নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

তালগাছ ভাবনা

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮


গত বছর যখন রাস্তাটা প্রসস্ত করেছিল তখন অনেক গাছ কাটা পড়লেও তাল গাছটা রয়ে গেছে বহাল তবিয়তে। এবার রাস্তাটা আরো বড় করার পরিকল্পনা নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তাই আমার বাড়ির উল্টো পাশের তাল গাছটা এবার কাটা পড়বে নিশ্চিৎ। দুই বছর আগে যখন এক জোড়া মুনিয়া দম্পতি তাল গাছটায় বাসা বাধে তখন থেকেই আমি অবসরে তালগাছটা নিয়ে মেতে থাকি, বারে বারে ওড়ে ওড়ে ওদের আশা যাওয়া, বাসা বোনা, বাচ্চাদেরকে আদর করে খাবার খাওয়ানো, সবই ঘটছে আমার চোখের সামনে।

পাঁচ তলার পশ্চিম পাশের বারান্দায় দাঁড়ালে তাল গাছের মাথার উপরটা পরিস্কার দেখা যায়। ওখানে আরো একটা দম্পতি বছরে কিছু দিনের জন্য নিয়মিত আসে, ওরা হলো ভাট শালিক দম্পতি, তদের বাচ্চা বড় হলে ওনেক দিন ওরা নিখোজ থাকে, আবার ডিম পাড়ার সময় হলে কোথ্থেকে যেন এসে ঠিকই একটা কোটর খুঁজে নিয়ে বাসা বানিয়ে নেয়। এছাড়াও তাল গাছটার নিয়মিত বাসিন্দা রয়েছে কিছু খুদে পাখি, যারা তালের পাতার ফাঁকে থাকে এবং আশপাশে সব সময় কিচির মিচির করে ডেকে ডেকে উড়ে বেড়ায়।

ইতিমধ্যেই মুনিয়াগুলো আবারো সম্ভবত ডিম পেড়েছে, কারণ পালাক্রমে তাদের কেউ না কেউ বাসার ভেতরে অবস্থান করে। তালগাছটা কাটাতো পড়বে নিশ্চিৎ, আমার শুধু একটাই ভাবনা পাখিগুলোর ডিম কিংবা ছোট ছানা থাকা অবস্থায় যেন কোন ভাবেই এটা কাটা না পড়ে। আগের বার পাহাড়ি নিম গাছটা কাটার পর আমি হারিয়েছি ছোট্ট পাখি মৌটুসীকে, যাকে এখনো আমি খুজে বেড়াই। এবার মুনিয়া পাখিগুলোকে ও হারানোর প্রহর গুনছি। গাছটা কাটার পর ওরা হয়তো অন্য কোথাও আশ্রয় খুজে নেবে, কিন্তু আমার সাথে ওদের হয়তো আর কোন দিন দেখা হবেনা। এমনটা ভাবলে মনটা সত্যিই খুব খুব খারাপ হয়।


(২/৩) গত বছর পাহাড়ি নিম গাছটা কাটার ফলে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলো এই মৌটুসী পাখি।



(৪) তাল পাতার ফাকে ফাকে খেলা করছি তিলা মুনিয়া পাখিরা।


(৫/৬) খড় কুটো দিয়ে বাসা বুনছে ছোট্ট মুনিয়া পাখি



(৭/৮) ভাট শালিকটা পর্যবেক্ষণে আছে প্রতিবারের মতো এবারও বাসা বুনবে বলে।



(৯/১০) মুনিয়াদের বাসা বুনা প্রায় শেষ, ফিনিসিং টাচ দিচ্ছে পাখি দুটো.....তবে এই তিলা মুনিয়াদের কোনটা নারী আর কোনটা পুরুষ তা আমি বুঝতে পারিনি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: প্রথম হইছি চা দেন- -

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন:

২| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ৬টা ১১মিনিটে প্রথম হইছি ৭টা ১৭মিনিটে আইসা দেখি আমিই ফাস্ট আমিই লাস্ট।

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সবই ব্লগের কেরামতি, মন্তব্য করাটা বড় কঠিন :)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ফটোগুলো তো দারুন!

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন

৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ব্লগের কেরামতি বুঝলাম, মন্তব্যে ধ্বস নামার কারণ বুঝলাম না।

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগ স্লো হওয়ার কারণে যাদের নেট স্পিড কম তারা মন্তব্য করতে পারছেনা, বা পারলেও অনেক সময় লাগছে বলে সে দিকে আর পা বাড়াচ্ছে না........... :-B

৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

পুলক ঢালী বলেছেন: আশ্চর্য সুন্দর ছবি, কিভাবে এতো কাছ থেকে ছবি উঠালেন বুঝতে পারছিনা। অচিরেই ওরা বাস্তুহারা হবে ভেবে খারাপ লাগছে।

২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ওদের বাসার দুরত্ব আমার ক্যামেরা থেকে সাত আট হাত বলে ছবি তোলাটা খুব সহজ হয়েছে ভাই।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮

ক্লে ডল বলেছেন: খুব সুন্দর! পাখির ছবি তোলা অনেক মেহনতের ব্যাপার!

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তবে এই পাখিগুলো এতো সুন্দরভাবে দীর্ঘ সময় বসে থাকে যে, এর চেয়ে স হজ যেন আর কোন ব্যাপারই নয়, তবে গাছের অনেক উঁচুতে আছে বলে ওরা নিরাপদ মনে করেই এমন অলস বসে থাকে, ধন্যবাদ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

মার্কো পোলো বলেছেন:
কষ্ট লাগলো মুনিয়া দম্পতির জন্য। তাল গাছ কেটে ফেললে কোথায় যাবে, হয়তো হারিয়ে যাবে অন্য কোথাও। কিন্তু মায়া মেশানো ছবিগুলো শুধু অতীত স্মৃতিই বহন করবে।

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমার বাড়ির আশেপাশে অনেক দূর পর্যন্ত কোন তাল গাছ আমি দেখিনি, জানিনা ওদের গন্তব্য কোথায় হতে পারে।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১০

ডঃ এম এ আলী বলেছেন: তাল গাছটি কাটার কথা শুনে খুব কস্ট লাগল । একটা গণ আবেদন পৌরসভার কাছে করা হোক তালগাছটা যেন না কাঠে । রাস্তার পাশে হলে ফুটপথের পাশে থাকতে পারে আর মাঝ্খানে হলে রোড আইল্যন্ডের মধ্যে থাকতে পারে । একটি তালগাছ পাঁচতলা সমান উচা হতে শতবছর লাগে , এমন একটি গাছ কাটতে হলে মিউনেসিপেলিটিকে শতবার ভাবতে হবে , লাগে আমরা সকলে মিলে মানববন্ধন করব , বৃক্ষ নিধন চলবেনা ।
কাছ থেকে তুলা পাখীর ছবিগুলি ভাল লাগল ।
শুভেচ্ছা নিবেন ।

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের এলাকার নতুন মেয়র পৌরসভার সবগুলো রাস্তা সম্প্রসারিত করছে, এর জন্য অনেক মানুষজনের বাড়িঘর ভাঙ্গা পড়ছে, কাটা পড়ছে শত শত গাছ, বাড়িঘর ভাঙ্গার চাইতে গাছ কাটা পড়াতে আমি কষ্ট পাচ্ছি বেশী, কিন্তু কিছুই করার নেই আমার। আর গাছ কাটার ব্যাপারেও সবাই কেমন যেন নির্বিকার। এই তালগাছটা রাস্তার এমন একটা পর্যায়ে রয়েছে রাস্তা সম্প্রসারণ করলে এটা কাটার মনে হয় কোন বিকল্প নাই....... আপনার মানবিক মনোভাবকে শ্রদ্ধা জানাই।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

সুমন কর বলেছেন: আপনার মুনিয়া পাখিরা ভালো থাকুক।

ছবিগুলো সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি মুনিয়ারা যেখানেই থাকে ভালো থাকুক, ধন্যবাদ।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: নিশ্চয়ই পাখি নীড় খুঁজে পাবে ।
ছবিগুলো অসাধারণ!

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: তাতো পাবেই, কিন্তু সেক্ষেত্রে আমার মন খারাপ থাকলে যে ওদের সাথে নিরবে গিয়ে কথা বলতাম সেটা তো আর হবেনা........শুভেচ্ছা জানবেন সাধু।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন:
একটা পরামর্শ ভাইয়া ছবির মধ্যমে কিন্তু সমাজের অনেক অসংগতি তুলে অানা যায়। সেক্ষেত্রে মানুষের বিবেকে একটু হলেও নাড়া দিবে। সবাই সচেতন হবে।

অাশা করি বুঝতে পেরেছেন।

ভালোলাগা+

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ বাবু ভাই

১২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

মাদিহা মৌ বলেছেন: দক্ষ ফটোগ্রাফারের কারসাজি …

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১

সাদা মনের মানুষ বলেছেন: দক্ষ ফটোগ্রাফার বললে আমি লজ্জা পাই আপু, দক্ষ ফটোগ্রাফারের ধারে কাছেও আমি নাই, তবে সৌখিন ফটোগ্রাফার বললে আপত্তি নাই, ধন্যবাদ।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাট শালিক = এটাকে অনেক লিখায় ভাত শালিক বলে উল্যেখ দেখেছি ।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ভাট শালিক ও ভাত শালিক দুটোই বলে থাকে।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭

জুন বলেছেন: আপনার তোলা পাখির ছবি দেখে যতখানি মুগ্ধ হোলাম গাছটি কাটার কথা শুনে । এ দৃশ্যটি আমার জন্য সবসময় বেদনাদায়ক। ডা: এম আলীর মন্তব্যে সহমত প্রকাশ করছি। আসলে আমাদের দেশে এসব সংস্লিষ্ট সরকারী ব্যাক্তিবর্গরা এতখানি অশিক্ষিত মূর্খ যে ভাবতেও কষ্ট হয়। অন্য দেশ হলে একটি গাছকে বাচাতে রাস্তাটি ঘুরিয়ে নিত। আর আমাদের দেশে উন্নয়নের নামে কি ভাবে গাছ কেটে শেষ করছে । আপনার পাখিদের জন্য রইলো অনেক ভালোলাগা সাদা মনের মানুষ ।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশে এসব সংস্লিষ্ট সরকারী ব্যাক্তিবর্গরা এতখানি অশিক্ষিত মূর্খ যে ভাবতেও কষ্ট হয়। অন্য দেশ হলে একটি গাছকে বাচাতে রাস্তাটি ঘুরিয়ে নিত........আমাদের দেশেও হয়তো বা হবে, তবে ততোদিনে সব শেষ, শুভেচ্ছা জানবেন আপু।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

রাতুল_শাহ বলেছেন: তালগাছ উনাদের............

ফেসবুকের কল্যাণে অনেক ছবি দেখেছি যেখানে বিদেশীরা চেষ্টা করেছে প্রকৃতির ক্ষতি না করে অন্য পন্থায় কাজ সম্পন্ন করতে।

আমাদের দেশে উল্টো। প্রকৃতির জন্য এরা সন্ত্রাসী।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, যতো কথাই বলি, তাল গাছ ওনাদের

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

জুন বলেছেন: *গাছ কাটার কথা শুনে ততখানি কষ্ট পেলাম ভাই

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন: এটুকু আমি আগেই বুঝতে পেরেছি আপু

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

পবন সরকার বলেছেন: চমৎকার ছবি। খুব ভালো লাগল।

২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু একটাই ভাবনা পাখিগুলোর ডিম কিংবা ছোট ছানা থাকা অবস্থায় যেন কোন ভাবেই এটা কাটা না পড়ে। আগের বার পাহাড়ি নিম গাছটা কাটার পর আমি হারিয়েছি ছোট্ট পাখি মৌটুসীকে, যাকে এখনো আমি খুজে বেড়াই। এবার মুনিয়া পাখিগুলোকে ও হারানোর প্রহর গুনছি। গাছটা কাটার পর ওরা হয়তো অন্য কোথাও আশ্রয় খুজে নেবে, কিন্তু আমার সাথে ওদের হয়তো আর কোন দিন দেখা হবেনা। এমনটা ভাবলে মনটা সত্যিই খুব খুব খারাপ হয়।

আসলেই মন খারাপ হবার খবর শোনালেন! আপনার আশা পূর্ন হোক। মুনিয়া খূ*জে পাক তার নতুন স্বপ্নের আবাস- ভংহীন শংকাহীন বসতের

+++++++++++++

২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আমরা শুধুই নিজেদের কথা ভাবী, এই অরণ্যচারীদের কথা ভাবার সময় আমাদের হাতে একটুও নাই..........আমাদের ভবিষ্যত কি আমরা নিজেরাই জানিনা।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পাখিগুলো খুব সুন্দর, গাছ কাটার কথা শুনে মনে কষ্ট পেলাম... :(

২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সুন্দর পাখিদের আবাসস্থল গাছগুলো কেটে আরা ওদের বংস নষ্ট করছি, ভবিষ্যতে হয়তো এর খেসারত দিতে হবে......ধন্যবাদ।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৫

অরুনি মায়া অনু বলেছেন: আহারে গাছ কেটে ফেললে পাখিদের কত কষ্ট হয়। পৃথিবীটাকে যদি সবুজে ভরিয়ে দিতে পারতাম তবে পাখিগুলো শান্তি পেত। পাখিগুলোর প্রতি আপনার মায়া দেখে ভাল লাগছে।

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: গাছ কাটলে শুধু পাখিদেরই কষ্ট হয়না আপু, আমরাও গাছ কেটে ক্রমান্বয়ে বিপদের দিকেই ধাবিত হচ্ছি, মন্তব্যের জন্য শুভেচ্ছা।

২১| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে গাছ না কেটে রাস্তা করার মতো ইন্জিনিয়ার তৈরি হতে সময় লাগবে; আমাদের ছেলেরা এখনো ছেলে, ওরা বই পড়ে সার্টিফিকেট পায়, ইন্জিনিয়ার হয় না অনেকেই

২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: গাছ কাটার পরও যদি নতুন রাস্তার পাশে গাছ লাগানোর চেষ্টাটা থাকতো তাও মেনে নেওয়া যেত, ধন্যবাদ বড় ভাই, আমার পোষ্টে সুন্দর মন্তব্য করার জন্য।

২২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সাদামন ভাইয়ের পোস্টে এতো ল্যাখা ক্যারে! X(

যাউগ্গা... পাখির ছবিগুলো ভালো লেগেছে....

৩০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের প্রভাবে কিছু অপচেষ্টা হয় মাঝে মাঝে, তয় আপ্নে কেমন আছেন?

২৩| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

গেম চেঞ্জার বলেছেন: মনকাড়া পোস্ট!! (+)

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.