নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাতছড়ির অরণ্যে

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০২


সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ খ্রিস্টাব্দে "সাতছড়ি জাতীয় উদ্যান" প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি (অর্থ: সাতটি ছড়াবিশিষ্ট)। সাতছড়ির আগের নাম ছিলো "রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট"। এই জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। যাতে রয়েছে প্রায় ২০০'রও বেশি প্রজাতির গাছপালা।

জীববৈচিত্র্যে ভরপুর এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীব-জন্তু রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির উভচর। আরো আছে প্রায় ১৫০-২০০ প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক (Gibbon), চশমাপরা হনুমান (Langur), কুলু বানর (Macaque), মেছোবাঘ, মায়া হরিণ (Barking Deer) ইত্যাদি; সরিসৃপের মধ্যে সাপ; পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ, লালমাথা ট্রগন, কাঠ ঠোকরা, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝিঁ পোকা তাদের অন্যতম।


(২) ঢাকা সিলেট মহাসড়কের সাবেক সড়ক ধরে তেলিয়াপাড়া পার হয়ে কিছুদূর এগিয়ে গেলেই রঘুনন্দন পাহাড়ের এমন চমৎকার বাঁকেই অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান।


(৩) উদ্যানের ভেতরে যাওয়ার জন্য রয়েছে বেশ কিছু পায়ে চলা পথ রয়েছে, তবে গাইড না নিয়ে গেলে এর ভেতর হারিয়ে যাওয়ার অনেক নজির রয়েছে, বিশেষ করে এই বনের ভেতর মোবাইল নেটওয়ার্ক নাই বলে বিপদটা বেশি।


(৪/৫) ল্যান্টানা আর জারুল ফুলেরা এখানে সেকানে ফুটে আছে শত।



(৬) এমন অনেক অচেনা ফল এখানে সেখানে প্রচুর দেখতে পাওয়া যায়।


(৭) গাছের ডগায় বসে থাকা পাখিদের চিৎকার চেচামেচি শোনা গেলেও ওদের ক্যমেরায় বন্দি করাটা কঠিন হয়।


(৮) আছে নানা ধরনের পতঙ্গ।


(৯) মুখপোড়া হনুমান বা লালচে হনুমান, এরা বিশ্বে বিপন্ন বলে প্রজাতি বলে বিবেচিত।


(১০/১১) বনে ঢোকার পর মাথায় পানি পড়লে ভাববেননা যে, বৃষ্টি হচ্ছে। পানির উৎসের দিকে আগে নজর দিবেন ;)



(১২/১৩) বনের একাংশে রয়েছে পাম বাগান, যা বাংলাদেশে বিরল।



(১৪) পাম বাগানের পাশেই পর্যটকদের খাওয়া দাওয়া বা বসার জন্য রয়েছে একটা ছোট বাড়ি। তবে পর্যাপ্ত টয়লেটের সমস্যাটা এখানে বেশ ভোগায়।


(১৫) আমার মনে হয় এই বনে সব থেকে সুগন্ধি ফুল এই স্পাইডার লিলি।


(১৬) একটা ছড়ার উপরে রয়েছে এমন একটা ব্রিজ, যার ওপারে আদিবাসী গ্রাম।


(১৭/১৮) আদিবাসীদের এই গ্রামটির নাম টিপরা পাড়া, বেশ সুনশান পরিচ্ছন্ন। তবে কিছুদিন আগে এই ত্রিপুরা পল্লী এবং সাতছড়ি বনের ভেতর থেকে বিশাল অস্ত্র ভান্ডার আবিস্কৃত হওয়ায় ওখানে সাবধানে চলাচল করাটা জরুরী।



(১৯/২০) সাতছড়ি জাতীয় উদ্যানের কাছাকাছি ৯টি চা বাগান আছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত। ওখান থেকে ফিরে আসার আগে চা বাগানের চিরচেনা রূপ না দেখে ফেরাটা হবে বোকামীরই নামান্তর।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

পুলহ বলেছেন: হবিগঞ্জে রেমা কালেঙ্গা যাওয়া হয়েছে, সাতছড়ি ঘোরা হয় নি।
সয়াবিনের বাগানটা কি কৃত্রিম, নাকি প্রাকৃতিকভাবে সৃষ্ট?
শুভকামনা ভাই। পোস্টে+++

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার রেমা কালেঙ্গা যাওয়া হয়নি, সয়াবিনের বাগানটা অবশ্যই কৃত্রিম, শুভেচ্ছা জানবেন ভাই

২| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: বরাবরের মতোই।

কোন মন্তব্য নেই।

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমারও কোন প্রতি মন্তব্য নেই.........শুধু

৩| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: মন খারাপ থাকলেও, আপনার ছবি দেখলে মন ভরে যায়।

সুন্দর।

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এমন সুন্দর কথা বলেন বলেই আপনাকে কর দিয়া চলি :D

৪| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

খোলা মনের কথা বলেছেন: বনে ঢোকার পর মাথায় পানি পড়লে ভাববেননা যে, বৃষ্টি হচ্ছে। পানির উৎসের দিকে আগে নজর দিবেন =p~ =p~ =p~

মেঘ না চাইতেই বৃষ্টি =p~ =p~ =p~

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছিল যেন ব্যটা ইচ্ছে করে আমার ক্যামেরাটা ভেজাতে চাইছিলো :D

৫| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বনে ঢোকার পর মাথায় পানি পড়লে ভাববেননা যে, বৃষ্টি হচ্ছে। পানির উৎসের দিকে আগে নজর দিবেন ;)

হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আগে ভাবতাম বান্দররাই কেবল বান্দর পরে দেখলাম হনুমানরাও বান্দর :-B

৬| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:

"আদিবাসীদের এই গ্রামটির নাম টিপরা পাড়া"

হাইলাইট করা শব্দটি উপজাতিদের লিখিলেই ভালো হইতো।
তাহারা আদিবাসী হইলে আমরা বাংলাদেশিরা কি নয়াবাসী?

ঐ একটি শব্দ বাদে লাইক!

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আদিবাসী বা উপজাতির বিতর্কে আমি যেতে চাইনা, তবে আমার যতটুকু দেখা এই পাহাড়িরা খুবই ভালো মানুষ.....শুভেচ্ছা জানবেন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো ।

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশটা স্বপ্নপুরী.......শুভেচ্ছা

৮| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: ছবি + বর্ননা সব মিলে এক দারুন ছবি ব্লগ!!:)

ভালোলাগা ++

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব পোষ্টে উপস্থিত থেকে আমাকে উৎসাহিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন রহমান ভাই।

৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৫

মাদিহা মৌ বলেছেন: ঢাকা থেকে একদিনে গিয়ে চলে আসা যাবে?

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: খুব ভোরে ঢাকা ঢাকা থেকে রওয়ানা দিলেই হবে, ঢাকা থেকে সাতছড়ি যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে, সারা দিন ঘুরে সন্ধায় আবার ঢাকা চলে আসা সম্ভব, ধন্যবাদ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৮

মার্কো পোলো বলেছেন:
অসাধারণ। আপনার ছবি ব্লগে এসে ছবি দেখলে সত্তিই মন জুড়িয়ে যায়।

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, উৎসাহিত হলাম।

১১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: অসাধারণ ছবি। ধন্যবাদ

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: দেশে আইছেন নাকি?

১২| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: ছবি দেখে আমি অভিভূত!

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

জুন বলেছেন: লাউয়াছড়া গিয়েছি সাতছড়া বাকি আছে । ছবি দেখে খুবই অনুপ্রানিত হোলাম সাদা মনের মানুষ । তবে কথা হলো গিয়ে বানর আর হনুমানকে জন্মের মত ভয় পাই । সিমলার জাখু মন্দিরে বানর হাত থেকে ছো মেরে ক্যামেরা নিয়ে একদম গাছের ডগায় উঠে বসেছিল। সেই ক্যামেরা উদ্ধার এক বিশাল ইতিহাস ।
অসম্ভব সুন্দর পোষ্টে প্লাস ।
+

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯

সাদা মনের মানুষ বলেছেন: কন কি? বান্দরে পরে গাছে বইসা আপনাদের ছবি তুলছিলো নাকি :D

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন: সামু খুবই স্লো থাকায় গতকাল অনেক চেস্টা করেও ঢুকতে পারি নাই । খুবাই ভাল লাগল সাতছড়ির ছবি ব্লগ । বিবরণ ও ছবি সুন্দর হয়েছে । এই জাতীয় উদ্যানের একটি বিশেষত্ব হলো এখানে প্রায় ২০০ এর অধিক প্রজাতীর প্রজাপতির আবাস । এই বনের ঝোপ জঙ্গলে পাওয়া যায় বৃহত্তম প্রজাতীর বার্ডউইঙ্ জাতীয় প্রজাপতি ।বার্ডউইঙ্ প্রজাপতিগুলি উদ্যানের ভিতর ফুটে থাকা ফুলে ফুলে বিচরণ করে । সাতছড়ি জাতীয় উদ্যানের এই ভিডিউডি ক্লিক করে দেখতে পারেন আরো কিছু জীব বৈচিত্র ।
শভেচ্ছা রইল

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আসলে খুব বেশী সময় নিয়া ওখানে ঘোরার সময় পাইনি বলে, ভবিষ্যতে আরো ভালো করে দেখার চেষ্টা থাকবে।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬

আঃ রাজ্জাক হাং বলেছেন: খুব ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজ্জাক ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



ভালো লাগলো আমাদের পূর্বপুরুষদের দেখে । ওরাও বিপন্ন আর ওদের উত্তরপুরুষেরাও ওদের চেয়ে বেশি বিপন্ন !!!!!

( কিছু ছবি দেখতে পাচ্ছিনে )

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: তবে পৃথিবীকে বিপন্ন করার খেলায় পুর্বপুরুষরা দোষী নয়, সব দোষ আমাদেরই.....কিছু ছবি না দেখতে পাওয়ার কারণটা বুঝলাম না।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫১

কালীদাস বলেছেন: সুন্দর। যাওয়া হয়নি কখনও, না গেলেও মিস করব না ছবিগুলোর কারণে ;)
আপনার চিটাগাং সিরিজ শেষ হওয়ার পর আর কোন রেললাইন ধরে হেঁটেছিলেন কি? ব্লগে খুবই ইরেগুলার হওয়াতে অনেক আপডেটই জানা হয় না :(

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সিলেটের পথে হাটা শুরু করেছিলাম, তবে অনেক দিন হলো স্থগিত রয়েছে।

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি ও বর্ননা সব মিলে এক দারুন ছবি ব্লগ!!

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবির ভাই

২০| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: দেশেই আছি

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে বিদেশী ভাব ক্যান?????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.