নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৪৯

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৪


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) পবিত্র মদিনা নগরীর একটা রাজপথ।


(৩) নাম না জানা একটি ফুল, এই ছবিটা শেরেবাংলা নগরের বৃক্ষ মেলা থেকে তুলেছি।


(৪) থানচি নৌকা ঘাট, বান্দরবানের থানচি থেকে তোলা ছবি।


(৫) দুবাইয়ের আকাশে উকি দিচ্ছে ভোরের সূর্য্য, বিমানে থেকে তোলা ছবি।


(৬) বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিন থেকে তোলা ছবি।


(৭) পাগলের মেলা, বাবা লোকনাথের আশ্রম বারদী থেকে তোলা ছবি।


(৮) প্রজাপতির এই ছবিটা তুলেছি বান্দরবানের শৈলপ্রপাতের পাশ থেকে।


(৯) তিলা মুনিয়া (বৈজ্ঞানিক নাম: Lonchura punctulata) বা তিলে মুনিয়া Estrildidae (ইস্ট্রিল্ডিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Lonchura (লঙ্কুরা) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট তৃণচর পাখি। তিলা মুনিয়ার বৈজ্ঞানিক নামের অর্থ তিলা সুঁইলেজ (গ্রিক; lonkhe = সূঁচালো, ura = লেজ; লাতিন: punctulatus = তিলাযুক্ত)। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এছাড়া কয়েকটি দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৭১ লক্ষ ৯০ হাজার বর্গ কিলোমিটার। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থির রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। Lonchura গণের অন্যসব প্রজাতির মত এদের উৎপত্তিও সম্ভবত এশিয়ায়। বিশ্বজুড়ে শখের পোষা পাখি হিসেবে এরা বেশ জনপ্রিয়।........এটা আমার বাড়ির সামনের তাল গাছের ডগা থেকে তোলা ছবি।


(১০) কমলা বাগান, মৌলভীবাজারের জুরী উপজেলা থেকে তোলা ছবি।


(১১) মাছ ধরা, কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে তোলা ছবি।


(১২) মাছরাঙ্গা, নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর থেকে তোলা ছবি।


(১৩) আশশেওড়া মটকিলা গাছের ফল, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি থেকে তোলা ছবি।


(১৪) বিরিশিরির সাদা মাটি বা চিনা মাটির পাহাড়, সাদা মাটির পাহাড় হলেও এটার গায়ের রং সাদা, গোলাপী, হলুদ, বেগুনি, খয়েরী, নিলাভ বিভিন্ন রংয়ের, যা দেখলে চোখকে জুড়িয়ে দেয়।


(১৫)খানজাহান আলী সেতু, রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা ব্রিজ নামেও পরিচিত। খুলনা শহরের রূপসা থেকে ব্রিজের দূরত্ব ৪.৮০ কি.মি। এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা যায় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলির বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১.৬০ কি.মি.। সেতুটিতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে। বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। রাতে সেতুর উপর থেকে খুলনা শহরকে অপূর্ব সুন্দর মনে হয়। উৎসবের দিনগুলোতে এই সেতুতে তরুণ-তরুণীরা সেতুতে ভিড় করেন ও আনন্দ করেন। জাপানী সহায়তায় নির্মিত সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন খালেদা জিয়া।


(১৬) ভেড়ার ছানা, নরসিংদীর মাধবদী থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি।


(১৭) নৌকা, অলস পড়ে থাকা নৌকাগুলোর ছবি তুলেছি নরসিংদী সদর থানার আলীপুরা গ্রাম থেকে।


(১৮) শিমুল গাছের নিচ দিয়ে হেটে যাচ্ছে দু'জন ছাত্রী, এই ছবিটা তুলেছি ব্রাহ্মণবাড়ীয়ার বাহাদুরপুর গ্রাম থেকে।


(১৯) নৌকার এই ছবিটা নারায়ণগঞ্জে বন্দর থেকে থেকে তুলেছি।


(২০) পেয়ারা ফুল, ব্রাহ্মণবাড়ীয়ার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা ছবি।

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

বিলিয়ার রহমান বলেছেন: মদিনা থেকে বাহাদুরপুর!:)সুন্দর সব ছবি!:)


পোস্টে লাইক!:)

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রহমান ভাই, ভালো থাকুন, সব সময়।

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫১

এম এ কাশেম বলেছেন: ফুলের ছবি দেবেন, নাম জানবেন না এটা কেমন কথা।
ফুলের নাম মুখস্ত করে নেবেন ,
নতুবা পরীক্ষায় আন্ডা পাবেন।

শুভেচ্ছা জানবেন।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: কাশেম ভাই, আমি আপনার ফুলের নাম শেখা কেলাশে ভর্তি হতে চাই

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই। কামনা করি প্রতি ইঞ্চি নয় , প্রতিটি ধূলিকনার সুবাস যেন নিতে পারেন ।
ফুল দু'টোর ছবি চমৎকার ।

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮

সোহানী বলেছেন: আহ্ ছবির মাঝে হারিয়ে যাই..........++++++++++++

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ছবির মাঝে সব সময়ই হারাই, ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৪

গেম চেঞ্জার বলেছেন: মন ভরে গেল! !:#P

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও

৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো ভাল লাগল । তবে একটা প্রশ্ন ব্রাহ্মণবাড়ীয়ার বাহাদুরপুর গ্রামের কথা শুনে চিন্তায় আছি ঐগ্রামে কি সম্পর্ক?

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: চিন্তার কোন কারণ নাই ভাই, ওখানে আমি মাঝে মাঝে যাই, বোনের শ্বশুড় বাড়ি বলে কথা :-B

৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫

মার্কো পোলো বলেছেন:
চমৎকার কালেকশন।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় চেষ্টা করি কালেকশনকে সমৃদ্ধ করতে, ধন্যবাদ ভাই।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩০

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর আপনার ছবি ব্লগ | ভাল লেগেছে |

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, চেষ্টা করি গ্রাম বাংলার আনাচে কানেচে ঘুরে কিছু সুন্দর ছবি তুলতে।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
বনে বাঁদাড়ে is on 49 not out. can it get it's half century?
i think it can. it plays so wonderfully with some excellent clicks, angles and photos. half-century is inevitable now.

+++

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রক্তিম, হাফ সেঞ্চুরী নয় কোন এক সময় হয়তো সেঞ্চুরীও হয়ে যাবে।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

অতঃপর হৃদয় বলেছেন: আহ কি সুন্দর! ইচ্ছে করছে এখনই চলে যাই!

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ছবি দেখলে আমারও ছুটে যেতে ইচ্ছে করে, শুভেচ্ছা জানবেন ভাই।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

জুন বলেছেন: গতকালই আপনার সাথে বনে বাদাড়ে টই টই করে ঘুরে এসেছি । কিন্ত প্রিয় সামু আমাকে কিছু কৈতে দিলোনা সাদা মনের মানুষ :(( কোন রকমে দুই লাইন প্রশংসা বাক্য লিখে সেন্ড করেছি ওমনি কান ধরে সোজা গেটের বাইরে :( তারপর যতবার আসি বলে 502 গেট লক । তারপর আর কি B:-/ আজ আবার ট্রাই করছি :)
+
অটঃ মোবাইল খালি করা প্রোগ্রাম নিয়ে খুব শীঘ্রই আসছি । মন্তব্য দেয়ার জন্য রেডী থাইকেন কিন্ত #:-S

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: গতকালকে সত্যিই ব্লগটা বেশ স্লো ছিল, আপনার মোবাইল খালি করা প্রোগ্রামের অপেক্ষায় থাকলাম।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯

জুন বলেছেন: আসল কথাই বলা হলো না গেট বন্ধের ভয়ে তাড়াহুড়োয়। আর তা হলো ফুল পাখি দুটোই আমার খুব প্রিয়। আর তাদের ছবিতে বেশী ভালোলাগা ।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ফুল পাখি এই দুইটা আমারও খুবই প্রিয়, তাই আমার বনে বাদাড়ে পোষ্টে সব সময় ফুল পাখি থাকে, শুভেচ্ছা

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



বাংলার এতরূপ এত বিচিত্রতা ক্যামেরায় তুলে এনে বিমোহিত করে দিলেন। দেশমাতার প্রতিটি প্রান্তরেখা যেন এক একটি নাভিমূল, বাঁচিয়ে রেখেছে তার বাছাধনদের।

প্রতিটি ছবি দেখে মন জুড়িয়ে গেল।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডানা, আপনার এমন মন্তব্য আমাকে বরাবরই উৎসাহিত করে।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

সামিয়া বলেছেন: অনেক অনেক ভালো পোস্ট। ছবি গুলো এরকম বড় দেখায় কি করে!!?

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার ছবিগুলো ৮" বাই ৬" সাইজ দিয়া ফটোশপে কাজ করি, তাই এই সাইজ দেখায়, কেমন আছেন আপু?

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আলগা কপাল বলেছেন: ১৪ নং ছবিটা বিজয়পুরের, বিরিশিরির না। আমি গিয়েছিলাম সেখানে। আমার বাড়িও পাহাড়ের পাশে। নেত্রকোনা থেকে কলমাকান্দা তারপর সোজা উত্তরে যতক্ষণ না বাংলাদেশের সীমানা শেষ হয়।

১৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: সংশোধনের জন্য ধন্যবাদ ভাইজান, আমরা সাধারণত বিজয়পুরের পসাদা মাটির পাহাড়টাকে বিরিসিরিই বলি।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগল

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, অনেক উৎসাহিত হলাম

১৭| ২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছবি সাথে বর্ণনা । এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
সামু খু্‌বই স্লো যাচ্ছে । জানিনা এ মন্তব্য পোস্ট হবে কিনা ।
বেড গেইট ওয়ের জন্য এগুতে অনেক সময় নিচ্ছে ।
শুভেচ্ছা রইল ।

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডঃ, ব্লগের সমস্যায় সবাই আমরা কষ্টে আছি জানিনা কবে এর সমাধান হবে।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৭

সামিয়া বলেছেন: এইতো ভাইয়া ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। বি হ্যাপি। :)

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শুভেচ্ছা

১৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯

প্রামানিক বলেছেন: আপনার ছবি দেইখা লগইন করলাম। চমৎকার ছবি।

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ছবি না থাকলে কি লগইন না করেই থাকতেন??

২০| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২

প্রামানিক বলেছেন: ঐরকমই অবস্থা

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.