি ছিরি
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা পথ হারাইছে আপু, কিছু মনে কইরেন্না।
৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনি কি শুক্রবার রাতেই বান্দরবান আসতেছেন? কয়দিন থাকবেন? আপনার সাথে আর কে কে আসবে? আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: একজন অপরিচিতের সাথে পরিচিত হতে মন্দ লাগবে না, আমি শনিবার দিন সকালে চান্দের গাড়িতে করে নীলগিরি হয়ে থানচি যাবো, ওখান থেকে ট্রলার নিয়ে রেমাক্রি চলে যাবো, রেমাক্রিতে রাতে থেকে পরের দিন আবার রওয়ানা হবো, রবিবার রাত নয়টায় ফিরতি বাস।
৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: আড্ডাটাকে ভিডিউ ফরমেটে দৃশ্যমান করতে পারলে অনেক ভাল লাগত । ঈদ অাড্ডায় চাউলের রুটি আর গরুর গুশত হলে জমত ভাল । দাওয়াত রইল ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন:
৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪০
মামুন ইসলাম বলেছেন: শুভ সকাল লেখক সহ সকল আড্ডাবাজদের ঈদের শুভেচছা । ঈদ মোবারক
দুঃখীত ব্যস্ত থাকায় আড্ডায় অংশগ্রহণ করতে দেরী হয়ে গেল ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: দুঃখ পাবার কিছু নাই মামুন ভাই, ঈদ আড্ডা চলবে অনেক দিন
৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঈদ অাড্ডায় চাউলের রুটি আর গরুর গুশত হলে জমত ভাল । দাওয়াত রইল ।
ডঃ আলী দাওয়াত দিছে
আসেন সবাই আমার পিছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই ডঃ সাহেবের বাসায় যাওয়ার সময় আমারে সাথে নিয়েন কিন্তু
৪৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে আমি আইতে লেট করছি।
প্রামানিক ভাই লেট করেছে আপনারা সব দেখুন
দশ টাকা তার ফাইন হলো, টিনের বাক্সে রাখুন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
১০ টাকা ফকিরের ভিক্ষে এটা কেমন ফাইন?
প্রয়োজনে লক্ষ টাকার করা হবে আইন
৪৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
বিজন রয় বলেছেন: আড্ডাইলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছাইলাম
৪৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাই কী গরুর গোস্ত খেয়ে টয়লেটে ছোটাছুটি করছেন? অনলাইনে টয়লেট নাই। থাকলে আপনার এত কষ্ট হতো না।
আচ্ছা, সামুতে এত কিছু আছে, কিন্তু টয়লেটের ব্যবস্থা নাই কেন? জানা আপারে একটা ই-মেইল করি। কী বলেন?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: টয়লেট এক খান দিছিলো, ব্লগারদের মারামারির কারণে শেষে এটা বন্ধ কইরা দিছে জানা আপু
৫০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহরে! অত্ত সুন্দর আড্ডা আর আইজ না খবর পাইলাম!!!!
দুষক!
ঈদ েআর কি ঈদ আছে আমার। ছেলের ঈদ রাত থেকে জ্বর! তারে রাতভর মালিশ, ম্যাসেজ.. দিয়া নামাজ ফসকা!!!
তারপর রাত থেকে নিজেই জ্বর! লে হালূয়া!
আবার কলিগের সাথে ছুটি বিনিময় শর্তে আজ থেকেই ডিউটি
এইবার কন? ঈদ কই গেল?????
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনার ঈদটা এক্কেরে বেঈদ হইয়া গেলো, যাউগ্গা ভবিষ্যতে ভালো ঈদের আশায় থাকলাম।
৫১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৫০টি মন্তব্য, ৩৬টি উত্তর
আড্ডা দিমু কেমতে, আমনে কই?
যাউগ্গা! ঈদ মোবারক জানিয়ে গেলাম ক্যামেরা বেপারি সাদামন ভাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আড্ডা দেওয়ার জন্য হোষ্ট দরকার নাই, যে কেউই একে অপরের সাথে আড্ডানো যায়....তো আপনি ঈদ কেমন কাটালেন মইনুল ভাই?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো দেখতাছি, ৬৮টা মন্তব্য ৭১টা উত্তর
৫২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাউগ্গা! ঈদ মোবারক জানিয়ে গেলাম ক্যামেরা বেপারি সাদামন ভাই
হে হে হে! মইনুল ভাই কইছে ক্যামেরা বেপারি। হে হে হে হে! সাদামন ভাই! কামাল ভাইয়ের কত্ত নাম!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই, মধুর হাড়িতে ডুব দিয়েছিলাম গতকালকে........ক্যামেরা বেপারী কিতা?
৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
ফাহিম সাদি বলেছেন: শুভ সকাল
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল
৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
ফাহিম সাদি বলেছেন: কামাল যদি ক্যামেরা বেপারী হয়ে থাকেন তবে হেনা ভাই নিশ্চয় কলম বেপারী, তাই না ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: কথা হাচা, আমি হেকমত
৫৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
ফাহিম সাদি বলেছেন: বাহ ! অসাধারণ চা খেলাম, হেকমত সাহেব ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু সব সময় হেকমত না মাঝে মাঝে
৫৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০
ফাহিম সাদি বলেছেন:
নেন ভাই খান । হেনা ভাইকেও একটা দিয়েন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: সিঙ্গারা আমার ফেবারিট জিনিস, এক হালিতে তো আমারই হবে না, হেনা ভাইকে কেম্নে দেই বলুন?
৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২
ফাহিম সাদি বলেছেন:
লন ভাই মামার দোকানের সব নিয়া আসলাম ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: মামার দোকান থাকলে তো আর কোন চিন্তাই নাই, সাদি ভাই, আপনি কি রায়পুরাতেই থাকেন না অন্য কোথাও
৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৭
জুন বলেছেন: টবে ধরে থাকা লেবু দিয়ে গেলাম, একেবারে ফ্রেশ শরবত বানিয়ে খেতে খেতে আড্ডা দিন সাদা মনের মানুষ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: এতো লেবু আপনার টবে! গরমে লেবুর শরবত সত্যিই খুব আরামদায়ক, ঈদ কেমন কাটালেন আপু?
৫৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
জুন বলেছেন: এটা একটা নার্সারি থেকে তোলা সাদা মনের মানুষ। আর বিদেশ বিভুই ঈদ তেমন টের পাওয়া যায় না। আমরা প্রায় দুপুরের দিকে জানলাম যে এখানে আজ ঈদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ বলেন কি আপু। টের পেতে পেতে দুপুর হয়ে গেল
৬০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুর টয়লেটে সামনের লোকটা আপনি না ? কাম সেরে বেরলেন, নাকি ধাক্কাধাক্কিতে ছিটকে পড়েছেন?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি টয়লেটের জানালা বেয়ে উঠছেন ক্যান?
৬১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সিঙ্গারা? এইডা আমি খাইনা
কেউ না দিলে পাইনা
দিলেন যখন ঠিক আছে
একটু ভেঙ্গে খাই
তবে আমার শর্ত আছে
টমেটো সস চাই।
হাঃ হাঃ হাঃ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
সাদা মনের মানুষ বলেছেন: কবি আশরাফুল ভাই.........জিন্দাবাদ/জয়বাংলা
৬২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
ফাহিম সাদি বলেছেন: কামাল ভাই , আমি পড়াশোনার জন্য সিলেটে থাকি আর ছুটি পেলেই বাড়িতে আসি ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ও আচ্ছা, সিলেট এলাকাটা বেশ চমৎকার, সিলেটের কোথায় থাকেন সাদি ভাই
৬৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বান্দরবান যাবেন কখন? দুই চারটা বান্দরের সাথে সেলফি তুলে পোস্ট করবেন কিন্তু।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
সাদা মনের মানুষ বলেছেন: সেলফি তুলতে আমার লইজ্জা লাগে, বান্দরবান যাবো রাতের বাসে, ফেরার আগ পর্যন্ত আড্ডার হোষ্ট আপনি
৬৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
ফাহিম সাদি বলেছেন:
টমেটো সস
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই চলে আসেন, সাদী ভাই আপনার জন্য লাল লাল এই গুলান কি জানি নিয়া আইছে।
৬৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
প্রামানিক বলেছেন: কামাল ভাইয়ের টয়লেটে লাইন ধরা দেইখা জুন আপা আস্ত লেবুর শরবত দিয়া গেল। তবে হেনা ভাইয়ের ছন্দের বান্ধন দেইখা আমি খুশি, ছন্দের একজন সাথী পাওয়া গেল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
সাদা মনের মানুষ বলেছেন: সাথীনা, আপনার ভাত মরলো বলে
৬৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
ফাহিম সাদি বলেছেন: সিলেট শহরেই ভাই ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৬৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
ফাহিম সাদি বলেছেন: সময় করে চলে আসবেন ভাই, হেনা ভাইও আসবেন বলেছেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইকে বলে দেন রাজশাহী থেকে যাওয়ার সময় আমাকে যেন মাধবদী থেকে সাথে নিয়ে নেন
৬৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
ফাহিম সাদি বলেছেন: প্রামানিক ভাই , টয়লেট আর লেবু গাছের সম্পর্কটা এতোক্ষণে বুঝলাম । পাবলিক টয়লেটের সুগন্ধি থেকে রক্ষা পেতে নাকে লেবু পাতা ব্যবহার করবেন হেনা ভাই ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সাদি ভাই আপনি গেয়ানী লুক, নইলে এতোটা গবেষণা করার কথা না
৬৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হেনা ভাইও আসবেন বলেছেন ।
হেনা ভাইকে বলে দেন রাজশাহী থেকে যাওয়ার সময় আমাকে যেন মাধবদী থেকে সাথে নিয়ে নেন
হায়রে আমার কপাল
সিলেট যাবো বুড়ির সাথে আজ অথবা কাল
সঙ্গে যাবে দুই পোলা আর বড় পোলার বিবি
বুয়ারে ভাই জিগাইছি আজ 'তুই কী সঙ্গ দিবি?'
কামাল ভাইরে সঙ্গে নিলে গাড়ির টায়ার ফেটে
সিলেট যেতে হবে সবার শিওর পায়ে হেঁটে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান বড় গাড়ি নেন, আল্লার দান টাকা পয়সা সিন্ধুকে ফেলে রেখে কি লাভ, আমিও না হয় আমার বউ পোলাপান নিয়াই যামু
৭০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে, তারপরেও কামাল ভাইকে অবশ্যই নেব। ফটু মাস্টারের সঙ্গ চায় না ইমুন বুকা আমি না।
ফাহিম তুমি কী কও?
এখন থেকেই রেডি হও।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০
সাদা মনের মানুষ বলেছেন: আমি রেডি হইতাছি, কাপড় ধুইয়া অলরেডি রোদে শুকইতে দিয়া দিছি
৭১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও না হয় আমার বউ পোলাপান নিয়াই যামু
একে তো হয় আঁটি সাটি
বোঝার উপর শাকের আঁটি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
সাদা মনের মানুষ বলেছেন:
যদি বেশী বাঁচতে চান
মাংস রেখে শাক খান
৭২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিন্তু আমার কাপড় চোপড় তো লন্ড্রিতে। ঈদের ছুটিতে লন্ড্রি আজও বন্ধ। আমি যামু ক্যামনে? বাসায় তো একখান ছিঁড়া গামছা পিন্ধ্যা বইয়া আছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ভালো গামছাটাও কি লন্ড্রিতে দিয়ে দিয়েছেন?
৭৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শাক পাতা খাইতে খাইতে তো ছাগল হইয়া গেলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন: ইমুন কতা শুনলে আমার শরম লাগে
৭৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০
মামুন ইসলাম বলেছেন:
হেনা ভাইয়ের জন্য
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২১
সাদা মনের মানুষ বলেছেন: বাকী আধা গেলাস খাইলো কেডা?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই কইতাছে গেলাস ভইড়া দিতেন
৭৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
মামুন ইসলাম বলেছেন: কি আর কমু ভাই রাইতে গ্লাস ভইরা রাখছিলাম মনে হয় মাজ রাইতে হেনা ভাইয়ের বুড়ি আইসা অধেক গ্লাস খাইয়া গেছে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: নাকি ইন্দুরে খাইছে? ভালো কইরা খেয়াল কইরা দেখেন
৭৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ ভাই মামুন ইসলাম, এইডা কী কোক, নাকি বেদানার জুস? তিতাপানি হইলে কিন্তু খাইতাম না। তয় স্কচ হইলে এট্টু টেস করবার মুঞ্চায়। হে হে হে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: স্কচ কাকে বলে জাতি জান্তে চায়
৭৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গ্লাস দেইখা তো সেই রকম মনে হয়। না বাবা আমি খামু না। আমার ইমান আমল সব ছিদ্র হইয়া যাইব।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি একজন খাটি সিমেন্ট বিক্রেতা, ফুটা বন্ধ করার জন্য এক মুঠো সিমেন্ড মাগনা দিয়া দিমুনে
৭৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
অপরিচিত মানব শুণ্য বলেছেন: হে হে, আড্ডা তো ভাল জমতাছে। আমি দুরে বইয়া বইয়া দেখতাছি আর মজা লইতাছি।
মুরব্বিদের আড্ডার মধ্যে ডিষ্টার্ব করা ভাল না,
তাই আইয়ি নাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: মুরুব্বি কেডায়, আশরাফুল ভাই তো শুধুই ব্লগার, তবে হ্যাঁ মুরুব্বী নামেও একজন ব্লগার আছেন, তিনি আমাদের আজাদ কাশ্মীর জামান ভাই.......চলবে হরদম আড্ডাবাজি, নো মুরুব্বি
৭৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্কচ কাকে বলে জাতি জান্তে চায়
আঁই ন জানি। কুনদিন খাইছি ন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আই ও ন খাইছি, আইয়েন আইজকা চুপে চুপে এক চুমুক খাইয়া টেষ্ট লই
৮০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেজদা জানতে পারে। কিন্তু লুকটা কই যে গায়েব হইল!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: হুনছিলাম লুকটার কম্পু বিগড়াইছে, নিজেও বিগড়াইয়া গেলো কি না কে জানে?
৮১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
অপরিচিত মানব শুণ্য বলেছেন: কি আপ্নেরে দেখা যাচ্ছেনা যে, টয়লেট এ গেলেন নাকি?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: টয়লেটে যাই নাই, দরজা বন্ধ দেইখা একটু উঁকি মাইরা দেখতাছি ভেতরে কেউ আছে কিনা
৮২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ অপরিচিত মানব শুন্য, আরে ভাই এটা তো মুরুব্বীদের আড্ডা না। এটা কতিপয় স্ক্রু ঢিলা ব্লগারের আড্ডা। সিনিয়র জুনিয়র সকলেরই স্ক্রু ঢিলা হতে পারে, তাই না? আইয়া পড়েন ভাই। লইজ্জা কইরেন না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের আরেক জন সেরা স্ক্রু ঢিলা ব্লগার বিথী আপু ইন্ডিয়া গেছেগা, তাইতো আড্ডাটায় খানা পিনা কম হইতাছে
৮৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
মামুন ইসলাম বলেছেন: হেনা ভাই গ্লাসে খাটি কালো ওয়াইন
এই নেন ভাই এইবার সাদা ওয়াইন দেখেন আর মুন চাইলে এক চুমুক টেষ্ট মাইরেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইকে দিলেন, আমার ও তো কাইতে মুন্চায়
৮৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হেনা ভাই গ্লাসে খাটি কালো ওয়াইন
এই নেন ভাই এইবার সাদা ওয়াইন দেখেন আর মুন চাইলে এক চুমুক টেষ্ট মাইরেন
@ মামুন ইসলাম, আমারে বুকা পাইছেন? এইডা তো আনারসের জুস। জীবনে কত খাইছি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: লুকটা চালাকি কইরা ধরা খাইয়া গেল?
৮৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আই ও ন খাইছি, আইয়েন আইজকা চুপে চুপে এক চুমুক খাইয়া টেষ্ট লই
লইজ্জা লাগে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: চক্ষু বন্ধ কইরা নিবেন, তাহলে কেউ আপনাকে দেক্তে পাইবো না
৮৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুড বাই এভরিবডি। জুম্মার সময় হতে চললো। আশা করি আবার দেখা হবে। গড ব্লেস ইউ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: জুম্মার জন্য আমিও আপাতত গুডবাই কর্লাম
৮৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
সাদা মনের মানুষ বলেছেন: সবাইকে শুভ বিকালসবাইকে শুভ বিকাল
৮৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১
গেম চেঞ্জার বলেছেন: আড্ডা দেইখ্যা আইস্যা পড়সি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনারে দেইখা দৌড়াইয়া আইছি, কন কি খাইবেন, ঈদ কেমন কাটলো?
৮৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
গেম চেঞ্জার বলেছেন: উফফ! খাওয়া দাওয়া শেষ হইয়া গেসে। এখন ডেজার্ট চইলতেরে! কি আছে দেন!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন:
৯০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
পবন সরকার বলেছেন: আহারে-- এমন একটা আড্ডা-- আমি পিছে পড়ে গেলাম। আড্ডার মজা কিছুই পেলাম না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আড্ডার কোন আগ পিছ নাই, এখন পিছে পরে দেখবেন মধ্যে
৯১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুড ইভনিং। খাওয়া দাওয়া ভালোই চলছে দেখা যায়। আমি খেলে আবার কম পড়বে না তো? তাহলে হাত ধুয়ে আসি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার হাতে ময়লা অন্য টেবিলে যান
৯২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বান্দরবানের রাতের বাস কয়টায়? বান্দরের জন্য নরসিংদীর কলা নিয়া যাইয়েন কামাল ভাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: রাত সোয়া দশটায় বাস ছাড়বে ফকিরাপুল থেকে, কলা পেটে কইরা নিয়া নিমুনে
৯৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কলা পেটে কইরা নিয়া নিমুনে
পেটে বান্দরের থাবা খাইলে বুঝবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: বান্দরের থাকা একটা খাইছি, বিষয়টা পড়ে বুঝিয়ে বলবো নে।
৯৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪
মাদিহা মৌ বলেছেন: আপনি কি বান্দরবান বেড়িয়ে এসেছেন? পোস্ট কই?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আজকে মাত্র এলাম, এবার একদিন ঘুমিয়ে নেই, আপু আপনি কি বান্দরবান যাননি?
৯৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ মাদিহা মৌ,
কামাল ভাই বান্দরবানে বেড়াতে গেলেন। ফিরে এলে নিশ্চয় পোস্ট দিবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: হ, হাচা কথা
৯৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
এই লোকটা ভ্রমণ পাগল, সুযোগ পেলেই ছুট
বাদ নেই তার দেখতে দেশের কোত্থাও এক ফুট
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, বাদ দেওয়ার ইচ্ছে নেই, তবু সবই বাদ পড়ে আছে
৯৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
দেখার কোন শেষ নাই
দেখার চেষ্টা বৃথা তাই।
হীরক রাজার দেশের সংলাপকে প্যারডি করে পেশ করলাম। আশা করি, উপকৃত হবেন। ঠিক কইছি না কামাল ভাই?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, আমি ব্যপক উপকৃত হলাম
৯৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাটা মিস করেছি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: কোথায় মিস করলেন ভাই, চলেই তো এলেন।
৯৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মনে হয় আপনি বান্দরবান থেকে ফিরেছেন। আমার আন্দাজ কী ঠিক আছে? ঠিক থাকলে 'হাঁ' বলুন। আর ঠিক না থাকলে 'না' বলুন। ইমোর প্রয়োজন নাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন:
১০০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
পদ্য ছাড়া কই না কথা, গদ্য বলি সামান্য
আপনার কী পছন্দ কন করবোনা তা' অমান্য।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
ছন্দ আমার ভালোলাগে, চলতে থাকুক পদ্য
অবসর সময় শুনবো না হয় হরলিক্স মার্কা গদ্য
১০১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
পাঁচটা ইমো দিছেন বটে আসল কথার জবাব নাই
বুঝছি সাদা মনের মানুষ সফর থেকে ফিরেন নাই
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
এক ইমোতে শত কথা বুঝে নিতে হয়
বুঝে তারা, মাথায় যাদের ঘিলু কিছু রয়
১০২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: ছন্দ ছড়ায় ভরা দেখি হেনা ভাই আর কামাল ভাই
আমার বুঝি ছড়ার রাজ্যে কয় দিন পরে ভাত নাই।
চলছে চলুক ছড়া পদ্য আমি লিখবো গদ্য
ছড়ার রাজ্যে সর্দি লাগলে আমি হবো বৈদ্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
ভাত খাবেন পড়ে আপনি, আপাতত রুটি নেন
ছন্দ লেখার কিছু পথ্য আপনি আমারে দেন।
১০৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ফটু মাস্টার কবি হইছেন, আমগো পেটে লাথি
প্রামানিক ভাই আপনি শুধু আমার দুখের সাথী
চলেন দু'ভাই ক্যামেরা কিনে বান্দরবানে যাই
এখন থেকে আমরা দু'জন ফটো ব্লগ পোষ্টাই।
আপনি হবেন ফটো মাস্টার, আমি হবো ছাত্র
সামু ব্লগে হিট হবে পোস্ট প্রকাশ করা মাত্র।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:
ফটো তোলা সহজ কাজ, ছন্দ অনেক কষ্ট
ছন্দ লিখে তাইতো আমি করবোনা জীবন নষ্ট
১০৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জীবনের তো অর্ধেকের বেশি নষ্ট কইরা ফালাইছেন। নতুন কইরা আর কী নষ্ট করবেন? পঁয়তাল্লিশ বছর আগে না জন্মাইয়া যদি আজ কালের মধ্যে জন্মাইতেন তাইলে এই পঁয়তাল্লিশ বছর হুদাহুদি নষ্ট হইতো না।
আপনি কী জবাব দিবেন, আমি জানি। বলবেন, আশরাফুল ভাই আপনে তো পুরা জীবনটাই নষ্ট কইরা ফালাইছেন।
এইডা ছাড়া আর কুন জবাব থাকলে দেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি অনেক গেয়ানী লুক, তাইতো আমার জবাবটা নিজেই দিয়া দিলেন, আমার আর কুনু জবাব নাই
১০৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপরে হরলিক্স মার্কা গদ্য দিছি। ভালো হইছে না?
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: হরলিক্স দিছেন ঠিকই চিনি কিন্তু দেন্নাই........নতুন একটা পোষ্ট দিছি পদধূলি দিয়া আসেন
১০৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। আমি আর মেজদা খুবই গেয়ানী লুক।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিও কিন্তু কম গেয়ানী না, নইলে কিভাবে বুদ্ধি কইরা আমি জাইনা গেলাম?
১০৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নতুন পুষ্ট? হায় হায়, আগে কন নাই ক্যান?
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: পরথম হইতে পার্লে চা খাইয়াইতাম, কিন্তু সেটা আর হল কই
১০৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঈদের আড্ডা কী শেষ হয়ে গেছে? আড্ডাবাজরা কী ক্লান্ত? ক্লান্তি দূর করার জন্য মৃতসঞ্জীবনী সুধার ব্যবস্থা করেন কামাল ভাই। সাধনা ঔষধালয়ের হলে ভালো হয়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: বড় বড় গরু খাওয়ার পরই এতোটা ক্লান্ত হওয়ার কথা নয়।
১০৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে ব্লগার বন্ধুরা আড্ডা দিবে কী, ভারত পাকিস্তানের কাল্পনিক যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ভারত পাকিস্তান যুদ্ধ হবেনা, আর আমিও মনে প্রাণে চাই যুদ্ধটা না হোক।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫
ফাহিম সাদি বলেছেন: শুভ সকাল কামাল ভাই। ঈদ মোবারক।