নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

রাম জাদী

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১০


এবার বান্দরবান ভ্রমণে আমিই দলনেতা, শেষ মুহুর্তে তুহিন ভাই আমাদের সাথে যোগ দেওয়ায় আমি ওনার কাধে দলনেতার দায়িত্ব দিয়ে নির্ভার হয়ে যাই। কারণ আমি সব সময় ব্যাস্ত থাকি ক্যামেরা নিয়ে, আর তুহিন ভাই ফুটবলার মানুষ, পেটানো শরীর আর বড় মায়াভড়া মন, এমন কি ওনার কাঁধে চড়ে ছোট নদী পার হওয়ার অভিজ্ঞতাও আছে আমার। এমন লোকের কাছে দায়িত্ব থাকলে নো টেনশন। বান্দরবানে দুটি বিখ্যাত বৌদ্ধ মন্দির রয়েছে, একটা হল স্বর্ণ জাদী বা স্বর্ণ মন্দির অন্যটি রাম জাদী। বিশেষ কারণে স্বর্ণ জাদী বন্দ থাকায় ওখানে যেতে পারিনি, তাই ছুটে গেলাম রোয়াংছড়ির রাম জাদী, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল আমাদের দলনেতা তুহিন ভাই থ্রীকোয়ার্টার প্যান্ট পড়ার কারণে ওখানে ঢুকতে পারেনি। রাম জাদী এখনো নির্মানাধীন রয়েছে বলে এখানকার পুড়ো সৌন্দর্য্য এখনো পুরোপুরি ফুটে উঠেনি, তো আসুন ঢুকে পড়ি রাম জাদীর ছবি পোষ্টে।


(২) বান্দরবান শহর থেকে ৩/৪ কিলোমিটার গেলেই রোয়াংছড়ি উপজেলার সিমানা শুরু, রোয়াংছড়িতে স্বাগতম লিখা প্রবেশ পথ। এই পথের অনতি দূরেই রাম জাদীর অবস্থান।


(৩) রাম জাদীর প্রধান প্রবেশ পথ।


(৪) প্রবেশ পথের পাশেই চমৎকার কারুকার্য্য খচিত রাম জাদীর সাইনবোর্ড।


(৫) প্রবেশ পথের সামনে নীচে দাঁড়িয়ে এমনি দেখায় পাহাড়ের উপড়ের মূল মন্দিরটাকে।


(৬) দীর্ঘ আকা বাঁকা সিড়ি বেয়ে উপরে উঠতে হয় উপরের মন্দিরে।


(৭) মাঝপথে পড়বে এই লম্বা টাওয়ারটি।


(৮) টাওয়ারটির নিচে সিংহ এবং আর একটু উপরে কিছু দেবদেবীর প্রতিকৃতি তৈরী করা আছে।


(৯) মূল মন্দিরের পাশে থেকে তোলা ছবি।


(১০) সিড়ি বেয়ে ক্লান্ত হলেও এমন চমৎকার ফুলদের দেখা পেলে নিমিষেই শরীরটা জুড়িয়ে যায়।


(১১/১২) পাহাড়ের উপর বেশ বড় একটা অংশ সমতল, ওখানে মূল মন্দিরের পাশেই রয়েছে বিশাল এই ঘন্টাটি।



(১৩/১৪) পুণ্যার্থীদের জন্য মন্দিরের পাশেই নির্মিত হচ্ছে এমন বেশ কিছু স্থাপনা।



(১৫) উপড়ের ঝোপঝাড়ের মধ্যে এমন কিছু প্রাণীও বসবাস করে।


(১৬) মন্দির চত্বরে থেকে নিচের দিকের তোলা ছবি।


(১৭) এখান থেকে নীলাচলকে এমন দেখায়।


(১৮) আর নিলাচল থেকে রাম জাদীকে দেখায় এমন।


(১৯) পাশের পাহাড়ে আরো একটি সুন্দর বোদ্ধ মন্দির রয়েছে।


(২০) ওখান থেকে নেমে চান্দের গাড়িতে বসে রাম জাদীর শেষ ক্লিক এটা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামি কিন্তু প্রথম হয়ছি

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: চা খাইবেন না পান খাইবেন কন :)

২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পান খাওয়ান একটা। সাথে পান মশলা। একটু ধনে। কিন্তু জর্দা নয়।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক খুশি :D

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও খুশি

৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


ছবি দিয়ে মন খারাপ করেছেন; আমি বাংলাদেশকে মিস করছি।

তুহিনকে বলবেন, আমি ১৯৬৫-১৯৭০ সালের ৫ টাকার ফুটবল খেলোয়াড়; আমি স্কোরার হিসেবে খেলতাম।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমরা ৭০ এর পরবর্তি যুগের লোক, সুতরাং তুহিন আপনাকে চিনবেনা, তবু আমি বলবো।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪

সুমন কর বলেছেন: স্বর্ণ মন্দিরে যাওয়া হয়েছিল কিন্তু রাম জাদী'তে যাওয়া হয়নি। আপনার ছবিগুলোতেই ঘুরে আসলাম।
ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: স্বর্ণ মন্দিরে আমি গিয়েছি, রাম জাদীতে এবারই প্রথম......ধন্যবাদ সুমন দাদা

৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ সব ছবি। +
তুহিন ভাইয়ের একটা ছবি দিতেন...

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:
তুহিন ভাইয়ের কাধে আমি :D

৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৭

মার্কো পোলো বলেছেন:
চমৎকার।
রোয়াংছড়িতে গত বছর ঘুরতে গিয়েছিলাম। ওখানে কেউ সহজে ঘুরতেও যায় না। লামা, আলিকদম, থানচিতেও গিয়েছিলাম। আপনার ভ্রমণ সঙ্গী হতে পারলে ধন্য হতাম। :)

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ঘুরুঞ্চি মানুষ যারা তারা ঘুরবেই, রোয়াংছড়িতে সত্যিই মানুষজন কম যায়, আপনার সাথে ঘুরতে পারলে আমারও ভালোলাগতো।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৪

শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছবি কামাল ভাই। সব সময় আপনার ভ্রমণ ছবিগুলো অনেক সুন্দর হয়।

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র, চেষ্টা তো সব সময়ই করি ভালো করার জন্য।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দারুন ছবি ব্লগ।

৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহরিয়ার ভাই

১০| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মুগ্ধতাটুকু রয়ে যাক মনে
কথায় কি যায় পারা অংকনে - ;)

+++++++++

৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি ভাই, ভালো থাকুন, সব সময় :-B

১১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

কামরুল হুদা দুর্জয় বলেছেন: সুন্দর ছবি তুলেছেন :)

৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় সুন্দর ছবি তুলতে, শ্রদ্ধা জানবেন দুর্জয় ভাই।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: শরীরে শক্তি নাই ইচ্ছা, থাকলেও যাওয়া হবে না, তাই আপনার ছবি দেখেই সাধ মিটাইলাম।

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালো ভিটামিন ফাইল খাইয়েন শক্তি ফিরা আইব :D

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



খুব দৃষ্টি নন্দন রাম জাদী মন্দিরটি । আর নিলাচল থেকে রাম জাদীর দৃশ্য অপূর্ব ।
ভ্রমনেই থাকুন.................

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমনেই থাকুন.......... ভ্রমণে থাকলে যে পেট চলে না :)

১৪| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন:
উজ্জল আলোকিত ছবিতে আমিও ঘুরলাম আপনার সাথে।

বান্দরবানের সৌন্দর্য্যের বিবরণ এত শুনেছি যে - বান্দরবান নিয়ে ভ্রমণ পোস্ট পড়ার আগেই চোখ সৌন্দর্য্যময় হয়ে যায়।

+

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: বান্দরবান নিয়ে ভ্রমণ পোস্ট পড়ার আগেই চোখ সৌন্দর্য্যময় হয়ে যায়। ........খুব সুন্দর বলেছেন ভাই, শুভেচ্ছা জানবেন।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । খুবই সুন্দর হয়েছে ছবি গুলি । বান্দরবানের কথা মনে হলে ভয়ের একটি অনুভুতি শির শির করে উঠে । সে সময়টা ছিল পাহাড়ী শান্তি বাহিনীর বড় উৎপাত । ভাগ্যগুনে রেহাই পা্‌ই । যাহোক এখন অবস্থা ভাল, তাদের কোন উৎপাত নাই ।
শুভেচ্ছা রইল ।

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি সেই ভয় শিরশিরে অনুভুতির গল্পটা কোন একদিন শুনতে পারবো, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

মাদিহা মৌ বলেছেন: ওমা! স্বর্ণ মন্দিরের চেয়ে রাম জাদি মন্দির বেশি সুন্দর লাগছে দেখি! নীলগিরি যাওয়ার পথে পড়ে এইটা?

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

সাদা মনের মানুষ বলেছেন: স্বর্ন মন্দির পুরোটাই সোনালী এটা তেমন না, তবে এটা পুরোপুরি কমপ্লিট হলে অনেক সুন্দর ছবি উঠানো যাবে, কারণ এটা অনেকটা ফাকা যায়গায়, আর স্বর্ন মন্দিরটা গাছ পালার ভেতর অনেকটা। নীলগিরির পথে এটা পড়বেনা আপু, এটা সম্পূর্ণ অন্য দিকের রাস্তা। বান্দরবান শহর থেকে নীলগিরিতে যেতে হয় দক্ষিণ দিকে, আর রাম জাদীর রাস্তা সোজা পূর্ব দিকে, ধন্যবাদ।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



অপরুপ দৃশ্য !!

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ডানা

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

পুলহ বলেছেন: রোয়াংছড়ি থেকে নীলাচল দেখা যায়- বাহ দারুণ তো!
আপনার ছবি-ব্লগে নীল-সবুজ-বেগুনী রঙের ছড়াছড়ি মনকে ভালো করে দিতে পারে...
শুভকামনা ভাই

০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, রোয়াংছড়ি কিন্তু বান্দরবান শহরের কয়েক কিলোমিটার পরই শুরু, আর শুরুতেই এই রাম জাদীর অবস্থান, আমার ধারণা রাম জাদী থেকে নীলাচলের দুরত্ব ৭/৮ কিলোমিটার মাত্র।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০২

জুন বলেছেন: বান্দরবন তো একাধিক বার গিয়েছি কিন্ত এই মন্দিরটি মনে হয় দেখা হয়নি সাদা মনের মানুষ।
যাইহোক আফসোস করি না, কারন আপনার চোখে আমার নিজের চোখের থেকেও ভালো দেখলাম :)
ছবি গুলো চমৎকার আর বর্ননাও দারুন :)
+

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: এই মন্দিরটা এখনো নির্মানাধীন, তাছাড়া এই মন্দিরটা সম্পর্কে জানে অনেক কম মানুষ.....ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.