নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

একটি অচেনা পাখির গল্প

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২


শিবপুর উপজেলা সদর থেকে উত্তর পূর্ব দিকের যে রাস্তাটা জয়নগরের দিকে গেছে সেই রাস্তার দুই পাশটা অত্যন্ত চমৎকার। বর্ষায় সব জমি যখন পানির তলায় লুকিয়ে থাকে তখন সেখানে শত সহস্র শাপলা ফুলেরা হেসে উঠে, কোনটা লাল, কোনটা বেগুনী আবার কোনটা সাদা। শুকনো মৌসুমের রূপটা যেন আরো অনন্য, দুইপাশে সবুজ ধানের ক্ষেতে কৃষকদের নিরন্তর কর্মযজ্ঞ, একেবারে আদিও আসল গ্রামের সুবাস।

রাস্তার দুই পাশ জুড়ে কাঠালের গাছগুলো রাস্তাটাকে দিয়াছে সুরঙ্গ এর আকৃতি, এই সুরঙ্গ ধরে পথ চলা আর ক্ষণে ক্ষণে বসে শাপলা শালুকদের সাথে কথা বলার জন্য কিংবা সোনালী ধানের পাগল করা ঘ্রান নিতে আমি বার বার ছুটে গিয়েছি ওদের পানে।

জয়নগর গ্রামের শুরুতেই একটা ছোট্ট বাজার, নাম জাল্লারা বাজার। তিন রাস্তার সংযোগ স্থল এই জাল্লারা বাজারটা আমার নিকট সব চেয়ে প্রিয় হবার কারণ হল, এখানে বেশ কয়েকটি বট ও অশথ্থ গাছ রয়েছে, আর এই সব গাছ গুলোতে বছরের প্রায় সব সময়ই ফল থাকে বলে পাখিদের পদচারণা এখানে খুব বেশী, এখানে আমি অনেক ব্যতিক্রমী পাখিদের দেখেছি, যা অন্য কোথাও সাধারণত দেখা যেয় না। গতকালকে (১৩/১০/২০১৬) আবার ওখানে গিয়েছিলাম দেখলাম বড় সাইজের বেশ কিছু পাখি ওখানে ফল খতে এসেছে। প্রথমে ভাবলাম ঘুঘু পাখি, কিন্তু একটু পরই আমার ভুল ভাঙ্গলো, না এতো দেখছি অন্য পাখি। পাখিদের ছবি যারা তুলেছেন একমাত্র তারাই জানেন গাছে থাকা পাখিদের ছবি তোলা কতোযে কষ্টকর। কষ্ট করে ছবি তুলছি হঠাৎ গাছে কেউ একটা ঢিল মারলো, নানা রকম শত শত পাখি হঠাৎই উড়াল দিলো।

একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম ঢিল মারার কারণ, তিনি বললেন এই অরফুল পাখি খায়, তাই মারার চেষ্টা করে অনেকেই, ওদের আমি অনেক বুঝালাম পাখিদের না মারার জন্য। কতোটুকু বুঝলো আমি ঠিক বুঝলাম না। তবে ঢিল মারার আগে অরফুল (পাখিটির স্থানীয় নাম) পাখির কয়েকটি ছবি তুলতে পেরেছিলাম, এই অচেনা পাখিগুলোর নাম কারো জানা থাকলে বলবেন।



মন্তব্য ৬৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন: পাখিদের এই ছবিগুলো তোলার পর সব চেয়ে সুন্দর যে ছবিটা আমি চিহ্নিত করেছিলাম সেই ছবিটা ভুলক্রমে মুছে যাওয়ায় এখানে আমার আরো একটা হতাশা রয়ে গেছে।

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

অপ্‌সরা বলেছেন: অরফুল পাখি দেখে মুগ্ধ আমি!!!

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কিন্তু পাখিটার প্রকৃত নাম মনে হয় এটা না

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



সুন্দট পাখী।
পাখী মারা চেস্টা এখনো থামলো না; এতে প্রমাণিত হয় যে, আমাদের জনসংখ্যার বিরাট অংশ এখনো 'শিকারী যুে' বাস করে।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, গ্রাম এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে না পারলে এই পাখি শিকার বন্ধ করা যাবেনা, আর এতেই বিলুপ্ত হয়ে যাবে এমন চমৎকার সব পাখি......ধন্যবাদ ভাই

৪| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমিও ১২ ক্লাশ পর্যন্ত গ্রামে মানুষ হয়েছি। এমন রংগের পাখিতো গ্রমে দেখি নি।
মনে হয় এ পাখিটি কবুতর পড়িবারের একটি পাখি। খুব সুন্দর পাখি ও সুন্দর ছবি।

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন এটা সাইজে কবিতরের মতো, কিন্তু কবুতর তো গাছে গাছে ফল খেয়ে বেড়ায় না, আর কবিতরের কালারও এর থেকে ব্যতিক্রম, ধন্যবাদ

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: বটের গোটা খাওয়া এরকম সুন্দর পাখি তো আমি কখনও দেখি নাই। চমৎকার ছবি।

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আগে কখনো দেখিনি, আহেন আমরা দুইজন গলাগলি ধইরা কান্দি :-B

৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

পুলক ঢালী বলেছেন: কামাল ভাই এটা মনে হচ্ছে হড়িয়াল। তবে আমি ছাইরঙ্গা সবুজ হড়িয়াল দেখেছি কিন্তু এমন ছাইরঙ্গা হলুদ গলা হড়িয়াল দেখিনি।
খুব সুন্দর ছবি তুলেছেন। বর্ননাতেও আছে কাব্যের ছোঁয়া । সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ছবি ব্লগ। :)

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম নেট ঘেটে আমার মনে হলো এরা বিরল প্রজাতির দেশী কমলা বুক হরিয়াল......ধন্যবাদ জানবেন ভাই

৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ সুন্দর পাখি তো!!!

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শীঘ্রই আবার এই পাখিদের সাথে দেকা করার ইচ্ছে আছে আমার, শুভেচ্ছা জানবেন রাজপুত্র

৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

পুলক ঢালী বলেছেন: কামাল ভাই, মামা বলছে, এগুলো Dove,Pigeon ওরা তো আর আমাদের মত সমৃদ্ধ ভাষায় কথা বলেনা তাই!

নমুনা:





১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আহ্ কতো সুন্দর পাখিযে ধরণীতে আছে! এক জীবনে বুঝি কিছুই দেখা হলোনা :(

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: দারুন সব ছবি!:)


আচ্ছা ভাই ফটোগ্রাফি কি আপনার নেশা নাকি পেশা??:)

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ ও ফটোগ্রাফীতে আমার চরম নেশা, তাইতো সময় সুযোগ পেলেই ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়ি যেদিকে যখন খুশি......শুভেচ্ছা জানবেন রহমান ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: তবে নেশার সাথে যদি পেশাটা মিলে যেত তাহলে সোনায় সোহাগা হতো

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে ডাবল লাইক :-B

১১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ সুন্দর পাখি, কবুতর গোত্রেরই মনে হচ্ছে।

আমাদের খুব সচেতনতা বাড়ানোর ক্যাম্পেইন করা দরকার, মানুষ যাতে পাখি শিকার না করে। আমি আফ্রিকার একটি খুবই অনুন্নত দেশে থাকি, শহরে রাস্তার ধারে বক দাঁড়িয়ে থাকে, বোঝা যায়, মানুষ ওদের মারে না। গাছে গাছে ফুলের মত বক বসে থাকে। অথচ, বাংলাদেশের মানুষ পাখিকে বা অন্যান্য প্রাণিকে মেরে ফেলাতেই গর্ব বোধ করে। এই ধারণার পরিবর্তন করতে প্রচার চালানো দরকার।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, জয়নগরের মানুষকে বুঝানো দরকার এখানে আসা এতো এতো পাখি আসলে ওদের গর্ব, ওদের সুস্থ্য ভাবে বাঁচতে দেওয়াএই গ্রামের লোকদেরই দায়িত্ব......শুভেচ্ছা নিবেন।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

পুলহ বলেছেন: পোস্টের প্রথম প্যারায় সাহিত্যিক ভাব প্রবল, বিশেষত প্রথম লাইনটা পড়লে তো মনে হয় ক্লাসিকাল কোন সাহিত্য শুরু হতে যাচ্ছে।
ভাল্লাগলো ভাই। পোস্টে যথারীতি +++

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন:
একটু হয়তো চেষ্টা ছিলো, পরে হাল ছেড়ে দিয়েছি :D

উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
এটা বাংলাদেশের পাখি?? বিশ্বাসই হয় না।

দেখতে অনেকটা কবুতরের মত। অরফুল না হয় আঞ্চলিকদের দেওয়া নাম, কিন্তু আসল নাম কি এটার??

পোস্টের ছবিগুলো যদিও আপনার অন্যান্য ছবির মত অতটা সুন্দর হয়নি, তবুও সুন্দর পাখি বোধহয় আপনাকে এই যাত্রায় বাঁচিয়েই দিল। B-))

+

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: নেট ঘেটে আমার মনে হলো এরা বিরল প্রজাতির দেশী কমলা বুক হরিয়াল পাখি......পাখি আমাকে যেমন বাঁচিয়ে দিলো আমরাও যদি এমন ভাবেই পাখিদের বাঁচাতে সচেষ্ট থাকি তাহলে ওরা বেঁচে যায়, শুভেচ্ছা জানবেন ভাইজান।

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অসম্ভব সুন্দর পাখি । বোধহয় আগে কোথাও দেখিনি ।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমিও এবারই প্রথম দেখলাম, ভাবছি দুয়েক দিনের মধ্যে আবারো যাওয়া যায় কিনা

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এতো সুন্দর পাখি দেখেছি বলে মনে করতে পারিনা!!!

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমরা একই পথের পথিক

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

মাদিহা মৌ বলেছেন: আপনি ছিলেন বলেই এই পাখি দেখা হলো …

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, পাখির ছবি উঠানোর প্রতি সব সময়ই আমার বিশেষ নজর থাকে, কিন্তু আরো ভালো ক্যামেরা আর দক্ষতার জন্য খুব ভালো উঠাইতে পারিনা।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন সুন্দর!

পাখি ও পোষ্ট দুটোই :)

+++++++++++++

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্য এবং প্লাস সহ মোট চারটি সুন্দর হলো :D

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




একটি অচেনা পাখির গল্পে ঢোকার আগে একটা গান গেয়ে নিই -----
হলুদিয়া পাখি, সোনার বরণ
পাখিটি ছাড়িলো কে .....
( আব্দুল আলিমের কন্ঠে )

এবার গল্পে আসি । পাখিটি কে ছেড়েছে বা কোথা থেকেই বা এলো এটা নিয়ে খানিকটা রিসার্চ করে যা পেয়েছি -
এরা হলো অরেঞ্জ ব্রেষ্টেড গ্রীন পিজিয়ন । হিমালয়ের দক্ষিনে এবং দক্ষিনপূর্ব এশিয়াতে এর প্রায় ৫০ টি প্রজাতি রয়েছে । এরা হলে Treron শ্রেনীভুক্ত । আপনার দেয়া ছবির পাখিটি এই শ্রেনীর "ইয়েলো ফুটেড " পিজিয়ন ।
ভারতে মারাঠিরা একে বলে " হরিয়াল " যদিও আমাদের হরিয়াল সম্ভবত ঠিক এটা নয় । অন্য প্রজাতির হতে পারে । রং ও ভিন্ন । কারন Treron শ্রেনীভুক্ত কবুতরগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে ।
যেমন ---


বাকীগুলোর ছবি পুলক ঢালী দিয়েছেন । তাই আর কষ্ট করলুম না ।
আপনার মাধ্যমে তাঁকেও ধন্যবাদ জানিয়ে রাখি ।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, কষ্ট করে তথ্য সংগ্রহ করে জানিয়ে দেওয়ার জন্য। আপাতত আমরা একে হরিয়াল হিসাবেই নিয়ে নিলাম, কি বলেন?

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৫

ক্লে ডল বলেছেন: অদ্ভুত সুন্দর আর মায়াবী পাখী! ওর পায়ে মনে হচ্ছে কমলা জুতা পরেছে! :)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: বাস্তবে ওদের দেখে আমার এত্তো ভালো লেগেছিলো যে কি আর বলব?.........শুভেচ্ছা জানবেন

২০| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: পাখির রঙ দেইখা কানলে মাইষে কি কইবো।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

সাদা মনের মানুষ বলেছেন: না দেইখা কানলে কি কইব সেইটাও তো ভাব্তাছি B-)

২১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

মুসাফির নামা বলেছেন: ভালো লাগছে,অনেক সুন্দর ।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মুসাফির

২২| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮

নায়না নাসরিন বলেছেন: পাখিটা দেখতে খুবই চমৎকার ভাইয়া । ছবিগুলিও ভালোলেগেছে ।
+++

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬

অনুমান বলেছেন: এই লিংকটি দেখু্‌নঃ
http://interestingeo.blogspot.in/2014/12/interesting-facts-haruyal-bird.html
অথবাঃ
https://www.youtube.com/watch?v=E5WdENODfRc

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এটাযে হরিয়াল পাখি নিশ্চিৎ হলাম

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫

অনুমান বলেছেন: এই লিংকটি দেখু্‌নঃ[link|অথবাঃ

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই

২৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পাখির গল্পে মানুষ সচেতন হোক। মানুষেরই জীবনেরই তো দাম কমে যাচ্ছে... বাঘ ভাল্লুকের বনাঞ্চলে হচ্ছে জ্বালানিক্ষেত্র... পাখির কথা কী বলবো!

পাখিটি কবুতর প্রজাতির। আহমেদ জীএস ভাই বলেছেন হলুদিয়া পাখি... হয়তো তাই।
এক জায়গায় দেখলাম ইয়েলো-ফুটেড গ্রিন পিজন (হলুদ পায়ের সবুজ কবুতর)। পাখিপ্রেমীরা আসল নাম বলতে পারবেন।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা যে হরিয়াল পাখি এটা এখন আমি নিশ্চিৎ......কেমন আছেন মইনুল ভাই?

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২

জুন বলেছেন: আহা কি মনোরম দেখতে পাখীগুলো । কবুতর জাতীয় পাখিই হবে মনে হয় । কি অপরূপ রূপ ।
মানুষ কেন এত নিষঠুর হয় ভেবে পাইনা সাদা মনের মানুষ । আর কিছুদিন পরে আমাদের অবসথা চীনের মত হবে । আমরা চীন বেড়াতে গিয়ে যতটুকু ঘুরেছি কোথাও একটা কুকুর বিড়াল তো দুরের কথা একটা পাখিও চোখে পড়েনি।

১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: চিনে পাখি না থাকার কারণ কি আপু? ওরা কি সব মেরে ফেলেছে? নাকি ওখানে পাখি থাকার পরিবেশ নাই?

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুগ্ধ মুগ্ধ !

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: //// সাদা মনের মানুষ বলেছেন: পাখিদের এই ছবিগুলো তোলার পর সব চেয়ে সুন্দর যে ছবিটা আমি চিহ্নিত করেছিলাম সেই ছবিটা ভুলক্রমে মুছে যাওয়ায় এখানে আমার আরো একটা হতাশা রয়ে গেছে।///// ----------- সুন্দর ছবি মুছে যাবেই, আপনি যে আমাকে শাপলা দ্যান নাই।এ পোষ্টেও শাপলার কথা লিখেছেন!!! :)

পাখির ছবিগুলো আসলেই সুন্দর!!! তার ওপর আপনার তোলা!
এই পাখি দেখিনি। এবার শীতে পাখি দেখতে বেরুবো।
কোথায় গেলে অনেক অনেক পাখি দেখা যাবে তথ্য দেবেন।

অনেক অনেক শুভেচ্ছা কামাল ভাই!!

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপু এই ছবিগুলো তোলার সময় আমি লাল শাপলাদের খুবই কাছে ছিলাম.......কিন্তু কাউকে দিয়ে শাপলা গাছ উঠাতে পারিনি।


এই পাখি দেখিনি। এবার শীতে পাখি দেখতে বেরুবো।
কোথায় গেলে অনেক অনেক পাখি দেখা যাবে তথ্য দেবেন।

ডানে বামে না তাকিয়ে সোজা চলে যান টাঙ্গুয়ার হাওড়

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: এই মাত্র কিছু পাখির ছবি উঠাইলাম, ওটা নিয়ে পরে পোষ্ট দেবো।

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: পাখির ছবিগুলো দেখে খুব ভালো লাগল।

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আন্তরিক শুভেচ্ছা নিন

৩০| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৪

মাদিহা মৌ বলেছেন: অফ টপিকঃ ভাইয়া আপনি বলছিলেন রেমাক্রি পর্যন্ত যেতে পারেননি। সেনাবাহিনীরা কী নাকি সমস্যা করেছে? একটু ডিটেইলে বলবেন প্লিজ?

১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আসলে ঐ সময় প্রবল বৃষ্টিপাতের কারণে সাঙ্গু নদীতে পানি খুব বেড়ে গিয়েছিলো এবং নদীতে ছিলো প্রচন্ড স্রোত, তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এটা করা হয়েছিলো আপু।

৩১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

গেম চেঞ্জার বলেছেন: তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এই পাখিটির দিকে!

সুন্দর শব্দটির প্রাকটিক্যাল এদের দেখলেই বুঝা সম্ভব!

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: যাব যাব করেও পরে আর ঐ পাখিগুলো দেখতে যাওয়া হয়ে উঠেনি......শুভেচ্ছা জানবেন ভাই।

৩২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রাকু হাসান বলেছেন: পাখিটি এই প্রথম দেখলাম ,নাম ও জানি না ,স্থানীয় নামটি জেনে নিলাম । আপনার প্রশংসা করতে হয়। এত সুন্দর করে ছবি তুলেছেন । হ্যা পাখিদের ছবি তুলা ভিষণ কষ্ট কর । কিন্তু আপনার তুলা ছবিগুলো দেখে বলতে হচ্ছে আপনার জন্য খুব সহজের কাজ টা ।খুব সুন্দর ভাল লাগলো ছবিগুলো ।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, শেষ পর্যন্ত জানতে পারলাম এই পাখির নাম হরিয়াল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.